নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নের ফলোয়ার।

২০ শে জুন, ২০২৩ সকাল ১১:২৭







১৯১২ সালে তখনকার সবচেয়ে বড় জাহাজ টাইটানিক ডুবে যায়, যা আমরা মুভিতে দেখেই কেঁদে হয়তো দিয়েছি। ডুবে যাবার ৭৩ বছর পর ১২৫০০ ফুট নিচে এর ধ্বংসাবশেষ পাওয়া যায়। যারা এটি খুজে পেয়েছিলো তারা মহাসাগরে অনুসন্ধান, গবেষণার পাশাপাশি নতুন আইটেম বাজারে আনে, তাহলো আপনারা যদি কেউ "মৃত টাইটানিক দেখতে চান 'তাহলে আমরা সাবমেরিনের মাধ্যমে দেখতে নিয়ে যাবো ; এতে রাজি হয় অনেকেই, সাথে বিলিওনিয়ারও নাকি থাকে। কিন্তু সম্প্রতি "টাইটান' নামের এক সাবমেরিনের খোজ পাওয়া যাচ্ছে না,যা টাইটানিক দেখতে অভিযানে গিয়েছিলো। ভবিষ্যৎে এমন কয়েকটি দূর্ঘটনায় ঘুরাঘুরির আবার কিছু উপশাখা চালু হতে পারে যেমন- মৃত টাইটানিক দেখতে গিয়ে যারা মৃত হয়েছিলো তাদেরও দেখার অফার আছে, চাইলে লুফে নিতে পারেন।



মহাসাগরের তলদেশ থেকে স্পেসশিপ নিয়ে স্পেসে ঘুরতে চাওয়ার স্বপ্ন অনেকেই দেখছে; কিন্তু বাস্তবে রূপ নিচ্ছে না। আপনি বড় বড় স্বপ্ন দেখতে ভয় পান? ভয় পাবেন কিনা জানি না, ঘুমিয়েও স্বপ্ন দেখতে ভয় পেলে কিভাবে হবে? দেখুন মাসের শেষে ঈদ আসছে, এই ঈদের যাত্রা শুরু হয়েছিলো স্বপ্ন থেকে, স্বপ্নে যাকে পরীক্ষা নেয়া হয়েছিলো,তিনি পাস করেছেন। বিলিয়ন মানুষ সেই স্বপ্নের প্রশ্ন নিয়ে মাথা ঘামায় না, ঘামায় রেজাল্ট নিয়ে। এবারের পশুর দাম নাকি ১৫/২০ ভাগ বৃদ্ধি পাবে, হাজার কোটি টাকার লেনদেন হবে, বুঝা যাচ্ছে স্বপ্নের ইমপ্যাক্ট কোথায় গিয়ে ঠেকেছে।



ভারতীয় অংকবিদ রামনুজন নাকি স্বপ্নযোগেই অংকের নতুন দিক বের করেন তা হলো π ' এক অসীম সিরিজ যা বর্তমানে অ্যালগরিদমে ব্যবহৃত হয়। উনি ধ্যান জ্ঞানে হিন্দু ধর্মকে লালন করতেন, এখন বেঁচে থাকলে মোদীর রাজনীতি করতো কিনা বলা কঠিন ছিলো। তবে যা বলা হয়েছে ' স্বপ্নযোগে দেবী উনাকে গণিতের সূত্র দিয়েছেন,সেই সূত্রের ব্যবহার ও প্রাপ্তির বিশ্বাস কোথায় গিয়ে ঠেকছে আজ; মিলিয়ন মিলিয়ন মানুষ তা বিশ্বাস করবেন এবং অংকও করবেন।



ইব্রাহিম নবীর স্বপ্ন,রামনুজনের স্বপ্ন, মহাসাগর/স্পেস জয় করার স্বপ্ন, আমার/আপনার স্বপ্ন যা দেখে ভয় পেয়ে উঠে পানি খেয়ে ঘুমিয়ে যাই - সবগুলোতেই কি পার্থক্য চোখে পড়ে আপনার? চেষ্টা করে দেখেন আপনার স্বপ্ন মিলিয়ন মানুষ কিভাবে ফলো করবে।তাছাড়া স্বপ্নের কোন ডেফিনিশন ভেতরে লালন করেন আপনি তার উপর নির্ভর করছে অনেক কিছু ; বাজারে অনেকের ডেফিনিশন চালু আছে যেমন-খোয়াবনামা জনকদের,ভারতের মিসাইলম্যানের এবং বাঘা বাঘা নিউরোলজিস্টের থিউরীর জনকদের।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০২৩ সকাল ১১:৩৫

