নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

গড\'স প্লান।

০৪ ঠা মার্চ, ২০২৪ দুপুর ১২:৫৩







সৃষ্টিকর্তায় আপনি বিশ্বাস করে থাকলে,উনি আপনাকে নিয়ে পার্সোনালী ভাববেন এবং উনার মর্জি অনুযায়ী প্লান করে রাখবেন ভবিষৎের জন্য,যা আপনি সময়ের ব্যবধানে হয়তো বুঝতে পারবেন, হয়তো পারবেন না- এই বিশ্বাস আপনি ভিতরে লালন করে সামনে এগিয়ে যেতে চাইবেন

আপনারা কি কখনো বুঝেছেন, হতবাক হয়েছেন এই দেখে যে, এটাই সৃষ্টিকর্তার প্লান ছিলো।কিছু বিশ্বাস সবসময় সৃর্ষ্টিকর্তাকে সেইফ জোনে রেখে দেয় ; উনি যা করেন ভালোর জন্য করেন,যত সমস্যাই আসুক উনি টেনে তুলবেন; দ্যা শো মাস্ট গো অন,এটাই উনি চায়।



সৃষ্টিকর্তা পূর্বের মানুষদের যেমন এটেনশন দিতো, মানে কথা বলতো,ওহী পাঠাতো,এনজেলদের পৃথিবীর মাটিতে দায়িত্ব দিয়ে ব্যস্ত রাখতো,এখন তেমনটা ঠিক ঘটে না।মিথলজির সৃষ্টিকর্তা নিয়ে এখন জোক করতেই ভালোবাসে মানুষ।তাই উনি এখন কতটুকু এটেনশন দিয়ে, প্রতি জনের জন্য আলাদা আলাদা প্লান করবেন, তা সঠিক ভাবে বুঝা কঠিন হয়ে যায়। তবুও আপনারা যদি জীবনের কোনো এক স্টেজে এসে যদি বুঝতে পারেন, এটাই সৃষ্টিকর্তার প্লান ছিলো আমার জন্য, তাহলে জানাতে পারেন; ম্যাথের মত প্রমাণ করতে হবে না,স্ট্রেস নেই; শুধু নিজের ভিতর থেকে প্রকাশ করবেন।

মন্তব্য ৪২ টি রেটিং +২/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০২৪ দুপুর ১:৫৪

মিথমেকার বলেছেন: স্রষ্টাই সব থেকে বড় রহস্য!
সে সর্প হয়ে দংশন করে ওঝা হয়ে ঝাড়ে।
আর আমরা ভাবি সে যাকিছুই করছেন আমাদের মঙ্গলের জন্যই করছেন! মঙ্গল হোক অমঙ্গল হোক, তাঁকে খুব কম প্রাণই প্রশ্ন করে।

০৪ ঠা মার্চ, ২০২৪ দুপুর ২:০৪

শূন্য সারমর্ম বলেছেন:



আপনি স্রষ্টাকে রহস্য ভেবেছেন মানে,আপনি কখনো উনার প্লান বুঝতে পারার কথা নয়।

২| ০৪ ঠা মার্চ, ২০২৪ দুপুর ২:০৮

রাজীব নুর বলেছেন: আমি সৃষ্টির রহস্য নিয়ে ভাবি।
ভাবতে ভালো লাগে। সৃষ্টির রহস্য বিজ্ঞানীরা যা বলেছেন সব ঠিকঠাক আছে। ঈশ্বর সৃষ্টির রহস্য নিয়ে সব ভুলভাল বকেছেন। যা হাস্যকর।

০৪ ঠা মার্চ, ২০২৪ দুপুর ২:৪৩

শূন্য সারমর্ম বলেছেন:


সৃষ্টিকর্তার প্লান নিয়েও ভাববেন।

৩| ০৪ ঠা মার্চ, ২০২৪ বিকাল ৩:০০

নতুন বলেছেন: যে কোন কিছুর পেছনে কারন থাকে, যখন বিশ্বাসীরা কারন খুজে না পায় তখন তারা অলৌকিক ব্যক্ষা খুজে। সৃস্টিকর্তার কাজ বলে বিশ্বাস করতে পছন্দ করে।

০৪ ঠা মার্চ, ২০২৪ বিকাল ৩:২১

শূন্য সারমর্ম বলেছেন:


সৃষ্টিকর্তার মন নাকি আইনস্টাইন বুঝতে চেয়েছিলো,কি বুঝেছে তেমন কিছু জানা যায়নি।আমি, আপনি হয়তো আইনস্টাইনকেও বুঝি না ঠিক মত।

