নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মধ্যপ্রাচ্যের ইহুদী রাস্ট্রে জন্ম নেয়া হারারি ধ্যান করে বই লিখেছেন ৩/৪ টা, বইগুলো গ্লোবালী সাফল্য নিয়ে আসে। আমি প্রথম উনার সম্পর্কে জেনেছিলাম ইন্টারনেটে, দেশের বইমেলায় যখন আরিফ আজাদ সাহেবের জোয়ারে ভেসে যাচ্ছে পাঠক সমাজ, তখন ঐ বইয়ের সমালোচনার কাউন্টারে কেউ একজন হারারির বই নিয়ে আলোচনা করেছিলো কোনো এক বাংলা ব্লগে তখন সেই আলোচনা পড়ে ভালো লেগেছিলো,আগ্রহ জন্মেছিলো বইটি পড়ার। কিন্তু আগ্রহ বেশিদিন ছিলো না 'স্যাপিয়েনস"বইটি শেষ করবার।তাই শর্টকাটে যেতে গিয়ে উনার ইন্টারভিউ,বই নিয়ে মুক্ত আলোচনা,পাঠকদের ফিডব্যাক অনলাইনেই ক্রমাগত দেখেছিলাম,মাঝেমধ্যে দেখি এখনো, ঐখানে আগ্রহ মরে যায়নি, নতুনত্ব কাজ করে।
আমি বলতে চেয়েছি, উনি বই লিখে যা বলতে/জানাতে চেয়েছেন তা আপনি কতটুকু প্রসেস করেছেন ; আপনার ভাবনাচিন্তার শেকড়ে আঘাত হেনেছে উনার বই।যেমন-স্বর্গে কলা " দিয়ে মানুষ ও শিম্পাঞ্জীর পার্থক্য বুঝানো, টাকার প্রতি মানুষের বিশ্বাসের দিক থেকে পোপ/ প্লাম্বারের পার্থক্য; একটুখানি প্রেডিকশন দেয়া সভ্যতা কোন দিকে কতটুকু বাঁক নিবে। আপনার পূর্বের ভাবনায় ধীরে ধীরে রিপ্লেস করেছে উনার ভাবনা চিন্তা।উনি অনেক কষ্ট করে ধ্যান করে বই লিখেছেন, উনার ধ্যানে ধরা দিয়েছে অনেক কিছু ; কিন্তু উনি এত কষ্ট করে পাওয়া জ্ঞান আমাদের ভিতরে কতটুকুই বা প্রভাব ফেলবে, যেখানে আমরা কষ্ট ছাড়া ভাবনার বদল চাচ্ছি।
পবিত্র মাস চলছে,শয়তান বন্দি।আশপাশ দেখে মনে হচ্ছে, শয়তান বন্দি ঠিকই কিন্তু ওখানে তিনি ঘুমান না,নীরবে নিভৃতে কাজ চালায়।হারারি নিয়ে পোস্ট দেয়া এ মাসে হয়তো ঠিক হয়নি, কারণ উনি সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না এবং উনি হোমোসেক্সুয়াল।সবকিছুই বাঙালীর বিশ্বাস,ভাবনা,চেতনার বিপরীত। যা হোক, এসব কথা রমজানে ঢাকার রাস্তায় মাইকিং করে বলিনি, শুধুমাত্র ব্লগেই বলছি।
২৫ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:০৯
শূন্য সারমর্ম বলেছেন:
সারসংক্ষেপ : মানুষ কিভাবে পৃথিবী নাম গ্রহে রাজত্ব শুরু করলো, এটা নিয়েই উনার ভাবনা।
২| ২৫ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:১০
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: টাকার সংকুলান না হওয়াতে নোয়া হারিরির বইটি পড়তে পারিনি । আপাতত শোনা অব্দি আমার দৌড় !!
তবে আরিফ আজাদ আর এই নোয়া কে এক সারিতে এনে বিতর্ক আমার কাছে মনে হয় না খুব একটা প্রয়োজন আছে । দুজন দুই মুল্লুকের মানুষ , জনপ্রিয় হলেই তো তিনি সবদিক থেকে সেরা হবেন কিংবা তার কথা মেনে চলতেই হবে এমন তো আর না তাই না !
