নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাঙালীরা ইজমের পেছনে থেকে জীবন দিতেো প্রস্তুত যদি ব্যাপারটার শিকড় ধর্ম থেকে আসে; তা কিছুদিন আগে দেলু রাজাকার মিয়া মারা যাওয়াতে বুঝা গিয়েছে ; মিডিয়ায় দেখলাম বিক্ষোভে একজন বলছে,জীবন দিতেও রাজি আছি,পরে দেখা গেলো জানাযায় মানুষ নিহত হয়েছে ও হালকা পাতলা ক্যাচাল হয়েছে।
ফিলোসফি থেকে বিভিন্ন ইজমের জন্ম হয়, ইজমের গ্রহণযোগ্যতার ভিত্তিতে মানুষ ভিড় করে; লালন করে,টিকিয়ে রাখতে যুদ্ধ করে। যুদ্ধ জয়ী হলে অথরিটি বীর,শহীদ ট্যাগ জুড়ে দেয়। ধর্মীয় ইজমের ভীত অনেক শক্ত,অনেক বড় ময়দান, মানুষের জায়গা নিয়ে কখনো চিন্তা করতে হয় না।
মানুষের মাইন্ডসেট যীশুর মত পেরেকমারা না হলে, মানুষ নিজের ভাবনার উদয়,ধরণ,বাস্তবতার সাথে মিল-অমিল খুজে; পরে খুজতে গিয়ে দেখা যায় বিভিন্ন ইজমের সাথে মিল পাওয়া যায়। Cynicism, Stoicism, Nihilism, Hedonism কত শত ইজমের জন্ম নিয়ে বড় সড় হচ্ছে স্থান, কাল পাত্র ভেদে। কিছুদিন আগে এই ব্লগেই কেউ একজন খুজেছিলেন যে, আমাদের নবী হেরাগুহায় ধ্যান করে কি পেয়েছেন? কোথায় কি বলা আছে? নবী ধ্যান করে কি পেয়েছে তা জানার কোনো উপায় নেই, নবীর পর কেউ সেখানে গিয়ে দলে দলে ধ্যানে বসেনি; বৌদ্ধদের নির্বাণ লাভের জন্য।
আপনার ভাবনা কোন ইজমের সাথে মিলে? আপনি চাইলে 'ইজমের পেছনে থেকে বীর,শহীদ ট্যাগ লাগিয়ে ঘুরতে পারেন বা কোনো ইজমেই না গিয়ে 'আজীবন ভিলেন হিসেবে কাটিয়ে দিতে পারবেন। সভ্যতার যতই সামনে এগিয়ে যাক ' মেডিকেশনের তুলনায় মেডিটেশনের কদর কমেনি তেমন।
১৯ শে আগস্ট, ২০২৩ দুপুর ২:১৯
শূন্য সারমর্ম বলেছেন:
আপনি কমেন্টে যে যে ছবি ছেড়ে দেন, তা এক্সট্রিম পর্যায়ের লোকদের হাতে পড়লে খবর আছে।
২| ১৯ শে আগস্ট, ২০২৩ দুপুর ২:১১
রানার ব্লগ বলেছেন: তবে একটা জিনিস আমি উপলব্ধি করেছি ধ্যানে বসলে আজগুবী ও আদিভৌতিক কিছু দেখা যায় । আমি একবার ধ্যানে বসে ছিলাম । অনেকক্ষন বসে থাকার পর যখন অনুভব করলাম আমি খানিকটা অন্ধকারের মধ্য দিয়ে যাচ্ছি তেমন সময় চারিদিক আলোকিত হয়ে কিছু একটা আমার দিকে ধির পায়ে আসছে । ভয় পেয়ে আমি ধ্যানভঙ্গ দিয়ে সাধারন জীবন যাপন শুরু করে দিয়েছি । যিনি বলেছিন ধ্যান করে নবী কি পেয়েছে তাকে বলুন জঙ্গলে যেয়ে ধ্যান করতে উনি বুঝবেন কি পেয়েছিলেন । যেহেতু হেরা পর্বত এখানে নাই জঙ্গল একমাত্র ভরসা ।
ইজম এর বিষয় টা আমাকেও ভাবায় ।
১৯ শে আগস্ট, ২০২৩ দুপুর ২:২১
শূন্য সারমর্ম বলেছেন:
ধ্যানে বসলে আমিত্ব খানিকসময়ের গায়েব হয়ে গেলেই, আসল রহস্য বুঝতে পারা যায়।
৩| ১৯ শে আগস্ট, ২০২৩ দুপুর ২:৫৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: আল্লাহ মানুষকে পরিষ্কার পথ দেখানোর পরেও কিছু নির্বোধ মানুষ অযথাই বিভিন্ন ইজমের পিছনে ঘুরছে। আল্লাহ যে পথ দেখিয়েছেন সেটাই একমাত্র সঠিক ইজম। অন্য ইজমের পিছনে সময় নষ্ট করে বোকারা।
১৯ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:১৯
শূন্য সারমর্ম বলেছেন:
সঠিক পথে বিলিয়ন মানুষ হাটছে,চিন্তিত হবেন না।
৪| ১৯ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:০১
অপু তানভীর বলেছেন: আপনার নিজের ভাবনা কোন ইজমের সাথে মিলে?
