নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

সময় আসবে, ঢাকার রাস্তায় সাহায্য প্রথা বাষ্পীভূত হবে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ২:৩৮







ধরুন,দূষিত ঢাকা মেট্রোতে যদি আপনি জন্ম নিয়েই যদি বয়স ৩০ হয়ে যায় এবং আপনি যদি ১/২ হাজার টাকা নিয়ে বের হন, তাহলে দেখবেন আপনি ৫/১০ কিলো না যেতেই অন্যকে সাহায্য করতে মন চাইবে ও আপনার টাকা ফুরিয়ে যাবে।কারণ, আপনি অন্যের দুঃখ কস্ট দেখে,শুনে, বা ধর্মীয় ব্যাপারে নিজেই ব্যাথীত হয়ে টাকা দিতে চাইবেন,অভিনয় বূঝতে পারবেন না,বুঝতে চাইবেন না, বিশুদ্ধ মন শুধু দিতেই চাইবে।মূলত বলতে চাচ্ছি, প্রতিদিন কতশত সাহায্যের হাত আপনার দিকে আসবে ঢাকার রাস্তায় ;যেমন - রোগের চিকিৎসা, অঙ্গহানীর কারণে অসহায়ত্ব,ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য দান,বিপদে পড়ে নতুন শহরে দিকভ্রান্ত হওয়া,বয়স্ক মানুষের প্রতি সহানুভূতি।


মানুষ আজকাল তেমন সাহায্যে যাচ্ছে না, পূর্বে হয়তো ছিলো। এখন অভিনয়ের দক্ষতা বেড়েছে, চাহিদা কমেছে।তবে দেখেছি পর্দায় থাকা নারীরা ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য দিচ্ছে, অনেকে আসামীর মত সওয়াল জওয়াব করে কিছু দিচ্ছে না হয় বিদায় করে দিচ্ছে কথা শুনিয়ে। ধীরে ধীরে অঙ্গহানী মানুষ দেখেও বিকারহীনতার দিকে যাওয়া মানুষের সংখ্যা বাড়ছে,বাচ্চাদের মধ্যেও তেমন আগ্রহ দেখা যায় না। শহর ছোট তাই আশপাশ থেকে এসব ভেজালের খবর কানে আসে বিধায় সাহায্যের জন্য পকেটে হাত যায় না, আবার মাঝেমধ্যে সাংবাদিকরা এদিক সেদিক খোজ নিয়ে লেজ ধরে টান দেয়, যা মানুষের মাথায় থাকে।


একটা ব্যাপার হলো, বোকা বাক্সের মিথ্যা অভিনয় দক্ষতা শো করে মুভি বানিয়ে পর্দায় দেখিয়ে পকেট থেকে অর্থ নিয়ে যাচ্ছে একদল, অথচ ঢাকার রাস্তায় থাকা দলটা মিথ্যা অভিনয় করেও অন্যের পকেট থেকে সিলভার কালারের পয়সাও বের করতে পারছে না। ভাবা যায়? মনে হয়,রাস্তার দলটার দক্ষতায় শান দিবে হবে তরবারীর মত যেন হাত অটোমেটিক পকেটে চলে যায়।


মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৩:২৬

সোনাগাজী বলেছেন:



ঢাকা শহরের ৪০ ভাগ মানুষ বেশ বড় ধরণের জালিয়াত।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৫৭

শূন্য সারমর্ম বলেছেন:


এমনটা হতেই পারে, ঘাড় ঘুরালেই দুই নাম্বারী।

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৩:৫৬

হাসান জামাল গোলাপ বলেছেন: কিছু পত্রিকার রিপোর্টে দেখেছি ওসব ভিক্ষুকেরা হাজার হাজার টাকা উপার্জন করে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৫৮

শূন্য সারমর্ম বলেছেন:


বাছাই করে কিছু ভিক্ষুকদের নিয়ে উপন্যাস লেখা যাবে।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৪:১৮

কামাল১৮ বলেছেন: ধর্মীয়রা টাকা নেয় দেয় না।যারা ঘুষ দুর্নীতি করে টাকা কামায় তারা পাপ মুক্তির জন্য দান খয়রাত করে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৫৮

শূন্য সারমর্ম বলেছেন:

এটা কালচার হয়ে গেছে মোটামুটি।

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৫

জুল ভার্ন বলেছেন: ঢাকার ভিক্ষুকরা একধরনের মাফিয়া গ্যাং! এই ব্লগেই ২০১০ সনে ভিক্ষুকদের নিয়ে কয়েক পর্বের ধারাবাহিক লিখেছিলাম।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩১

শূন্য সারমর্ম বলেছেন:


এখন এক যুগ পর লিখতে বসলে, অনেক কিছুই বদলে যাবে।

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৩

রাজীব নুর বলেছেন: আমার কিছু বলার নেই।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩১

শূন্য সারমর্ম বলেছেন:


আচ্ছা ঠিক আছে।

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৫

রাজীব নুর বলেছেন: আমার কিছু বলার আছে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:০১

শূন্য সারমর্ম বলেছেন:

জ্বি বলুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.