২৫ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:২৯
শূন্য সারমর্ম বলেছেন:
বাদ দেয়াটাই ভালো, কারণ একজন ঢাকায় ও অন্যজন তেলআবিব। জনপ্রিয়তায় "বাঙালীর পছন্দের শীর্ষে হিরো আলম।
৩| ২৫ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:৫১
সাড়ে চুয়াত্তর বলেছেন: সমকামিতা একটা খারাপ কাজ এটা উনি বুঝতে পারেননি। বিশ্বজগতের সৃষ্টিকর্তাকেও উনি চিনতে পারেননি। তাই এই লেখকের বইয়ে খুব বেশী মূল্যবান কিছু আছে বলে আমার মনে হয় না। মনে হচ্ছে না যে আমি কিছু মিস করছি বইটা না পড়ার কারণে।
ধ্যানে শয়তানকেও কেউ পেতে পারে। উনি কাকে পাওয়ার লক্ষ্যে ধ্যান করেছেন সেটা জানা দরকার।
২৫ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৩২
শূন্য সারমর্ম বলেছেন:
আপনার কমেন্টটা উনাকে পড়াতে পারলে ভালো হত।
৪| ২৫ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:০৪
কামাল১৮ বলেছেন: সব কটা বই পড়া।হারারির বইয়ে এই কথাটা কি পড়েছেন,যখন মানুষ জীবন বানাতে পারবে তখন আল্লামিয়া অক্কা পাবে।না পড়ে থাকলে বলবেন।বইয়ের নাম পৃষ্ঠা হয় বলে দিবো।
২৫ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:০৮
শূন্য সারমর্ম বলেছেন:
হারারি আপনি এত পড়েছেন যে পৃষ্টা সংখ্যা মনে আছে।
৫| ২৫ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:১৩
সোনাগাজী বলেছেন:
উনি কি নিয়ে লিখেন?
২৫ শে মার্চ, ২০২৩ রাত ৮:০৮
শূন্য সারমর্ম বলেছেন:
ইতিহাস নিয়ে লেখেন, অতীত,বর্তমান ও ভবিষ্যৎ'কে উনি নিজের মত ব্যাখ্যা করেন।
৬| ২৫ শে মার্চ, ২০২৩ রাত ৮:০৩
স্মৃতিভুক বলেছেন: ওহে @ অর্ধশিক্ষিত সোনাগাজী, হারারি কি নিয়ে লেখেন তা দিয়ে আপনার কাজ কি? আদার ব্যাপারী আপনি, আবারো সেই জাহাজের খোঁজ! ওনার কোনো বই হাতে পেলেও তা পড়তে গেলে আপনার মতো অর্বাচীনের দাঁত ভেঙে যাবে।
পড়াশুনা নেই, চিন্তার গভীরতা নেই, বুঝুক আর না বুঝুক, সবার পোস্টে যেতে নিজের পান্ডিত্য জাহির করতে তার অশিক্ষিত-দুর্গন্ধযুক্ত মুখ খোলা চাই'ই চাই।
এঁড়ে বাছুর কোথাকার। নিজের সীমাবদ্ধতা না বুঝে সবজায়গাতে নাক গলাতে যেয়ে পশ্চাৎদেশে লাথি খেলেও দাঁত কেলিয়ে আবার আরেকজনের পোস্টে গা’ ঘষা-ঘষি শুরু করে।
২৫ শে মার্চ, ২০২৩ রাত ৮:০৯
শূন্য সারমর্ম বলেছেন:
পোস্ট আমার, আপনি পড়ে আছেন সোনাগাজী নিয়ে। আমাকে কি বলতে মন চায় না?
৭| ২৫ শে মার্চ, ২০২৩ রাত ৮:১৪
দারাশিকো বলেছেন: হারারির স্যাপিয়েন্স বইটা অনেকদূর পড়লেও শেষ করতে পারিনি। এছাড়া, তার কিছু লেকচার দেখা আছে। স্যাপিয়েন্স এর বাংলা অনুবাদ পেয়েছিলাম, অনুবাদ মজার হয়নি বলে পড়তে আগ্রহ পাইনি। উনি এক ধরণের ধ্যানের কালচারে আছেন, সেটা জানি। ভারতে সম্ভবত সেই ধ্যান প্রচলিত। কিন্তু বই লেখার সাথে কি উনার ধ্যানের সম্পর্ক আছে? এটা জানা ছিল না।
২৫ শে মার্চ, ২০২৩ রাত ৮:১৯
শূন্য সারমর্ম বলেছেন:
সেপিয়েন্সটা বড় বই,সহজে কেউ শেষ করতে পারে না।ভারতে উনি মাসের পর মাস কাটিয়ে দেন ধ্যানের জন্য।
৮| ২৫ শে মার্চ, ২০২৩ রাত ৮:৪৩
সোনাগাজী বলেছেন:
@স্মৃতিভুক,
আমি খোদার লেখাও পড়ি না, হারারী, মারারী দিয়ে কি হবে?
