নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

সৌভাগ্যের রজনীতে ভাগ্য বদলে যায়?

০৭ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৫৫








আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজ চেয়েছিলো কেউ যেনো আতশবাজি না ফুটায়,তবে বিকালে গুলিস্তানের মার্কেটের বিস্ফোরণে উনারা আজ ডিউটি বন্ধ রাখতে পারে, এখন পর্যন্ত ১৫ জন মারা গেছে।প্যার্টান ভালো ঠেকছে না,বাংলাদেশের ভাগ্য কয়েকিদন বিস্ফোরন/আগুনে ধুরপাক খাচ্ছে, দীর্ঘদিন যাবৎ সন্চিত মানুষের অনিয়ম,অবহেলা, দুনীর্তি বিস্ফোরণে রুপ নিয়ে জানান দিচ্ছে, সময় আসবে মনে হয় বাংলাদেশে প্রতিদিন বিস্ফোরণ ঘটবে।অল্প অল্প করে মানুষ মারা যাবে। ঢাকা মাঝেমাঝে মনে হয় চেরোনোবিল ভার্সন ২ ;লেবাননের ব্লাস্টের মত উড়ে যাবে যেকোনো সময়।


ইসলামীক ফাউন্ডেশন আজকের রাতের জন্য বাইতুল মোকাররমে ইবাদত/বন্দেগীর আয়োজন করেছে,গুলিস্তানের ট্র্যাজেডি নিশ্চই কখনো মুসল্লী ভাটায় পড়বে না।পবিত্র হয়ে সবাই নিজ নিজ মত সৃষ্টিকর্তাকে স্মরণ করবে,ভাগ্য বদলের জন্য অশ্রু ছেড়ে দিবে; সবার হাত গনণা করা হবে,কাউকে ফিরিয়ে দেবার সাধ্য আজ সৃষ্টিকর্তার নেই।শবে বরাতের চেহারা আগের মত নেই, উপমহাদেশে বরাত ডুকে যে ভার্সন আমরা পেয়েছি, সে ভার্সন আগামী ৫০ বছরে আমূল বদলে যেতে পারে।ওল্ড ভার্সন লালন করা মানুষগুলো চলে গেলেই, ভার্সনের বিলুপ্তি ঘটবে।তাছাড়া জিনিসপত্র দাম বাড়াতে মুখোরোচক রুটি, সেমাই,হালুয়া বানানো বন্ধ করেছে বহু পরিবার,বাড়ি বাড়ি দিয়ে আসা তো পরের ব্যাপার। পন্চগড়ের আহমেদীয়ারা আজ কীভাবে ডাকবে সৃষ্টিকর্তাকে, কারণ আশপাশ থেকে শিয়া, সুন্নীরা চেয়ে আছে নাতো?


আমি এক পরিবারকে চিনতাম স্পেশাল ইবাদত বন্দেগীর রাতে ঘরোয়া পরিবেশে মিলাদের আয়োজন করতো, সময়ের ব্যবধানে আর্থিক দিক উন্নতির দিকে যাওয়ায়, সেই সংস্কৃতি গায়েব হয়েছে ;ওনাকে সেই প্রশ্ন করাতে উনি বলেছেন -এখন আর আগের মত নেই, মসজিদে গিয়ে ইবাদত করে চলে আসি,পরিবারের সবাই আগের মত চায় না এমন। উনাকে বললাম, ঐ সংস্কৃতি পরিবারে চালু ছিলো বিধায় আর্থিক দিকটা ভালোর দিকে গিয়েছে,ভাগ্য বদলেছে?কি মনে হয় আপনার? উনি চুপ করে ছিলেন ; উনি জানেন উনার আর্থিক দিকটার কালো দিক কালো অন্ধকারে মিলিয়ে গিয়েছে।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০২৩ রাত ৮:৫৭

কামাল১৮ বলেছেন: আমি আল্লাহর কাছে কিছু চাই না তাই পাই না।যাকিছু অর্জন সেটা আমার।

০৭ ই মার্চ, ২০২৩ রাত ৯:১১

শূন্য সারমর্ম বলেছেন:


আল্লাহ আপনার মত বান্দা পেয়ে খুশি।

২| ০৭ ই মার্চ, ২০২৩ রাত ৯:০১

শাহ আজিজ বলেছেন: গোটা বিষয় দেখে মনে হচ্ছে এটা পরিকল্পিত বোমা ডিভাইস হামলা । রেড অ্যালারট জারি করে দেখতে পারে সরকার ।

০৭ ই মার্চ, ২০২৩ রাত ৯:২০

শূন্য সারমর্ম বলেছেন:


বোম ডিস্পোজাল ইউনিট আশেপাশে আছে ; দেখি সরকার কি করে।

৩| ০৭ ই মার্চ, ২০২৩ রাত ৯:৩৩

ঢাবিয়ান বলেছেন: ভয়ঙ্কর ঘটনা। নীরিহ, খেটে খাওয়া মানুষেরা প্রান হারাচ্ছে ।

০৭ ই মার্চ, ২০২৩ রাত ৯:৩৮

শূন্য সারমর্ম বলেছেন:


প্রাণ ব্যাপারটা সস্তা হয়ে যাচ্ছে দিনে দিনে।

৪| ০৭ ই মার্চ, ২০২৩ রাত ১১:৪৮

দারাশিকো বলেছেন: এক রাতের ইবাদতে ভাগ্য কতটা পরিবর্তন হয় জানি না, কিন্তু দোয়ায় ভাগ্য বদলাতে পারে - এই বিশ্বাস করি।

০৮ ই মার্চ, ২০২৩ রাত ১২:১৬

শূন্য সারমর্ম বলেছেন:

আপনার বিশ্বাস আপনাকে বাঁচিয়ে রাখুক,ভাগ্য বদলে দিক।

৫| ০৮ ই মার্চ, ২০২৩ রাত ১২:১৩

সোনাগাজী বলেছেন:



বিস্ফোরণ সম্পর্কে নতুন কিছু জানা গেছে?

০৮ ই মার্চ, ২০২৩ রাত ১২:১৮

শূন্য সারমর্ম বলেছেন:


অভিযোগবিদ্যার প্র্যাকটিস চলছে ; কার্যক্রম স্থগিত,সকালে সেনাবাহিনী এলে কাজ শুরু হবে।

৬| ০৮ ই মার্চ, ২০২৩ সকাল ৮:৪৪

অনামিকাসুলতানা বলেছেন: আমি চাই না শবে বরাত যা আমাদের স ময় ছিল তা না হয়ে যাওয়া।

০৮ ই মার্চ, ২০২৩ দুপুর ১২:১৬

শূন্য সারমর্ম বলেছেন:

হারিয়ে যাচ্ছে, যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.