নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

ইংরেজী প্রীতি দেখালেই জরিমানা।

০২ রা এপ্রিল, ২০২৩ রাত ৮:০৫





ইতালির সরকার পার্টির একজন পার্লামেন্টের নিন্মকক্ষে বিল এনেছে: দাপ্তরিক যোগাযোগে কোনো ইংরেজি চলবে না,যেখানে যেখানে(সরকারী নথি,পদ-পদবী) ইংরেজীর/ অন্য ভাষার ছিটেফোঁটা দেখবেন ছুড়ে ফেলে দিবেন ; তা না হলে ৫ হাজার থেকে লাখ ইউরো জরিমানা হতে পারে।প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও সমর্থন দিয়েছে এই বিলে। পার্লামেন্টে আলোচনার জন্য এখনো উঠেনি; খসড়াতেই তা জানা গিয়েছে।


আমাদের দেশের প্রধান ও বড় ব্যবসা তৈরী পোশাক,এ পোশাকের ব্যবসা করতে হয় ইউরোপ/আমেরিকার সাথে।ব্যবসার ধরণ হলো, উনারা ডানে যেতে বললে বামে গেলে ব্যবসা বন্ধ হয়ে যাবে ; সেই কারণে একজন পোশাকের বিভিন্ন পার্টসের নামও ইংরেজীতে বলতে,জানতে ও মুখস্ত করতে হয় ; এমনকি ইন্ড্রাস্ট্রির মোটামুটির অনেকেই তা বলে দিতে পারবে, যদিও বাংলায় নাম বলতে দিলে কখনোই পারবে না, বলা সম্ভব নয়।


দেশে ইংরেজী প্রীতি নিয়ে অনেক কদর এখনো রয়েছে,এখানে তো ইংরেজী শিখিয়ে জীবিকা নির্বাহ করা হয়। ইংরেজী টেস্ট দিয়ে বিদেশ গিয়ে সেটেলমেন্টে যায়।১০/১২ বছর ইংরেজী শিখেও উন্নতির গ্রাফ নিন্মমুখী থাকে বেশির ভাগ সময়। ইতালির আইন পার্লামেন্টে পাস হলে দেশের আদমবেপারী/দালালদের জন্য খুশির খবর হবে, কারন নৌকায় তোলার আগে ইতালির ভাষার বর্ণগুলো শিখাতে পারলেই টাকা বেশি পকেটে আসবে।পরে সাগরে ডুবে মরলে মরুক,মরার আগে তো জানবে আমি ইতালির ভাষা জানি মেলোনী পছন্দ করবে।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০২৩ রাত ৯:২৮

শাহ আজিজ বলেছেন: আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি কি এফেক্ট করবে ? আমি হেডলাইন শুনে একটা আন্দাজ করছিলাম , আপনার পোস্টে তার অনেকখানি পেলাম । ডিটেইল পেলে জানাবেন ।

০২ রা এপ্রিল, ২০২৩ রাত ৯:৪৬

শূন্য সারমর্ম বলেছেন:


ইতালীয়ানরা কতভাগ আমাদের বানানো পোশাক পড়ে জানা দরকার,তবে আমি জার্মান বায়ারের দেয়া অর্ডার শিট দেখেছিলাম,ওখানে অনেক ল্যাঙ্গুয়েজ ছিলো,আমাদের জন্য ছিলো ইংরেজী।বিলটা পাস হোক,তারপর পরিস্থিতি বুঝে ডিটেলে বলা যেতে পারে।

২| ০২ রা এপ্রিল, ২০২৩ রাত ৯:৫৪

জ্যাক স্মিথ বলেছেন: ইংরেজীর দৌরাত্ম বাংলাদেশেও আছে খুব ভালোভাবেই। অপরদিকে স্প্যানিশ, ফ্রেঞ্চ, হিন্দি এবং বাংলাও ঢুকে যাচ্ছে ইংরেজীর মধ্যে। আমার মনে হয় এভাবেই ভাষার বিবর্তন ঘটে।

০২ রা এপ্রিল, ২০২৩ রাত ১০:১৯

শূন্য সারমর্ম বলেছেন:


কথা হলো বিবর্তনের ফ্লেবারটা ভাগ্যে জুটবে নাকি আসল জিনিসটা।

৩| ০২ রা এপ্রিল, ২০২৩ রাত ১০:৫৭

এম ডি মুসা বলেছেন: আমি এই বিষয়ে কম বুঝি কারণ আমার কোনো গার্মেন্ট কারখানা শিল্প কারখানা নাই ভাই

০২ রা এপ্রিল, ২০২৩ রাত ১১:০৯

শূন্য সারমর্ম বলেছেন:

আপনি The laws of human nature লেখা চালু রেখেছেন?

৪| ০২ রা এপ্রিল, ২০২৩ রাত ১১:২১

হাসান কালবৈশাখী বলেছেন:

বর্তমানে ভাষা কোন সমস্যা নয়।
google সহ বিভিন্ন ট্রান্সলেটর টুলসের কোন অভাব নাই।
ভারত ও পাকিস্তানের ইংরেজি দরকার আছে, যেহেতু সেখানে একাধিক ভাষা একাধিক প্রদেশে।

ইটালি জাপান বাংলাদেশ ইত্যাদি একটি দেশ একটি ভাষা।
ইতালি জাপানে কেউ ইংরেজি বলে না। আর বাংলাদেশে দুই লাইন ইংরেজি জানলে সে সবচেয়ে বেশি শিক্ষিত।

০২ রা এপ্রিল, ২০২৩ রাত ১১:৪০

শূন্য সারমর্ম বলেছেন:

ইতালিতে ইংরেজী বলার লোক নেই,তবুও সরকার কেন আইন পাসে তৎপর হয়েছে?

৫| ০৩ রা এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৩৯

রানার ব্লগ বলেছেন: অফিসের কাজে বিশেষ করে আন্তর্জাতিক অফিসিয়াল কাজে ইংরেজী থাকুক কিন্তু অন্তদেশী কাজে ইংরেজীর দাপট কমানো হোক ।

০৩ রা এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৫৯

শূন্য সারমর্ম বলেছেন:


একেবারে শিকড় উপড়ে ফেলতে চাইছে মনে হয় ইতালির সরকার।

৬| ০৩ রা এপ্রিল, ২০২৩ দুপুর ১:৩০

রাজীব নুর বলেছেন: ভাষা কোনো সমস্যা না। সমস্যা থাকে আচরনে।
আপনি কি ইটালি যাচ্ছেন?

০৩ রা এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৫৮

শূন্য সারমর্ম বলেছেন:


বাঙালীর আচরণ ও ভাষা দুটোই সমস্যা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.