নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

গুরুরা পেছনের সারিতে থাকে সর্বদাই?

০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩২







লালনের দর্শন বাঙালীর মধ্যে গানেই সীমাবদ্ধ, লালন অশিক্ষিত, আশেপাশে যা দেখেছে তাই বলেছে, সুর করে গেয়েছে ; আশপাশের মানুষ ভালো অনুভব করেছে এটুকুই।লালনের ভাবনা ঠিক দর্শন নয়, তবে দিব্যজ্ঞানের খোজ পায় অনেকে। বাকির লোভে নগদ পাওনা ককে ছেড়েছে এ ভুবনে?লালন মাদকের আশ্রয় নিয়ে এসব গানের সুর করেছিলো কিনা জানা নেই, কিন্তু বর্তমানে লালন মেলায় ভালোই মাদকের আসর জমিয়ে লালনকে স্মরণ করা হয় ।কিন্তু লালনের গুরুর কি খবর? শুধু নামটাই জানে,লালনের উপর উনার প্রভাব কেউ হয়তো জানবেও না কখনো। সিরাজ সাঁই পেছনেই রইলো।


আহমেদ ছফা লিখতে পারতো তাই নিজের গুরু নিয়ে বই লিখে গেছে ' যদ্যপি আমার গুরু'। গুরুর পোর্স্টমর্টেম করা হয়েছে উক্ত বইতে,বইয়ের পাঠকদের কেউ কেউ সেই গুরুকে ভিন্ন গ্রহের বাসিন্দা হিসেবে ভেবেছে।ছফার উপর উনার প্রভাব বুঝেছে; ছফা না লিখে গেলে রাজ্জাক সাহেব কোথায় কি অবস্থায় থাকতো!



পারস্যের রুমী ২১ বছর বয়সে শামস তাবরেজীকে খুজে পেয়ে নিজের ভেতরের সব আমিত্ব বিসর্জন দিয়ে স্পিরিচুয়ালীলির ভিন্ন পথ রচনা করে ; কিন্তু গুরুর সাথে অন্তরঙ্গতার অভাবে লুকোচুরি চলায়,এক পর্যায়ে যখন জানতে পারে গুরু মারা গেছে, তখন রুমী শোক কাটিয়ে আজকের রুমী হয়ে উঠে।রুমী নিজের মত করে অনেক লেখাই উৎসর্গ করেছে গুরুকে। শামস তাবরেজ রুমীকে খুজে না পেলে, ইতিহাসে কোথায় কিভাবে থাকতো? আমি, আপনি জানার কথাও নেই।



গৌতম বুদ্ধ নিজের সাম্রাজ্য ছেড়ে বিভিন্ন গুরুর কাছে গিয়ে তৃষ্ণা না মেটাতে,নিজেই গাছের নিচে বসে যে দর্শনের জন্ম দেয়, তা পরে ধর্মে রুপে জনপ্রিয়তা পায়। বুদ্ধত্ব লাভের পর ধর্মের কাঠামোতে আসতে গুরু পরিবর্তিত করার ব্যাপারটা তেমন আলোচনায় কখনো ছিলো না, এখন তো তেমন আলোচনার প্রশ্নও আসে না। এখানেও গুরুরা পেছনের সিটে,প্রভাবের কেমন রকমফের তা বুঝার উপায় নেই।


মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫০

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: চিন্তার বিষয়। এটা আমারও প্রশ্ন, গুরুরা পেছনের সারিতে থাকে কেন?

০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫৯

শূন্য সারমর্ম বলেছেন:


এই প্যার্টান নিশ্চই হাই কমান্ড থেকে সেট করা, কে কীভাবে খ্যাতি পাবে বুঝার উপায় তেমন নেই।

২| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫৪

বিজন রয় বলেছেন: গুরুরা পেছনের সারিতে থাকে সর্বদাই?......... একদম সঠিক।

০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫৮

শূন্য সারমর্ম বলেছেন:



ধ্যান করে দেখেন, আপনি গুরু হবেন নাকি গুরুর শিষ্য হবেন।

৩| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১২:৩৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই কারণেই নবী রসুলদের গুরু কখনও মানুষ ছিল না। স্বয়ং আল্লাহ নবি/রাসুলদের গুরু ছিলেন। নবীদের আনা দর্শনই প্রকৃত জীবন দর্শন। আপনি যে গুরুদের কথা বলেছেন তাদের জ্ঞান ত্রুটিপূর্ণ ছিল।

০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১২:৪৮

শূন্য সারমর্ম বলেছেন:


নবী-রাসুলের গুরু কখনো পেছনের সারিতে ছিলো না,আজও নেই। আহকের পৃথিবীতে নবী-রাসুল হওয়া যাবে?

