নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জুল ভার্নের লেখার ভক্ত অনেকেই আছেন ব্লগে, গতকালও একজন উনাকে নিয়ে লিখেছেন।উনি অনেক কিছু নিয়েই লিখতেন ' নিজের ভাবনা ও আশাপাশের ধার করা ভাবনার সংস্করণও থাকতো। উনার লেখা পড়লে অজানা কিছু জানা যেতো। যেমন- চন্ডীদাস /রজকীনি প্রেমোপাখ্যান এ বাংলার বরিশালেরই ঘটনা, পুরোহিত বড়শী পানিতে ফেলে রেখেই ঘটনার জন্ম দিয়েছিলো,উনি এই পোস্ট লিখে সবাইকে তা জানাতে পেরেছিলেন ব্যাপারটা।তাছাড়া উনি ছিলেন সবসময় পজিটিভ ফিডব্যাকার, সবার পোস্ট পড়ার হয়তো চেষ্টা করতেন, কমেন্ট থাকতো; মনে হতো হিমালয়ের পাদদেশে ধ্যান করা বুদ্ধ, কোনো রাগ/অভিমান থাকতে পারে না।
উনি বিদায় নিয়ে, ব্লগের পরিবেশ নিজের দখলে নিয়েছিলো নিজের অজান্তেই;সবাই নিজস্ব কমিটি গঠন করে কারণ অনুসন্ধান করেছে। কোর্টে মামলা তুলে বিচার করতে চেয়েছে, কিন্তু বিচার হয়তো ঝুলে আছে। যাদের সাথে উনার পরিচয় আছে, যোগাযোগের মাধ্যম আছে উনারা চেষ্টা করছে যেন উনি ফিরে। আমিও চাই উনি ফিরুক,বয়োজ্যেষ্ঠ মানুষ কিসে সময় ব্যয় করে এখন? আজ যদি ঢাকার এক গলিতে উনাকে ছিনতাইকারী এট্যাক করে, এবং নিজস্ব বুদ্ধিমত্তায় যদি বেঁচে ফিরে, ঐ ঘটনা লিখে প্রকাশ করার প্লাটফর্ম আছে উনার এখন?
আপনারা যারা উনার ঘনিষ্ঠ, উনাকে সঠিক ভাবে বুঝতে পারেন উনাকে বলবেন ব্লগে রেখে যাওয়া উনার পদচিহ্ন নিশ্চিহ্ন হবার আগেই যেন ফিরে আসে। উনি চাঁদে পদচিহ্ন রাখেননি যে কখনো মুছে যাবে না, উনি রবীন্দ্রনাথের ফটিকও নয়, বা নুরু সাহেবের অবন্থায়ও যাননি যে ফিরতে পারবেন না। ফিরতে বলুন, এসে যেন প্রথম পোস্টেই লিখে যে : কেন চলে গিয়েছিলাম? কেন ফিরে এসেছি।
২৫ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:৪৯
শূন্য সারমর্ম বলেছেন:
একা গিয়ে কাজ না হলে, দল নিয়ে যাবেন। তাহলে অভিমান ভেঙে যাবে।
২| ২৫ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:৫৭
শাওন আহমাদ বলেছেন: অনেকদিন পর আসলাম এখানে, এসেই এই পোস্ট চোখে পড়লো! কি হয়েছে তার? কেনো তিনি চলে গেছেন?
২৫ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:১০
শূন্য সারমর্ম বলেছেন:
উনি কেন চলে গিয়েছেন, উনি কিছু বলে যায়নি।
৩| ২৫ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:০৫
অক্পটে বলেছেন: কেন তিনি চলে গেলেন জানিনা তো। ওনার লেখা আমার খুব ভালো লাগতো।
২৫ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:০৯
শূন্য সারমর্ম বলেছেন:
এটা উনাকে ভালোমত জানানোর দরকার যে, আপনার লেখা পড়ার জন্য ব্লগে বসে আছেন অনেকে।
৪| ২৫ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:১২
কিরকুট বলেছেন: তিনি মনেহয় চাচ্ছেন কেউ তাকে হাতে পায় ধরে আনুক।
২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ১০:৫১
শূন্য সারমর্ম বলেছেন:
হতে পারে আবার নাও হতে পারে।
৫| ২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:০১
গিয়াস১ বলেছেন: দোষে গুনে মানুষ সব ভাল দিকের মধ্যে একটিও কি দোষ নেই? আমার মনে হয় মেজাজের তারতম্যের কারণে তিনি ব্লগ ছেড়েছেন।
২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ১০:৫১
শূন্য সারমর্ম বলেছেন:
কারণ পোস্টমর্টেম ব্লগে হয়ে গেছে, উনি ফিরলেই হয়।
৬| ২৬ শে এপ্রিল, ২০২৩ রাত ২:২৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনি জুল ভার্ন কে মিস করছেন?
২৬ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:৫৩
শূন্য সারমর্ম বলেছেন:
বয়োজ্যেষ্ঠ মানুষ ব্লগে থাকলে আমার পোস্টে কমেন্ট বাড়ে।
৭| ২৬ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:০৯
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আপনার পোস্টের সাথে সহমত প্রকাশ করছি ।
@ কিরকুট বলেছেন: তিনি মনে হয় চাচ্ছেন কেউ তাকে হাতে পায় ধরে আনুক। এখানেও গেউ গেউ ?
২৬ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:২৩
শূন্য সারমর্ম বলেছেন:
প্রকাশ করেছেন ভালো, গিয়ে ধরে নিয়ে আসুন।
৮| ২৬ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:০১
রাজীব নুর বলেছেন: এরকম পোস্ট কেন দিলেন? মহৎ সাজার জন্য?
চাঁদগাজী বা আমাকে যে দীর্ঘদিন ধরে ব্যান করে রেখেছে সে জন্যও তো কোনো পোস্ট দিলেন না।
বুঝি। বুঝি। সব বুঝি।
২৬ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:২২
শূন্য সারমর্ম বলেছেন:
মহৎ সেজে টিকে থাকা যায় না, আপনি বুঝের মানুষ এত জলদি বিচার শেষ করে ফেলবেন না।
৯| ২৬ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:০৯
অর্ক বলেছেন: কমেন্ট কারণ! হা হা হা।
২৬ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:১৭
শূন্য সারমর্ম বলেছেন:
কি বুঝাতে চেয়েছেন?
১০| ২৭ শে এপ্রিল, ২০২৩ সকাল ১০:১৩
কিরকুট বলেছেন:
এইবার আশাকরি বুঝতে পেরেছেন জুলভার্নের জন্য বাবান সাহেবদের কেনো এতো হাহাকার !
২৭ শে এপ্রিল, ২০২৩ সকাল ১০:২৭
শূন্য সারমর্ম বলেছেন:
জাকারবার্গের জমিতে চাষ চলছে ভালোমতই।
©somewhere in net ltd.
১| ২৫ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা বলবো নে । আমরাও চাই উনি ফিরে আসুন
আর যারা চলে যান আর আসেন না
তারাও ফিরে আসুন