নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীরবতা ভায়োলেন্সের বিপরীত, স্বভাবতই কিছু মানুষ সবসময় চুপচাপ থাকে। ঐ মানুষের আশেপাশে থাকা মানুষগুলো এই বৈশিষ্ট্যের কারণে চুপচাপ থাকতে বাধ্য হয়। একজন মানুষ কতটুকু চুপচাপের অধিকারী হবে, তা হয়তো DNA তে ইনপুট করা থাকে, তাছাড়া ঘটে যাওয়া অতীতের কারণে মানুষগুলো টোটাল সাইলেন্স মুডে চলে যেতে পারে। যেমন- বিভিন্ন ট্রমার কারণে ডিপ্রেশন,ভালোবাসায় ব্যর্থতা,মগজের ডিসঅর্ডারের কারণে হতাশা,সুইসাইডের প্রবণতা।
বাঙালীরা সম্ভবত বাচাল জাতি,বলতে চায় বেশি।শুনতে চায় কম। আশেপাশে এমন মানুষ বিরাজ করলে বুলিং'এ মনোযোগ দেয় ; ইদানীং একটা প্যার্টান চালু আছে তা হলো - আইনশৃঙ্খলা বাহিনী থেকে বলা আছে আপনার পরিবারে এমন ক্যাটাগরির মানুষ থাকলে, খেয়াল রাখবেন উনারা জঙ্গীবাদে জড়াচ্ছে কিনা। সাইকোলজিস্ট/সাইক্রাইটিস্ট পেশাটা জাতি কখনো পাত্তা দেয়নি, দিতে চায়নি।
আমার পরিচিত একজন আছে, সে খুব কম কথা বলে,যেমন- ২৪ ঘন্টায় ৪০/৫০ টা শব্দও উচ্চারণ করে না।সবসময় একা থাকে। একা থেকে যে খুব প্রোডাক্টিভ কাজকর্ম করে তা নয়, বরং সারাক্ষণ হতাশা ভুগে, কাউকে কিছু শেয়ার করতে চায় না ; উক্ত বৈশিষ্ট্যের কারণে আশপাশ ভিন্নরকম ভাবে, দূরে সরে যায় ধীরে ধীরে।দিনের পর দিন নিজের ভেতর লালন করছে কালো ছায়া,বের হতে পারছে না। পড়াশোনা শেষ হয়ে গিয়েছে,পরিবার হাল ছেড়ে দিচ্ছে।উনার সাথে দেখা হলে,খুব খারাপ লাগে,মনে হচ্ছে আমি নিজেই উনার লেভেলে চলে যাচ্ছি।আপনারা বছরের পর বছর এমন মানুষ দেখে আসছেন নাকি? জানা-শোনা আছে কারও?
২৬ শে মার্চ, ২০২৩ রাত ৯:১০
শূন্য সারমর্ম বলেছেন:
হতে পারে, তবে নির্ণয় যেহেতু কঠিন, তাই তান্ডব শুরু হবার আগ পর্যন্ত বিপরীত ভেবে নিচ্ছি।
২| ২৬ শে মার্চ, ২০২৩ রাত ৯:১৪
সোনাগাজী বলেছেন:
ক্লশ, মিটিং, তর্ক ইত্যাদিতে আমি নীরব শ্রোতা; কিন্তু যখন আমার বলার সময় হয়, আমি বলি।
২৬ শে মার্চ, ২০২৩ রাত ৯:২১
শূন্য সারমর্ম বলেছেন:
বুঝেছি। একেবারে নীরব থাকা মানুষগুলো টানে কেমন আপনাকে?
৩| ২৬ শে মার্চ, ২০২৩ রাত ৯:৩২
সোনাগাজী বলেছেন:
বুঝেছি। একেবারে নীরব থাকা মানুষগুলো টানে কেমন আপনাকে?
