নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

পদদলিত হয়ে মৃত্যু।

২০ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:৫২





পদদলিত হয়ে মৃত্যু নিশ্চই কেউ চায় না, কিন্তু কোনো নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য বহু মানুষ একত্রিত হলে, কিছু বিশৃঙ্খলতা ভয়াবহতায় রুপ নিলেই মৃত্যুর মত ব্যাপার ঘটে যায়।যেমন: গুজব ছড়িয়ে দিলে,নিজের ভাগ বুঝে নিতে তাড়াহুড়ো করলে,প্যানিক পরিবেশ সৃষ্টি করতে পারলে। বিশৃঙ্খলা মৃত্যুতে রুপ তখনই নেয় যখন মানুষের ভাবনায় নিজকে পরাজিত হিসেবে দেখতে চায় না। আপনারা দেখবেন- ধর্মীয় কোনো অনুষ্ঠানে পদদলিত হয়ে নিহতের পরিমাণ, বিভিন্ন কনসার্ট, ও অন্যান্য সামাজিক সম্মেলন থেকে বহ গুণ কম



ইয়েমনে যাকাত নিতে গিয়ে ৮০ জনের বেশি মৃত্যু হয়েছে, ইয়েমেন ঐ এলাকার নিয়ন্ত্রণ ছিলো হুতি বিদ্রোহীদের। স্থানীয় ব্যবসায়ীরা যাকাত দেবার জন্য মনস্থির করলে, যাকাত দেবার জন্য এলাকার এক স্কুল ঠিক করা হয়।পরিমাণ হচ্ছে ৯ ডলার /বাংলাদেশি টাকায় ১০০০ টাকার একটু বেশি। ৯ ডলার পাবার জন্য ভীড় বাড়তে বাড়তে পরিস্থিতির বাইরে চলে গেলে 'হুতি বিদ্রোহীরা ফাকা গুলি ছেড়েই আসল বিপদ নিয়ে আসে, আতংকে নিজেকে বাঁচাতে পায়ের নিচে মারা পড়ে ৮০ জনের বেশি।ঠিক কতজন ডলার হাতে পেয়েছিলো, জানা যায়নি।




সৌদিতে হজ্ব পালনের সময়েও হাজারের বেশি মানুষ পদদলিত হয়ে নিহতের ঘটনাও আছে। দেশে ২০১৫ সালে যাকাত নিতে গিয়ে ২৫ জন মানুষ পদদলিত হয়ে নিহতের রেকর্ড আছে ; যা মনে হয় এখনো টপকানো যায়নি। গত ৪০ বছরে মাত্র ৩০০ জন মারা গিয়েছে পদদলিত হয়ে যাকাত নিতে গিয়ে।যেখানে ইয়েমনে একদিনেই প্রায়ই ১০০ জন মারা যায়।তাহলে তো বলতে হয়, আমরা যথেষ্ট সুশৃঙ্খল, নাকি ফ্যাক্ট অন্য জায়গায়?















মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:২১

অপ্‌সরা বলেছেন: বাংলাদেশেও এমন নজির আছে। :(

২০ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:২৬

শূন্য সারমর্ম বলেছেন:

জ্বি আছে তো ; আমরা এখনো ইয়েমেনের পর্যায়ে যাইনি।

২| ২০ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৩৭

অপ্‌সরা বলেছেন: যারা যাকাত দেন এইভাবে তাদের যাকাতের সোওয়াবের আগেও ভাবা উচিৎ এই কাজের জন্য যত মানুষের প্রাণ হানি হবে তা খোদাতায়ালার কাছে যাকাতের দামের চাইতে বেশি না কম হবে? :(

২০ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:১৩

শূন্য সারমর্ম বলেছেন:


সওয়াবের সাথে মিশ্রিত থাকে অন্য কল্পনা, যার কারনে যাকাত থেকে মানুষ মৃত্যুর হার ও উপকৃত হবার হার বের করা মানুষ আল্লাহর উপর ছেড়ে দিয়েছে।

৩| ২০ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:১৯

আমি সাজিদ বলেছেন: খুবই হৃদয়বিদারক।

২০ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৩২

শূন্য সারমর্ম বলেছেন:

হুতীরা আতংক সৃষ্টি করেই আকাম করেছে।না হয় এত মৃত্যু হতে না।

৪| ২০ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৫:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: যাকাতের কাপড় আনতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ৪ জনের মৃত্যু, তার মধ্যে দু'জন মা-মেয়ে। ভাবতেই কেমন লাগে। কয়েকদিন আগের ঘটনা।

২০ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৫:৫৯

শূন্য সারমর্ম বলেছেন:

পদদলিত হয়নি,ট্রেনদলিত হয়েছে।

৫| ২০ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৫৭

কামাল১৮ বলেছেন: হজ্বে করতে গিয়ে পদদলিত হয়ে মারাগেলে সেকি শহীদ?

২০ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৪৭

শূন্য সারমর্ম বলেছেন:


কি উত্তর দিলে আপনি খুশি হবেন, ভাবছি।

৬| ২০ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:০৭

অধীতি বলেছেন: যাকাত দেয়াটা একট লোকদেখানো বিষয় হয়ে গিয়েছে। যাকাত দেখিয়ে কি কালো টাকা সাদা করা যায় নাকি?

২০ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৪৭

শূন্য সারমর্ম বলেছেন:


সাদা টাকাও প্রিজমের ভেতর নিয়ে নিলে সাত রঙা টাকাও পাওয়া সম্ভব দেশে।

৭| ২০ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:২২

রানার ব্লগ বলেছেন: ধর্ম এখন আর সংবিধান নাই উহা লোক দেখানো উপকরন হয় গেছে। মানুষ অথবা মানবতা এই দুই শব্দের সাথে যেনো ধর্মের সংঘাত চলছে।

২০ শে এপ্রিল, ২০২৩ রাত ১০:২৮

শূন্য সারমর্ম বলেছেন:

ধর্মের সংঘাতের কারণে এখন রক্তে ভেসে যাচ্ছে না,এটা ভালো ব্যাপার।

৮| ২১ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৪৪

রাজীব নুর বলেছেন: ইয়েমেনে, পাকিস্তানে জাকাত নিতে গিয়ে মৃত্যু হয়েছে।
এ বছর আমাদের দেশে জাকাত নিতে গিয়ে কারো মৃত্যু হয়নি।

২১ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৪৯

শূন্য সারমর্ম বলেছেন:


আমরা অনেক উন্নত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.