নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

বর্তমান তরুণ প্রজন্ম ব্লগিং করলে বদলাবে?

২৮ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:৫০






ডাটা ক্যাবল ' চেনার সঠিক বয়স কত? হয়তো নাম শুনবে, চিনবে। কিন্তু যখন একজন তড়িৎ প্রকৌশলী গ্রেজুয়েট যদি বলে বসে ফোনের চার্জারের ক্যাবল দিয়ে কি ডাটা ক্যাবলের কাজ করা যায় নাকি? ' তখন আপনি ব্যাপারটা কীভাবে দেখবেন। এই ঘটনা শুনার পর আমি বুঝতে চেষ্টা করলাম আসলেই সমস্যাটা কোথায়। আমি মাঝেমধ্যেই বিভিন্ন আড্ডায় যাই, সবাই নিজের মত করে সমাধান দিয়ে দেয়, সমস্যা না বুঝেই; সমাধান দিয়ে আবার বলে আমি পন্ডিত নই, তবে বুঝি ব্যাপারটা।


ইহুদী রাষ্ট্র থেকে ফিলিস্তিনতে কিছু এসে পড়লে মানুষ মারা গেলে, তরুণ প্রজন্মের ভিতরের রক্ত গরম হতে দেখেছি। ধর্মীয় ব্যাখ্যা দিয়ে সমাধান করতে চায়, ইমাম মাহাদী এসে হাত লাগালেই হবে এমন টাইপ সমাধান।ইতিহাস কোথায় কি পড়ে, এসে বায়াসড হয়ে বমি করে।প্রত্যেকেই নিজকে গুরু ভাব দেখানোর নিকৃষ্ট প্রতিযোগিতায় নেমে পড়ে তা সহজেই চোখে পড়ে। আমি দেখেছি, ধর্মবিশারদ আরিফ আজাদ পড়ুয়া পাঠকদের, ব্যাপারটা এমন যে আজাদ সাহেব কুয়োতে ঢুকে উপরে তাকিয়ে প্রমাণ করতে পেরেছেন যে 'দেখুন পৃথিবী গোল, কোথাও কোনো ভূল নেই; বিজ্ঞানে তাইতো বলা আছে নাকি।


আশপাশের সবার হাইপ এবং ব্লগের বিভিন্ন রিভিউ 'র কারণে "মহানগর -২ দেখেছি, আমি দেখে শুধু মিলাতে চেয়েছি ২০০৫ সালের টেকনোলজিহীন আমেরিকান টিভি সিরিজ 'প্রিজন ব্রেকের সাথে, ঐখানের একটা এপিসোডেই যে পরিমাণ আইকিউ ব্যবহ্ত হয়েছে,মহানগরে তেমন কিছুর বহিঃপ্রকাশ না থাকলেও সবাই খুশি,জিনিয়াস কর্মকান্ড মনে করছে, ২০২৩ সালে এসেও বাংলার আইকিউর নিদারুণ অবস্থা,তরুণ প্রজন্ম মাপজোখে সুবিধা হয়েছে আমার কাছে।


শেষে বলি, তরুণপ্রজন্মকে ব্লগিং'এ নাম লেখালে টিকে থাকবে কিনা সন্দেহ, এমনিতেই পাঠক কম, হাবিযাবি লিখে হতাশ হয়ে সিদ্ধান্ত নিবে 'বইমেলায় বই করি,ঐটা সহজ কাজ। প্রজন্ম হয়তো জানতেই চায় না, নির্দিষ্ট টপিকে বিশ্বমানের জ্ঞান কোথায় গিয়ে পৌছেছে,আমি কোথায় পড়ে আছি ; ওরা শুধু চায় জুনায়েদ পলক ভাই কি পোজে জাপান বিমানবন্দরে নেমে ছবি লোড করেছে, তা এন্যালাইজ করতে; বিনিয়োগ গোল্লায় যাক।



মন্তব্য ৩২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০২৩ রাত ১:৩১

জ্যাক স্মিথ বলেছেন: মহানগর দেখতে হবে। আর তরুণ প্রজন্মের ব্লগিং করার সময় কই এরা টিকটকে মত্ত।

২৮ শে এপ্রিল, ২০২৩ রাত ১:৩৬

শূন্য সারমর্ম বলেছেন:


সময় আসবে, টিকটক করে বুদ্ধি প্রতিবন্ধী শিশুর জন্ম দেবে মেয়েরা।

২| ২৮ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:২১

নতুন বলেছেন: ফেসবুকে তথ্য চেয়ে পোস্ট দেয় কিন্তু গুগুলে সার্চ করে ঐ তথ্য বেরকরতে কয়েক মিনিট লাগে এই পযন্মের অনেকেই সম্ভবত জানেনা। :(

