নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুদ্ধের কারণে ৮০ হাজার ফিলিস্তিনী চাকুরীচ্যুত হওয়ায়, শ্রমিক সংকটে পড়েছে দেশটি।এ জন্য ভারতের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লাইন ধরে ব্যবহারিক পরীক্ষায় পাস করার জন্য।তাহলে ভাগ্যের চাকা ঘুরবে নির্মাণ শ্রমিকের কাজটা পেলে। বিভিন্নজনের সাথে কথা বলে জানা গেছে,তারা হাল ছেড়ে দেবার পাত্র নয়; ব্যাচেলর কমপ্লিট,বিভিন্ন এটা সেটা কোর্স আছে,মোদী সরকারের চাকুরীর জন্য গড়ে ২/৩ বছর নষ্ট হয়েছে, চাকুরী হয়নি।তাই এখন ইহুদী দেশে যেতে চায়।
প্রতিবেদনে দেখা গেছে, ১৫ শতাংশের বেশি স্নাতক এবং ২৫ বছরের কম বয়সী ৪২ শতাংশ স্নাতকদের জন্য মহামারির পর দেশে কোনো চাকরি ছিল না।
বেকারত্বে বাংলাদেশের কি খবর? বাঙালী চাইলেও তো ইসরাইল কাজে যেতে পারবে না,ধর্মীয় বাধা আছে, যুদ্ধে মৃত্যুভয় আছে। পরিচিত কয়েকজন মিডলইস্টে আছে, জীবন নিয়ে শান্তির মুখ দেখা হয়নি আজও। পূর্ব ইউরোপে টাকা খরচ করে গিয়েছে কয়েকজন, মানিয়ে নিতে চাচ্ছে। চোরাই পথে বিদেশ গিয়ে ফেরত এসেছে বা বিদেশ পৌছে হতাশায় আত্নহত্যা করেছে। সবাই দেশ ছাড়তে চায়, সর্বাত্নক চেষ্টা তদবীর চলছে। হোক স্টুডেন্ট, জব,টুরিস্ট ভিসা।
০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:১০
শূন্য সারমর্ম বলেছেন:
সমাধান দিয়ে দিলেন বেকারত্বের।
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৮
সোনাগাজী বলেছেন:
১ নং মন্তব্য দেখেন? দেশের অর্ধেকের বেশী ইডিয়ট।
আপনার চাকুরীর কি অবস্হা?
০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:১২
শূন্য সারমর্ম বলেছেন:
দেখেছি, উনি বেকারত্বের সমাধান করে ফেলেছেন কমেন্টে।
আমার চাকুরী হয়নি।
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:০৪
বাউন্ডেলে বলেছেন: ২ নং মন্তব্য দেখেন।দেশের জন্য মায়াকান্নার লোকের অভাব নেই।
০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:১১
শূন্য সারমর্ম বলেছেন:
খোচাখুচিতে অর্গাজম হয় নাকি?
৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৮
রাজীব নুর বলেছেন: আমাদের দেশের জনসংখ্যা অনেক। এই জনসংখ্যা আমাদের জন্য আর্শীবাদ হয়নি। হয়ে গেছে অভিশাপ। আমাদের এই বিপুল জনসংখ্যা নির্বোধ সরকার কাজে লাগাতে পারছে না। ফলাফল সাধারন মানুষ বেকারত্বে ভূগছে। দেশে কলকারখানা শিল্প প্রতিষ্ঠান তৈরি করা গেলে বেকারত্ব কমবে।
দেশে যে পরিমান দূরনীতিবাজ আছে, এবং তাদের কাছে যে পরিমান কালো টাকা আছে, সেই টাকা গুলো দিয়ে বেকারত্ব কমানো সম্ভব।
০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৫১
শূন্য সারমর্ম বলেছেন:
সঠিক পদক্ষেপগুলো বাস্তবায়নের পথ দেখবে না কখনো।
৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৩১
শেরজা তপন বলেছেন: বাংলাদেশিরা যাবে কি যাবে না তার আগে প্রথম কথা; বাংলাদেশ সরকার ইসরাইলে লোক পাঠাবে কিনা? দ্বিতীয় কথা; ইসরাইল বাংলাদেশ থেকে কর্মী নেবে কিনা? এই দুইটা প্রশ্নের উত্তর জানা আগে জরুরী!
