নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটবেলায় পরিবেশ পরিচিতি সমাজ/বিজ্ঞানে মুখস্থ ছিলো একটা লাইন: আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়েই আমাদের পরিবেশ। পরিবেশের সহজ ডেফিনিশন ঠিক আছে, তারপর কি। ব্লগে দেখলাম, আকাশে বিমান চালাবে সেখানেও দুুনীর্তি ডুকেছে,উনি ককপিটে বসে গন্ধ ছড়াবে, সে গন্ধে দূর্ঘটনাও হতে পারে। একজন দেখলাম টিকেট কাটতে ভয়ও পেয়েছে। তদন্ত কমিটি গঠন হয়েছে ; আচ্ছা দেশে এখন কয়টা তদন্ত কমিটি জীবিত অবস্থায় আছে? মিথেন গ্যাসের জমাটের র্যাংকিং এ বাংলাদেশ সুবিধাজনক অবস্থায়ই থাকবে, যেমনটা থাকে বাতাসের কোয়ালিটিতে তলানীতে।
আশপাশের পরিবেশের সবাই উৎ পেতে বসে আছে গলায় তলোয়ার রাখার জন্য, হোক সেটা মতের অমিলে,খাদ্যের আয়োজনে,শিক্ষার ব্যবসায়,চুরি ও ছিনতাইয়ে। জীবনানন্দের বনলতার মত দুদন্ড শান্তি পেতে উপাসনালয়েও গিয়ে দেখবেন, হাতাহাতি চলছে, উনাদের ফতোয়া জিততে হবে,দলিল প্রিন্ট হচ্ছে দোকানে।কিছুদিন আগে একজনের সাথে কথা হলো, উনি রাজণীতিতে নাম লিখিয়েছে, তাজা টাকার গন্ধ পাচ্ছে ব্যবসায়, গায়ে গতরে বিলাশী ভাব এসেছে ; ব্যবসা হলো উনি দেশের পপুলার মাদকের ডিলার।উনি আমাকে অনেক উপদেশ দিলো, মনে হলো পাবলো এসকোবার।সারাংশ হলো: সবার মত কচুরীপানার মত ভেসে যেতে,দূর থেকে দাড়িয়ে দেখে লাভ নেই।
ব্লগারেরা দুনীর্তির সিস্টেমে ডুকে পড়লে, অবশ্যই ভালো করতে পারার কথা ; কাক/পক্ষী টের পাবে না কার্যহাসিল হয়ে যাবে।আমি জানতে চাই, ব্লগারেরা দুনীর্তিতে কতভাগ একটিভ? ভিকটম হয়ে কেঁদে কেটে লাভ নেই,লিডে থাকেন, দেশটাকে ভোগে পাঠানো অন্য কারো থেকে আপনার জন্য সহজ।সুলতানের কাচ্চিতে আপনি ডাইনোসর মিশিয়ে জনগণকে পাগল বানিয়ে দিবেন,দুনীর্তি উপভোগ করুন,বাংলার আকাশ, বাতাস ও পানি তা উপভোগ করছে। বাঙালীরা সুযোগ পেলে পুরো সৌরমন্ডল বেঁচে দিবে, জালিয়তি করে স্বর্গের দরজায় চেয়ার বসিয়ে টোল আদায় করবে।ব্লগের পরিবেশ উঠানামায় থাকে, রাডারে ধরা পড়ে; তবে এখনো নিশ্বাস নেয়া যায়।নিঃশ্বাস নিতে নিতে ভাবছি দূনীর্তিগ্রস্ত ব্লগার বলে কিছুর অস্তিত্ব আদৌ আছে?
০৯ ই মার্চ, ২০২৩ রাত ৮:৪৩
শূন্য সারমর্ম বলেছেন:
আপনি সিস্টেমে থাকলে বা ডুকতে আগ্রহী হলে আমাকে সাথে নিবেন।
২| ০৯ ই মার্চ, ২০২৩ রাত ৯:৪৪
বিষাদ সময় বলেছেন: এদেশে আমলা থেকে কামলা পর্যন্ত সবাই দূর্নীতিতে নিমজ্জিত । যদি কেউ বলেন দূর্নীতি করিনা তবে বুঝবেন "দাদা পান না তাই খান না। অবশ্য ব্যতিক্রম যে নেই তা নয় তবে সংখ্যায় তারা নেহায়েত কম।
টাইপো আছে কারেকশন করে নিলে ভালো হয় ডুকে<ঢুকে
০৯ ই মার্চ, ২০২৩ রাত ৯:৫১
শূন্য সারমর্ম বলেছেন:
ব্যতিক্রমরা কম বলেই এত ঝামেলা। ধন্যবাদ,ঠিক করে দিলাম।
৩| ০৯ ই মার্চ, ২০২৩ রাত ১০:২৬
কামাল১৮ বলেছেন: আপনি এগিয়ে চলেন আমরা আছি আপনার সাথে।
০৯ ই মার্চ, ২০২৩ রাত ১০:৪০
শূন্য সারমর্ম বলেছেন:
আমি আপনাদের সাথে থাকতে চাচ্ছি, আপনি বলছেন উল্টো।
৪| ১০ ই মার্চ, ২০২৩ রাত ১২:৪২
সোনাগাজী বলেছেন:
আপনি কি করতে চাচ্ছেন?
