নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

ধৈর্য্যশক্তি কি টাকা-পয়সার উপর নির্ভর?

১৭ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৬




ইন্টারনেটের কল্যাণে অনেক বাণী চোখে পড়ে, মানুষের মানবিক গুণ ও যেসব গুণগুলো দিয়ে সফলতার স্পর্শ পাওয়া যায়, ঐগুলো নিয়ে ব্যবচ্ছেদ দেখা যায় সহসায়।বুদ্ধের এক বাণীই চোখে পড়েছিলো, এটা সত্যিকার অর্থে বুদ্ধের কিনা জানার ইচ্ছা হয়নি ; বাণীটা হলো - " সবচেয়ে বড় ইবাদত হল ধৈর্য্য "। দুইহাজার বছর আগে বুদ্ধের বাণী আপনি সমাজে কি দেখছেন??

আমি কয়েকবছর আগে এক আত্নীয়ের সাথে পরিচিত হয়েছিলাম, তখন উনার ফিন্যানসিয়্যাল উন্নতি তেমন ছিলো না, উনি নরম/সরম হয়ে কথা বলতেন, বডি ল্যাঙ্গুয়েজে বুঝা যেতো উনি সারভাইভ করতে পারবেন। আবার উনার সাথে দেখা হয়েছিলো কয়েকমাস আগে 'উনি টাকা-পয়সার গন্ধ পুরোপুরি নিতে শুরু করেছেন ; ১/দেড় ঘন্টা উনার সাথে সময় কাটিয়েছিলাম উনাকে অন্যরকম দেখি;রিকশাচালককে ধমক দিচ্ছেন,ধমকের ভিতর অর্থের লুকায়িত প্রভাব ছিলো,অন্য একজনের সাথে ফোনে কথা বলার সময় মনে হলো, উনি আগের মত নেই, উনি এখন কারও কথা শুনতে চাননা; উনার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। উনার অফিসের গাড়ি ৫/৭ দেরী হওয়াতে উনি বলে ফেললেন, ড্রাইভারের চাকুরী খেয়ে দিবো, নালিশ করে। ধৈর্য্য ধরে টাকা বানিয়ে ধৈর্য্যহারা, এটা আসল ধৈর্য্য?

আমার এক বন্ধু আছে বাম হাতের টাকা কিছু আয় করতে শিখেছে, তার ভাবনায় আমি কখনো ধৈর্য্য দেখেনি, টাকা দিয়ে ক্রয় করতে চায় এমন মানসিকতায় দিনযাপন করে।আমি দেখি,কথা বলি, হাসি, বুঝার চেষ্টা করি।
অন্যদিকে গরীবের ধৈর্য্য বেশি বছরের পর বছর শুধুমাত্র মরিচ বিক্রি করতে দেখেছি, ছোট জায়গায় হোটেল চালিয়ে সারভাইভ করতে দেখেছি। কোনো বিচারের বৈষম্য শিকার হলেও ধৈর্য্য ধরতে দেখেছি,সৃষ্টিধরের কাছে বিচার দিতে দেখেছি। আর, ধনীরা ফোন দিবে, মামলা চুকে যাবে। ধৈর্য্যের বালাই নেই, প্রয়োজনীয়তা নেই।

আপনারা বিশ্বব্যাপী ধৈর্য্যের কিসব নমুনা দেখছেন?ধৈর্য্য দাসকে বানায় রাজা, কামনা রাজাকে বানায় দাস 'এসব বাণীর বাস্তব অভিজ্ঞতা থাকলে বলেন।

মন্তব্য ৬৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৬

সোনাগাজী বলেছেন:



কিছু বাক্যে কোন পরিস্হিতি সম্পর্কে লজিক্যাল ব্যাখা থাকতে পারে, সেগুলোকে বাণী (উক্তি) হিসেবে অনেক লিখেন, বলেন। আমি কারো বাণী ব্যবহার করি না।

১৭ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০৫

শূন্য সারমর্ম বলেছেন:

সূর্য্য পশ্চিমে হেলে পড়তে পড়তে আমার বয়স বাড়ুক, বাণীসমূহের সাক্ষাৎ প্রমাণ হাজিরা দিয়ে যাবে নিশ্চই।

২| ১৭ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৬

জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর করে লিখেছেন। প্রসংগত বিশ্বখ্যাত ব্রাজিলিয়ান লেখক পাওলো কোয়েলহোর একটা বক্তব্য উদ্ধৃত করছি- “আমার জীবনে আমি অনেক ঝড় দেখেছি। কিন্তু ঝড়কে নিয়ন্ত্রণের শক্তি আমার নেই। তবে আমার আছে ধৈর্য, যার মাধ্যমে আমি ঝড়ের সময় পার করে আগামীর দিকে তাকাতে পারি।”

১৭ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০৭

শূন্য সারমর্ম বলেছেন:

ধন্যবাদ ফিডব্যাকের জন্য ; আমি বলতে চাচ্ছি কোয়েলহো আগামীতে তাকিয়ে ঐখানে পৌছে যাবার পর কি হয়? ধৈর্য্য জীবিত থাকে?

