নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

আইডোলজি ফিনিক্স পাখির মতন নাকি!

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৭





দার্শনিকগণ বহু ভাবে মাথা খাটিয়েছেন, পৃথিবী/সভ্যতা বুঝতে, সবাই নিজ মন করে ব্যাখ্যা করেছেন। ব্যখ্যা বহু সংখ্যক মানুষের হৃদয়ে হিট করায় আইডোলজির জন্ম হয়েছে, ভিতরে তা লালন করবার বাসনা সৃষ্টি হয়েছে।বাস্তব সত্যকে মডিফাই করার চেষ্টা করা হয়েছে বহু মেথডোলজি ব্যবহার করে।এখনকার মানুষগুলো মহাকাশে নিয়ন্ত্রণ নিততে চায়, অন্য মানুষের উপর প্রভাব বিস্তার করতে।দার্শনিকগণ কখনো হাতাহাতি করেছে কিনা জানা নেই,উনারা একটা নির্দিষ্ট সময় পরপর এসে আগুন জ্বালিয়ে যেতেন,বাকিরা উত্তাপ নিতে আসতো।

আপনি যাকে আইডল মানেন, তার কাছে কি নিজের সত্তা বন্ধন রাখেন বলে মনে হয় কখনো? উনি আপনার এক ভাবনা থেকে অন্য ভাবনায় যেতেও প্রভাব ফেলতে পারে।ধর্মীয় আইডোলজির ব্যাখ্যায় পিরামিডর চূড়ার সবসময় স্রস্টা থাকে, আপনি পাপ করতে ভয় পাবেন, উনি দেখছেন তাই ভেবে ;উনার হয়তো দেখতে দূরবীন লাগবে না। সমাজতন্ত্রের ধোয়া বহুদূর গড়িয়েছিলো, বিশ্বব্যাপী পাতি পাতি আন্দোলন হয়েছে, সফলতার মুখ দেখেনি ; বর্তমান ইউরোপ যুদ্ধে ন্যাটো কি সেই আইডোলজির ভয় পাচ্ছে? সমাজতন্ত্র ফিরে আসবে, ধোয়া ছড়াবে এসব নিয়ে হয়তো এখনো আশায় থাকে,ফেইথ লালন করে বহু মানুষ।কালের বিবর্তনে সমাজতন্ত্র ভার্সন পরিবর্তন করে হয়তো ফিরবে, যা মিলবে না লেনিন/মাওের হাত থাকা ভার্সনের মতন।

দার্শনিকের সুরের মধ্যে একটা গ্রুপ আছে, যারা বলতে চায় আপনিই পৃথিবী সহ পুরো মহাবিশ্ব , আপনি পারবেন সবকিছু কন্ট্রোল করতে, আপনার ভাবনায়/কাজে বাস্তবতা মিনতিসুরে কথা বলবে ;তাই নিজকে পরিবর্তিত করেন। এটা কতটুকু সত্য? আপনারা কি ভাবছেন? নাকি বাস্তবতা পরিবর্তিত হয় না, আপনি এডজাস্টের অভিনয় করেন,অভিনয়ে হ্যাপিনেস হরমোন রিলিজ হলে ভেবে নেন আপনি বাস্তবতাকে বশ করেছেন।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:০৩

জ্যাক স্মিথ বলেছেন: ধর্ম, দর্শন এবং বিজ্ঞানের মধ্যে পার্থক্য কি?
ধন্যবাদ।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৯

শূন্য সারমর্ম বলেছেন:

দর্শন থেকে সবকিছুর উদ্ভব;হোক সৃষ্টিকর্তার বা মানুষের।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২২

রাজীব নুর বলেছেন: গুরু ধরতে হয়। সঠিক গুরুতে আছে মুক্তি।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩০

শূন্য সারমর্ম বলেছেন:

গুরু ব্যবসা শুরু করবো।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৪

জুল ভার্ন বলেছেন: দার্শনিক তত্ব নিয়ে চমতকার লিখেছেন!

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৪৫

শূন্য সারমর্ম বলেছেন:


অনেক ধন্যবাদ ফিডব্যাকের জন্য।

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৪

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: সমাজতন্ত্রের একটা নব্য সংস্করণ আছে সেটা হলো সাম্যবাদ কায়েম হবে বিপ্লবের মধ্য দিয়ে নয় গণতন্ত্রের মধ্য দিয়ে , এইটা কিন্তু আম্রিকার আবিষ্কার যদিও ফ্রান্সে এই নিয়ে বহু আগে থেকেই ক্যাচাল শুরু হয়েছিল !!

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৪৯

শূন্য সারমর্ম বলেছেন:

এখন যাদের বিরুদ্ধে বিপ্লব করবে তাদের হাতে এটমিক আছে ; দেইবাদীরা সমাজতন্ত্রকে কীভাবে দেখে?

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: দেইবাদীরা সমাজতন্ত্রকে কীভাবে দেখে?


হেইডা নিয়া লিখবার খায়েশ আছে তয় বইলা রাখি দেইবাদীরা যেভাবে প্রাকৃতিক ধর্ম নিয়া কোঁদাকুঁদি করছে তাঁদের ক্যাঁচালে প্রাচীন সাম্যবাদ উঁকি দিছিল এছাড়াও আমাগো মার্ক্স তো রবেস্পিয়ারের অনুগামী ছিল যিনি ছিলেন অন্যতম দেইবাদী !!! B-)


দেইবাদ লইয়া আপনার আগ্রহ দেখি বাড়তাছে বেশি আগ্রহ দেখাইয়েন না আবার বলা যায় না ইলুমিনাতি ট্যাগ খাইবার পারেন ।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:২২

শূন্য সারমর্ম বলেছেন:


আমি ইলুমিনাতির ম্যানেজমেন্টে আছি।

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ইদানিং খুব কঠিন কঠিন বিষয়ে নিয়ে লিখছেন!!

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:২৩

শূন্য সারমর্ম বলেছেন:

টুকটাক,এই আর লেখা কোথায়। জাস্ট কয়েকটা লাইন ছেড়ে দিলাম।

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৭

কামাল১৮ বলেছেন: ধনী গরিবের পার্থক্য কিছুটা কমিয়ে আনাই বর্তমানে প্রধান সমস্যা।যেহারে সম্পদ কিছু লোকের হাতে কুক্ষিগত হইতেছে এখান থেকে বেরিয়ে আসতে হবে।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:২৩

শূন্য সারমর্ম বলেছেন:


এই সিস্টেম সীমিতআকারে ধীরে ধীরে বদলাবে।

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:০৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমি ইলুমিনাতির ম্যানেজমেন্টে আছি।[/sb

তাইলে আর ডর নাই চালায়া যান !

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:২৮

শূন্য সারমর্ম বলেছেন:

আপনি লিখুন সময় করে।

৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:২৮

সোনাগাজী বলেছেন:



ফিনিক্স শব্দটা আপনি সব যায়গায় লাগিয়ে দিচ্ছেন!

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:২৬

শূন্য সারমর্ম বলেছেন:

মিথলজির এই পাখিকে মনে ধরেছে।

১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৬

অনামিকাসুলতানা বলেছেন: দারুণ লেখা।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:১৯

শূন্য সারমর্ম বলেছেন:


ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.