নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

শ্রাবণের বাইশ।

০৬ ই আগস্ট, ২০২৩ সকাল ১১:০৮








কবিগুরু আজকের এই দিনে মৃত্যুবরণ করেছিলেন,তিনি আজ সোনার বাংলার চট্রগ্রামে থাকলে ভালো হতো।কবিতা কয়েকটা বাড়তো।গত দুদিন বৃষ্টি আর বৃষ্টি ; হাতে কফির মগ নিয়ে বারান্দায় দাড়িয়ে বৃষ্টি উপভোগ করার মত বৃষ্টি,কিন্তু একসময় ঘোর কেটে গেলে বিরক্ত লাগবে। মগের পর মগ কফি শেষ হবে,কিন্তু বৃষ্টি শেষ হবার নয়।কর্মজীবি মানুষ কফির মগে কফি খায় না, প্লাস্টিক,স্টিলের মগে জল পান করে। আচ্ছা, রবীন্দ্রনাথ বৃষ্টি নিয়ে যা লিখেছেন, তার আশেপাশে কি কফি-চা ছিলো? ছোটবেলায় রবীন্দ্রনাথের ছোট নদী ছড়া দিয়ে পরিচয় পর্ব শুরু হয়েছিলো, পরবর্তীতে পড়াশোনায় পাঠ্যবইয়ে থাকা লেখাসমূহ পড়া হয়েছে, পরীক্ষায় লিখে পাস করা হয়েছে। এর থেকে বেশি দূর যাওয়া হয়নি, আমি ছোট নদীতে সোনার তরী ভিড়িয়ে ফটিক হিসেবেই ছিলাম।



রবীন্দ্রনাথের ছোট নদীর ' পানি পায়ে লাগিয়ে এলাম কিছুক্ষণ আগে। টানা দুদিন বৃষ্টিতে আশেপাশে সবকিছুই ছোট নদী হয়ে আছে, ইন্জিনচালিত যান চলতেই ঢেউ আছড়ে পড়ে। জলাবদ্ধতায় ঢাকার কাছাকাছি চট্রগ্রাম না থাকলে কি মানায়? দোকানপাট বন্ধ বন্ধ ভাব, যারা খুলতে এসেছে তা মূলত এসেছে দোকানকে পানি থেকে রক্ষা করা মিশনে।দিনের পর দিন বৃষ্টি আমার ভালোই লাগে, নুহের মহাপ্লাবনে ঠিক কতদিন বৃষ্টি হয়েছিলো।এখন রাস্তায় নৌকা নামালে মানুষ ভাববে এটাও নাকি শেখ হাসিনার অবদান বা ষড়যন্ত্র।



২২ শে শ্রাবণ নামে কলকাতার এক মুভি আছে পপুলার ডিরেক্টরএর,মুভিটা ক্রাইম থ্রিলার, মুভির কাহিনীর জট রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস ২২ শে শ্রাবণ এসে শেষ হয়।যদিও রবীঠাকুরের কোনো কিছুই নেই,শুধুমাত্র তারিখটা নেয়া হয়েছে। বাংলা ভাষায় এমন ক্রাইম থ্রিলার উপভোগ্য ছিলো আমার জন্য। আপনারা দেখেছিলেন মুভিটা?

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০২৩ সকাল ১১:২৬

কামাল১৮ বলেছেন: রবীন্দ্রনাথের গল্প উপন্যায় নিয়ে বানানো অনেক চলচিত্র দেখেছি কিন্তু এটি দেখা হয় নাই।

০৬ ই আগস্ট, ২০২৩ সকাল ১১:৫৪

শূন্য সারমর্ম বলেছেন:


এটা রবীন্দ্রনাথের লেখা অবলম্বনে নয়।শুধুমাত্র কাহিনী শেষ করতে তারিখ নেয়া হয়েছে।

২| ০৬ ই আগস্ট, ২০২৩ সকাল ১১:৪৪

কালো যাদুকর বলেছেন: আপনার অতি বৃষ্টিতে অতিষ্ঠ, এদিকে আমরা বৃষ্টির অভাবে পুরছি।

০৬ ই আগস্ট, ২০২৩ সকাল ১১:৫৫

শূন্য সারমর্ম বলেছেন:

কোথায় আছেন আপনি?
প্রকৃতি ঠিক কোথায় কিভাবে ব্যালেন্স করে মানুষ বুঝে উঠেনি।

৩| ০৬ ই আগস্ট, ২০২৩ সকাল ১১:৫৭

কালো যাদুকর বলেছেন: আমি টেক্সাসের কথা বলছিলাম।

০৬ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:২১

শূন্য সারমর্ম বলেছেন:


সুদুর টেক্সাস থেকে টেরীবাজার ; বৃষ্টিহীনতা থেকে বৃষ্টিবিলাশীতা।

৪| ০৬ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:০৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: বৃষ্টি মন্দ লাগছে না।

০৬ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:২২

শূন্য সারমর্ম বলেছেন:


আমার কাছে দিনের পর দিন বৃষ্টিই উপভোগ্য।

৫| ০৬ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:৩০

মোগল সম্রাট বলেছেন:



‘সখী ভাবনা কাহারে বলে’ যাতনা কাহরে বলে’ বৃষ্টির দিনে এই গানটা কেন মনে পড়তেছে জানিনা ।

০৬ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:২২

শূন্য সারমর্ম বলেছেন:

মনে পড়লে শুনে ফেলেন।

৬| ০৬ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:৩১

ঠাকুরমাহমুদ বলেছেন:



আশা করছি, ছুটির দিনে ছবিটি দেখবো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যকে শত সহস্র বছর এগিয়ে দিয়েছেন।

০৬ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:৪৪

শূন্য সারমর্ম বলেছেন:


দেখিয়েন।
সব ভাষাকে তুলে ধরার জন্য কাউকে দায়িত্ব নিতে হয়, রবীঠাকুর বাংলা ভাষার দায়িত্ব নিয়েছেন ও বিশ্বকে দেখিয়েছেন।

৭| ০৬ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:৪৬

কাছের-মানুষ বলেছেন: কবিগুরুর প্রতি শ্রদ্ধা রইল। বাংলা সাহিত্যে তার অবধান স্বরনীয় হয়ে থাকবে যুগ যুগ ধরে।

০৬ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:১২

শূন্য সারমর্ম বলেছেন:


বাংলা ভাষা টিকবে যতদিন,কবিগুরু থাকবে ততদিন।

৮| ০৬ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:১৪

করুণাধারা বলেছেন: আমি দেখেছি বাইশে শ্রাবণ মুভিটা। আপনার পোস্টের শিরোনাম দেখেই মনে পড়ল, তাই মন্তব্য করতে আসলাম।

০৬ ই আগস্ট, ২০২৩ রাত ৮:০৬

শূন্য সারমর্ম বলেছেন:


জ্বী ধন্যবাদ ; ২২ শে শ্রাবণের সিক্যুয়েলে বের হওয়া পরবর্তী মুভি তেমন টানেনি।

৯| ০৬ ই আগস্ট, ২০২৩ রাত ১০:০৪

রাজীব নুর বলেছেন: মুভিটা দেখেছি। ভালো মুভি।

০৯ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:০৬

শূন্য সারমর্ম বলেছেন:


সৃজিতের মুভিগুলো দেখলে সময়নষ্ট মনে হয়নি তেমন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.