নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

আত্নঘাতী হামলা করতে বাঙালীরা পারবে?

৩১ শে জানুয়ারি, ২০২৩ রাত ১:২২






পাকিস্তান থেকে বের হয়ে আলাদা দেশ গঠন করার পরও পাকিস্তানপ্রীতি নিয়ে বহু রাজনীতি হয়েছে, কাদাছুড়াছুড়ি হচ্ছে বিভিন্ন সিম্পল ইস্যুতে।চাঁদতারার পাকি পতাকা কারও হৃদয়ে ঠিকই উড়তে পছন্দ করে, লাল সবুজের বাংলা থেকেও। দেশের বিহারী ক্যাম্প পাকিস্তানের খন্ড যা দেখে দরিদ্র পাকিস্তানীদের আচরণ সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। পাকিস্তান সম্পর্কে মিডিয়ায় তথ্য চোখে পড়লে আপনার ভাবনায় কি আসে?

মসজিদে আত্নঘাতী হামলায় নিহত ৪০ পার হয়েছে, পাকিস্তানী ভার্সনের তালেবান দায় স্বীকার করেছে। আমি বলতে চাচ্ছি , বাড়ি ঘর থেকে ছেলে মেয়েদের বের করে পার্বত্য চট্রগ্রামের পাহাড়ে ট্রেনিং দেয়া হচ্ছে, ধর্মীয় মগজধোলাইয়ের শিহরণে কল্পনায় মেতে থাকা পরিণত/অপরিণত মগজ বিশ্বাস করতে বাধ্য হচ্ছে যে, পুরো বিশ্বে ছাদ হিসেবে থাকবে শুধু ইসলামের পতাকা। অভিযান চলে, গ্রেফতার হয়, সংবাদ সম্মেলন করে যারা ভুল বুঝতে পারে তাদের বাড়ির টিকেট দেয়া হয় হাতে ফুল দিয়ে, বহুমুখ থেকে অর্থায়নের খবর পাওয়া যায়,একজন দেখলাম সম্পত্তি বিক্রি করে দান করছে জঙ্গি ফুলে ফেপে উঠুক। বাঙালীদের থেকে জঙ্গি সংগঠন মাথা নাড়া দিয়ে উঠলেও "মসজিদে,মাঠে,বাস,বা টার্মিনালে আত্নঘাতী হামলা চালাতে পারবে? কখনও পাকিদের মত ভেবে নিজেকে উড়িয়ে দিয়ে,আশপাশ মৃত মানুষ ছড়িয়ে দিতে পারবে? পাকিস্তানের কাদির সাহেবের বদৌলতে এটমিক আছে,খেলাধুলায় ভালো ;, আর বাংগালীরা বৈশ্বিক মানদন্ডে পিছিয়ে থাকলেও পাকিস্তান থেকে বেশ কিছুতে এগিয়ে যা প্রচার করা হয় ভালোমতই।

ব্লগে এক ব্লগারের পোস্ট দেখলাম,উনি অভিভুত হয়েছেন ইউটিউব অ্যালগরিদমের ম্যাজিক দেখে ; আজকাল AI চিন্তার পোস্টমর্টেম করতে শিখে গেছে, মানুষের ভাবনা টেকনোলজি ছো মেরে নিয়ে যাচ্ছে,মৌলিকতা হারিয়ে যাচ্ছে। তালেবান কতটুকু জানে টেকনোলজি? আত্নঘাতী হামলাকারী কতটুকু সময়,সুযোগ পেয়েছে নিজেকে ফিরিয়ে এনে মানুষের মত করে বাঁচতে।





মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০২৩ রাত ২:০৭

কামাল১৮ বলেছেন: রেভ যদি পদক্ষেপ না নিতো এতোদিনে বহু আত্মঘাতী হামলা দেখতে পেতেন।বিএনপি আবার ক্ষমতায় আসুক আত্মঘাতী হামলা কাহাকে বলে কতো প্রকার ও কি কি উদাহরনসহ বুঝিয়ে দিবে।

৩১ শে জানুয়ারি, ২০২৩ রাত ২:০৯

শূন্য সারমর্ম বলেছেন:


র‍্যাব বিএনপির প্রোডাক্ট।

২| ৩১ শে জানুয়ারি, ২০২৩ ভোর ৪:৫৮

হাসান কালবৈশাখী বলেছেন:




বিবিসি ও প্রথমআলো এই আত্নঘাতি তালেবানি জঙ্গিদের সম্মান রক্ষায় উঠে দাড়িয়েছে।
ইনিয়ে বিনিয়ে বলতে চাচ্ছে আসলে ওরা এতটা খারাপ না, 'আসলে পুলিশ মারতে গেছিল', তাতে কিছু মানুষ মরেছে আর কি।

