নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনি এমন এক সমাজে বাস করছেন,আপনি সামাজিক স্ট্যাটাসে তলানীতে খাবি খেলে আপনার মেয়ে ধর্ষণের শিকার হবার সম্ভবনা বেশি থাকবে,তারপর মানসিক ট্রমায় চলে যাবে বা সমাজের বিকৃত মানুষের আচরণে সুইসাইড করে বসতে পারে। ঘটনা এখানে শেষ হলেই হতো ; কিন্তু যখন মর্গে গিয়ে মৃত লাশ যদি আবার ধর্ষণের শিকার হয়, তাহলে আপনি কার কাছে বিচার দিবেন? প্রাচীন মিশরীয়রা এ ভয় থেকেই মেয়েকে নিজ বাসায় ৩/৪ দিন রেখে, তারপর মমির পথ বেছে নিতো।রাজতন্ত্রের সময়কার নালিশের পার্থক্য নিশ্চই এখনকার থেকে যথেষ্ঠ অনুন্নত ছিলো।
এদেশের সরকারী মেডিক্যালের মর্গে লাশ ধর্ষণের হাফ সেন্চুরীর রেকর্ডও বহাল আছে; কেউ কেউ রেকর্ড ভাঙতে চাইছে।কিন্তু ব্যাপারটা জানাজানি হলে, সে আশায় গুড়েবালি দেখা দেয়।পাকিস্তানে তো মেয়ের বাবা-মা মর্গের,কবরস্থানের পাহারাদের চাকুরীর দায়িত্ব নিজের কাধে তুলে নিয়েছিলো,এই ভেবে যে আমি থাকলে হয়তো আমার মেয়ে ধর্ষণের স্বীকার হবে না। মর্গে,গোরস্থানে এমন ঘটনা ঘটে গেলেও কেউ কিছু জানতে পারবে না,এটা এ রোগের সুবিধাজনক অবস্থান।
এ ধরনের যৌন আচরণ ঠিক সুস্থ মস্তিষ্কের মানুষের মাথায় ভালোমত আঘাত করতে পারার জন্য যথেষ্ট, বাস্তবতা হলো এ রোগের রোগী কম,তাই চিকিৎসার সুবিধা কম ও আইন কানুনে চোখ বুলিয়ে শাস্তি দেবার প্রবণতা কম থাকতে পারে। ইউরোপে নেক্রোফেলিয়া বৈধ করার ভাবনাও মানুষের মাথায় কাজ করেছে,সরকার তেমন আমলে নেয়নি।
এ রোগ সম্পর্কে মানুষ তেমন জানে না মানে সহজে বিস্তার ঘটানো সম্ভব নীরবে, নিভৃতে।মেয়েদের নিশ্বাস নেবার সময়ও শান্তি নেই, নিশ্বাস বন্ধ হয়ে গেলেও শান্তি নেই। ফলাফল কেউ না কেউ ভোগ করবেই।আপনার আশেপাশে 'এ রোগের বাহক চোখে পড়েছে? আপনার অভিজ্ঞতা পর্যবেক্ষণ থেকে কিছু কি বলতে চান? করোনাকালীন সময়ে মিডিয়া মারফত সোনার বাংলায় এ রোগ সম্পর্কে জানতে পেরে আপনার কেমন অনূভুত হয়েছিলো?
১৮ ই মে, ২০২৩ বিকাল ৪:০৬
শূন্য সারমর্ম বলেছেন:
প্রথম ডাটা থেকে দেখা গিয়েছে শতকরা ৮ ভাগ।
২| ১৮ ই মে, ২০২৩ দুপুর ২:২৭
শাওন আহমাদ বলেছেন: ঘৃণায় বমি আসতেছিলো, অসুস্থ বলেই এটা সম্ভব হয়েছে অন্যথায় হতো না।
১৮ ই মে, ২০২৩ বিকাল ৪:১৫
শূন্য সারমর্ম বলেছেন:
আপনার রিএ্যাকশন জানা হলো। নেক্রোফেলিয়ায়া ১০ পদের আছে,১০ ধরনের বৈশিষ্ট্যও আছে।
৩| ১৮ ই মে, ২০২৩ বিকাল ৪:৩১
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এই রোগের কারণ জানা যায় না । কেন একজন মানুষ এমন আচরণের শিকার হয় তা জানি না , তবে আমার মনে হয় প্রবল যৌনানুভূতির একটি নির্দিষ্ট পর্যায়ে মানুষ এই ধরনের অবস্থায় পৌঁছায় বলে মনে হয় । যেমন ধরুন যৌনতার স্বাভাবিক চর্চা না থাকার ফলে এবং যৌনানুশীলনে যথেচ্ছাচারের কারণে এই ধরনের চিন্তা মানুষের মনে আসতে পারে বলে মনে হয় । যদিও আমি নিশ্চিত না এবং আমি কোন বিশেষজ্ঞ নই তবুও নিজের মত রেখে দিলাম !!
