নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইবাদতের মধ্যে নামাযের পরিমাণ বাড়ছে আসন্ন রমজানে, প্যার্টান অনুযায়ী প্রথম কয়েকদিন উপচে পড়া ভিড় থেকে মুসল্লি কমতে শুরু করবে, তারপর জোয়ার দেখা যাবে হাজার বছরের শ্রেষ্ঠ রাতে।সবই ঠিক থাকবে, হয়তো আহারের পরিমাণ কমবে, ভাবনায় আগামীদিনের কথা থাকবে।মসজিদের প্রথম ২/৩ কাতার হয়তো রিলাক্সে ইবাদত করবে, পরের গুলোর ফোকাসে বিঘ্ন ঘটাবে। কথা হলো, দেশের ব্যবসায়ীদের ঘুম ভাঙছে, ঘুমন্ত আগ্নেয়গিরি থেকে বিপদজনক আগ্নেয়গিরির রুপ দেখা যাবে সহসাই।
দেশ ও জাতির কল্যাণ কামনায় দুআ করা হবে, দেশে রহমত বিরাজ করবে। কিন্তু সিন্ডিকেট প্রথা ভাঙবে কিভাবে? সিন্ডিকেট নিজেও দুহাত উপরে তুলে কল্যাণ কামনা করবে, সিন্ডিকেটও চায় কল্যাণ হোক, আমরাও চাই। কিন্তু দাম রকেট সায়েন্স ফলো করে উপরেই যাচ্ছে। রমজানে মধ্যপ্রাচ্যে আরবদের মাঝে সহনীয় ভাব কাজ করে যেনন দরদাম নিয়ে ভাবনা যেন কাজ না করে ; পরকালের জন্য ভালো ব্যবস্থা যেন নেয়া হয়। আর এখানে দেখেন, হরমোনযুক্ত মুরগী খাবে তাও নাকি কেজি ২০০ টাকার উপরে; সাদা বিষ খেতে হবে বেশি দামে।মানুষের ভাবনায়, ভেজাল খাবো তাও বেশি দামে, আমরা কম দামে কেনো ভেজাল কিনতে পারছি না, কি চমৎকার ভাবনা।
রমজানের বাজার নিয়ে পত্রিকায় বিভিন্ন লেখা আসছে, সারাংশ হলো : সরকার, প্রশাসন ও ব্যবসায়ী বাদে বাকি মানুষগুলো ভালো নেই। ব্যাপারটা এমন যে , ব্যবসার সাথে যুক্ত সব লেভেলের মানুষের লজিক্যাল রিজন আছে ; তবে যুক্তিবিদ্যার বইয়ে এসবের কেমন অস্তিত্ব থাকবে তা দেখতে হবে। মানুষ বাংলার এই সমস্যার সমাধান করতে পারবে না; যদি আল্লাহ চায় আমার বান্দারা পূর্ণ মনোযোগে আমার ইবাদত করতে পারছে না, আমিই একটা ব্যবস্থা করি, তাহলে হয়তো ইদে ভালোমত হাসতে পারবে বাঙালীরা।
২৩ শে মার্চ, ২০২৩ দুপুর ১:০০
শূন্য সারমর্ম বলেছেন:
আল্লাহও তো কিছু করছেন না।
২| ২৩ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:৪৬
জুল ভার্ন বলেছেন: লাগামহীন দ্রব্য মূল্যের আমজনতার অবস্থা ত্রাহি মধুসূদন!
২৩ শে মার্চ, ২০২৩ দুপুর ১:০১
শূন্য সারমর্ম বলেছেন:
মধুসূদন এখন থাকলে মনে হয় বেশি আ্যলকোহল পান করতে পারতে না।
৩| ২৩ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:৫১
রাজীব নুর বলেছেন: নামাজ দোয়া ইত্যাদি দিয়ে বাজার নিয়ন্ত্রণ করা যায় না। এর থেকে বের বেড়িয়ে আসতে হবে। ইহকালে নামাজ, রোজা ইত্যাদি বিষয় গুলো কোনো উপকারে আসে না।
২৩ শে মার্চ, ২০২৩ দুপুর ১:০২
শূন্য সারমর্ম বলেছেন:
ধর্মীয় বিশ্বাস সোনার বাংলায় ভালো পজিশনে আছে মনে হয়।
৪| ২৩ শে মার্চ, ২০২৩ দুপুর ১:৫০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- এইটা আমাদের জন্য নতুন কিছু না। রমজানে আজাজিল সাহেব কর্মবিরতীতে গেলেও তার কাজের দায়িত্ব বাংলার ব্যবসায়ীদের হাতে দিয়ে যায়।
২৩ শে মার্চ, ২০২৩ দুপুর ১:৫৫
শূন্য সারমর্ম বলেছেন:
শয়তান এখানে পা রেখেই বুঝেছে, শয়তানেরও বাবা রয়েছে।
৫| ২৩ শে মার্চ, ২০২৩ দুপুর ২:৪৭
হাসান জাকির ৭১৭১ বলেছেন: আপনার লেখার স্টাইলটা চমৎকার!
এই বাংলায়- যে যায় লংকা, সেই হয় রাবন!!
২৩ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:১৫
শূন্য সারমর্ম বলেছেন:
জিনিসের দামটা যদি চমৎকার হলে, সবাই ভালো থাকতো।
৬| ২৩ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:২৮
সোনাগাজী বলেছেন:
মানুষ কিভাবে খাবারের মুল্য কন্ট্রোলে রাখতে পারে, কোন উপায় আছে?
২৩ শে মার্চ, ২০২৩ রাত ৯:১৭
শূন্য সারমর্ম বলেছেন:
প্রধানমন্ত্রীর দপ্তরে খবর পাঠানো যেন তিনি ২/১ ঘন্টা হাতে সময় নিয়ে সিন্ডিকেট সিস্টেম শেষ করে। সরকার উৎপাদন ও আমদানী সম্পর্কিত প্লান ৫/৬ মাস আগে থেকে করা, যেন বাজারে চাহিদাজনিত সমস্যা দেখা না দেয়।
৭| ২৪ শে মার্চ, ২০২৩ দুপুর ১:২১
রাজীব নুর বলেছেন: শেখ হাসিনার শাসন ব্যবস্থা দূর্বল। শুধু মাত্র ক্ষমতায় টিকে থাকার নিয়ম কানুন শেখ হাসিনা ভালো আয়ত্ত করতে পেরেছে।
২৪ শে মার্চ, ২০২৩ দুপুর ২:০৫
শূন্য সারমর্ম বলেছেন:
উনি টিকে আছে এটাই সাফল্য।
©somewhere in net ltd.
১| ২৩ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:৩৩
শাওন আহমাদ বলেছেন: কৃত্রিম উপায়ে মালামাল গুদামজাত করে, দাম বাড়িয়ে দিয়ে সাধারণ মানুষ কে বিপদে ফেলে আদৌ কি আল্লাহর অনুগ্রহ পাওয়া যাবে?