২৫ শে মার্চ, ২০২৩ রাত ৮:৫৫
শূন্য সারমর্ম বলেছেন:
এটা সমস্যা নয়, খোদা লিখতে পারে না।
৯| ২৫ শে মার্চ, ২০২৩ রাত ৮:৪৫
সোনাগাজী বলেছেন:
@স্মৃতিভুক,
আমি খোদার লেখাও পড়ি না, হারারী, মারারী দিয়ে কি হবে? যা দরকার, সেটা আমি নিজে লিখি।
২৫ শে মার্চ, ২০২৩ রাত ৮:৫৫
শূন্য সারমর্ম বলেছেন:
খোদা আপনার জন্য লিখে না, আপনিও খোদার জন্য লিখেন না।
১০| ২৫ শে মার্চ, ২০২৩ রাত ৯:৪৭
রাজীব নুর বলেছেন: ''স্মৃতিভুক'' লোকটা ভালো নয়। ব্লগের পরিবেশ নষ্ট করছে।
২৫ শে মার্চ, ২০২৩ রাত ১০:১৯
শূন্য সারমর্ম বলেছেন:
সবাই বেঁচে থাকুক ; উনি মনে হয় ক্যাচালের লিড রোলে থাকতে চান।
১১| ২৫ শে মার্চ, ২০২৩ রাত ১০:৪০
স্মৃতিভুক বলেছেন: ওহে @ প্যাথলজিক্যাল লায়ার রাজিব, আর যাই করি কমেন্ট কিংবা লেখা চুরি করে ব্লগে পোস্ট করিনা।
চৌর্য্যবৃত্তিকে আপনি শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন, এই ব্যাপারে নমস্য লোক আপনি।
২৫ শে মার্চ, ২০২৩ রাত ১১:০৮
শূন্য সারমর্ম বলেছেন:
আপনি একাই একশত ভাবেন নাকি?
১২| ২৬ শে মার্চ, ২০২৩ রাত ১:০১
জিকোব্লগ বলেছেন:
সোনাগাজী আপনার গরু থুক্কু গুরু কী না ! তাহলে আপনার হারারি মারারি
নিয়ে না মাথা ঘামালেও চলবে। আপনার গুরু-ই যে বিষয় পড়ে না , সেই
বিষয় আপনি পড়ে কী করবেন! আপনি শুধু আপনার গুরুর পোস্ট পড়েন ও
পোস্টে গুরুর মোসাহাবি করে যান। তাহলেই হবে।
২৬ শে মার্চ, ২০২৩ রাত ১:৫১
শূন্য সারমর্ম বলেছেন:
গরুর ঈদ রমজানের দুমাস পর উদযাপন করা হয়।
১৩| ২৬ শে মার্চ, ২০২৩ রাত ৩:৫৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: নাহ পড়া হয়নি। এখন আর সম্ভবনাও নেই পড়ার।
২৬ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:২০
শূন্য সারমর্ম বলেছেন:
রাশিয়ান শৈশব পুরো জায়গা দখল করে রেখেছে।
১৪| ২৬ শে মার্চ, ২০২৩ ভোর ৫:১৩
শ্রাবণধারা বলেছেন: আমি এখন তার "21 Lessons for the 21st Century" বইটা পড়ছি। হারারির বই পড়ার আনন্দের সাথে সাম্প্রতিক সময়ে পড়া একমাত্র অমর্ত্য সেনের "Home in the World: A Memoir" এর তুলনা চলে।
তার লেখা বর্তমান সময়কে বোঝার জন্য অত্যন্ত অত্যন্ত প্রাসঙ্গিক। উদাহরণ হিসেবে বলা যায় রাজনৈতিক মতাদর্শ হিসেবে উদারনৈতিক গনতন্ত্রকে হারারি পরীক্ষা করেছেন বর্তমান সময়ের ইন্টারনেট-টেক-বায়োটেক দ্বারা প্রভাবিত সমাজের দৃষ্টি ভংগি থেকে।
এই বইয়ে হারারির একটা গুরুত্বপূর্ণ মজার কথা হলো " humans vote with their feet"। অর্থাৎ মানুষ যে ধরনের সরকার ব্যাবস্থা পছন্দ করে সেই ধরনের দেশগুলোতে তারা বসবাস করার জন্য বেছে নেয়।
সে যাক, হারারি ধ্যান করে বই লিখেছেন বিষয়টা বুঝলাম না। আজকাল কোম্পানীর সিইও থেকে শুরু করে খেলোড়ার, সংগীত শিল্পী, চিত্রকর, বিজ্ঞানী অনেকেই ধ্যান করেন। ধ্যান করলেই বই লেখা গেলে তো বৌদ্ধ ভিক্ষুক বা বা রামকৃষ্ণ মিশনের সন্নাসীদের বইয়ে লাইব্রেেরীতে আর অন্য লেখকদের জায়গা হতো না।
২৬ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:২৫
শূন্য সারমর্ম বলেছেন:
হারারির লেকচার ভালো লাগে, মাঝেমধ্যেই শুনি।ধ্যান করে বই লিখেছেন, এটা আমি নিজ থেকে বলেছি ;কারণ শিক্ষিত মানুষ ধ্যান করলে মনে যা ধরা দেয়, তা মনে হয় বৌদ্ধ ভিক্ষুদের ক্ষেত্রে হয় না।
১৫| ২৬ শে মার্চ, ২০২৩ সকাল ৭:১৬
কামাল১৮ বলেছেন: মনে আছে আমি বলি নাই।বলে দিবো বলেছি।আমি যেকোন বই পড়ি যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তার নিচে দাগ দিয়ে রাখি।
এই বইগুলি ৪০/৫০ বছর আগে পড়ি নাই।Sapiens পডা ২১১৫/১৬ দিকে Homodeus পডা ১৭ দিকে আর 21 Lessons পডা ২১এর দিকে।এতয়েব একটু খুজলেই পেয়ে যাবো,তাই বলা।
২৬ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:২১
শূন্য সারমর্ম বলেছেন:
আপনি হারারি বাদে আর কত বই পড়েছিলেন?