কিন্তু রিপোর্ট বলছে -
জোহরের নামাজের সময় ঐ বিস্ফোরণের সময় মসজিদটি মুসল্লিতে ঠাসা ছিল।
হামলাকারী সামনের কাতারে বসে ছিল এবং আল্লাহুওয়াকবার বলে শরীরে বাধা উচ্চ বিষ্ফোরন ক্ষমতা সম্পন্ন বোমা ফাটিয়ে দেয়। বিষ্ফোরন এতই প্রচন্ড ছিল যে মসজিদটির একাংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, এবং কর্মকর্তারা জানিয়েছেন অনেক মুসল্লি ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছে।

৩১ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:২৪

শূন্য সারমর্ম বলেছেন:


প্রথমআলো বিবিসি কি ভাই ভাই?

৩| ৩১ শে জানুয়ারি, ২০২৩ ভোর ৬:৩৬

কামাল১৮ বলেছেন: এখন আল্লাহুআকবর শুনলেই মানুষ মৃত্যুভয়ে ভীত হয়ে যায়।

৩১ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:২৫

শূন্য সারমর্ম বলেছেন:

এটা সাইকোলজ্যিকাল ব্যপার।

৪| ৩১ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৮:৩৪

সোনাগাজী বলেছেন:


বাংগালীদের মগজ অলস হয়ে পড়ে আছে।

৩১ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:২৫

শূন্য সারমর্ম বলেছেন:


এটা মনে হতেই পারে।

৫| ৩১ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:০৪

বিটপি বলেছেন: বাঙালিরা এখনও পাকিস্তানীদের মত এত হতাশার লেভেলে পৌঁছেনি, তবে অর্থনীতি যেভাবে মেট্রোরেলের গতিতে ছুটছে - সেদিন বোধ হয় বেশি দূরে নয়। বেকারত্বের হতাশায় কেউ এরকম কাজ করলে আমি মোটেও অবাক হবনা।

৩১ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:২৬

শূন্য সারমর্ম বলেছেন:


বাংলাদেশে আত্নঘাতি হামলায় লাভ বহু 'ছোট দেশ বেশি মানুষ,বেশি মৃত্যু।

৬| ৩১ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:২৭

মোহাম্মদ গোফরান বলেছেন: এদেশীয় পাকিস্তানী দোসরা বাঙালী নয়। পৃথিবীতে এমন কোন জঘন্য কাজ নেই ওরা করতে পারবেনা।

৩১ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৫৯

শূন্য সারমর্ম বলেছেন:


পাকিস্তান ইসলামের দুঃখ হয়ে থাকবে।

৭| ৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: গুটি কয়েক মগজহীনদের জন্য সমস্ত বাঙ্গালীকে টেনে আনা ঠিক না।
জঙ্গীরা অমানুষ। ওদের কোনো জাতি নেই। ওরা সব পারে। ওরা নষ্ট। ওরা ভ্রষ্ট।

৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৭

শূন্য সারমর্ম বলেছেন:

বাঙালীর পাশে আইএস থাকার প্রভাব ও হরকাতুল জিহাদ থাকার প্রভাব নিশ্চই একই হবে না।

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৪:৩৯

জ্যাক স্মিথ বলেছেন: অলরেডি ৯২ জন মারা গেছে। আত্নঘাতী হামলা করাতে হলে সর্বোচ্চো লেভেলের ব্রেইন ওয়াশ লাগবে। বাঙালী জঙ্গিরা আফগান, পাকিদের মত এত এক্সট্রিম না। নিজে মরে আরও ৫০ জনকে মারতে হবে, তাহলেই অনেক ফায়দা- এমন এক্সট্রিম লেভেলের জঙ্গি বাংলাদেশে নেই।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৬:৪৫

শূন্য সারমর্ম বলেছেন:


পিছিয়ে মানে সবকিছুতে পিছিয়ে।

৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৪:৪৬

জ্যাক স্মিথ বলেছেন: RAB দিয়ে কয়দিনই বা জঙ্গি দমন করে রাখতে পারবে, তারচেয়ে ভালো হয় জঙ্গি উৎপাদনের কারখানাগুলো যদি ধীরে ধীরে বন্ধ করে দেওয়া যায়।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৬:৪৭

শূন্য সারমর্ম বলেছেন:

ঘনবসতিপূর্ণ দেশে জঙ্গি বানানো সহজ,নাগালের বাইরে গেলে আসল পরীক্ষা হবে র‍্যাবের।

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪০

খায়রুল আহসান বলেছেন: বীভৎস কারবার!

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৩৫

শূন্য সারমর্ম বলেছেন:


ধন্যবাদ,মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.