১৮ ই মে, ২০২৩ বিকাল ৫:৩৪
শূন্য সারমর্ম বলেছেন:
মত রেখেছেন ভালো।তবে ডাটা থেকে শতকরা হারে কারণসমূহ দেখলে দেখা যায়,একা একা ঝামেলামুক্ত সেক্স,মৃত সঙ্গীর সাথে থাকার ভাবনা,মৃত দেহের প্রতি নেশা ও ডমিনেট করবার ইচ্ছা।
৪| ১৮ ই মে, ২০২৩ বিকাল ৫:৫০
রিফাত হোসেন বলেছেন: কাছাকাছি বা একই লেখা কোথায় যেন পড়েছি মনে করতে পারছি না।
১৮ ই মে, ২০২৩ বিকাল ৫:৫৮
শূন্য সারমর্ম বলেছেন:
মনে করেন।কাছাকাছি হতে পারে, সেইম হবে না।
৫| ১৮ ই মে, ২০২৩ সন্ধ্যা ৬:১৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: তাদের চোখগুলো আমার নিকট শয়তানের চোখ বলে মনে হয়। এমন এক লোক কে খুন করে নাকি নিজাম ডাকাত নিজাম উদ্দিন আউলিয়া হয়েছেন।
১৮ ই মে, ২০২৩ সন্ধ্যা ৬:৩৪
শূন্য সারমর্ম বলেছেন:
এসব মানুষ খুজে বের করাই কষ্ট,আউলিয়া হওয়া তো বহু দূরের পথ।
৬| ১৮ ই মে, ২০২৩ সন্ধ্যা ৭:০০
জ্যাক স্মিথ বলেছেন: এটা গতকালের প্রথম আলোর রিপোর্ট
মৃত নারীদের ধর্ষণের এই ঘটনা ইদানিং বাংলাদেশ আর পাকিস্তানে বৃদ্ধি পেয়েছে।
আমি পুরো রিপোর্টটা'ই পড়েছি, যে যুক্তিকে মৃত নারীকে ধর্ষণের এই জঘন্যতম অপরাধকে "নেক্রোফেলিয়া" নামক মানসিক রোাগ হিসেবে অবহিত করা হয়েছে সে যুক্তিতে পৃথিবীর সমস্ত অপরাধীরাই কোন না কোন মানসিক রোগী। আমি একে মোটেও মানসিক রোগ হিসেবে মানতে রাজি নই, আমি এদের শাস্তি চাই, কঠিন শাস্তি দেয়া হলে এদের মানসিক রোগ এমনিতেই ভালো হয়ে যাবে।
১৮ ই মে, ২০২৩ সন্ধ্যা ৭:৩৮
শূন্য সারমর্ম বলেছেন:
অনেক আগে থেকেই এসব চালু ছিলো,মানুষ এসব বুঝতে পেরে শাস্তির মাত্রা কয়েক বছরের জেলে আনতে পেরেছে।কঠিন শাস্তি দেয়া সম্ভব হবে না।
৭| ১৮ ই মে, ২০২৩ সন্ধ্যা ৭:৩৯
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: মত রেখেছেন ভালো।তবে ডাটা থেকে শতকরা হারে কারণসমূহ দেখলে দেখা যায়,একা একা ঝামেলামুক্ত সেক্স,মৃত সঙ্গীর সাথে থাকার ভাবনা,মৃত দেহের প্রতি নেশা ও ডমিনেট করবার ইচ্ছা।
একা একা ঝামেলামুক্ত যৌনতা , মৃত দেহের প্রতি নেশা ও ডমিনেট করবার ইচ্ছা কী এমনি এমনি জন্মায় ভাই ? এসবের তো একটা প্রাথমিক ভিত্তি থাকে তাই না ! আমি সেই নিয়েই বলছি !!
