নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

মগজের ডিসঅর্ডারচর্চা !!

১২ ই জুলাই, ২০২৩ রাত ১২:৫২







আমার ডিসঅর্ডারের শিকড়ে পুষ্টিগুণ ছিলো না, বিষ মাখানো ছিলো। ধীরে ধীরে বিষ পৌছে যাচ্ছে মগডালের সবুজ পল্লবে। শত চেষ্টা করেও শিকড় উপড়ে ফেলা যাচ্ছে না,পরিণত মগজের বিপ্লবী ভাবনা রুপকথার মত কাজ করছে না, চোখের সামনে বাচ্চা নিমগাছ অশরীরী হয়ে প্রকৃতিকে মোহাচ্ছন্ন করে রাখছে, মধ্যদুপুরে কাকের ভোজ সীমিত আকারে আনন্দ দেয় না আগের মত। সস্তা কাগজে কলমের কালির লেপনে মগজের নিউরোকেমিক্যাল বেঈমানী করে অবলীলায়। বহুপদী রোগীর মূত্রথলির পানি শহরের রাস্তায় ভেসে ভেসে গন্ধ ছড়িয়ে ছড়িয়ে মিলিয়ে যায় বাতাসে। শহর জুড়ে ভাসতে থাকা গালিসমুহ আগের মত টানে না,আপনি অন্ধকার ঘরে নীল কালিতে আর কত সুইসাইড নোট লিখবেন?



পরিত্যক্ত নগরীর ভীড়ে অমানুষ মানুষের ভান ধরে পিশাচের হাসি দেয়। প্রতারণার শেষ সীমান্তে শিকার পরবর্তীতে প্রতারণার রাজা হয়; প্রতি সেকেন্ডে টাকার কাছে মানুষ বিক্রি হয়,ব্যক্তিত্ব বিক্রি হয়,দেহ বিক্রি হয়। সুখের প্রাইমারী লেভেলের ক্ষতে প্রলেপ পড়ে টাকার ধোয়ায়।পিরামীডের মমী থেকে মুমতাজের কবরের তাজমহল খোলস, চেঙ্গিসের অদৃশ্য কবর, আন্তঃ নগর লাশঘরের বেওয়ারিশ লাশ সুখী হয়নি কখনো,হতে চায়নি।
কর্পোরেটের গন্ধ গায়ে মাখতেই এলিটিসিজম আত্নায় ভর করে,নিষ্ঠুর মানুষ নেকড়ে থেকে হায়না হয়, দল বেধে ব্যক্তিত্ব খুবলে খায়।পরিচিত মুখে অসৎের কালো ছায়া ঠিক মত ঘুমাতে দেয় না,নেশার আশ্রয়ে সুখী হতে চায়।আজ পৃথিবীর সমস্ত অক্সিজেনের মিলিত রুপে আমি ব্যাক্তিত্ববান মানুষ ক্রয় করতে অক্ষম হয়েছি। খুবলে খেয়ে দেয়ে আঁড় চোখে তাকানো পিশাচ ঢেকুর তুলে তৃপ্তিহীনতার বার্তা দেয়।



নগরীর মোড়ে মোড়ে সবাই জয়ী হতে গিয়ে, কেড়ে নেয় মানুষের হৃদয়,মনন ও শ্রদ্ধাবোধ।বহু মানুষ বেঁচে ছিলো অসৎ হয়ে,অর্থ কষ্টে, পৃথিবীর কোনো ভ্রুক্ষেপ ছিলো না।বিলুপ্ত হয়ে যাওয়া ডাইনোসর থেকে প্রতিষ্ঠিত ডারউন তত্ব পৃথিবীকে টলাতে পারেনি।যীশুর শরীর থেকে ববের হওয়া রক্তের গরম ভাব ঠান্ডায় রুপান্তর হয়েছে বহু কাল পূর্বে। মানুষ আন্তঃনগর লাশঘরে বন্ধি থাকে আজীবন,কিছু মানুষ শুকুন হয়ে অপেক্ষা করে মৃতদেহ ভক্ষণের মাহেন্দ্রক্ষণের জন্য।হতাশ মানুষের আত্না বিলুপ্ত হয়না ; ভর করে অগণিত জীবিত মানুষের হৃদয়ের কোণায়।দুমড়ে মুচড়ে নিঃশেষ করে দেয় ধীরে ধীরে। একা থেকে একাতর হতে সময় নেয় খুব অল্প।

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০২৩ ভোর ৬:২০

আহমেদ জী এস বলেছেন: শূন্য সারমর্ম,




মগজের ডিসঅর্ডারগুলো পুষ্টিহীনতায় আলঝেইমার রোগীর মতো হাপাতে থাকে, ক্রমাগত দ্বিধাগ্রস্ততা নিয়ে ভুলে যেতে থাকে তার মানুষ জন্ম। আন্তঃনগর লাশ ঘরে নিভু নিভু আয়ু নিয়ে কাৎরায় অন্তহীন অন্ধকারের প্রতীক্ষায়।

বাহ ! সুন্দর মুক্তগদ্য।

১২ ই জুলাই, ২০২৩ সকাল ১০:১৮

শূন্য সারমর্ম বলেছেন:

আপনার দুটি বাক্যও পছন্দ হয়েছে আমার। ধন্যবাদ।

২| ১২ ই জুলাই, ২০২৩ সকাল ৮:২২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: অমানুষ মানুষের ভান ধরে পিচাশের হাসি দেয়, শীষ দেয়, তালিও দেয়........। দারুণ লেখা।

১২ ই জুলাই, ২০২৩ সকাল ১০:১৬

শূন্য সারমর্ম বলেছেন:

পড়েছেন,মন্তব্য করেছেন। ধন্যবাদ।

৩| ১২ ই জুলাই, ২০২৩ সকাল ৯:১৭

অক্পটে বলেছেন: আজকি দৌড়মে উমিদে বাফা কিছে কারতে হো।
দারুণ লেখা, লেখার প্রত্যেকটা পরতে পরতে সীমাহীন সত্য প্রকাশ পেয়েছে। সুন্দর!

১২ ই জুলাই, ২০২৩ সকাল ১০:১৭

শূন্য সারমর্ম বলেছেন:


মন্তব্যে বাংলা ও হিন্দির মিশ্রণ ; ধন্যবাদ।

৪| ১২ ই জুলাই, ২০২৩ সকাল ১০:৪৯

শায়মা বলেছেন: মুক্তগদ্যে শক্তিশালী চিন্তার প্রকাশ ঘটিয়েছো ভাইয়া।

লেখাটা মন দিয়ে পড়লে অনেকেরই ভাবনার খোরাক যোগাবে।

১২ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:৪৮

শূন্য সারমর্ম বলেছেন:


আপনি মন দিয়ে পড়ার জন্য ধন্যবাদ।

৫| ১২ ই জুলাই, ২০২৩ সকাল ১০:৪৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: একটা গদ্য কবিতা পড়লাম !! অনবদ্য , অসাধারণ !!

১২ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:৪৯

শূন্য সারমর্ম বলেছেন:

আপনি ইদানীং রুমিতে মেতে আছেন দেখছি।

৬| ১২ ই জুলাই, ২০২৩ সকাল ১১:৩৪

অপু তানভীর বলেছেন: কী কইতে চাইলেন মাথার উপর দিয়ে গেল ! #:-S

১২ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:৪৯

শূন্য সারমর্ম বলেছেন:


সবাই টুকটাক বুঝলো,অথচ আপনার মাথার উপর দিয়ে গেলো।

৭| ১২ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:১৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: পড়তে ভালো লাগলো বাট কিছু বুঝি নাই।

১২ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:৫০

শূন্য সারমর্ম বলেছেন:


ভালো ফিল করেছেন, মানে অবচেতনে ডাটা প্রসেস হয়েছে।

৮| ১২ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:৫১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এতো কঠিন করে লিখলে ক'জন বা বুঝবে? আমি যে না বোঝার দলে।

১২ ই জুলাই, ২০২৩ দুপুর ১:১৩

শূন্য সারমর্ম বলেছেন:


আপনি পড়ে ভালো লেগেছে বলেছেন।

৯| ১২ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:৫১

গেঁয়ো ভূত বলেছেন: কি দারুন কাব্যিক ভাবনার এত সুগভীর প্রকাশ! সচারচর এমনতর লেখা পাঠের সুযোগ পাইনা। সত্যিই অনবদ্য! অসাধারণ !!

১২ ই জুলাই, ২০২৩ দুপুর ১:১৪

শূন্য সারমর্ম বলেছেন:


ধন্যবাদ।

আপনার এই কমেন্ট থেকে শিখা যেতে পারে যে, কীভাবে মানুষকে পজিটিভ ফিডব্যাক পাঠাতে হয়।

১০| ১২ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:৪১

রানার ব্লগ বলেছেন: এটা কি গদ্য কবিতা ?

১২ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৪২

শূন্য সারমর্ম বলেছেন:


জানি না,ঐ ক্যাটাগরি ভেবে লিখিনি।

১১| ১২ ই জুলাই, ২০২৩ রাত ৯:৩০

এইযেদুনিয়া বলেছেন: এখন ডিজঅর্ডার ছাড়া মানুষ হয় নাকি আবার?

১৩ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৩৭

শূন্য সারমর্ম বলেছেন:


হলেও বুঝতে পারা যায় না।

১২| ১৩ ই জুলাই, ২০২৩ দুপুর ২:৪০

রাজীব নুর বলেছেন: গরীবদের অসুখ বিসুখ কম হয়।

১৩ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৩৭

শূন্য সারমর্ম বলেছেন:



গরীবদের প্লেসিবো আছে।

১৩| ২৮ শে জুলাই, ২০২৩ রাত ৯:৫৬

Muksedul rehman বলেছেন: আপনার লিখবার অপেক্ষায় থাকি।
আপনাকে কেন যানি মনে রেখেছি বহুদিন ।
পুঁজির লোভ" এই- দিয়ে শুরু করেছিলাম মনেরাখা।
শ্রদ্ধা নেবেন

২৯ শে জুলাই, ২০২৩ বিকাল ৩:২০

শূন্য সারমর্ম বলেছেন:

ধন্যবাদ, ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.