নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নারীদের সাইকোলজি নিয়ে পানি ঘোলা হয়ে আছে কম শিক্ষিতসম্পন্ন দেশসমূহে; পশ্চিম ধীরে ধীরে বুঝতে পেরেছে এমনকি ওরা এটাও জেনেছে যে পর্ণগ্রাফী ইন্ডাস্ট্রী নিয়ে নারীদের পছন্দ লিটারেচার পর্ণগ্রাফী, যা পুরুষের ক্ষেত্রে ভিজুয়াল।ভালোবাসা ডিভাইন ব্যাপার কিনা তা বিশ্বব্যাপী নজর দিলে কমপ্লেক্স ম্যাটার হয়ে যায়, এই আছে এই নেই,সেক্স প্রাধান্য, পরিবার ভেঙে যাওয়া,আনন্দবাজারের সূত্রে জানা মার্ক্সের গোপন মিলন সবই এসবের অংশ।তাছাড়া নারীরা হার্মলেস পুরুষ থথেকে ডেন্জারাস পুরুষ পছন্দ করে বেশি। ডেন্জারাস পুরুষরাই সভ্যতাকে হেন তেন করতে পারে সম্ভবত।আসছে ভালোবাসা দিবস উৎযাপনে বহু বাঙালীর মাস্টারপ্লান আছে,বহু বাঙালী পাত্তা না দেওয়ার স্টাইলে ;তবে সুগার ক্যাটাগরিদের জন্য শুভ দিন।
ভেতরে ভালোবাসা অনুভব করতে পারার নিশ্চই স্থান, কাল পাত্র নেই;নারীদের মন বুঝতে পারা নিয়ে সাহিত্য সমৃদ্ধ করতে পারার চেষ্টা করা হয়েছে যুগে যুগে।বাঙালী নারীরা প্রথমে কাউকে ভালোবাসলে কখনো ভুলবে না, দাম্পত্য জীবনে স্বর্গে থাকলেও,ব্যাপারটা কিছুটা উপমহাদেশব্যাপী মিলবে।পশ্চিমেও ব্যাপারটা অনেকটা ১৮/২০ হতে পারে,যা কিছুটা ধারণা হয়েছে ইন্টারনেটের কল্যানে।অন্যদিকে আফগান নারীরা একটাই দিক অনুভব করতে পারবে, তা হলো "ভয়।নারীরা হৃদয়ের এক কোণায় জায়গা রাখবে প্রথম প্রেমের বিচরণের জন্য, এখানে হয়তো ভালো/খারাপ ফ্যাক্ট নাহ। আপনারা কি ভাবছেন? ব্যাপারটা কতটুকু বদলাচ্ছে?
প্রাচীনকাল থেকেই পুরুষের বলয়ে থেকে নারী বেড়ে উঠছে, এখনো চলছে। মাতৃতান্র্রিক পরিবারে ফোকাস করলে, নতুন কিছু দেখার সুযোগ হয়; এখনো নারীদের বিকাশ হয়তো হয় যা অঙ্কুরোদগম থেকে চারার পরিমাণ বেশি ; তবে চারা থেকে বৃক্ষের পরিমাণ বাড়বে নাকি কমবে, তা সভ্যতার চাকা ঘুরছে, সময় গেলে বুঝা যাবে।কমশিক্ষিত/মূর্খ নারীদের প্রথম প্রেমের টান ও উচ্চশিক্ষিত নারীদের টান কোথাও কম বেশি হতে পারে,সময়ের তারতম্যতায় মগজে নতুন স্মৃতি জমা হয়, পুরোনাটা হয়তো মুছে যায় ; তবে হৃদয়ের ঐ জায়গায় হাত দেয়া যায় না।ঐ জায়গা স্পর্শকাতর, একান্ত নিজের জন্য রেখে দেওয়া যায়গা।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:০৪
শূন্য সারমর্ম বলেছেন:
আপনি ফুল পছন্দ করেন, তাই মনে হয়। আশ্রমে নিয়ে গিয়ে দীক্ষা দেবার দরকার।
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:০৭
জুল ভার্ন বলেছেন: নিজ জীবনের অভিজ্ঞতা শেয়ার করলেন?
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:১২
শূন্য সারমর্ম বলেছেন:
আর করতে পারলাম কোথায় ;সিয়েরা লিয়ন গেলে হতো মনে হয়।
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৬
জ্যাক স্মিথ বলেছেন: নারী পুরুষ উভই প্রথম প্রেমে আগ্রাসী হয়। হুমম, গবেষণায় দেখা গেছে নারীরা সাধারণত উশৃংখল পুরুষদের প্রতি আকৃষ্ট হয় বেশি। নারীদের মন আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:০৫
শূন্য সারমর্ম বলেছেন:
নারীর মন নিয়ে পিএইচডি করার সময় এসে গেছে।
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:০২
রানার ব্লগ বলেছেন: কেবল নারী কেনো পুরুষের প্রথম প্রেম আগ্রসী না কেবল অসংখ্য ভুলে ভরা আবেগের ঘোল ঢালা মন্ডা মিঠাই টাইপ কিছু হয় !!!