১৮ ই মে, ২০২৩ রাত ৮:০৬
শূন্য সারমর্ম বলেছেন:
ঠিক আছে! ব্লগারেরা ভাবনায় কারণের আশেপাশে না যেতে পারলে ব্যাপারটা খারাপ দেখায়।
৮| ১৮ ই মে, ২০২৩ রাত ৮:৫৫
শেরজা তপন বলেছেন: মানসিক বিকৃতি কি আসলে সেই নিয়ে ভাবছি বেশ কিছুদিন। আমরা যেটাকে মানসিক বিকৃতি বলি সেটা কি সত্যিই মানসিক বিকৃতি।
পাকিস্তানি যেসব সেনারা হাজার হাজার নারীকে ধর্ষন করেছে চরম সোল্লাসে বিকৃত কাম চরিতার্থ করেছে- তাদের কি প্রত্যেকটা সেনা এখানে যুদ্ধে আসার আগে সপ্নেও ভেবেছে খুব শিঘ্রী তারা এমন নরপশু হয়ে যাচ্ছে? তারা কি অন্য কোন ধর্ষনের ঘটনায় শিউড়ে ওঠেনি- ঘৃনার চোখে দেখেনি সেইসব ধর্ষকদের?
আমরা কিন্তু এক জীবনে নিজেরাই জানি না আমরা কোন কোন বিকৃত মানসিক রোগের স্বীকার। পরিস্থিতি পরিবেশে সব মানুষ পালটে যায়। দুমিনিট আগে যেটা অনেকে সপ্নেও ভাবেনি অতি আচমকা সেই দুস্কর্ম করে ফেলে নিজের কাছেই নিজেকে অচেনা মনে হয়।
১৮ ই মে, ২০২৩ রাত ৯:০১
শূন্য সারমর্ম বলেছেন:
মানসিক বিকৃতি টার্মটা জনসাধারণের বুঝার সুবিধার্থে ব্যবহৃত হয় ; স্থান,কাল ও পাত্র ভেদে আমাদের ভিতরকার সত্তা ভিন্নরুপ ধারণ করে।এটার রহস্য "ডিএনএ " তে ইনপুট করা আছে।
মানসিকতা আশপাশের সাথে না মিললে, অপরের ক্ষতি সাধিত করলে ঘটনাকে বিকৃতি বলে আরাম পাই আমরা।
৯| ১৮ ই মে, ২০২৩ রাত ১১:২৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
- অজানা অচেনা বিষয়।
১৯ শে মে, ২০২৩ রাত ১:৪২
শূন্য সারমর্ম বলেছেন:
ফুলের মধ্যে এসব রোগ আছে কিনা দেখেন।
১০| ১৯ শে মে, ২০২৩ সকাল ৯:৩৩
চারাগাছ বলেছেন: সমকামীর মত ভয়ঙ্কর মানসিক রোগকে আন্দোলনের মাধ্যমে বৈধ করে নিয়েছে পশ্চিমা বিশ্ব।
নেক্রোফেলিয়াও বৈধ হবে।
পোস্টের জন্য ধন্যবাদ।
১৯ শে মে, ২০২৩ সকাল ১০:২৫
শূন্য সারমর্ম বলেছেন:
সময় লাগবে। মন্তব্যের জন্য ধন্যবাদ।
১১| ১৯ শে মে, ২০২৩ সকাল ১০:০৪
রূপক বিধৌত সাধু বলেছেন: মিডিয়ার কল্যাণ এ বিষয়ে দেশের মানুষ অল্পবিস্তর জানতে পারছে। এই পশুবৃত্তি বোধকরি আগেও ছিল। মেয়েদের মরেও মুক্তি নেই।
১৯ শে মে, ২০২৩ সকাল ১০:২৬
শূন্য সারমর্ম বলেছেন:
আমি খুব কমই জানতে পেরেছে।
১২| ১৯ শে মে, ২০২৩ দুপুর ১২:৫৯
রাজীব নুর বলেছেন: এই সমাজটাই অসুস্থ সমাজ।
১৯ শে মে, ২০২৩ দুপুর ১:০৭
শূন্য সারমর্ম বলেছেন:
অসুস্থ সমাজের সুস্থ কীট বেঁচে নেই।
১৩| ১৯ শে মে, ২০২৩ বিকাল ৪:৫৮
ডঃ এম এ আলী বলেছেন:
বেশ গুরুত্বপুর্ণ একটি বিষয়ের উপর লেখা ।