২৮ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:৩২

শূন্য সারমর্ম বলেছেন:


তাদের সাথে সময় কাটালে বেশিদিন লাগবে না তাদের লেভেলে যেতে।

৩| ২৮ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:০৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: তরুণ প্রজন্ম বদলাবে না। তবে তারা ব্লগিংকে বদলে দিতে পারে।

২৮ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:০৬

শূন্য সারমর্ম বলেছেন:


হ্যা 'ব্লগিং বদলে দিবে। টিকটক ভিডিও আপলোড করে ফিডব্যাক চাইবে '

৪| ২৮ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:৩৮

রানার ব্লগ বলেছেন: আমার মনে হয় ফিলিস্তান ইস্যু একটা মানবিক টোটকা। যার যখন যেমন দরকার সে তখন তেমন উহা ব্যাবহার করছে। ইজরাইলের মধ্যে একটা শহর আছে যার বেশিরভাগ মুসলিম তারা কিন্তু সেখানে সুখেই আছে। কোন খোচাখুচি নাই, হা হা হি হি নাই, কোন ইহুদী গিয়ে দুইটা বেশি কথা শুনিয়েও আসে না। কই সেই মুসলমানদের তো দেখি না প্যালেস্টাইন নিয়ে সামান্যতম অসস্তি প্রকাশ করতে। যতোদুর জানি তারা নিজেদের কে ইজরাইলি বলে প্রচার করতেই সাচ্ছন্দ বোধ করে।

২৮ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:১৪

শূন্য সারমর্ম বলেছেন:


ইসরাইলের বাতাসে থাকলে ডিএনএ পরিবর্তিত হয়ে যায়।

৫| ২৮ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:১০

মোহাম্মদ গোফরান বলেছেন: তরুণ প্রজন্ম ব্লগে এসে যদি দেখে এখানে হোমপেজে সার্কাস চলছে, কোরানের আয়াত দিয়ে বস্তা পঁচা কৌতুক লিখছে তখন তারা ভাববে ব্লগিং এর চেয়ে টিকটক বেটার। ওখানে অন্তত কোরানের আয়াত দিয়ে কোন উদ্ভট কৌতুক কন্টেন্ট কেউ বানায়না।

২৮ শে এপ্রিল, ২০২৩ রাত ১০:১৫

শূন্য সারমর্ম বলেছেন:


টিকটকে নিবেদিত প্রাণগুলো ব্লগে ভিড়লে আমি,আপনি সুযোগ পাবো না।

৬| ২৮ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৪৩

রাজীব নুর বলেছেন: ব্লগিং খুব অল্প মানুষ করছে। সবার ব্যস্ত টিকটক আর ইউটিউব নিয়ে।

২৮ শে এপ্রিল, ২০২৩ রাত ১০:১৬

শূন্য সারমর্ম বলেছেন:


জ্বী; ব্লগের নিবেদিত প্রাণ গুলো অনেক অল্প; মারা গেলেও টের পাওয়া যায় না।আপনার মুক্তি কবে মিলবে,ঈদ টিদ চলে গেলো।

৭| ২৮ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সম্ভবতো সামনের দিন গুলি আরো বেশী খারাপ হতে চলেছে।

২৮ শে এপ্রিল, ২০২৩ রাত ১০:১৭

শূন্য সারমর্ম বলেছেন:


আমাদের মৃত্যুদিনেও আমরা বলবো, সামনে খারাপ দিন আসছে।

৮| ২৮ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:২৫

ডার্ক ম্যান বলেছেন: একটা কথা প্রচলিত আছে। যায় দিন ভালো, আসে দিন খারাপ

২৮ শে এপ্রিল, ২০২৩ রাত ১০:১৯

শূন্য সারমর্ম বলেছেন:


প্রচলিত কথাটা যারা বলেছে, তাদের কথায় হালকা সমস্যা আছে। যেমন- উনারা কুপির বাতির নিচে বসে এসব কথা প্রচলন করেছিলো,এখন আমরা এনার্জী বাতির নিচেও এসব প্রাকটিস করছি উনাদের থেকে ভালো থাকার পরেও।

৯| ২৮ শে এপ্রিল, ২০২৩ রাত ১০:৫১

ডার্ক ম্যান বলেছেন: হয়তো আমরা অকৃতজ্ঞ বলে। প্রজন্ম থেকে প্রজন্ম আমরা এটা বহন করে চলেছি

২৯ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:৪৮

শূন্য সারমর্ম বলেছেন:


