নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

শিবির থেকে জঙ্গীবাদের রাস্তা জ্যামহীন।

১৪ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:২৬







পরিচিত এক বড় ভাই ছিলো, দেখা হলে সময় কাটাতো নিজের শিবির দর্শন চাপিয়ে দেয়ার জন্য। চটপটে, হাসিখূশি কিন্তু রাগলে মনে হবে কিয়ামত একাই সৃষ্টি করতে পারবে।হঠাৎ একদিন খবর পেলাম, উনি আন্দোলনে গিয়ে ধাওয়া খেয়ে বিরোধীদলের হাতে পড়ে যায় এবং নির্যাতনে উনার মৃত্যু হয়। যার থেকে খবর পেয়েছিলাম,তিনি বলেছেন,সে শহীদ,তার বাসায় কেউ কান্নাকাটি করেনি, শুধু দোয়া করেছেন।



ব্লগার হত্যা করতে গিয়ে কম পরিচিত একজন ব্যর্থ হয়, পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে এখনো মনে হয় জেল খানাতেই আছে।মাঝেমধ্যেই রাস্তাঘাটে দেখা হলে, লম্বা সালাম দিয়ে খোজ নিতো মনে হতো যে 'এ যুগে এত ভালো মানুষ থাকা সম্ভব? শিবিরে থেকে মিশনে গিয়ে মনঃপুত না হওয়াতে বিভিন্ন জঙ্গী সংগঠনের সাথে যোগাযোগ করে, জান্নাতের টিকেট সহজ পন্থায় পেতে চেয়েছিলেন; কিন্তু সব হয়েছে আল্লাহর ইচ্ছায়।



ব্যর্থ সাথীর একজনের সাথে দেখা হয়, দেখলে মনে হয় অস্বাভাবিক জীবনযাপন। কারও সাথে মিশে না,বের হয় না,হলে কথা বলে না। পড়াশোনা শেষ করে চাকুরী করার ইচ্ছা নেই। ৪/৫ বছরে একবার মেজাজ দেখতে পাওয়া যায়,তখন আশেপাশের সবাই অবাক হয়,কীভাবে?



মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:০৬

অক্পটে বলেছেন: দেশ থেকে এখনো জঙ্গিবাদ দূর হয়নি। সামনে নির্বাচন তাই এখন বুঝা যাচ্ছে। সরকার এখন তাদের খুঁজে খুঁজে বের করছে।

১৪ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:২৬

শূন্য সারমর্ম বলেছেন:


শেকড় রস পেলে পত্র,পল্লবেও প্রাণ ফিরে।

২| ১৪ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: অক্পটে বলেছেন: দেশ থেকে এখনো জঙ্গিবাদ দূর হয় নি। সামনে নির্বাচন তাই এখন বুঝা যাচ্ছে। সরকার এখন তাদের খুঁজে খুঁজে বের করছে।

সারা বছরই জঙ্গিবিরোধী অভিযান চলে। হয়তো আপনার চোখে পড়েনি অথবা এড়িয়ে গেছেন। অনেকে হোলি আর্টিজানের ঘটনাটাও নাটক বলে। বস্তুতঃ দেশে যেকোনো জঙ্গিবিরোধী অভিযানকেই তারা নাটক বলে। আমার মনে হয় এদেরকে দিয়ে অভিযান চালালে ভালো হতো।

১৪ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:২৭

শূন্য সারমর্ম বলেছেন:


জঙ্গীবাদ সুপ্ত আগ্নেয়গিরি,হারিয়ে যাবে না কোথাও।

৩| ১৪ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:১১

রানার ব্লগ বলেছেন: রূপক বিধৌত সাধু বলেছেন: অনেকে হোলি আর্টিজানের ঘটনাটাও নাটক বলে। বস্তুতঃ দেশে যেকোনো জঙ্গিবিরোধী অভিযানকেই তারা নাটক বলে।