মোস্তফা সোহেল বলেছেন: এখন কোন কিছুই আর ভাবতে ভাল লাগেনা।
বর্তমানে বেশিরভাগ মানুষের জীবন কঠিন হয়ে পড়েছে।মানুষ সেটাই সামাল দিতে ব্যস্ত।

২০ শে জুন, ২০২৩ দুপুর ১:৩৬

শূন্য সারমর্ম বলেছেন:


মানুষ ঠিক কীভাবে ভেবে জীবনকে কঠিন করে ফেলছে, বুঝা কঠিন।

২| ২০ শে জুন, ২০২৩ সকাল ১১:৪৫

অপু তানভীর বলেছেন: আমার স্বপ্ন আমি ফলো করলেই চলবে ।
অন্যকে আমার স্বপ্ন কে ফলো করাতে হবে?

২০ শে জুন, ২০২৩ দুপুর ১:৩৬

শূন্য সারমর্ম বলেছেন:

আপনি ফলো করে সাকসেস দেখলে, দেখবেন পিছনে ফলোয়ার বাড়ছে।

৩| ২০ শে জুন, ২০২৩ দুপুর ১২:৪৬

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ছোট বেলায় রাতে কোন গুরুত্বপূর্ণ স্বপ্ন দেখলে পরের দিন বাংলাবাজার গিয়ে ফুটপাতের বিক্রির জন্য ছড়িয়ে ছিটিয়ে রাখা "সোলেমানি খোয়াবনাম" খুলে ফ্রিতে অর্থ খুজতাম । অর্থ পড়ে এমন ভাবে সেটা রেখে চলে আসতাম ।যেন এটা্ কোন কাজের না ।

২০ শে জুন, ২০২৩ দুপুর ১:৩৭

শূন্য সারমর্ম বলেছেন:


ছোটবেলায় থেকে খোয়াবের চর্চা চলেছে আপনার,কাজে এসেছে কোনো।

৪| ২০ শে জুন, ২০২৩ দুপুর ১২:৫৫

ডার্ক ম্যান বলেছেন: সপ্তাহ খানেক আগে মনে হয়েছিল ফেসবুকে মিনিমাম ১০ হাজার ফলোয়ার দরকার। পরে আমার বোধদ্বয় হল। পার্সোনাল ফেসবুক একাউন্ট ডিএক্টিভ করে দিলাম। এটা আমার কাজে ব্যাঘাত ঘটাচ্ছে। খুব সম্ভবত আর ফেসবুকে এক্টিভ হব না।
আমার স্বপ্ন একজন পাওয়ার ব্রোকার হওয়া। সোজা বাংলায় ক্ষমতার দালালি করা।

২০ শে জুন, ২০২৩ দুপুর ১:৩৮

শূন্য সারমর্ম বলেছেন:

বইব্যবসা চলছে কেমন?

৫| ২০ শে জুন, ২০২৩ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: আসলে আপনি যে কি বলতে চাইলেন বা বুঝাতে চাইলেন আমার ছোট মাথায় সেটা ধরতে পারেনি।

২০ শে জুন, ২০২৩ দুপুর ১:৪১

শূন্য সারমর্ম বলেছেন:


আমরা অন্যদের স্বপ্নে বেঁচে থাকি, আমার/আপনার নিজের স্বপ্নে অণ্যেরা ভালো থাকবে এমন স্বপ্ন দেখতে বলেছি।

৬| ২১ শে জুন, ২০২৩ রাত ৯:০৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: কিছু স্বপ্ন সত্যি আর কিছু স্বপ্ন স্রেফ মনের বিক্ষিপ্ত চিন্তা।

২১ শে জুন, ২০২৩ রাত ৯:৩৩

শূন্য সারমর্ম বলেছেন:


স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে,তবে দেখতে হবে স্বপ্নটা আসলে নিজের কিনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.