নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

বাল্যবিবাহের দাওয়াত শেষ কবে খেয়েছেন?

০১ লা মে, ২০২৩ রাত ১১:৫৫





অনলাইনে একটা প্রতিবেদন দেখলাম, বাল্যবিবাহে এশিয়ার মুকুট মাথায় নিয়ে বসে আছে দেশের মানুষজন;অনেক ডাটা প্রদান করা হয়েছে, ১৮ বছরের আগে ৫১ ভাগ বিয়ের পিড়িতে বসে মা হয়ে যায়। ঐখানে বিবিধ কারণ উল্লেখ করা হয়েছে যেমন- দারিদ্র্যতা,নিরাপত্তার অভাব,করোনাকালীন শিক্ষার বাধা,জলবায়ু সমস্যা ও ধর্মীয়। সরকারের কাছে বয়ান শুনতে গেলে, উনারা শতকরা হার কমিয়ে বলে, যা হবারই ছিল মনে হয়। বৃটিশদের ছায়ায় থেকে বাল্যবিবাহ প্রতিরোধে আইন পাস করা হয়েছে, সময়ের ব্যবধানে এডিট করা হয়েছে, কিন্তু আইনের প্রয়োগ নেই বরং ফাকফোকরে মজে আছে জনগণ,তাই অপপ্রয়োগ হচ্ছে।



কারণগুলোর মধ্যে সমাধান হবে কোনটা? নাকি পার্লামেন্টে আইন কঠোর করে জানিয়ে দিতে হবে সবাইকে। কারণসমূহের মাঝে মহামারীর ধাক্কা আর থাকছে না, দেশের টুকটাক শিক্ষার মানের কারণে বাল্যবিবাহ গ্রাফ তেমন উপরে উঠবে না; তবে নিরাপত্তা জনিত ও জলবায়ু ইস্যু কোথাও যাচ্ছে না।ধর্মীয় কারণ তেমন মূখ্য নয় তবে কোনো গ্রাম্য শালিস থেকে কোনো মোল্লা যদি ঘোষণা দেয়, তাহলে উহার বাইরে যাবার ক্ষমতা সবার থাকে না।



করোনার আগে পরিচিত দুটি পরিবারের বাল্যবিবাহ দেখেছিলাম; দারিদ্রতার দুষ্টচক্রে পড়ে অগ্রীম টাকা নিয়ে বিয়ে দিয়েছিলো ছেলেদের, ঘরে এনেছিলো ১৪/১৫ বছরের কন্যা।ফলাফল : দারিদ্রতা দূর হয়নি,সদস্যসংখ্যা বেড়ে দারিদ্রতা বেড়েছে, পারিবারিক ক্যাচাল বহুগুনে বেড়েছে, গ্রাম্যশালিস বসাতে হয়েছে।সন্তানের জন্ম দিয়েও খুশি হতে পারেনি কোনো পরিবার,দোষারোপ বিদ্যার চর্চা চলে নিয়মিত।ভাগ্য ভালো , বিয়ের অনুষ্ঠানে খাবার নিয়ে মারামারিতে কেউ নিহত হয়নি।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০২৩ রাত ১২:১৫

রানার ব্লগ বলেছেন: বাল্য বিবাহ ব্যাপারটা আমার নজরে এখন পর্যন্ত পরে নাই।

০২ রা মে, ২০২৩ রাত ১২:২১

শূন্য সারমর্ম বলেছেন:


ভালো দিক, আপনি ঐ পরিবেশে ছিলেন না।

২| ০২ রা মে, ২০২৩ রাত ১২:৫৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বাল্যবিবাহকে এখনও অনেক লোক স্বাভাবিক হিসেবে ধরে। পরিস্থিতি বদলায়নি।

০২ রা মে, ২০২৩ রাত ১:০৪

শূন্য সারমর্ম বলেছেন:


যারা স্বাভাবিক হিসেবে নেয় তারা কখনো নিজ পরিবারে বাল্যবিবাহ আমদানী করবে না।

৩| ০২ রা মে, ২০২৩ দুপুর ১:১৪

রাজীব নুর বলেছেন: আমি গত ২৫ বছর আগে সিদ্ধান্ত নিয়েছিলাম- কোনো বাল্যবিবাহ তে অংশ গ্রহন করবো না। এবং যে বিয়েতে যৌতুক দেওয়া হয় সেই বিয়েতে যাবো না। আমার আমার সিধান্ত্বে অটল আছি এখনও।

০২ রা মে, ২০২৩ দুপুর ২:১৬

শূন্য সারমর্ম বলেছেন:


ভালো সিদ্ধান্ত।

০২ রা মে, ২০২৩ রাত ১০:৪৯

শূন্য সারমর্ম বলেছেন:


আপনার খাবার-দাবারে লাগাম দিয়েছেন নাকি? ব্লগ আপনাকে লাগাম পড়িয়ে রেখেছে,মুক্তি মিলবে কবে, গরুর ঈদের পর নাকি?

৪| ০২ রা মে, ২০২৩ রাত ১০:১০

কামাল১৮ বলেছেন: ছেলে বা মেয়ের কতো বছর বয়সে বিয়ে হলে তা বাল্য বিবাহ হয়।

০২ রা মে, ২০২৩ রাত ১০:৪৪

শূন্য সারমর্ম বলেছেন:

ছেলের ২১ ও মেয়ের ১৮ বছরের নিচে হলে বাল্যবিবাহ হিসেবে ধরা হয়।

০২ রা মে, ২০২৩ রাত ১০:৫০

শূন্য সারমর্ম বলেছেন:

আপনি আপনার জীবদ্দশায় বাল্যবিবাহের সাক্ষী হননি মনে হয়।

৫| ০৩ রা মে, ২০২৩ রাত ১২:২৯

কামাল১৮ বলেছেন: বেশির ভাগের জন্ম তারিখ ঠিক না তাই এটা নিশ্চিত করার কোন পথ নাই।অনেক বিয়েই বাল্য বিবাহ।

০৩ রা মে, ২০২৩ রাত ১২:৫০

শূন্য সারমর্ম বলেছেন:

জন্ম তারিখের ক্যাচালে পূর্বের বিয়েসমূহ মানেই বাল্যবিবাহের কাতারে পড়তো; বর্তমানে জন্মতারিখ ঠিক থেকেও আইনের ফাকফোকরে বিয়ে হচ্ছে,যা নিয়ে জরিপ হচ্ছে বাল্যবিবাহ হিসেবে গণ্য হচ্ছে।

৬| ০৩ রা মে, ২০২৩ রাত ১২:৫৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: বাল্য বিবাহের দাওয়াত খাওয়া কি আইনত দণ্ডনীয় অপরাধ?

০৩ রা মে, ২০২৩ রাত ১:৩৬

শূন্য সারমর্ম বলেছেন:


খাওয়া দাওয়ায় সমস্যা নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.