নাটক তারাই বলে যাদের এই ধরনের কর্মকান্ডের সাথে সম্পৃক্ততা আছে বা সমর্থন করে । একটু ভালো করে খেয়াল করে দেখবেন এরা সবাই মৌলবাদী চিন্তাধারা সাথে সম্পৃক্ত।

এই শিবির দেশের বেশ বড় একটা যুব সমাজ কে অথর্ব বানিয়ে রেখেছে। ধর্মীয় কর্মকান্ডের আড়ালে রাজনৈতিক ঘোল খাইয়ে ।

১৪ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:৩৫

শূন্য সারমর্ম বলেছেন:


শিবির ভেতরে ভেতরে এখনো স্বপ্ন দেখে, ফিরবে, ফিরতেই যেন হবে।

৪| ১৪ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:৫৫

রাজীব নুর বলেছেন: আধুনিক জঙ্গী কারা জানেন? ছাত্রলীগ।

১৪ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:৩৪

শূন্য সারমর্ম বলেছেন:


ছাত্রলীগ যা করতে সক্ষম,তা দেশবাসীতে ফিল্ম আকারে দেখানো উচিত।

৫| ১৪ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:৩৭

ডার্ক ম্যান বলেছেন: যতদিন জামাত-শিবির থাকবে , ততদিন বাংলাদেশে জঙ্গিবাদ থাকবে।

১৪ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:১০

শূন্য সারমর্ম বলেছেন:


পাকিস্তান /আফগানিস্তানের মত আত্নঘাতি শো চালু না হলেই হয়।

৬| ১৪ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:৪১

নাহল তরকারি বলেছেন: নকল ধার্মিক হতে সাবধান। দাড়ি, টুপি, পজ্ঞাবি থাকলেই যে তিনি পাক্কা ইমানদ্বার, সেটা কিন্তু না। আর অনেকে আছে দাড়ি, টুপি, পজ্ঞাবি পরিহিত লোকদের অপরাধ করতে দেখলে সেটা ইসলামের সংস্কারের সাথে জুরে দেন। ইসলাম কিন্তু কোন খারাপ করতে বলা হয় নি। যেমন মনে করেন। চুরি করা অপরাধ। যে চুরি করবে তাকেই শাস্তি পেতে হবে। হউক সে রাজার ছেলে বা মসজিদের ইমাম সাব। অপরাধী মানে অপরাধী। তাকে শাস্তি পেতে হবে।

১৪ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:০৮

শূন্য সারমর্ম বলেছেন:


আমি পরহেজগার মানুষদের সাথে দূর থেকে কুশল বিনিময় করি।

৭| ১৪ ই আগস্ট, ২০২৩ বিকাল ৫:০৮

শাহ আজিজ বলেছেন: সবসময় দেখা যায় জঙ্গিবাদের পেছনে সেইসময়ের সরকারের ইন্ধন থাকে । ইন্ধনদাতা না থাকলে এরা টিকতে পারত না ।

১৪ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:০৯

শূন্য সারমর্ম বলেছেন:


বিএনপি জামাতের ইন্ধন ও লীগের ইন্ধন এক নয়।

৮| ১৪ ই আগস্ট, ২০২৩ রাত ১১:২৭

রাজীব নুর বলেছেন: দেশ থেকে জঙ্গীর শিকড় উপড়ে ফেলতে হবে।

১৫ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৩৭

শূন্য সারমর্ম বলেছেন:


শিকড় উপড়ে না ফেললেও, গাছ চুলের মত ছেটে ছোট রাখা হয়েছে।

৯| ১৫ ই আগস্ট, ২০২৩ রাত ৯:১১

জ্যাক স্মিথ বলেছেন: আর শিবির হওয়ার রাস্তা কি?

দেশর যেকোনো জঙ্গিবিরোধী অভিযানকেই তারা নাটক বলে। - কথা সত্য।

১৫ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৩৮

শূন্য সারমর্ম বলেছেন:


শিবির হবার রসদের অভাব নেই আশেপাশে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.