-একবারে নীরবেরা মনে হয়, সমস্যাযুক্ত মানুষ; ওরা আমাকে পছন্দ করে না।
২৬ শে মার্চ, ২০২৩ রাত ৯:৩৮
শূন্য সারমর্ম বলেছেন:
সমস্যাযুক্ত মানুষ নিজের দলে সমস্যাযুক্ত মানুষ টানতে চায়।
৪| ২৬ শে মার্চ, ২০২৩ রাত ৯:৫৪
জুল ভার্ন বলেছেন: "নীরবতা হিরন্ময়"- প্রবাদ বাক্যেই নিরবতার মহত্ম লুকিয়ে আছে। আসলে নিরবতা মানে চুপ থাকা নয় । নিরবতা মানে অনেক প্রশ্নের একটাই উত্তর। একজন মানুষের নিরবতার অনেক কারণ থাকতে পারে। তবে বেশীর ভাগ মানুষ নীরব হয়ে তখনই যখন যে খুব বড় কোন আঘাত পায় মনে। অনেক কষ্ট মনে জমা থাকে, কিন্তু বলার মত পরিস্থিতি থাকে না কিম্বা বলাও বিপদজনক। শুধু এই কারনেই মানুষ নীরব হয়ে যায় না, নীরবতার আরো অনেক কারণ থাকে- যা অল্প পরিসরে ব্যাখ্যা করা যাবে না।
২৬ শে মার্চ, ২০২৩ রাত ৯:৫৮
শূন্য সারমর্ম বলেছেন:
নীরবতা নিয়ে ব্যক্তি সাপেক্ষে ব্যাখ্যা ভিন্নতর হতে পারে। কিন্তু বছরের পর বছর নীরব থাকলে ব্যাখ্যা একই রকম হবার সম্ভাবনা বেশি।যেমন- পোস্টের মানুষটি একই চক্রে ঘুরে ফিরে বাস করছে বছরের পর বছর; এক্ষেত্রে উনার সাথে কয়েকজন কথা বলতে পারলে,সমাধান নিয়ে একই সুরে কথা বলবে।
৫| ২৬ শে মার্চ, ২০২৩ রাত ১০:৩৩
জ্যাক স্মিথ বলেছেন: আমি যখন ভুল মানুষের সংস্পর্শে থাকি তখন আমি পুরাই নিরব। তবে মাঝে মাঝে তাদের সংগ দেয়ার জন্য কখনো কখনো ইডিয়টিক আচারণ করি বা করতে হয়। আমি নীরবতা খুব পছন্দ করি তবুও যে কোন মানুষকে আমার বন্ধু বানাতে খুব বেশি বেগ পেতে হয় না।
২৬ শে মার্চ, ২০২৩ রাত ১০:৫৭
শূন্য সারমর্ম বলেছেন:
আপনি Anti-social না, Anti-idiots.
৬| ২৬ শে মার্চ, ২০২৩ রাত ১১:০৬
জ্যাক স্মিথ বলেছেন: হা হা তা যা বলেছেন, তবে আমি ইদানিং একটু বেশি মানুষের সাথে মিশার চেষ্টা করতেছি। আমি মনে করি যতবেশি সম্ভব মানুষের চিন্তা চেতনার সাথে পরিচিত হওয়া যায় ততই ভালো এবং জ্ঞান বাড়ে।
২৬ শে মার্চ, ২০২৩ রাত ১১:৩৯
শূন্য সারমর্ম বলেছেন:
মানুষের সাথে মিশে মানুষ প্রেডিক্ট করতে পারা সবচেয়ে বড় বিদ্যা।
৭| ২৬ শে মার্চ, ২০২৩ রাত ১১:২৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: কেউ যদি হঠাৎ কথা বলা কমিয়ে দেয় তাহলে বুঝতে হবে সে কোন মানসিক কষ্টের মধ্যে আছে। এটা হতে পারে নেশাগ্রস্ত হওয়ার জন্য কিংবা মানসিক কোন রোগের কারণে। সিজোফ্রেনিয়া রোগীরা কথা কম বলে কিন্তু নিজের সাথে কথা বলে এবং একা একা হাসে। আর যদি জন্মগতভাবে কথা কম বলে তাহলে সমস্যা নাই। সবাই তো আর বাচাল হবে না। আমার এক কলিগ নিজে বাচাল তাই আমাকে বলে মিতভাষী। আমি আসলে বাচালও না আবার স্বল্পভাষীও না।
মহা মনিষীরা কথা কম বলতেন। এটা কোন অসুখ না বরং দার্শনিক হওয়ার একটা পূর্ব শর্ত হোল কথা কম বলা। বাচাল কোন দার্শনিকের কথা শুনিনি কখনও।
২৬ শে মার্চ, ২০২৩ রাত ১১:৪০
শূন্য সারমর্ম বলেছেন:
বাংলাদেশের মত পরিবেশে দার্শনিক জন্ম নেবার সম্ভাবনা নেই ; বরং মানসিক সমস্যা প্রকট আকার ধারণ করতে পারে ট্রিটমেন্টের অভাবে।
৮| ২৬ শে মার্চ, ২০২৩ রাত ১১:৪৬
ডার্ক ম্যান বলেছেন: খুব বেশি নীরব মানুষ পছন্দ করি না। আবার খুব বেশি কথা বলে এমন মানুষও ভালো লাগে না।
২৬ শে মার্চ, ২০২৩ রাত ১১:৫২
শূন্য সারমর্ম বলেছেন:
আপনি মধ্যপন্থী ; আপনার ব্ইয়ের দোকান কেমন চলছে?