নেক্রোফিলিয়া সাথে সেক্সুয়াল স্যাডিজম, পেডোফিলিয়া, এক্সিভিসনিজম ফ্রটারিজম ,
সেকচুয়াল স্যাডিজম প্রভৃতি যৌনতামুলক মানসিক ব্যাধি মানুষকে বানাতে পারে অপরাধী
যেমনটি এই পোষ্টেই বলা হয়েছে যে নেক্রোফিলিয়া' ব্যাধিতে আক্রান্তরা মৃতদেহের সাথে যৌন
সম্পর্ক স্থাপন করে থাকে আর এসব কথামালা ভাল করেই তুলে ধরা হয়েছে এ পোষ্টে ।
শিশুদের সাথে যৌন সম্পর্ক স্থাপন করা বা যৌন হয়রানি, নির্যাতন করার যৌন বিকৃতি তথা 'পেডোফিলিয়া'
এটার পরিনতিও আমরা সবাই জানি ।
আবার অনুমতি ছাড়া অন্য কোনো ব্যক্তিকে যৌনাঙ্গ প্রদর্শন করার মানসিক বিকৃতিতে থাকা 'এক্সিবিশনিজম'
এর কৃর্তি কলাপ ঘটতে দেখা যায় হর হামেসাই ।
অনুমতি ব্যতীত ভুক্তভোগীর দেহের সাথে নিজের যৌনাঙ্গ ঘর্ষণের বিকৃতি যা 'ফ্রটারিজম' বা 'টাচেরিজম'
হিসাবে অভিহিত তাও ঘটে বিবিধ প্রকারে ।
অপর ব্যক্তির শারীরিক বা মানসিক যন্ত্রণার কারণে যৌন উত্তেজনা বা তৃপ্তি লাভ করার কল্পনা, বাসনা করা বা
ঐ ধরণের কার্যক্রম করাকারী 'সেক্সুয়াল স্যাডিজম' প্ভৃতি মানসিক ব্যধি হলেও সবগুলিই গুরুতর অপরাধ
হিসাবে গন্য । এদের মানসিক চিকিতসার পাশাপাশি সামাজিক সচেতনতা ও নিয়ন্ত্রন মুলক কর্মকান্ডের কথা
রাষ্ট্রকেই ভাবতে হবে ।
এধরনের মানসিক ব্যধি সমাজ হতে দুর করতে না পারলে তা দুনিয়ার সকল দেশেই মারাত্মক পরিনতি ডেকে আনবে ।
অতি জনগুরুত্বপুর্ণ একটি বিষয়ে সকলের সচেতনতা সৃজনের উদ্যোগকে সাধুবাদ জানাই ।
শুভেচ্ছা রইল
১৯ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:০৬
শূন্য সারমর্ম বলেছেন:
আপনার কমেন্ট অন্য মাত্রা জড়ো করলো আমার পোস্টে।
১৪| ২০ শে মে, ২০২৩ সকাল ৮:৩৪
কাছের-মানুষ বলেছেন: মানুষিক বিকৃতি কোন পর্যায়ে গেলে এরকম ঘটনা কেউ ঘটাতে পারে! এই রোগ সম্পর্কে আগে ওয়াকিবহাল ছিলাম না। কয়েক বছর আগে পাকিস্তানে এরকম একটি ভয়াবহ ঘটনা ঘটেছিল, সেট ভাইরাল হয়েছি সোশ্যাল মিডিয়ায়। প্রথম আলোর রিপোর্টটা পড়ে বিশ্বাস করতে কষ্ট হচ্ছি এটা বাংলাদেশে ঘটেছে।
বাংলাদেশের প্রতিটি মর্গে নজরদারি বাড়ানো হোক এবং জড়িতদের উপযুক্ত শাস্তি দেয়া হোক, শুধু রোগের দোহাই দিয়ে যেন অপরাধী পার পেয়ে না যায়!
২০ শে মে, ২০২৩ দুপুর ১২:২৩
শূন্য সারমর্ম বলেছেন:
শিক্ষিতরাই ভালোমত জানে না এ সম্পর্কে, বাকিদের কি অবন্থা। দেশে এসব গোপনে গোপনে বাড়বে,পাকিস্তানের মত ভাইরাল হবে।
©somewhere in net ltd.
১| ১৮ ই মে, ২০২৩ দুপুর ১:২১
অগ্নিবেশ বলেছেন: মেয়েদের কি এই রোগ হয় না?