নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শবযাত্রীদলের ভীড়ে আমি সেই কবে হারিয়ে গিয়েছি, নক্ষত্রের ঝলকানি, ঘুটঘুটে অন্ধকার ও জীবনের প্রতি বাঁকে বাঁকে তীব্র বেদনার নীল রং দেখেছি। অস্পষ্ট ভাবনায় পরিচালিত হয়ে ভবিষ্যৎ অঙ্কন করেছি, আমি বোবা হয়ে চিৎকার দিয়েছি ,কাফনের কাপড় পড়ে হেটেছি মাঠের পর মাঠ কেউ প্রশ্ন করেনি, হতাশা আমাকে গ্রাস করেছে কালো মেঘের মত, বৃষ্টিরুপে ধরা দেয়নি। মধ্যরাতের ডেকে উঠা কাক কি বলতে চায়?
কাটাতারে বিধে থাকা মরদেহ, হৃদয়ের গহীনে অযাযিত কল্পনা, মগজের অপচয় নিষ্পেষিত করেছে আমায়। চোখের সামনে নিমগাছ অশরীরী হয়ে গেলো,বাচ্চা পেঁচা বড় হয়ে গেলো, অথচ আমার হতাশা পাহাড়সম হয়েছিলো,কেউ বেঁচে ছিলো আশেপাশে?একদিন মধ্যগগণে বেওয়ারিশ লাশে নখ বসাবে শকুন ,লাশের গন্ধের ভিতরে তীব্র প্রতিশোধ বাতাশে মিলিয়ে ভারী হবে,আন্তঃনগর লাশঘরে ভৌতিকতা বজায় থাকবে, কিন্তু স্বাদের হতাশা শক্তির ন্যায় রূপ বদলে অন্যের আত্নায় ডুকে যাবে অবলীলায়।
কখনো আমার ব্যর্থ প্রাথর্নায় দেখা যায়নি আলো,অন্ধকাররূপ ধারণ করে বিভীষিকা পুরো মহাকাশ খেলা করে।বৃষ্টির পর রংধনুতে তোমার জেগে উঠার সম্ভাবনা খুব ক্ষীণ বলেই, কিন্তু ঈশান কোনের কালো মেঘ অনেকটা পৃথিবীর সব ক্ষত-বিক্ষতের মত ধ্বংস করে ছিড়ে ফেলে আমার সমস্ত কর্মফল।আজ হাতের রেখায় পরিসমাপ্তিতে তুমি নেই;আগ্রহ নিয়ে বিষন্নতার মাঝে আশ্রয় খুজি বাস্তবতার সান্তনায় অভিধানে খুজি মিথ্যা ভালোবাসা। বন্ধনের স্বার্থত্যাগ কলুষিত হয় তোমার উচ্চারিত প্রতিটি শব্দের প্রতিধ্বনিতে।
১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:০৪
শূন্য সারমর্ম বলেছেন:
ধন্যবাদ।
মসনবী টাইপ লেখা শুরু করলে সফলতা পাবো?
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৩৩
সোনাগাজী বলেছেন:
আপনি যা বলতে চেয়েছেন, তা যদি বলা হয়ে থাকে, সেটাই এই পোষ্টের স্বার্থকতা।
১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:০৫
শূন্য সারমর্ম বলেছেন:
কমেন্ট সার্থক হয়েছে।
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:০৮
সোনাগাজী বলেছেন:
১ম মন্তব্যকারী একজন মহাকবি, উনি সম্প্রতি রুমির মসনবী থেকে দগদগে এক পর্ণ ছেড়েছিলেন; উনি বলছেন আপনার পোষ্টটা কবিতা; এটা কি কবিতা?
১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:১০
শূন্য সারমর্ম বলেছেন:
উনি গদ্যকবিতা বলেছেন। আমার পোস্ট কবিতা নয়, **নী থেকে বেয়ে পড়া রসও নয়।
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:০৯
নাহল তরকারি বলেছেন: সুন্দর।
১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:০৩
শূন্য সারমর্ম বলেছেন:
তরকারী বলেছেন, সুন্দর। ধন্যবাদ।
৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:০২
রাজীব নুর বলেছেন: আসলে আপনি কি বলতে চাচ্ছেন?
১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:০৫
শূন্য সারমর্ম বলেছেন:
জানি না।
৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৫২
শাওন আহমাদ বলেছেন: কি মন্তব্য করা উচিৎ বুঝতে পারছিনা। লিখেছেন কিন্তু বেশ!
১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:০৬
শূন্য সারমর্ম বলেছেন:
ধন্যবাদ মন্তব্যের জন্য।
৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৪৬
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: মসনবী টাইপ লেখা শুরু করলে সফলতা পাবো?
খবরদার ! ওটা করতে যাবেন না তাহলে দেখবেন সাচু ভাই কোত্থেকে এসে বলতে শুরু করবেন " শূণ্যরে ভালো মনে করছিলাম উনি তো দেখি কিঞ্চিৎ ইয়ে কিছিমের । "
১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৫৯
শূন্য সারমর্ম বলেছেন:
কিছিমের ঝামেলায় না গেলেও মনে রাখতে হবে যে তবে শূণ্য থেকেই নাকি বিগব্যাংগ।
৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:০০
মোহামমদ কামরুজজামান বলেছেন: কি বলব?
কয়েকবারই পড়লাম তয় বিষয়ের যথার্থতা অনুধাবন করতে পারিনি ভাইজান।
একটু কষ্ট করে যদি লেখার শানে নুজুল ও সারমর্মডা বইলে দিতেন সময়ডা বাইচে যেত
১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৬
শূন্য সারমর্ম বলেছেন:
পঠনের জন্য ধন্যবাদ। বুঝেছি,, নেক্সট টাইম এমন লেখা লিখবো না আর।
৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫০
শেখ আব্দুল বাকী বলেছেন: এমন লিখা লিখবেন না কেন! লিখবেন আর লিখতেই থাকবেন ততোক্ষণ পর্যন্ত যতক্ষন পর্যন্ত আমরা আপনার অনুভূতিগুলোকে সাবলিলভাবে অনুভব করতে না পারছি।
২০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:২৮
শূন্য সারমর্ম বলেছেন:
আপনি চেয়েছেন যে আমি এসব লিখি, ধন্যবাদ।
১০| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:০০
কামাল১৮ বলেছেন: আপনি কি লিখেছেন আর আমি কি লিখবো কিছুই বুঝতে পারছি না।
২০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:২৮
শূন্য সারমর্ম বলেছেন:
এসব পোস্ট নিশ্চই সময় নস্ট পাঠকের জন্য।
১১| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ২:৪১
চারাগাছ বলেছেন:
এই পোস্ট দিয়ে কি বিপদে পড়লেন না ফেললেন?
পড়তে ভালো লাগলো পরিশেষে কেউ থাকবে না বোধগম্য হোক সেটা
২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:০৬
শূন্য সারমর্ম বলেছেন:
ধন্যবাদ, পড়ার জন্য।
©somewhere in net ltd.
১| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:২৯
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: বাহ্ আপনি তো দারুণ কবিতা লিখতে জানেন । এই গদ্য কবিতাটা অনবদ্য , চালিয়ে যান ব্রাদার !!