নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

বাঙালীরা চরম এক্সট্রিম লেভেলে পৌছাবে কখন?

০১ লা এপ্রিল, ২০২৪ রাত ১:১৪






চরম এক্সট্রিম বলতে পাকি-আফগান স্টাইলে মসজিদে,পাবলিক বাসে আত্নঘাতি বোমা হামলা করা রঙচঙা আইডোলজির ভিড়ে; বন্ধুক দিয়ে আমেরিকান স্টাইলে মানুষ মেরে তৃপ্তির ঢেকুর তোলা; বা হাইতির গ্যাং কালচারের মত প্রভাব বিস্তার করা, যেখানে জাতিসংঘের হস্তক্ষেপেরও প্রয়োজন হচ্ছে,দেশ দু:ভিক্ষে রুপ নিচ্ছে ;অথবা বিশ্বের চোখে মাদকের গোল্ডেন স্পট হিসেবে পরিচিত লাভ করা মেক্সিকোর মত।আপনাদের কি মনে হয়?



দেশের যে ইসলামটা বিরাজ করছে তা নিয়ে সবাই হয়তো খুশি নয়,বিভক্ত হয়ে নীরবে বা প্রক্যাশ্যে প্রতিবাদ করতে চাচ্ছে টুকটাক,দল ভারী করার মিশনে নেমে পড়ছে অনেকে 'দেশের শিক্ষা-প্রতিষ্ঠান ধীরে ধীরে ঢুকে যাচ্ছে লিস্টে।এই রমজানে দেখলাম,বিভিন্ন দেয়ালে দেয়ালে ১০ দিনের খতমে তারাবীহ কোর্সে ভর্তি হবার আমন্ত্রন জানানো হয়েছে।আমারর পরিচিত কয়েকজন, এই কোর্স কমপ্লিট করে বাকি দিনগুলো রিলাক্সে কাটাতে চাইছে।



কিশোর গ্যাং নিয়ে সবাই হতাশ,ওরা মাঝেমধ্যে হত্যাকান্ড ঘটায়;কোনো কোনো পরিবার এলাকা ছেড়ে দিতে বাধ্য হয়।সাউথ ইন্ডিয়ার মুভির ন্যায় আ্যাকশন,হিংস্রতা বাঙালীরা মুভি দেখে অভ্যস্ত হলেও,রিয়েল লাইভে ভয় পায় প্রচুর। রাজনীতিতে দুইচার পয়সা দিয়ে গ্যাং কালচার লালনপালন বেশ লাভজনক হয়ে উঠছে; তুড়ি মেরেই সমস্যার সমাধান করা হয়ে যাচ্ছে, বেশ মজার ব্যাপার!! জাতীয় দৈনিকে চোখ বুলালেই প্রতিদিন দেশের বিভিন্ন ভার্সিটির সুইসাইড নিউজ দেখতে পাওয়া যাচ্ছে। ঢাবি ক্যাম্পাসে যারা হোলি উৎসব করেছে,ওরা নিশ্চই সিয়াম পালন করেনি।আপনার কি মনে হয়?


ঐদিন ব্লগে পড়লাম,ঢাকার মাটিতে পা দিলেই নাকি মানুষ অমানবিক হয়ে যায় ;বাতাস হয়তো সাহায্য করে। যতই অমানবিক হোক, তা শেষ পর্যন্ত কোথায় গিয়ে গড়াবে এক্সট্রিম লেভেল দেখতে কেমন হবে?



মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০২৪ রাত ১:৪৭

চারাগাছ বলেছেন:
দেশ আফগান পাকিস্তান হবে না। ঐ লেভেলে যাবে না।
তবে আগামী ১০ বছরে ঢাকার উল্লেখযোগ্য সংখ্যক বাবা মা ছেলেকে ইসলামী শিক্ষায় পাঠাবে।

কিশোর গ্যাং এর লাগাম টেনে না ধরলে ভবিষ্যত ভয়াবহ।

শুনেছি বড় বড় কিছু মার্কেটে ১০ রোজাতে খতম তারাবীহ শেষ করে দেয় দিনে ২.৫/৩ পাড়া করে পড়িয়ে।
এমন নিয়ম আছে কি জানি না।

০১ লা এপ্রিল, ২০২৪ ভোর ৪:৩২

শূন্য সারমর্ম বলেছেন:



ইসলাম যত বড় হবে তত সমস্যা বাড়বে। আপনার চাকুরীর কি খবর? ছেলে ভালো?