৩| ১৭ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০৪

গেঁয়ো ভূত বলেছেন: পড়েছি, মন্তব্য দেখতে আবার আসবো।

১৭ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০৮

শূন্য সারমর্ম বলেছেন:


ভুত হয়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ।

৪| ১৭ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:০১

জিয়াউর রহমান ফয়সাল বলেছেন: হঠাৎ করে বড়লোক হওয়া মানুষদের আচরন এমনি হয়, বাজে ব্যাবহার করে নিজের বিশালত্ব জাহির করতে চায়।
আমাদের এক প্রতিবেশি গাড়ি কিনলো সেদিন, গাড়ী বের করলেই নানা রকম গান বাজনা জোরে হর্ণ, বিকট ইঞ্জিনের সাউন্ড এইসব প্রতিনিয়ত করে।এইসব টুক টাক ছেলে মানুষি কর্ম কান্ড তাদের আনন্দ দেয়।

১৭ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:০৯

শূন্য সারমর্ম বলেছেন:

আঙুল ফুলে কলাগাছ হলে এমনই হবে স্বাভাবিক ;তবে আমি বলতে চাচ্ছি ধৈর্য্য ধরে বড়লোক হবার পরেও কি আচরণে প্রভাব কেমন পড়ে অর্থের।

৫| ১৭ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৩১

রাজীব নুর বলেছেন: ধৈর্য্যশক্তি কি টাকা-পয়সার উপর নির্ভর?

নো নেভার।

১৭ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৫২

শূন্য সারমর্ম বলেছেন:


গরীবের ধৈর্য্য ও ধনীর ধৈর্য্য মিলিয়ে দেখেছেন?

৬| ১৭ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৪৮

চারাগাছ বলেছেন:
পোষ্টের শিরোনামের উত্তর হলো- না।

১৭ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৫২

শূন্য সারমর্ম বলেছেন: গরীবের ধৈর্য্য ও ধনীর ধৈর্য্য মিলিয়ে দেখেছেন?

৭| ১৭ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:০৩

চারাগাছ বলেছেন:
ধনী বলতে আপনি কাদের বোঝাচ্ছেন?


একচোর কে চুরির অপরাধে হাতপা, মুখ বেঁধে বস্তার ভেতর পুরে পেটানো হলো।
একজন বললো, শালা চোরের চোর । এতো মার খেলি , টু শব্দ করলি না?
চোর বলল, হাত পা মুখ বেঁধে আপনাকে পেটাই। দেখি আপনি শব্দ করেন কি না।


কেউ কেউ উপায় না থাকায় ধৈর্য্য ধরে। ধৈর্য্য ধরা তার অবস্থানের উপর নির্ভর করে।

১৭ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:০৮

শূন্য সারমর্ম বলেছেন:

তাহলে, ধৈর্য্য আসলে কি? কোনো কিছুর লোভে ঘাপটি মেরে বসে থাকা?

৮| ১৭ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:১৩

চারাগাছ বলেছেন: লোভে নয় আশায়

১৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:১৩

শূন্য সারমর্ম বলেছেন:

হতে পারে।

৯| ১৭ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫৩

নতুন বলেছেন: দরিদ্ররা কিছু করতে পারেনা তাই তারা ধৈর্য্য ধরে।

যাদের জ্ঞান নাই কিন্তু টাকা পয়সা থাকলে বা না থাকলেও সবই করতে পারে।

তবে যাদের জ্ঞান কম তারা টাকা পয়সা বেশি হয়ে গেলে নিজেকে অনেক বড় হনু মনে করে এটা ঠিক।

১৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:১৪

শূন্য সারমর্ম বলেছেন:


অর্থের সাথে কিছু কানেকশন নিশ্চই আছে।

১০| ১৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:১৮

চারাগাছ বলেছেন:

লোভে নয় আশায়
ঘাপটি নয় নিরুপায়!

১৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:১৫

শূন্য সারমর্ম বলেছেন:

শব্দের উপযুক্ত ব্যবহার করেছেন।

১১| ১৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:২৮

কামাল১৮ বলেছেন: অর্থ সম্পদ চিন্তাকে নিয়ন্ত্রন করে।চিন্তা থেকেই কর্মের উৎপত্তি।

১৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:১৫

শূন্য সারমর্ম বলেছেন:


জ্বি! অর্থের কানেকশন আছে নিশ্চই।

১২| ১৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: গরীবের ধৈর্য্য ও ধনীর ধৈর্য্য মিলিয়ে দেখেছেন?

আমি নিজেই গরীব। আমি নিজেই ধনী।
আমি ধৈর্য্য হীন।

১৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:১৩

শূন্য সারমর্ম বলেছেন:


শাহেদরা ধৈর্য্যহীন হলে চলবে কীভাবে!!

