নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

মানুষ মাদক খুজে নিয়েছে,ল্যাবে সৃষ্টি করেছে।

৩০ শে জানুয়ারি, ২০২৩ রাত ১:১৯





লাতিন আমেরিকার গহীন জঙ্গলে বেড়ে উঠা এতজাতীয় উদ্ভিদের পাতাকে বিভিন্নভাবে প্রসেস করে আত্নার সাথে কানেকশন করিয়ে দিতে পারে শামানরা ;এই শক্তিশালী সাইকেডেলিকের নাম "আয়াহুয়াস্কা। এ ড্রাগ নিয়ে বিভিন্ন কন্টেন্ট চোখে পড়বে অনলাইনে যাদের বেশিরভাগ আগ্রহের বশে এ ড্রাগ খেয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছে,তবে শামানদের এসব বিকার নেই।কোনো বাঙালী কখনো আয়াহুয়াস্কা খেয়েছে কিনা জানি না , তবে সস্তা গাঁজা খেয়েছে, ওভারডোজ গাঁজায় আয়াহুয়াস্কার "ফ্লেবার পাওয়া যেতেই পারে। তবে
কেউ কখনো আত্নার সাথে সংযোগ স্থাপন করতে পেরেছে কিনা জানা নেই।আপনি আত্নায় বিশ্বাস করেন, ভেতর ফিল করেছেন?

ল্যাবের এলএসডি মানুষে মনন মগজে কেমন প্রভাব ফেলে, তা অনেকদিন আগে বাংলাদেশে ভাইরাল হয়েছিলো এক ঘটনার সুবাধে। সবার ভেবে নিয়েছিলো যে এটা পৃথিবীর সবচেয়ে ভয়ানক ড্রাগ ; এসব ড্রাগ নেয়ার পর এক্সপেরিয়্যান্স শুনতে ভালো লাগে।নিজকে অন্য ডাইমেনশনে ফিল করা যায়, ভেতর পরিশুদ্ধির কাজও চলে; গৌতম বুদ্ধ এসব ড্রাগের খবর জানলে নিশ্চই নিজকে পরিশুদ্ধ করতে অশ্বথের নিচে বসতো না।নিকোটিন ক্যান্সার সৃষ্টির কারণ নয়,সিগারেটে থাকা বাকি উপাদান ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী।তিলে তিলে শেষ করে দেবার মত নেশা ;৭০ ভাগ স্মোকার বুঝে এটা ক্ষতি, ছেড়ে দেয়া অবশ্যই উচিত, তবে ডাটা বলে মাত্র ৫ ভাগ পুরোপুরি এই ট্রাপ থেকে বের হয়ে আসতে পারে। আপনার মাসিক খরচ কত নিকোটিন বাবদ?


গাঁজা/আয়াহুয়াস্কা/এলএসডি/নিকোটিন বাদেও আরও বহু পপুলার নেশা আছে, যা আপাতত থাক।মাদকের খপ্পর নিশ্চই পুরো বিশ্বের সমস্যা, বিশ্বব্যাপী তরুন প্রজন্ম মাদক নিয়ে কি ভাবছে যারা প্রবাসী আছেন,জানাতে পারেন। যেমন: জিম্বাবুয়েতে কোডেইন সিরাপ এপিডেমিক ছিলো, আমেরিকার গাঁজার ব্যাবসার ডার্ক সিক্রেটস। দেশে মাদকের কালোজগৎ সম্পর্কে আমরা টুকটাক জানি,যা নতুন কিছু নেই জানানোর মত; একটা তথ্য ছিলো তা হলো বিদেশে পড়াশোনা করতে গিয়ে অনেকে ল্যাবে মডিফাইড ড্রাগ বানানোর বিদ্যা শিখে দেশে এলিটদের ছানাপোনা ধরে ব্যাবসা ভালোই চালাচ্ছিলো,পরে ধরা পড়ে মিডিয়ায় সামনে আসে ব্যাপারটা।




মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০২৩ রাত ২:৩৪

সোনাগাজী বলেছেন:



মাদক মানুষের মনুষ্যত্বটা ক্রমে কমিয়ে দেয়। গৌতমের সময়ও মানুষ এসব বিদ্যা জানতো বলে মনে হয়।

৩০ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:২৪

শূন্য সারমর্ম বলেছেন:

জানলেও সঠিকভাবে ব্যবহারবিধি জানতো না মনে হয়।

২| ৩০ শে জানুয়ারি, ২০২৩ ভোর ৬:২৩

কামাল১৮ বলেছেন: আত্মা মানব দেহের কোথায় বাস করে?

৩০ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:২৪

শূন্য সারমর্ম বলেছেন:

মাঝখানে, আপনার প্রোপিকের মত।

৩| ৩০ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৮:৪২

সাড়ে চুয়াত্তর বলেছেন: স্বাস্থ্যের ক্ষতি করে না এমন একটা ড্রাগ আবিষ্কার করা দরকার।

৩০ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:২৫

শূন্য সারমর্ম বলেছেন:

স্বাস্থ্যের ক্ষতি ছাড়া নেশা সম্ভব হবে মনে হয় না।

৪| ৩০ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:২৮

নূর আলম হিরণ বলেছেন: মাদক সবসময় থাকবে, অনেক ভাবে রূপান্তরিত হবে।

৩০ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:২৩

শূন্য সারমর্ম বলেছেন:


মাদকে জীবন বিকিয়ে দেয়াটা ধীরে ধীরে বাড়লে, সমাজ ভেঙে পড়বে।

৫| ৩০ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:২৬

মোহাম্মদ গোফরান বলেছেন: ভয়াবহ নতুন নতুন সব মাদক আসছে আর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সেদিকে ঝুঁকছে । বিষয়টি চিন্তার।

৩০ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:২৬

শূন্য সারমর্ম বলেছেন:

নতুন নতুন মাদক যা দেখছেন। লিখুন।

৬| ৩০ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ইদানিং নতুন নতুন মাদকের নাম শুনি। নামগুলি শুনতেও আলাদা একটা ভাব আছে। মদ-গাঞ্জা-ডাইল এইসব শুনে সেই ভাব আসে না। :-B

৩০ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:১২

শূন্য সারমর্ম বলেছেন:

নামেই ভাব আসলে,সেবনে কি হবে।!

৭| ৩০ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:২৮

রাজীব নুর বলেছেন: আমার মাঝে মাঝে খুব নেশা করতে ইচ্ছা করে।

৩০ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৫৯

শূন্য সারমর্ম বলেছেন:

কি নেশা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.