২| ০১ লা এপ্রিল, ২০২৪ রাত ২:৫১

শ্রাবণধারা বলেছেন: আমার বিশ্বাস আমরা কখনো এই চরম আবস্থাটায় পৌছবো না। ধর্মপালন জংগীবাদকে উস্কে দেয় বলে আমার মনে হয় না, এর সাথে আরো অনেকগুলো ফ্যক্টর যুক্ত হলে এটা তৈরি হয়। সে হিসেবে আমার মনে হয়, বল এখনো ক্ষমতাশীনদের কোর্টে আছে, এদের নৈরাজ্য এবং যথেচ্ছাচার যতদিননা সীমাহীন হচ্ছে, ততদিন পর্যন্ত আমি আশাবাদী।

০১ লা এপ্রিল, ২০২৪ ভোর ৪:৩৫

শূন্য সারমর্ম বলেছেন:


আপনি দেশে নেই,তাই একটু বেশী আশাবাদী। এখনো সবকিছু শেষ হয়নি,শেষ হয়ে যাওয়ার পথে আছে।

৩| ০১ লা এপ্রিল, ২০২৪ রাত ৩:২২

সোনাগাজী বলেছেন:


জামাত ও ইসলামী ছাত্র সংঘ ( শিবিরের আগের নাম ) ১৯৭১ সালে লাখ লাখ বাংগালীকে হত্যা করেছে; ইহার থেকে বড় আর কি আছে?

০১ লা এপ্রিল, ২০২৪ ভোর ৪:৩৬

শূন্য সারমর্ম বলেছেন:

এটা গুরুত্বপর্ণ ফ্যাক্ট,এদিক থেকে আমরা বিশ্বসেরা।

৪| ০১ লা এপ্রিল, ২০২৪ ভোর ৪:৫৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


বাঙ্গালীরা কখনোই এক্সট্রিম হবে না। গত ২০০০ বছরের ইতিহাসে যখন হয়নি, তখন আর হবে না।

আর, জামাত শিবির কখনই বাঙালী নয়। কারণ-

যেসব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী
সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি।
দেশী ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়,
নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়?
মাতা পিতামহ ক্রমে বঙ্গত বসতি
দেশী ভাষা উপদেশ মনে হিত অতি।

০১ লা এপ্রিল, ২০২৪ সকাল ১০:০৩

শূন্য সারমর্ম বলেছেন:


কার্যকরী ডাটা দিয়েছেন,ধন্যবাদ।

৫| ০১ লা এপ্রিল, ২০২৪ সকাল ৭:০৭

শায়মা বলেছেন: হ্যাঁ আমরা বাংলাদেশীরা কখনই এক্সট্রিমে যাবে না। যে যাই করুক বেশিক্ষন ধোপে টিকবে না।

০১ লা এপ্রিল, ২০২৪ সকাল ১০:০৪

শূন্য সারমর্ম বলেছেন:


সবাই একরকম ভাবছে।

৬| ০১ লা এপ্রিল, ২০২৪ সকাল ১১:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাংলাদেশ বরাবরই মডারেট মুসলিম হিসেবে থেকেছে। এর কারণ সম্ভবত ভারতের সংস্কৃতির সাথে মিলের কারণে। তবে এর মধ্যে কট্টরপন্থীরাও নিজেদের মত করে সমাজে বাস করছে। তবে ক্ষমতায় যাওয়ার মত কট্টরপন্থী দলকে কেউ নির্বাচনের সময় বেছে নেয় না...

০১ লা এপ্রিল, ২০২৪ দুপুর ১:১৪

শূন্য সারমর্ম বলেছেন:

মডারেট মুসলিমই নয়,মডারেট বাঙালী।

৭| ০১ লা এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৪৬

ফিনিক্স পাখির জীবন বলেছেন: সবাই ধর্ম ধর্ম করে মুখে ফেনা তুলে ফেলতেছে আর কল্ম ভেঙ্গে ফেলতেছে। মূল সমস্যাটার দিকে কারো নজর দেবার সময় নেই।
ধর্ম-বর্ন-লিংগ-বয়েস-শ্রেনী-পেশা নির্বিশেষে বাংলাদেশের মানুষের নৈতিক অবক্ষয় দিন দিন বাড়ছেই। লেখার শিরোনামে আপনি এটারই এক্সট্রিম লেভেল খুজছেন বলে আমি মনে করি। এই অবস্থার চুড়ান্ত পর্যায় বর্তমানে চলছে।
এটাকে থামাতে হলে বিশাল একটা ঝাকি দেয়া প্রয়োজন সিস্টেমকে। কে কিভাবে কবে দেবে সেটা, সেটাই অন্যতম বড় প্রশ্ন এখন।