৪| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১২:৫৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: আজকের পৃথিবীতে নবী রসূলের প্রয়োজন নেই। কারণ শেষ নবী (সা) দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন। সেগুলি না মেনে কেউ রুবাই লিখছে গুরুকে নিয়ে, কেউ হিন্দু আর মুসলিম ধর্মকে এক সাথে মিশিয়ে ফেলছে, কেউ নিজেই ধ্যান করে ভগবান হয়ে গেছে। হাতের কাছে সঠিক জ্ঞান থাকা সত্ত্বেও যারা এই কাজ করে তারা আসলে নির্বোধ।

০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১:০২

শূন্য সারমর্ম বলেছেন:


আপনি সুবোধ, তা কি শুধু আপনিই জানেন, নাকি বিশ্ববাসী জানে?

৫| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১:০৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি জানেন মনে হচ্ছে। আপনি ছাড়া আর কেউ আমাকে সুবোধ বলেনি। নির্বোধও বলেনি কেউ। আমি সম্ভবত এই দুইটার মাঝামাঝি কিছু হব। এই গুরুদের অনুসারী হলে নির্বোধ হয়ে যেতাম।

০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১:২১

শূন্য সারমর্ম বলেছেন:

মাঝামাঝি থাকেন নির্বোধ ট্যাগ লাগবে না,স্বপ্নে পুলসিরাত দেখবেন।

৬| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ২:২৯

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: যে মানুষগুলো জীবন বদলে দেবার পথ বাতলে দেয়, সে মানুষগুলো মনে হয় না অমন কোনো কিছু পাওয়ার আশায় কিছু করে।

০২ রা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:০৮

শূন্য সারমর্ম বলেছেন:

গুরুরা জীবন বদলে দিয়ে হারিয়ে যায়।

৭| ০২ রা জানুয়ারি, ২০২৪ ভোর ৪:২৫

কামাল১৮ বলেছেন: লালন ছিলো মানবতাবাদী।তার দর্শন হলো মানবতাবাদী দর্শন।সবার উপরে মানুষ সত্য তাঁহার উপরে নাই।চন্ডিদাসের এই বানীই লালন প্রচার করেছেন সারা জীবন।

০২ রা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:০৯

শূন্য সারমর্ম বলেছেন:


চন্ডীদাসের সাথে কানেকশন কিভাবে লালনের?

৮| ০২ রা জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৫৬

শ্রাবণধারা বলেছেন: লালন বিষয়ে কৌতূহলোদ্দীপক আলোচনা ভালো লাগলো।

কিছুদিন আগে দেশ পত্রিকায় একটা লেখা পড়েছিলাম লালনের সাথে রবীন্দ্রনাথের দেখা হয়েছিল কী না এ প্রসঙ্গে। এত উত্তেজনা নিয়ে লেখাটা পড়েছি!

আপনার এই গুরু শিষ্যের দলে সক্রেটিস এবং প্লাটোও আছেন। সক্রেটিস সম্পর্কে যা কিছু জানা সব প্লাটোর জবানীতে।

আহমেদ ছফা ছাড়াও আব্দুর রাজ্জাককে নিয়ে হুমায়ুন আজাদ লিখেছিলেন। এই জ্ঞানতাপসের একটি বড় সাক্ষাৎকার তিনি প্রকাশ করেছিলেন।

০২ রা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:১০

শূন্য সারমর্ম বলেছেন:


রবীঠাকুরের উপরে লালনের প্রভাব ছিলো, সক্রেটিসের ব্যাপারটা লেখায় আসা দরকার ছিলো।

৯| ০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১২

বিজন রয় বলেছেন: আমি এখন গুরু।
আর কতদিন শিষ্য থাকবো।
বয়স তো কম হলো না।

হে হে হে ......

০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১৩

শূন্য সারমর্ম বলেছেন:

আপনি গুরু ব্লগিং করতে পারছেন,আমার পোস্ট কমেন্টের গুরুরা সেই সুযোগ পায়নি।

১০| ০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৩

রাজীব নুর বলেছেন: লালন, গৌতম বুদ্ধ, আহমদ ছফা এনারা ওস্তাদ লোক।
এদের মধ্যে কোনো কুসংস্কার ছিলো না। আমাদের নবীজি ছিলেন কুসংস্কারের আখড়া।

০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১৫

শূন্য সারমর্ম বলেছেন:

নবী মুহাম্মদের আগে জন্ম নিয়েও কেন গৌতম বুদ্ধ কুসংস্কারেরর আখড়া হয়নি?

১১| ০২ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: নবী মুহাম্মদের আগে জন্ম নিয়েও কেন গৌতম বুদ্ধ কুসংস্কারেরর আখড়া হয়নি?

না হয়নি। সক্রেটিস এবং বুদ্ধের নামই শুনেন নাই আমাদের নবীজি।

০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ৯:২২

শূন্য সারমর্ম বলেছেন:


হতে পারে।

১২| ০২ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৪

এক চালা টিনের ঘর বলেছেন: Gurura back benchers hoye thaken.

০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ৯:২২

শূন্য সারমর্ম বলেছেন:


আপনি কোন বেন্চার? বাংলা টাইপ করতে শিখুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.