৪| ০৪ ঠা মার্চ, ২০২৪ বিকাল ৩:৩৬

নতুন বলেছেন: আইনস্টাইন ততকালীন চার্চের অনুসারী ছিলেন না বা প্রচলিত ধার্মিক ছিলেন না। উনি সৃস্টিকর্তায় অবিশ্বাসী ছিলেন না,।

কারন সৃস্টিকর্তা যে আছে বা নাই তার কোন প্রমান তো আমাদের হাতে নাই।

তেমনি আমারও মনে হয় বর্তমানের প্রচলিত ধর্মের যেই সৃস্টিকর্তা সেটা মানুষের বানানো, মানুষের উপরে নিয়ন্ত্রন সৃস্টির জন্য।

হয়তো সৃস্টিকর্তা আছে কিন্তু তিনি ব্যক্তিগত ভাবে আমার জন্য পরিকল্পনা করেন বা করেছেন সেটা মেলাতে পারিনা...

০৪ ঠা মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৩০

শূন্য সারমর্ম বলেছেন:


সৃষ্টিকর্তা থাকুক বা না থাকুক, উনার মানুষের প্রয়োজন নেই।

৫| ০৪ ঠা মার্চ, ২০২৪ বিকাল ৪:০০

কাঁউটাল বলেছেন:

০৪ ঠা মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৩১

শূন্য সারমর্ম বলেছেন:


ছবিটা কি আমার পোস্টের পর সংগ্রহ করেছেন?

৬| ০৪ ঠা মার্চ, ২০২৪ বিকাল ৪:০১

নয়ন বিন বাহার বলেছেন: গডস প্ল্যান হলো একটা সফটওয়্যার। আমরা সহ যাবতীয় সৃষ্টিকুল এই সফটওয়্যারের অংশ। শুরু, শেষ, পরিণতি ইত্যাদি সব পূর্ব নির্ধারিত।
অর্থাৎ কী করলে কী ফল হবে তা এখানে সিরিজ করা আছে। এখন আপনি কোন বাটন চাপবেন তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাকে দেওয়া হয়েছে। ভুল বাটন চেপে স্রষ্টাকে দোষ দেওয়ার কিছুই নেই। উনি আপনাকে কোনো নির্দিষ্ট বাটন চাপার জন্য জোর করবে না। নলেজ আপনাকে দেওয়া হয়েছে।
সবকিছু আল্লাহর হুকুমে হয় এটা আল্লাহ বলেননি, আল্লাহ বলেছেন, যাই ঘটুক উনি সব জানেন। উনার জানা ব্যাতীত একটা গাছের পাতাও নড়ে না। মোল্লারা বানিয়েছে উল্টো! মোল্লারা বলে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। এটা বললে তাদের সুবিধা হয় নিজের পাপ অন্যের ঘাড়ে চাপাতে।

০৪ ঠা মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৩২

শূন্য সারমর্ম বলেছেন:


পাপ চাপাচাপি উনার প্লানের অংশ না হলেই ভালো।

৭| ০৪ ঠা মার্চ, ২০২৪ বিকাল ৪:০৪

কাঁউটাল বলেছেন: তিনিই তোমাদের কাজে নিয়োজিত করেছেন রাত্রি, দিন, সূর্য এবং চন্দ্রকে। তারকাসমূহ তাঁরই বিধানের কর্মে নিয়োজিত রয়েছে। নিশ্চয়ই এতে বোধশক্তিসম্পন্নদের জন্যে নিদর্শনাবলী রয়েছে। [সূরা নাহল: 12]

০৪ ঠা মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৩২

শূন্য সারমর্ম বলেছেন:


তারকা আমাদের কোনো কাজে আসে না।

৮| ০৪ ঠা মার্চ, ২০২৪ বিকাল ৪:২৮

জ্যাক স্মিথ বলেছেন: গড হচ্ছে এক মহা অন্ধকারের নাম, পূর্বেও গডের কোন অস্তিত্ব ছিল না আর ভবিষ্যতেও গডের কোন জন্ম হবে না।

আমার ব্যক্তিগত গবেষণা বলে- সমস্ত অজ্ঞতার একমাত্র উৎস হচ্ছে ওই গড নামক শব্দটি থেকে।

এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির পিছনে গড নামক কোন সত্তার অস্তিত্ব থাকার কোন প্রশ্নই আসে না, তবে এখনো কিছু মানুষ গড নামক শব্দটি দ্বারা শুন্যস্থান পূরণ করছেন, মানে যেখানেই অজ্ঞতা সেখানেই গডকে বসিয়ে দিচ্ছেন।

০৪ ঠা মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৩৪

শূন্য সারমর্ম বলেছেন:



মানুষই গড,তবে তা মানতে চায় না।

৯| ০৪ ঠা মার্চ, ২০২৪ বিকাল ৪:৩১

জ্যাক স্মিথ বলেছেন: অবশেষ গডের একটি ক্ষমতা দেখতে পেলাম।

০৪ ঠা মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৩৪

শূন্য সারমর্ম বলেছেন:


এডিটেড?

১০| ০৪ ঠা মার্চ, ২০২৪ বিকাল ৪:৩৪

জ্যাক স্মিথ বলেছেন: কাঁউটাল - সূর্য পূর্ব দিক থেক উদিত হয়ে পশ্চিমে অস্ত গেলো, আর তাতেই প্রমাণ হয়ে গলো গডের অস্তিত্ব, এ তো এক মহা বিজ্ঞানময় কমেন্ট। =p~

০৪ ঠা মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৩৪

শূন্য সারমর্ম বলেছেন:

...

১১| ০৪ ঠা মার্চ, ২০২৪ বিকাল ৫:২২

নতুন বলেছেন: কাঁউটাল বলেছেন:

যে ব্যক্তি কাঁউটাল নাম এবং এমন একটি ছবি নিয়ে সৃস্টিকর্তার গুনগান করেন সেটা দেখে মাঝে মাঝে মনে হয় সৃস্টিকর্তা বলে কেউ আছে। এবং তার পাঠানো কিতাব থেকে প্রাপ্ত জ্ঞান লল্ভধ হয়েই এমন নিক+পিক বেছে নিয়েছেন... B-))

০৪ ঠা মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৩৫

শূন্য সারমর্ম বলেছেন:


উনার পিকের দন্ত দেখে সৃষ্টিকর্তা ভয় পাবেন প্রথমে।

১২| ০৪ ঠা মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৫১

সোনাগাজী বলেছেন:




ফিলিস্তিনীদের জন্য সৃষ্টিকর্তার প্ল্যান কার্ক্যকরী করেছে ইহুদীরা।

০৪ ঠা মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৪৯

শূন্য সারমর্ম বলেছেন:



মনোনীত জাতির মনোনীত কর্মকান্ড ।

১৩| ০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ৮:৪৩

কামাল১৮ বলেছেন: আমি যেহেতু বিশ্বাস করি না তাই আমাকে নিয়ে তার কোন প্লান নাই।আমার প্লান আমি নিজেই বানাই।১১টা বাজলেই বাসার কাছে জলাসয়ে হাসকে খাওয়াতে যাবো।এই জন্য প্লান করে রুটি কালকেই কিনে এনেছি।এটা আমি রোজ করি।হাঁস ,কাঠবিড়াল,পাখি এদের আমি নিয়মিত খাবার দেই।এটা আমার প্লান,সৃষ্টিকর্তার না।

০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ১১:২০

শূন্য সারমর্ম বলেছেন:


সৃষ্টিকর্তা বাকিদের জন্য প্লান রাখলেও আপনার জন্য সাথে একটা ব্যাকআপ প্লানও রাখবে।

১৪| ০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ৯:৪৮

রানার ব্লগ বলেছেন: আমার কাছে পুর্ন বিশ্ব সৃষ্টি একটা রহস্য । সামান্য একটা ধামাকাতে মাটি পাথর পানি সৃষ্টি হলো ।

০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ১১:১৮

শূন্য সারমর্ম বলেছেন:


রহস্য সমাধানে ক্রমাগত মানুষ চেষ্টারত,তবুও রহস্য কখনো পুরোপুরি সমাধান করতে পারবে না মানুষ।

১৫| ০৫ ই মার্চ, ২০২৪ রাত ১২:০১

নিমো বলেছেন: প্রতিটি সভ্যতা বা জাতিগোষ্ঠীর স্রষ্টা, তাঊএর পটলের সাথেই পটল তুলেছে অথবা পরবর্তী সভ্যতা বা জাতিগোষ্ঠীর স্রষ্টার সাথে মিশে গেছে।স্রষ্টার পরিকল্পনা জ্বিনকল্পনা অলীক মাত্র। সবই এনট্রপির খেলা।

০৫ ই মার্চ, ২০২৪ রাত ১২:১৩

শূন্য সারমর্ম বলেছেন:

নিতশে নিতশে ভাব আছে কমেন্টে। এনট্রপিটা একটু সহজ ভাষায় বলুন তো।

১৬| ০৫ ই মার্চ, ২০২৪ রাত ১২:১৮

নিমো বলেছেন: লেখক বলেছেন:নিতশে নিতশে ভাব আছে কমেন্টে।

সবই এআইয়ের খেলা। হা-হা!হা-হা!