১৬| ২৬ শে মার্চ, ২০২৩ সকাল ৯:৩০
সোনালি কাবিন বলেছেন: না, পড়া হয়নি।
২৬ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:১৯
শূন্য সারমর্ম বলেছেন:
ধন্যবাদ, মন্তব্যের জন্য।
১৭| ২৬ শে মার্চ, ২০২৩ সকাল ৯:৩১
সোনালি কাবিন বলেছেন: @ স্মৃতিভুক, বলেন কী!! সে কমেন্টও চুরি করে!
২৬ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:২৫
শূন্য সারমর্ম বলেছেন:
:।
১৮| ২৬ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:৩৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: লেখক বলেছেন:
রাশিয়ান শৈশব পুরো জায়গা দখল করে রেখেছে।
নাহ। এখন আর নতুন কিছু পড়ার আগ্রহ পাইনা।
আজ হুমায়ুন আহমেদের মধ্যান্হ পড়ছি।
২৬ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:২৭
শূন্য সারমর্ম বলেছেন:
হুমায়ন পড়া হয়নি কখনো,দরকার ছিলো মনে হয়।
১৯| ২৬ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:৫৩
রানার ব্লগ বলেছেন: আমিও নিজেকে স্বপ্নবাজ ভাইয়ের মতো হুমায়ুনে সমার্পন করেছি। এত্ত উচ্চস্তরের বই পড়ে নিজেকে নিজে প্রশ্নের সম্মুখীন করতে চাই না। এর চেয়ে হিমু কেনো তারা মাজেদা খালার হুমকি ধামকি খেয়েও দাত বের করে হাসে ইহা নিয়ে ভাবতে বা রুপার প্রতি মোহো জাগাতে বেশি আগ্রহী।
২৬ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:২৮
শূন্য সারমর্ম বলেছেন:
হুমায়ন পড়ার দরকার ছিলো মনে হচ্ছে। হিমু,রুপা,মিসির আলী জগৎে নিজকে রাখতে ভালোই মনে হয়।
২০| ২৭ শে মার্চ, ২০২৩ রাত ১:২০
কামাল১৮ বলেছেন: হিসাব রাখি নাই।
২৭ শে মার্চ, ২০২৩ রাত ১:৪৬
শূন্য সারমর্ম বলেছেন:
এগুলো হিসাব রাখতে নেই, উনার থেকে বের হওয়া জ্ঞান মাথায় রাখতে চেষ্টা করবেন।
২১| ২৭ শে মার্চ, ২০২৩ রাত ৩:৫৭
কামাল১৮ বলেছেন: কার থেকে বের হওয়া?
২৭ শে মার্চ, ২০২৩ সকাল ৯:১০
শূন্য সারমর্ম বলেছেন:
জ্ঞানী মানুষ থেকে বের হওয়া।
২২| ২৭ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:০৮
রাশিদুল ইসলাম লাবলু বলেছেন: হারারি যদি স্রষ্টাকে নাই বোঝেন বা নাই মানেন তবে ‘৩য় পর্বের জ্ঞান বৃক্ষের বেড়ে ওঠা” বিষয়টি কি বলতে পারতেন। তিনি স্রষ্টাকে ঠিকই মানেন। একটু অন্য ভা্বে মানেন।
২৭ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:০৫
শূন্য সারমর্ম বলেছেন:
উনি পৃথিবীতে আইন-কানুন দেয়া সৃষ্টিকর্তাকে মানেন না।
২৩| ২০ শে এপ্রিল, ২০২৪ সকাল ৭:৩৮
Michael Arrington বলেছেন: Since you expressed interest in this book, it shows that you are constantly changing your thoughts and ideas https://drift-hunters.org
২২ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:৪৪
শূন্য সারমর্ম বলেছেন:
Okay
©somewhere in net ltd.
১| ২৫ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৫৭
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বইটা সম্পর্কে সংক্ষেপে কিছু লিখতে পারতেন।