আমার অবশ্য কোন কিছুর সাথে মিল খায় না । এখন নিজের পেটের ধান্দা ছাড়া আর অন্য কিছু ভাবতেও ভাল লাগে না । যেখানে টাকা নেই সেখানে চিন্তা খরচের ইচ্ছেও নেই ।
১৯ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:০৪
শূন্য সারমর্ম বলেছেন:
আমি সব ইজম থেকে ধার করে নিজে ইজমের জন্ম দিবো, ভাবতেছি। পেটইজম পৃথিবীর সবচেয়ে বড় ইজম।
৫| ১৯ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:২২
কামাল১৮ বলেছেন: মানবতাবাদ সবথেকে বড় ইজম।
২০ শে আগস্ট, ২০২৩ রাত ১০:২৬
শূন্য সারমর্ম বলেছেন:
মানবতাবাদ পেটইজমের কাছে বিক্রি হয়।
৬| ২০ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:৫০
রাজীব নুর বলেছেন: আসলে আপনি কি বলতে চাচ্ছেন?
২০ শে আগস্ট, ২০২৩ রাত ১০:২৭
শূন্য সারমর্ম বলেছেন:
ব্লগারদের ভাবনায় কেমন ধরনের আইডোলজি বিদ্যমান তা জানার চেষ্টা।
৭| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪২
সোনালি কাবিন বলেছেন: বলা মুসকিল ! ভ্যারাইটিজ রকমের ও লেভেলের আছে এখানে ।
১২ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:১৭
শূন্য সারমর্ম বলেছেন:
মিক্সড ইজমের মানুষ বেশি জীবনযাপন করে।
৮| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:১৯
নতুন বলেছেন: জানিনা কোন ইজম অনুসরন করি। তবে গত ৪৪ বছরে যেইটুকু অভিঙ্গতা হয়েছে তার আলোকে সাধারন একটা পথ বেছে নিয়েছি।
এখন জীবনের উদ্দেশ্য সাধারন। সুখী জীবন যাপন করা।
পরিবার, বন্ধু, পরিচিতদের নিয়ে সুখী জীবন জাপন করতে চেস্টা করি। নিজের কাছে সত থাকার চেস্টা করি।
কারুর ক্ষতি করি না বরং যদি পারি সাধ্য মতন উপকার করার চেস্টা করি।
যখন দেখি কেউ বেশি বোঝে তাকে আর জ্ঞান দিতে যাই না।
যদি কেউ শিখতে চায় তাকেই শুধু সেখানোর চেস্টা করি।
মানুষ কি ভাববে সেটা নিয়ে আমি ভাবিনা, ( মানুষের ভাবনা মানুষকেই ভাবতে দিন )
১২ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৩৫
শূন্য সারমর্ম বলেছেন:
৪৪ বছরের অভিজ্ঞতা কমেন্ট আকারে পড়ে ভালো লাগলো।
©somewhere in net ltd.
১| ১৯ শে আগস্ট, ২০২৩ দুপুর ২:০৭
জ্যাক স্মিথ বলেছেন: বাঙালীর ইজম এক্সট্টিম পর্যায়ে আছে।
বাই দ্যা ওয়ে- ইদানিং ধর্ম নিয়ে প্রচুর পোস্ট আসছে, ধর্মের বিরুদ্ধেই বেশি পোস্ট আসছে, আমার তো কমেন্ট করতে করতে জান শেষ!!