ইসরাইল মুসলিম দেশ কিংবা মুসলিম কর্মী নাও নিতে পারে। মুসলমানদের যেমন চুলকানি আছে ইহুদীদের নিয়ে ইহুদিদের ও তেমন মুসলমানদের নিয়ে বিশেষ চুলকানি আছে।
০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:২০
শূন্য সারমর্ম বলেছেন:
সরকার পাঠাবে না, বাঙালীও যাবে না ; ইসরাইল এদেশে ফিলিস্তিন পতাকা দেখে থাকলে লোক নেওয়ার ইচ্ছাই জাগবে না।
৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৪
নয়ন বড়ুয়া বলেছেন: তিনমাস হলো রিজাইন দিলাম একটা চাকরিতে। তারউপর আমার এক্সপেরিয়েন্স অনুযায়ী এখনও নতুন একটা চাকরির ব্যবস্থা করতে পারিনি...
০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৯
শূন্য সারমর্ম বলেছেন:
বেগতিক ব্যাপার।তাহলে যাদের এক্সপেরিয়ান্স নেই তাদের কি হাল!
৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৮
মোগল সম্রাট বলেছেন:
কাজের লোকের অভাবে গ্রামে আমার কৃষি খামার হুমকির মুখে। আমার দুই জন কর্মী খামারের চাকরি ছেড়ে গতবার ধার দেনা করে সৌদি গেছে। এখন ফোন করে আবার দেশে ফিরে খামারে আসতে চায়। আমি বলেছি অন্ততঃ যে টাকা ঋন করে গেছে সেটা পরিশোধ করা পর্যন্ততো থাকো। এই হলো অবস্থা।
শর্টকার্টে সবাই সব পেতে চায়। এমএ পাশ করে দেশে ছোট খাটো কাজ করলে মান ইজ্জত নাকি থাকেনা। অথচ সারাদিন টো টো করে আরে ফেজবুকে হা হুতাশ করে পোলাপান। একটা টাকা কামাই করেনা। দুই একজনতো বিয়ে করে এখন কনডম আর বউয়ের সেনিটারি প্যাডও বাপের টাকায় কেনা লাগে তখন বেকুকদের মান ইজ্জত আর যায় না।
০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৯
শূন্য সারমর্ম বলেছেন:
দ্বিতীয় প্যারার সবটুকু সঠিক বচন। আপনার কি কি খামার আছে?
৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৪৯
কামাল১৮ বলেছেন: ইসরাইলের সাথে ভারতের সম্পর্ক ভালো।আমার মনে হয় কিছু লোক ভাড়ায় যুদ্ধ করতেও গেছে।বিশ্বে এখন ভাড়াটিয়া যোদ্ধার অনেক চাহিদা।আফ্রিকার কিছু দেশ এই কাজটি করে এশিয়ার করে নেপালিরা।সোভিয়েতের সময়কার কিছু দেশ রাশিয়ার হয়ে ভাড়ায় যুদ্ধ করে।
০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:১৯
শূন্য সারমর্ম বলেছেন:
ভাড়ায় যুদ্ধে গেছে ঐটা গোপনীয় পথ; নির্মাণকাজের জন্য ক্যাম্পাসে লাইনে আছে তা প্রকাশ্য।
৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:০৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: এটা সাময়িক ঘাটতি। ইসরাইল বেশী লোক নিতে পারবে না। তাই এটা নিয়ে আমাদের চিন্তা না করলেও চলবে।
০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:১১
শূন্য সারমর্ম বলেছেন:
আমাদের কেউ ঐ দেশে চাকুরী নিয়ে ভাবে না,ধ্বংস নিয়ে ভাবে;আপনি অস্থির হবেন না।
১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৮
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:১০
শূন্য সারমর্ম বলেছেন:
ধন্যবাদ, হাজিরা কাউন্ট হলো।
©somewhere in net ltd.
১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:২৯
বাউন্ডেলে বলেছেন: বাংলাদেশে কেউ না খেয়ে মরছে না। উচ্চাকাংখা যাদের আছে তারা রিস্ক নিচ্ছে। কেউ সফল কেউ বিফল। বাংলা মা সন্তান হারিয়ে গেলে ব্যথিত হয়।