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:০৭
শূন্য সারমর্ম বলেছেন:
পুরুষের মন নিয়ে মানুষের আগ্রহ কম, তাআ মন্ডা মিঠাই বানিয়ে মেলায় বিক্রি সম্ভব হয়।
৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৩০
জুল ভার্ন বলেছেন: পনি বলেছেন- আর করতে পারলাম কোথায় ;সিয়েরা লিয়ন গেলে হতো মনে হয়। তা ঐ পোস্ট পড়েছেন? কিন্তু কোনো মন্তব্য করলেন না- খারাপ লিখলেও ভুল ধরিয়ে দিবেন, ঠিক করে লিখবো।
শুভ কামনা।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৫১
শূন্য সারমর্ম বলেছেন:
তখন লগইনে ছিলাম না ; এখন করেছি।
৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৫
অনল চৌধুরী বলেছেন: ব্যাতিক্রম ছাড়া পৃথিবীতে প্রেম বলে কিছু নাই।
সবই শারীরিক আকর্ষণ।
যতক্ষণ এটা থাকে ততদিনই সম্পর্ক থাকে। তার শুরু হয় হুমায়ুন সাবিনা আর জাপানী মা কাহিনী।
আফ্রিকার নারী-পুরুষের সাথে কেউ প্রেম করতে চায়না।
সবাই চায় হিন্দি আর হলিউড ছবির সাদা চামড়ার নায়ক নায়িকা।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:১৬
শূন্য সারমর্ম বলেছেন:
আফ্রিকানদের জন্য পুরো আফ্রিকা মহাদেশ আছে।
৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫২
রাজীব নুর বলেছেন: আপবার লেখার সাথে চাঁদগাজীর লেখার ভীষন মিল।
আমি অনেক চেষ্টা করেও তার মতো লিখতে পারি নাই।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:১৭
শূন্য সারমর্ম বলেছেন:
মিল থাকছে,ভালো। আমি এভাবেই লিখতে পছন্দ করি।
আপনি আপনার মতন করে লিখুন।
৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:১৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রেম আগ্রাসী হওয়াই উচিত।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫৫
শূন্য সারমর্ম বলেছেন:
প্রথম প্রেম আগ্রাসী হবার সম্ভাবনা বেশি।
৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৩৫
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: পোড় খাওয়া মানুষদের জন্য নারীর মন সম্পর্কে জানাটা একেবারেই অহেতুক বিষয় । আমার কাছেও নারীর মন নিয়ে জানতে চাওয়াটা একদম সময়ের অপচয় । নারীরা নারীর মত থাকুক আর পুরুষরা পুরুষের মত , এরা কেউই তো মানুষ হতে চায় না !!
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫৬
শূন্য সারমর্ম বলেছেন:
পোড় খাওয়া মানুষ আজও বলে "ওরা কেন মানুষ হলোনা।
১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০৪
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: পোড় খাওয়া মানুষ আজও বলে "ওরা কেন মানুষ হলোনা।
অবশ্যই ! কারণ ওরা কেবল মানুষ চেনে আর কিছুই চেনে না !
আমার এক নারীবাদী বান্ধবী ছিল যাকে আমি এই মানুষ হবার ব্যাপারটাই বোঝাতে চেয়েছিলাম ! সে বোঝেনি আমাদের বন্ধুত্বও টেকেনি !!
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৪৯
শূন্য সারমর্ম বলেছেন:
আমার একজন ছিলো নারীবাদীদের দরজায় টোকা মেরে দেখেছিলো,পরে কাজ হয়নি পরিবারের চাপে।
১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:১৯
কামাল১৮ বলেছেন: নারী আর পুরুষের মাঝে লিঙ্গগত পার্থক্য ছাড়া আর কোন পার্থক্য নাই।বাকিসব পুরুষ তন্ত্রের সৃষ্টি।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:৪১
শূন্য সারমর্ম বলেছেন:
জনসম্মুখে এসব বলা যাবে জোরালো ভাবে।?
১২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০২
মোহাম্মদ গোফরান বলেছেন: প্রেম বলে আসলে এখন কিছু নাই। পুরুষ ও নারী উভয়েই একাধিকবার বার একাধিক নারী/পুরুষের প্রতি এট্রাকশান অনুভব করে।
বর্তমানে দেখা যাচ্ছে একটি প্রেমের সম্পর্কের শেষ পরিণতি "মিলন" । পারষ্পরিক সম্মতিতে ভোগ সমাপ্ত হওয়ার নারী পুরুষ উভয়েই অন্য নারী/পুরুষের প্রতি এট্রাক্ট হয় ।
আমার আম্মু বলেন, উনাদের সময় আল্লাহ যার সাথে জোড়া গেঁথে রেখেছেন তাদের মধ্যে বিয়ে হতো- এখন ছেলেমেয়েরা নিজেরা নিজেরা পছন্দ করে বিয়ে করে , টাকা ও সম্পদের উপর ভিত্তি করে যোগ্যতা পাত্রের যোগ্যতা নির্ধারণ করে, চরিত্র দেখেনা- ফলে সম্পর্ক গুলো ভেঙে যায়। ডিভোর্স কদিন পর ৮০ % হবে।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৮
শূন্য সারমর্ম বলেছেন:
দুই জেনারেশনের দুই ধরনের মতামত পেলাম। ধন্যবাদ
১৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:১৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
নারীর মন বুঝা বড় দায়।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৭
শূন্য সারমর্ম বলেছেন:
এত দায় নিয়েন না।
১৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:০৪
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৫
শূন্য সারমর্ম বলেছেন:
হাজিরা কাউন্ট হলো।
©somewhere in net ltd.
১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:০১
মরুভূমির জলদস্যু বলেছেন:
নারীর প্রথম প্রেম আগ্রাসী হয়?
আমারতো মনে হয় সব কয়টাই আগ্রাসী হয়!