৯| ২৬ শে মার্চ, ২০২৩ রাত ১১:৫৮
ডার্ক ম্যান বলেছেন: সবে তো শুরু করলাম। তেমন একটা না।
২৭ শে মার্চ, ২০২৩ রাত ১২:০২
শূন্য সারমর্ম বলেছেন:
এলাকায় গেলে আপনার দোকানে যাবো, দেখি।
১০| ২৭ শে মার্চ, ২০২৩ রাত ১২:২১
ডার্ক ম্যান বলেছেন: অবশ্যই আসবেন। ফোন দিয়ে আসিয়েন।
২৭ শে মার্চ, ২০২৩ রাত ১২:৪৩
শূন্য সারমর্ম বলেছেন:
ঠিক আছে ' ধন্যবাদ।
১১| ২৭ শে মার্চ, ২০২৩ রাত ১২:৫৯
রূপক বিধৌত সাধু বলেছেন: কিছু কিছু নীরব মানুষের ভয়ঙ্কর রূপও দেখেছি। এরা অনেকসময় নীরব ঘাতক হয়।
২৭ শে মার্চ, ২০২৩ রাত ১:০৩
শূন্য সারমর্ম বলেছেন:
যখন নীরবতা দেখেছেন,তখন নিশ্চই প্রেডিক্ট করতে পারেননি প্রয়োজনীয় ইনফরমেশনের অভাবে।
১২| ২৭ শে মার্চ, ২০২৩ রাত ১:৫২
কামাল১৮ বলেছেন: মনোযোগদিয়ে না শুনলে সঠিক উত্তর দেয়া সম্ভব না।যারা বেশি কথা বলে তারা বেশি ভুল বলে।
২৭ শে মার্চ, ২০২৩ রাত ২:১১
শূন্য সারমর্ম বলেছেন:
বেশি কথা মানে, না ভেবে কথা, তাই ভূল বেশি থাকতে পারে। মানসিক রোগীদের কথা মন দিয়ে প্রফেশনালরাও শুনতে চায় না,ঔষধ দিতে চায়।
১৩| ২৭ শে মার্চ, ২০২৩ ভোর ৬:৪৪
জগতারন বলেছেন:
এই ব্লগার যদি তাহার এই নিক'টি ও নিক-এর ছবিটা
পরিবর্তন করিয়া অন্য নিক ও ছবি ব্যাবহার করিতেন
তা হইলে আমি মনে করি খুবই ভালো হইতো।
এই ব্লগার-এর এই নিক ও এই ছবি ব্যাবহার করার জন্য তাহার
প্রায় সব ব্লগ প্রবন্ধই আমি পড়িয়া থাকি ন।
কারণ তাহার এই নিক ও তাহার এই নিক-এর ছবিটা
আমার কাছে খুবই বিরক্তিকর মনে হয়।
২৭ শে মার্চ, ২০২৩ সকাল ৯:০৯
শূন্য সারমর্ম বলেছেন:
আপনার কমেন্ট ভাবাচ্ছে, আসলে কোথায় কি সমস্যা হচ্ছে, একটু বুঝিয়ে বলুন।
১৪| ২৭ শে মার্চ, ২০২৩ রাত ১০:৫০
রাজীব নুর বলেছেন: আপনাদের লেখা ও পোস্ট গুলো পড়ে প্রতিনিয়ত শিখছি।
২৭ শে মার্চ, ২০২৩ রাত ১০:৫৩
শূন্য সারমর্ম বলেছেন:
জীবন খুব ছোট, মহাবিশ্বে আমরা দ্রুত মিলিয়ে যাবো সহসাই।
১৫| ২৯ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৪৮
শুভ্রকথা শুভ্রর দিনলিপি বলেছেন: লেখার শেষ প্যারার অনেক অংশই নিজের সাথে মিলে যাচ্ছে। প্রোডাক্টিভ কিছু করতে হবে।
২৯ শে মার্চ, ২০২৩ রাত ১১:২৩
শূন্য সারমর্ম বলেছেন:
প্রোডাক্টিভিটি পরিবেশের উপর নির্ভরশীল অনেকাংশে, তবে অসাধ্য কিছু নয়।
©somewhere in net ltd.
১| ২৬ শে মার্চ, ২০২৩ রাত ৯:০৭
সোনাগাজী বলেছেন:
১ম বাক্যটা লজিক্যালী ভুল, "নীরবতা ভায়োলেন্সের বিপরিত", নাকি সময় সময় সেটাই ভায়োল্যান্সের উৎপতিস্হল, উহা নির্ণয় করা বেশ কঠিন।