০১ লা এপ্রিল, ২০২৪ দুপুর ১:১৫

শূন্য সারমর্ম বলেছেন:


সিস্টেম পরিবর্তন হবে না, সিস্টেমের ভেতরে এক্সট্রিম গড়ে উঠে সিস্টেম মডিফাই করবে।

৮| ০১ লা এপ্রিল, ২০২৪ দুপুর ২:০৫

ফিনিক্স পাখির জীবন বলেছেন: চলমান সিস্টেমের ভেতরে যে এক্সট্রিম তৈরী হচ্ছে, সেই এক্সট্রিম সিস্টেম মডিফাই করতে অপারগ। বরং এরা সিস্টেম ডিফাংশনিং করে দেবার সম্ভাবনাই বেশী।
এই সিস্টেমের ভেতরে সিস্টেম মডিফাই করার মত সম্ভাবনাময় কেউ নাই। আপনি বিশ্বাস না করতে পারেন, এটাই সত্যি। আমার অভিজ্ঞতা তাই বলে।
আমাদের একটা সামাজিক সংস্কার প্রয়োজন, সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। আমরা স্বাধীনতার ঘোষণাপত্রে প্রতিশ্রুত, সংবিধানে প্রতিশ্রুত বাংলাদেশ চাই। এবং রাজনীতিবিদেরা এর একনম্বর শত্রু।

০১ লা এপ্রিল, ২০২৪ রাত ১০:২৩

শূন্য সারমর্ম বলেছেন:


আপনার থিউরী হয়তো ঠিক আছে ; তবে সামাজিক সংস্কার কে, কীভাবে শুরু হবে তা নিয়ে সন্দেহ আছে।

৯| ০২ রা এপ্রিল, ২০২৪ রাত ১০:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলাদেশের নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার মৃত্যুর ১০০ বছরের ও কম সময়ের মধ্যেই তিনি যেই নারী সমাজকে অবরোধ বাসিনী থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত টেনে নিয়ে এসেছিলেন মুক্ত এক জগতে সেই নারী সমাজ ধীরে ধীরে কোন এক অশুভ শক্তির তৎপরতায় ধীরে ধীরে নিজেদেরকে আবার কালো কাপড়ের ভিতরে আবদ্ধ করে ফেলেছে । একটা সময় আসবে হয়তো তারা অবরোধ বাসিনী রূপে আবারও অবরুদ্ধ হয়ে যাবে!

০২ রা এপ্রিল, ২০২৪ রাত ১০:৫৫

শূন্য সারমর্ম বলেছেন:


বোরকা,হিজাব, নেকাব ব্যাবসায় নামাতে হবে দেখছি।

১০| ০২ রা এপ্রিল, ২০২৪ রাত ১০:৪৯

নিমো বলেছেন: দেশের রাজনৈতিক ক্ষমতা শুরু থেকেই চার বংশের (শেখ, জিয়া, রাজাকার ও সামরিক) কাছেই জিম্মি হয়ে আছে। আর এখন অর্থনৈতিক ক্ষমতাও দেশের গুটিকয় ধণীদের কাছে চলে গেছে। দেশে যেভাবে অসাম্য-বৈষম্য বাড়ছে, তাতে আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যেই নূতন ধরণের সাংস্কৃতিক বিপ্লব এবং মুক্তিযুদ্ধের আদর্শ প্রতিষ্ঠা না হলে, ভয়ানক পরিস্থিতি হবে।

০২ রা এপ্রিল, ২০২৪ রাত ১০:৫৫

শূন্য সারমর্ম বলেছেন:



কেউ রক্ষা পাবে না,পরিস্থিতি ভয়ানক হবে।

১১| ০২ রা এপ্রিল, ২০২৪ রাত ১১:৫৪

রাজীব নুর বলেছেন: পড়লাম।

০২ রা এপ্রিল, ২০২৪ রাত ১১:৫৯

শূন্য সারমর্ম বলেছেন:


ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.