নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

শিশুদের "No Belief System " চমৎকার বিষয়।

০৯ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৫৭






ইন্টারেস্টিং ব্যাপার বলি, গতকাল আমার এক কাজিনের সাথে খেলছিলাম, ওর বয়স ছয় ; আমি মোটামুটি ওর বেড়ে উঠা দেখেছি। কিছুটা ধারনা ছিলো আশপাশ থেকে মাথায় কি নিয়ে বড় হচ্ছে। ইদানীং "Belief System "এ নতুন রঙ ধারণ করছে। আমি গতকাল এক পপুলার টিভি সিরিজের শর্ট ক্লিপ দেখছিলাম।হঠাৎ মাথায় কাজ করলো যে, দেখি ওকে ক্লিপ দেখিয়ে জানতে চাই, এখানে কে বেশি স্মার্ট, কাকে তোমার সবচেয়ে বেশি পছন্দ হয়?


৩/৪ মিনিটের ভিডিও পুরোটা দেখার পর সে নিজের পছন্দ অনুযায়ী সিরিয়াল করলো,আমি কারণ জানতে চাইলে যা বললো সহজে বুঝা গেলো না ; তবে আমি বুঝে নিয়েছি, সে শুধু বডি ল্যাঙ্গুয়েজ প্রেডিক্ট করেই স্মার্ট ক্যারেক্টার বের করে ফেলেছে। যা ৯৫ ভাগ সিরিজ দেখা মানুষ একমত পোষণ করবে।অথচ সে সিরিজের কিছু জানে না,ওখানে কি কথা বলা হচ্ছে তাও বুঝতে পারেনি,চায়নি।


আমরা বড় যাওয়া মানুষগুলোর মন কখনো শিশুদের মত কাজ করে না, কিছুদিন আগে সে বাহিরে গিয়ে এক কুকুরের পা ভাঙা দেখে এসে, বাসায় কাঁদতে শুরু করেছিলো এই বলে যে 'কুকুরটা নাকি অনেক কস্ট পাচ্ছে। আমাদের ভেতরে কত শত দর্শনের মিক্সড ভার্সন বিরাজ করছে,যার ফলে নিজের ভাবনা বলতে কিছু নেই; যা অনেক সময় নিজের ভাবনা বলে মনে হয় 'সুক্ষ্মদৃষ্টিতে দেখলে বোঝা যায়, এটার শেকড় বা প্রশাখা অন্যজন থেকে ধার করা ; যা মৃত্যুর আগ পর্যন্তও বোঝার উপায় তেমন নেই।



মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০২৩ রাত ৮:৫৭

কামাল১৮ বলেছেন: শিশুকাল থেকে ধর্মশিক্ষার ফলে, ধর্মের ভালো মন্দই শিশুদের ভালো মন্দ।তারা নিরপেক্ষ ভাবে চিন্তা করে ভালো মন্দ বুঝতে পারে না।অনেক শিশুকে প্রশ্ন করতে শুনেছি,হিন্দুরা কি খারাপ?

০৯ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:১৮

শূন্য সারমর্ম বলেছেন:



কালো পিপড়া মুসলমান,লাল পিপড়া হিন্দু।

২| ০৯ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:০৭

কামাল১৮ বলেছেন: বড়দের মধ্যে যারা যারা ধর্মে হিশ্বাসী তাদের আর নিরপেক্ষ হবার সুযোগ নেই।কারন সে ইতিমধ্যে একটা পক্ষ নিয়ে ফেলেছে।সে যে ধর্মে বিশ্বাস করে তার কাছে সেটাই পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম।সেই ধর্মের রীতিনীতিই তার কাছে শ্রেষ্ঠ।

০৯ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:১৯

শূন্য সারমর্ম বলেছেন:

বিলিয়ন মানুষ ধর্মের অনুসারী,ওদের বিপক্ষে কথা না বলাই উচিত।

৩| ০৯ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:০৭

জ্যাক স্মিথ বলেছেন: শিশুদের No Belief System কিভাবে শিক্ষা দেয়া যেতে পারে?

০৯ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:২৭

শূন্য সারমর্ম বলেছেন:


Belief system ' গড়ে উঠার সময় আশপাশ থেকে ভালোকিছু ইনপুট করে দেয়া এবং পর্যবেক্ষণে রাখা যে আচরণ আপনার ইনপুট করে দেয়া সিস্টেমের ভেতরে আছে কিনা।যদিও তা ঠিক হয় না,বড় হয়ে নিজের কিউরোসিটি থেকে জানতে গিয়ে 'Belief System "পরিবর্তিত হলেও হতে পারে।

৪| ১০ ই এপ্রিল, ২০২৩ রাত ২:২০

কামাল১৮ বলেছেন: বিপক্ষে বললাম কোথায় ।এটাতো পক্ষেই বললাম।বিলিয়ন মানুষ ধর্মহীন, এটাকি জানেন।এবং প্রতিনিয়ত ধর্মহীনের সংখ্যা বাড়ছে।অনেকে ধর্ম মানে কিন্তু পালন করে না।

১০ ই এপ্রিল, ২০২৩ রাত ৩:০২

শূন্য সারমর্ম বলেছেন:


আপনি ধর্মের যে ভার্সন দেখতে চাচ্ছেন, তা আপনার জীবদ্দশায় দেখে যাওয়া সম্ভব নয়।

৫| ১০ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:১৯

রাজীব নুর বলেছেন: ধর্মের বেড়াজাল থেকে শিশুকে দূরে রাখতে হবে।

১০ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৫:৩৬

শূন্য সারমর্ম বলেছেন:


কন্যা সমাচারে এসব নিয়ে লিখেন কিছু।

৬| ১০ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:৪৪

চারাগাছ বলেছেন: রাজীবের নুর সম্ভবত উনার কন্যাদের ধর্মীয় বেড়াজাল থেকে দূরে রাখতে চেষ্টা করেন।

১০ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:১৩

শূন্য সারমর্ম বলেছেন:


কন্যা সমাচার এন্যালাইজ করে রহস্য বের হতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.