১০ ই মার্চ, ২০২৩ রাত ১:৪৯
শূন্য সারমর্ম বলেছেন:
দুনীর্তির সিস্টেমের বাহিরে আছি, ব্লগারেরা কেউ সিস্টেমে থাকলে ভেবে দেখছি কি করা যায়।
৫| ১০ ই মার্চ, ২০২৩ রাত ২:১৫
কামাল১৮ বলেছেন: দুর্নীতি প্রমান করতে দুদুক লাগবে।আপনি আমি বললে ফেসে যেতে পারি।মডুকে চাপ দিলে পরিচয় ফা করে দিবে।তখন দুর্নীতির জালে আটকা পড়ে যাবো।
১০ ই মার্চ, ২০২৩ রাত ২:৩৯
শূন্য সারমর্ম বলেছেন:
অগাধ ক্যাপিটাল থাকলে দুর্নীতি করে আরাম,জাল-টাল কাজ করে না। যারা দেশ দখলে রেখেছে নতুন দেশ পাবার পর তাদের সমস্যা নেই,বাকি সবারই সমস্যা কারেন্ট জাল মারলেই ঝাকে ঝাকে ধরা পড়বে।
৬| ১০ ই মার্চ, ২০২৩ রাত ৩:০৫
কামাল১৮ বলেছেন: ভিতরের খবর রাখেন না।অনেকের নাকে দড়ি পড়ানো।অন্য মাথা প্রশাসনের হাতে।দড়িতে টান দিলেই চৌদ্দ শিকের ভিতর ।এরশাদের অবস্থা দেখেন নাই।চুনো পুটিদের কিছু বলে না।বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে একশ কোটি দুইশ কোটি কোন দুর্নীতির আওতায় পড়ে না হাজার হাজার কোটি হলে সেটা দুর্নীতি।
১০ ই মার্চ, ২০২৩ সকাল ১১:১৬
শূন্য সারমর্ম বলেছেন:
হাজার কোটি হজম করা মানুষ বাংলায় আছে।?
৭| ১০ ই মার্চ, ২০২৩ ভোর ৬:৫৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ব্লগারেরা দূর্নীতিতে খুব একটা ইচ্ছুক নন।
আমাদের সামুর ব্লগারেরা এই ব্যপারে বেশ সচেতন।
১০ ই মার্চ, ২০২৩ সকাল ১১:১৪
শূন্য সারমর্ম বলেছেন:
যাক, ভালো অবস্থানেই আছি।
৮| ১০ ই মার্চ, ২০২৩ দুপুর ২:৩৬
জুল ভার্ন বলেছেন: পোস্টের বক্তব্য আরও একটু স্পষ্ট হলে ভালো হতো।
১০ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:২৪
শূন্য সারমর্ম বলেছেন:
তা ঠিক বলেছেন।
৯| ১০ ই মার্চ, ২০২৩ দুপুর ২:৫৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: দুর্নীতির মাধ্যমে যদি আপনার চাকরি হয় আপনি কি সেটা গ্রহণ করবেন?
১০ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:২৪
শূন্য সারমর্ম বলেছেন:
মনে হয় না।
১০| ১০ ই মার্চ, ২০২৩ রাত ৯:২৪
কামাল১৮ বলেছেন: থাকবেনা তাতো আমি বলিনি।কিন্তু তাদের নাকে দড়ি পরানো আছে।যেমন ছিলো আরশাদের নাকে।সেই দড়ি দেখা যায় না।একবার হাজার কোটি দুর্নীতি করেই দেখেন না।
সুযোগ থাকলে একবার করেই দেখেন না।দড়ি কি ভাবে আপনার পিছন পিছন দৌড়ায় নাকে পরাবার জন্য।
১০ ই মার্চ, ২০২৩ রাত ১১:৩৭
শূন্য সারমর্ম বলেছেন:
দুই পয়সা দুর্নীতি করার যোগ্যতা নেই, আবার হাজার কোটি।
১১| ১০ ই মার্চ, ২০২৩ রাত ৯:৩৫
কামাল১৮ বলেছেন: যেই নাকে পরানো হয়েগেলো ,আপনি মুক্ত।এই বার আপনাকে দিয়ে বান্দর নাচ নাচাবে।যেমন বিএনপির অনেককে দিয়ে নাচাচ্ছে।তারা দাগের বাইরে গেলেই চৌদ্দশিক।দাগের ভিতরে থেকে যত পারো নাচো।দুই এক কোটি দুর্নীতি করে আছেন এটাই ভালো।
১০ ই মার্চ, ২০২৩ রাত ১১:৩৯
শূন্য সারমর্ম বলেছেন:
***
বিএনপি জেগে উঠছে, মির্জার কল্যাণে।
আপনি দেশে নাকি বিদেশ? যোগাযোগের মাধ্যম কি ব্লগ ব্যাতীত?
১২| ১১ ই মার্চ, ২০২৩ রাত ১:০৮
কামাল১৮ বলেছেন: কোন মির্জার কথা বলছেন।একজন তো আছে রাজাকার পুত্র।আরেকজন আছে তার অনেক বন্ধু আমারো ঘনিষ্ঠ বন্ধু।তার নাড়ী নক্ষত্র সব জানি।শাজাহান পুরে যখন ঈদে গরুর হাট বসাতো,তখন থেকে তাকে চিনি।রাজার বাগে একটা দোকানে আড্ডা দিতো।খুব সুন্দর গল্প বলতে পারে।অনেক দিন তার গল্প শুনেছি।
বেচে থাকলে আখেরাতে দেখা হবে।
১১ ই মার্চ, ২০২৩ সকাল ৯:৪০
শূন্য সারমর্ম বলেছেন:
দিনে দেখা করাটা ভালো, সূর্যের আলো থাকে।
©somewhere in net ltd.
১| ০৯ ই মার্চ, ২০২৩ রাত ৮:৩২
শেরজা তপন বলেছেন: এখন কচুরিপানায় ভাসার আলোচনা বুঝতে পারলাম।