নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

ঈদ উদযাপন!

২২ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:০৮



সকলকে জানাই ঈদের শুভেচ্ছা।


গত ৭ ঘন্টায় নতুন পোস্ট নেই ; সবাই ভালোমতই উদযাপন করছে ঈদ বুঝা যাচ্ছে।ব্লগে সবাইকে ফেসবুকের মত প্রতি ঘন্টার প্রতি পদক্ষেপ দেখানো গেলে আগ্রহ বেড়ে যেতো। ব্লগে সেই সুযোগ নেই, তাই সময় ব্যয় করার প্রয়োজনবোধও নেই। ঈদ বাঙালীরা যেভাবে উদযাপন ( নামায,খাওয়া,ঘুরতে বেড়ানো, আড্ডা,আত্নীয়ের বাসায় যাওয়া) দেশের ভেতর করে থাকে। দেশের বাইরে কিছু কিছু অন্য ঘটনা ঘটতে পারে।তবে চক্রটা তেমন পরিবর্তিত হয় না।


এবারের ঈদ উদযাপনে ভিন্ন কিছু করেছেন? যা গত হয়ে যাওয়া অনেক ঈদ থেকে অমিল। যদি থেকে থাকে তাহলে জানাতে পারেন, অনেকে একটু বৃষ্টি হলে ঘুম দিয়ে রাতে উঠে দেখে শাওয়ালের চাঁদ চিকন থেকে মোটা হয়ে গিয়েছে।

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:১৮

ডার্ক ম্যান বলেছেন: ঈদ মোবারক।
এবার ঈদ ভালোই কাটছে

২২ শে এপ্রিল, ২০২৩ রাত ১০:১৮

শূন্য সারমর্ম বলেছেন:

ঈদ মুবারক।
ভালো বলতে,আগের প্যার্টানের মতনই? নাকি ভিন্ন কিছু ছিলো?

২| ২২ শে এপ্রিল, ২০২৩ রাত ১০:২৩

কামাল১৮ বলেছেন: ঈদে আনন্দ করাটাই আসল।আনন্দই জীবন।সেটা যে যেমন করে আনন্দ পাক।

২২ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:১৪

শূন্য সারমর্ম বলেছেন:


এ দিনটার জন্য অপেক্ষা করা হয়।

৩| ২২ শে এপ্রিল, ২০২৩ রাত ১০:৩৪

এলে বেলে বলেছেন: আপনাকে জানাই ঈদ মোবারক। বরাবর এর মত ক্লান্ত অবসন্ন দিন গেল।

২২ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:১৫

শূন্য সারমর্ম বলেছেন:

ঈদ মুবারক। ক্লান্ত হবার মতই দিন, রুটিনে একটু পরিবর্তন এবং সাথে মানিয়ে নেয়া।

৪| ২৩ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:১৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ইদে আনন্দ না করা হল আমার অন্যতম এক শখ । সারা জীবন যেখানে যাতনা সেখানে একদিন আনন্দ করা মানে নিজেকে মিথ্যের মধ্যে রাখা !

২৩ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:২৪

শূন্য সারমর্ম বলেছেন:


আপনার আনন্দ মিথ্যাচার পছন্দ করছে না।

৫| ২৩ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:৫৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমার আনন্দ নয় আমার আমি পছন্দ করছে না ।

২৩ শে এপ্রিল, ২০২৩ সকাল ১০:০৪

শূন্য সারমর্ম বলেছেন:


আমিত্ব থেকে বের হন।

৬| ২৩ শে এপ্রিল, ২০২৩ সকাল ৮:১৬

খায়রুল আহসান বলেছেন: বাঙালি মনে ঈদ উদযাপন আনন্দের একটি অন্যতম অনুষঙ্গ হচ্ছে 'নাড়ির টানে বাড়ি যাওয়া'। এটা করতে গিয়ে যত কষ্টই হোক, তবু এটা যেন করতেই হবে এবং পারিবারিক সম্মিলনে সব কষ্টানুভূতিই তুচ্ছ হয়ে যায়।
এবারের ঈদ উদযাপনে ভিন্ন কিছু করা বলতে আমি দুপুর থেকে রাত পর্যন্ত অনেকটা সময় আমার সদ্য বিধবা হওয়া ছোটবোনের বাসায় কাটিয়েছি। আমার উপস্থিতি আমার বোনকে, দুটো ভাগ্নেকে এবং তাদের স্ত্রী-সন্তানদেরকে আনন্দ দিয়েছে, এটা উপলব্ধি করে আমি নিজেই অনেক আনন্দ ও সুখ অনুভব করেছি।