প্রজন্ম থেকে প্রজন্মান্তর রোগ বয়ে বেড়ানো জাতিই হলো মানুষ।

১০| ২৯ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:১২

এলে বেলে বলেছেন: আমার এক ছোট ভাই তড়িৎ প্রকৌশলী। তার ভাষ্যমতে মানুষ ৪র্থ থেকে ৫ম ডাইমেনশন পর্যন্ত যেতে পারে শুধুমাত্র আত্তীক শক্তি ব্যবহার করে। আমি যানতে চাইলাম আমরা কোন ডাইমেনশন এ বিরাজ করি। তার উত্তর ২য় ডাইমেনশনে। এর পর আর কথা বারাই নাই। তাইলে বুঝুন দেশের শিক্ষা এবং শিক্ষীত মানুষের মান কোন পর্যায়ে রয়েছে।

২৯ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:৫০

শূন্য সারমর্ম বলেছেন:


শিক্ষার মান নির্ণয় করতে আপনার ছোট ভাইকে তড়িৎের স্পর্শে যেতে বলুন।

১১| ২৯ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:৩৯

ডঃ এম এ আলী বলেছেন:



এই পোস্টটি বর্তমান প্রযুক্তি যথা উইকিপিডিয়া,উইকি নিউজ সহ উইকি ,
এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিষেবাগুলি যথা ব্লগ, ফেস বুক,
টিক টক ব্যবহারের বিষয়ে নব প্রজন্মের হতাশাজনক ব্যবহার ধারার
একটি প্রাণবন্ত আলোচনা উপস্থাপন করেছে । সঠিক ধারার ব্লগিং
কিভাবে নতুন প্রজন্মের ব্যবহারকারীদের জ্ঞানকে বিকশিত ও
একটি সম্মিলিত বুদ্ধি বিকাশে সহায়তা /উৎসাহিত করতে
পারে সে মর্মে ঈঙ্গিত পুর্ণ আলোচনা ভাল লেগেছে ।

২৯ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:৫১

শূন্য সারমর্ম বলেছেন:


আপনার গুরুত্বপর্ণ ফিডব্যাক পেয়ে আমারও ভালো লেগেছে, ধন্যবাদ।

১২| ২৯ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:৪৬

নিমো বলেছেন: @এলে বেলে, ব্লগের প্রকৌশলীরাও কম যা না না। ;)

২৯ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:৫৩

শূন্য সারমর্ম বলেছেন:

এত ভিতরে যাবার প্রয়োজন নেই।

১৩| ২৯ শে এপ্রিল, ২০২৩ রাত ১:৩১

এলে বেলে বলেছেন: @নিমো, হা হা হা । এত গভীরে আমরা না যাই !

২৯ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:৫৯

শূন্য সারমর্ম বলেছেন: ..

১৪| ২৯ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:৩১

শায়মা বলেছেন: প্রিজন ব্রেক নিয়ে তুমিও একটা রিভিউ লেখো ভাইয়া।

দেখো মহানগর দেখে যে মুগ্ধ হয়েছে সে ততটুকুই জানে সে কথা সত্যি এর বেশি কিছু তার দেখা হয়নি । তুমি যখন লিখবে সেটা পড়ে সে শিখবে জানবে। এভাবে আইডিয়া শেয়ারিং এর মাধ্যমে মানুষ শিখবে।

ব্লগার তরুন প্রজন্ম অবশ্যই ব্লগিং করলে বদলাবে তবে তার সাথে চাই পুরানো প্রজন্মের ইতিহার ও জ্ঞানের আদান প্রদান।

এমনটাই মনে হয় আমার।

২৯ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:১১

শূন্য সারমর্ম বলেছেন:

বদলানোর জন্য ব্লগে আসলে বদলাতে পারে,না হয় আমি আপনি বদলে যাবো। প্রিজন ব্রেক পুরোনো জিনিস,নাড়াচাড়া করতে চাচ্ছিনা ; আপনি দেখেছেন?

১৫| ২৯ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:১৭

শায়মা বলেছেন: না কোনোটাই দেখিনি ভাইয়া।

আমি এমনিতেই কম সিনেমা দেখি।

আর এই দুইটার একটাও দেখিনি।

পুরোনো জিনিস নাড়াচাড়া না করলে নতুনের সাথে কি করে তুলনা পাবে নতুনেরা।

ভাইয়া আসলেই লেখা উচিৎ।

২৯ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৩৭

শূন্য সারমর্ম বলেছেন:


আপনি সিনেমা দেখলে লেখা পেতাম আমরা।

১৬| ২৯ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:০৭

শায়মা বলেছেন: উফফ এখন সিনেমাও দেখতে হবে?? :(

আচ্ছা কোনটা দেখবো বলো?? নাকি নিজে নিজেই দেখে দেখে লিখবো?

২৯ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:৫৮

শূন্য সারমর্ম বলেছেন:


নিজে নিজে দেখে, লেখা ব্লগে ট্রায়াল করে দেখেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.