নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

স্পিরিচুয়ালিটি /

১২ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:৪৭








বিভিন্ন ধর্মীয় বিশ্বাস, ভাঙাচোরা আইডোলজী থেকে নতুন আইডোলজি যাই আপনার ভেতরে লালন করা থাকুক না কেন আপনি নিজের ভেতর কখন কীভাবে আধ্যাত্নিকতা অনুভব করেন ; যেমন- মুসলিমরা কুরবাণীতে নিজের ভেতরের পশুকে জবাই করে, গরু/মহিশের রক্ত মাটিতে ফেলে কবুলের আশায়; ঐদিন শতকোটি মুসলিম নিজেকে নতুন রুপে ফিরে পায়, ভিতরের পশু জন্ম না নেবার বাসনায় পরদিন শুরু করে। কথা হলো,আপনার ঐদিন কি ঘটে?



ওয়েস্টার্ন বাদ দিয়ে ইস্টার্ন মিস্টিসিজম, স্পিরিচুয়ালিটি দিকে ফোকাস করলে দেখা যায়, মেডিটেশন হলো ঐ জগৎে প্রবেশের দরজা ; এই সাইডে হিন্দুইজম/বৌদ্ধ পাশাপাশি অবস্থান করায় মেডিটেশন থেকে পাওয়া প্রোডাক্ট (স্পিরিচুয়ালিটি) নিয়ে বছরের পর বছর বির্তক চলছে: বির্তক শুনে আপনি যে পক্ষকে ভালো মনে করবেন তাই হবে আপনার স্পিরিচুয়ালিটি প্রাকটিসের জায়গা।



লালনের স্পিরিচুয়ালিটি শুধু গানেই সীমাবদ্ধ, তা না হয়েও তো উপায় নেই, অক্ষরজ্ঞান ছিলো না। লালনের বহু বহু আগে পারস্যের কবি মনসুর যখন ধ্যানের সর্ব্বোচ্চ ধাপে পৌছে বলে ফেললো,আমিই খোদা,আমি চরম সত্য।তখনই সবাই নড়ে চড়ে বসলো,তারপর সেই নড়াচড়া মৃত্যুদন্ড অবধি গড়ালো। কিছুদিন আগে সুইডিশ ফুটবলার ইব্রাহিমোভিচের ইন্টারভিউ দেখছিলাম, তখন সে প্রশ্নের উত্তরে বললো, 'যখন আমি মাঠে খেলি,I feel like a GOD. তখন আমার ইব্রার স্পিরিচুয়াল জগৎ সম্পর্কে জানতে ইচ্ছে হয়েছিলো।


এত এত দর্শন,ধর্ম,বিজ্ঞান,টেকনোলজির ভীড়ে আপনার ভেতরের খুজে বেড়ানো আধ্যাতিকতা যা পারস্যের কবি,সুফীরা,বৌদ্ধ ভিক্ষুরা নিজের মত করে ব্যাখ্যা করে গেছে, তা আপনি খুজে বেড়িয়েছেন কখনো?




মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:০৬

দেয়ালিকা বিপাশা বলেছেন: আপনার পোস্টটি সুন্দর হয়েছে।

আমি শুনেছি মেডিটেশন করলে আধ্যাত্মিকতা আত্মবিশ্বাস এগুলো বেড়ে যায়! কিন্তু আমি মনে করি রিলাক্সড হয়ে মনোযোগ কেন্দ্রীভূত করে কাজগুলো করে তাতেই তার শক্তিগুলো বৃদ্ধি পেতে পারে কারণ এতে করে তিনি নিজেকে উপলব্ধি করতে পারেন!

১২ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:২০

শূন্য সারমর্ম বলেছেন:

পোস্ট পঠনের জন্য ধন্যবাদ।
মেডিটেশন অনেক সমস্যার সমাধান করে দেয়।

২| ১২ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:০৪

কামাল১৮ বলেছেন: কোরবানি করে মনের পশুকে লালন পালন করা হয়।সারাটা দিন আমার দুঃখে কাটে।রোজার ঈদটা আনন্দেই কাটে।আনন্দ আমার ভালো লাগে,নিষ্ঠুরতায় দুঃখ পাই।
শান্ত পরিবেশে মস্তিস্ক শান্ত থাকা।সতগুরুর কিছু কথা আমার ভালো লেগেছে।সব না।

১২ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:২১

শূন্য সারমর্ম বলেছেন:

সদগুরুর কি কথা ভালো লাগেনি?