২৩ শে এপ্রিল, ২০২৩ সকাল ১০:০৫

শূন্য সারমর্ম বলেছেন:

আপনার উপস্থিতি অন্যকে খুশি করেছে, এটাই বড় ঈদ।

৭| ২৩ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কর্মজীবনে ইদের দিনটা খুবই ব্যস্ততাময় ছিল। এই ব্যস্ততা অনেক সময়ই কষ্ট দিয়েছে। এবারের ইদটা বেশ নির্ভার মনে কাটিয়েছি। নামাজের পর দুই/তিন ঘণ্টা ঘুমিয়ে কাটিয়েছি। এরপর হঠাৎ ছোটোবোনের জামাই, জামাইয়ের ভাই-ভাবী, ভাতিজা-ভাতিজি এসে বাসাটাকে করে ফেললো চাঁদের হাট। তাদের সাথে গল্প করে কাটানোর পর মনে হলো, অনেকদিন পর সুন্দর একটা ইদ কাটালাম, আনন্দে মন ভরে ওঠে, এমন।

খায়রুল স্যারের কমেন্টটা পড়ে কেন যেন আমার মনটা কষ্টে ভরে উঠলো। স্যারের বোনের সংসারটা আনন্দে কাটুক, এই দোয়া রইল।

সবার প্রতি ইদের শুভেচ্ছা। ইদ মোবারক।

২৩ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৩৭

শূন্য সারমর্ম বলেছেন:


চাঁদেরহাট প্রতিবছর বজায় থাকুক,আনন্দে ভাটা না পড়ুক সেই শুভকামনা করি।
ঈদ মোবারক।

৮| ২৩ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:১৫

রাজীব নুর বলেছেন: ব্লগার থাকবে কি করে?
চাঁদগাজীর মতোণ ব্লগার কে ব্যান করে রাখবে। আমাকেও ফ্রন্ট পেজ ব্যান করে রেখেছে। মডারেটর সাহেবের দুঃখজনক আচরণ আমাকে কষ্ট দিচ্ছে।

২৩ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:২৮

শূন্য সারমর্ম বলেছেন:

কষ্টকে শক্তিতে পরিণত করুন। আপনারা দুজন থাকলে ব্লগপাড়ায় দুইটা বাতি জ্বলতই,বাকি সব বন্ধ করে ঘুমাতে গেলেও।

৯| ২৩ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার ঈদ কেমন কেটেছে। আমার বরাবরের মত।

২৩ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৩০

শূন্য সারমর্ম বলেছেন:


আমার ঈদ নিরস কেটেছে।

১০| ২৩ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৪৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমিত্ব থেকে বের হন।

তাতে লাভ কী ভাই ?

আমার আমিত্ব থেকে বের হলে আমি তো আপনার আমিত্বে বন্দি হয়ে যাবো । এক কথায় আপনার আমিত্বের দাস !!

২৩ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:১৯

শূন্য সারমর্ম বলেছেন:


দাস ব্যবসা শুরু করতে পারেন।

১১| ২৩ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৪৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: দাস ব্যবসা শুরু করতে পারেন।

ধুরু যাহ্ আপনাদের জন্য এই ব্যবসায় টিকব বলে মনে হয় ??

২৩ শে এপ্রিল, ২০২৩ রাত ১০:১৯

শূন্য সারমর্ম বলেছেন:


টিকবে,মাঠে নামুন।দেখবেন দখিনা বাতাস বইছে।

১২| ২৩ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:২১

মোহাম্মদ গোফরান বলেছেন: কিছু মাল্টি সামুর হোমপেজকে বস্তি বানাই ফেলতে পারলেই বাঁচে। সামুর হোমপেজ ক্লাসলেস মাল্টি মুক্ত হোক। সুন্দর সুন্দর পোস্ট আসুক। গতকাল রাতে পোস্ট দিসেন এখনো প্রথম পাতাতেই আছে। যারা নির্দিষ্ট সিন্ডিকেটের সদস্য তারা না হয় নিজেরাই নিজেদের পোস্টে লাইক কমেন্ট করে নিজে নিজে মিছে তৃপ্তি পাওয়ার অভিনয় করে। অন্যদের কি উপায়! অধিকাংশ পোস্টের মন্তব্য ০,১,২। পঠিত - ২০ - ৬৫।

২৩ শে এপ্রিল, ২০২৩ রাত ১০:২০

শূন্য সারমর্ম বলেছেন:


হোমপেজেরর গতি সমস্যা এতটা স্লো থাকে না ; মাঝখানে ঈদ এসে স্লো করে দিয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.