লেখক বলেছেন:এনট্রপিটা একটু সহজ ভাষায় বলুন তো।
এআইয়ের থেকে জেনে এসে জানাচ্ছি, ততক্ষণ অপেক্ষায় থাকুন।

০৫ ই মার্চ, ২০২৪ সকাল ১০:৫৬

শূন্য সারমর্ম বলেছেন:


এআই নিমো।

১৭| ০৫ ই মার্চ, ২০২৪ সকাল ১০:৪৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মানুষই ভেবে নেয় সৃষ্টিকর্তা কী ভাবেন আর করেন।

০৫ ই মার্চ, ২০২৪ সকাল ১০:৫৭

শূন্য সারমর্ম বলেছেন:


মানুষই ভাবতে পারে,সৃষ্টিকর্তা হও বললে হয়ে যায়।

১৮| ০৫ ই মার্চ, ২০২৪ দুপুর ২:২৯

ধুলো মেঘ বলেছেন: আল্লাহ যদি সত্যি সত্যিই কোন মাজেযা দেখায়, তাহলে নাস্তিকেরা কি বলবে? যেমন ধরুন, সবার চোখের সামনে চাঁদ দুই খন্ড হয়ে গেল - তখন তাদের বক্তব্য কি হবে?

০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:১৬

শূন্য সারমর্ম বলেছেন:


যদি,যেমন,ধরুন -ফাঁদ থেকে বের হোন আগে।

১৯| ০৫ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:০২

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

০৬ ই মার্চ, ২০২৪ সকাল ১০:২০

শূন্য সারমর্ম বলেছেন:



হাজিরা দেবার জন্য ধন্যবাদ।

২০| ০৬ ই মার্চ, ২০২৪ সকাল ১০:০৮

ধুলো মেঘ বলেছেন: রাসূল (স) কাফিরদের দাবী অনুযায়ী ইশারার মাধ্যমে চাঁদ দ্বিখণ্ডিত করে ফেলেছিলেন বলে হাদীসে এসেছে। সেটা দেখে কি কোন কাফির ঈমান এনেছে?

মুসা (আ) তার হাতের লাঠিকে সাপে রূপান্তর করে অলৌকিকত্ব দেখিয়েছেন। তাতে ফেরাউনের মনে কি কোন পরিবর্তন এসেছে?

ইবরাহীম (আ) কে জ্বলন্ত অগ্নিকুন্ডে নিক্ষেপ করা সত্তেও আগুন তার কেশাগ্রেরও কোন ক্ষতি করতে পারেনি। সেটা দেখে কেউ কি ইব্রাহীমের প্রভুর উপর বিশ্বাস স্থাপন করেছিল? করেনি।

কাজেই অলৌকিক কিছু করে কারো কাছে স্রষ্টার অস্তিত্বের প্রমাণ করা যাবেনা। এটা পুরোপুরিই অনুধাবন এবং যুক্তির ব্যাপার।

০৬ ই মার্চ, ২০২৪ সকাল ১০:২০

শূন্য সারমর্ম বলেছেন:


ঐসব অলৌলিকতা এখন কেউ দেখালে, আপনি পরিবর্তিত হবেন?

২১| ০৬ ই মার্চ, ২০২৪ সকাল ১০:৩৫

ধুলো মেঘ বলেছেন: আমি এরকম অলৌকিকতা দেখতেই চাইবোনা - আমি যেটা যৌক্তিক সেটাই গ্রহণ করবো। কাফেরদের মধ্যে যারা ঈমান এনেছে, তারা কেউই অলৌকিকতা দেখে আকৃষ্ট হয়নি। এসব অলৌকিকতা দেখানো হয়েছিল কেবল কাফিরদের মুখ বন্ধ করানোর জন্য।

০৬ ই মার্চ, ২০২৪ দুপুর ২:৩৭

শূন্য সারমর্ম বলেছেন:


আপনার ঈমান অনেক মজবুত বুঝা গেলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.