৩| ১২ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৫

মিরোরডডল বলেছেন:




খেটে খাওয়া মজুরের ঘামে ভেজা ফসলে
ঈশ্বর আছে

ঈশ্বর আছে দুঃখিনী মায়ের এক মুঠো সম্বলে
ঈশ্বর আছে






১২ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:২১

শূন্য সারমর্ম বলেছেন:


জেমসের জীবনসংগ্রামের ইতিকথা প্রথম দিকের অ্যালবাম গুলোয় লক্ষ্য করা যায়,তখন ঈশ্বর সবজায়গায় বিদ্যমান ছিলো জেমসের মনন,মগজে।

৪| ১২ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: কোরআন, হাদিসে কোথাও বলা নাই যে কোরবানির দ্বারা মনের ভিতরের পশুকে জবাই করা হয়। এগুলি মানুষ বানিয়েছে।

সঠিক পথে ধ্যান না করলে শয়তানের সাথে দেখা হতে পারে। ইসলাম ধর্ম সঠিক ধ্যানের পথ দেখায়। বাকিরা ভুল পথে চলে এবং বেশীরভাগ ক্ষেত্রে বিভ্রান্ত হয়। সহজ সরল পথ নবী রসূলরা দেখিয়ে গেছে। সেগুলি বাদ দিয়ে যারা অন্য রাস্তায় ধ্যান করে তারা বিভ্রান্ত হবে এবং খুব কম ক্ষেত্রে ইসলামের পথে আসতে পারে। ইসলামের পথে না আসলে একজন মানুষের ইহকাল এবং পরকাল দুইটাই বৃথা। স্রষ্টা আছেন বলেই প্রয়োজনীয় দিক নির্দেশনাও প্রেরণ করেছেন। সেটাই আমাদের অনুসরণ করতে হবে।

১২ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:২২

শূন্য সারমর্ম বলেছেন:


নবী মুহাম্মদ (সঃ) নিজে হেরাগুহায় ধ্যান করেছিলো,পরে কাউকে ধ্যান করতে তেমন অনুপ্রাণিত করেনি।

৫| ১২ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:০৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হ্যাঁ কিশোর বয়স থেকেই করেছি !!

১২ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:০৬

শূন্য সারমর্ম বলেছেন:


এখন তা রুবাইয়ে এসে ঠেকেছে।মধ্যপ্রাচ্য থেকে বের হয়েছিলেন?

৬| ১২ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:০৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: মধ্যপ্রাচ্য থেকে বের হয়েছিলেন?

হ্যাঁ ! তাও হয়েছি আবার ঢুকেছি !

১২ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:১১

শূন্য সারমর্ম বলেছেন:

মধ্যপ্রাচ্যের প্রেমমুক্ত হওয়া যায়নি তাহলে।

৭| ১২ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৩৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: মধ্যপ্রাচ্যের প্রেমমুক্ত হওয়া যায়নি তাহলে।

হয় মধ্যপ্রাচ্য নয়তো প্রাচ্য অথবা প্রতীচ্য কোনটার না কোনটার তো প্রেমিক হতেই হবে তাই না !!

১২ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:২৭

শূন্য সারমর্ম বলেছেন:


ঠিক আছে, ভালো থাকুন।

৮| ১৩ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:৫০

রাজীব নুর বলেছেন: লালন ধর্কে ছাড়িয়ে যেতে পেরেছেন। যা অনেকেই পারেন নাই। এজন্য লালন গ্রেট।

২০ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:২২

শূন্য সারমর্ম বলেছেন:


লালনের আইডোলজি পেছনের সারিতে অবস্থান করছে বাংলাদেশে।

৯| ১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১:২১

জ্যাক স্মিথ বলেছেন: স্পিরিচুয়ালিটি কি, এটা খায় না মাথায় দেয়, এটা কিভাবেই বা কাজ করে তা আজ পর্যন্ত বুঝতে পারিনি তাই আমি এসব নিয়ে ভাবি না।

২০ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:২৩

শূন্য সারমর্ম বলেছেন:

প্রয়োজন নেই।

১০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৫৬

আলামিন১০৪ বলেছেন: পশু কোরবানী দিয়ে মনের পশু কোরবানী দেয়ার যে কথা বর্তমানে প্রচলিত সেটা পুরোটাই বানোয়াট। ইসলামে ১০ জিলহজ্জ্ব এর কোরবানী দেওয়া হয় মূলত ইব্রাহীম আঃ এর স্মরণিকা’র উদযাপন এবং আল্লাহর উদ্দেশ্যে (গরীবদের গোশত দান করার মাধ্যমে)।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৫

শূন্য সারমর্ম বলেছেন:


আপনারা যা বলেন না,কোনটা বানোয়াট, কোনটা সঠিক বুঝা মুশকিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.