১৩| ১৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:৫৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: এটা বাংলাদেশে একটা কমন রোগ।

১৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:২০

শূন্য সারমর্ম বলেছেন:


ঠিক ' ইন্টারনেটের সাহায্যে বিশ্বব্যাপী ভ্রমণ করলে এ রোগ দেখা যায় না।

১৪| ১৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ২:৪৫

নেওয়াজ আলি বলেছেন: আমার মনে হয় ধৈর্য্যবা লোক ব্যক্তিত্ববানও হয়।

১৮ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৩

শূন্য সারমর্ম বলেছেন:


আপনি ধৈর্য্যবান নাকি ব্যাক্তিত্ববান।

১৫| ১৮ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:১২

মোহামমদ কামরুজজামান বলেছেন: কখনো কখনো ধৈর্য ধারন করা খুবই কঠিন।
তার থেকেও কঠিন জীবনে সব সময় ধৈর্যের অনুশীলন করা।

তবে অর্থনৈতিক উন্নয়ন কিংবা আর্থিক অবস্থানের উপর নির্ভর করে ধৈর্য ধারনের অভ্যাসও অনেকের ক্ষেত্রে পরিবর্তন হয়ে যায়।

১৮ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৩

শূন্য সারমর্ম বলেছেন:


অর্থের প্রভাব অনস্বীকার্য।

১৬| ৩০ শে জানুয়ারি, ২০২৩ রাত ১২:৪২

নীলা(Nila) বলেছেন: আপনি কেমন আছেন? আমাকে একটি কবিতা উপহার দিবেন, আমি কবিতার বিষয় উল্লেখ করে দিতাম,উপহার দিলে উপকৃত হতো, আমি কৃতজ্ঞ থাকব

৩০ শে জানুয়ারি, ২০২৩ রাত ১:২৫

শূন্য সারমর্ম বলেছেন:


জ্বী ভালো!

আমি তেমন কবিতা লিখতে পারি না, আপনি কেন এবং কি মনে করে আবদার করলেন ঠিক বুঝলাম না।

১৭| ৩০ শে জানুয়ারি, ২০২৩ রাত ২:৫৩

নীলা(Nila) বলেছেন: আপনি আমার জন্য যেমনি লিখে দিবেন, সেইটাই আমার উপহার হিসেবে পাওয়া হবে, এবং আমি কৃতজ্ঞতা স্বীকার করবো, আমি কিছু মনে করে না,আপনার লেখা আমার পড়া হয়,তবে কখনো কমেন্ট করা হয় না,কবিতার বিষয় হচ্ছে, একটি কোম্পানি এবং এমডি মহোদয়কে শুভেচ্ছা এবং প্রশংসা নিয়ে।

৩০ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:১৩

শূন্য সারমর্ম বলেছেন:


এমডি মহোদয়কে প্রশংসা করে প্রমোশন পাবেন নাকি?

১৮| ৩০ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০০

নীলা(Nila) বলেছেন: হতেও পারে, আল্লাহ চাইলে, তবে সব কলিগ এর চেয়ে বেশি ভালোবাসা পাই,এমনকি আমাদের কোম্পানির সবাই মিলে যে কক্সবাজার যাচ্ছি, সেখানে কোন বাসে যাবো সেইটা আমার কাছ থেকে শুনেই ঠিক করা হয়েছে। সবকিছু মিলে
অনেক বেশিই ভালোবাসা পাই। কক্সবাজার মিটিং সহ অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে আপনার কবিতা পড়ে শুনাতে চাই

৩০ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:০৬

শূন্য সারমর্ম বলেছেন:


সবার ভালোবাসা আপনাকে প্রমোশন পাইয়ে দিবে মনে হচ্ছে, কবিতার প্রয়োজন হবে না।
কবিতা সাহিত্যের সবচেয়ে কঠিন বিষয়, আপনি যে টপিক( কোম্পানীর এমডি)দিয়েছেন তা নিয়ে কবিতা লেখা আরও কঠিন।

১৯| ৩০ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:০৯

নীলা(Nila) বলেছেন: তবুও আপনি যদি লিখে দিতেন কষ্ট করে.............

৩০ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:১৬

শূন্য সারমর্ম বলেছেন:


এমডি মানুষটা কেমন? কোম্পানীর হাল-হাকিকত,কি? আপনি ভালোবাসা কীভাবে অর্জন করলেন,মিটিংএর উদ্দেশ্য কি? - এসব নিয়ে কিছু লিখে পাঠান।

২০| ৩০ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৫

নীলা(Nila) বলেছেন: এমডি মহোদয় হচ্ছে কোম্পানির মালিক,অনু অত্যন্ত একজন ভালো মানুষ, উদ্ধার মনের মানুষ ।এইটা একটি ঔষধ কোম্পানি,দেশের পাশাপাশি বিশ্বের ১০টা দেশে প্রোডাক্ট যায়।বাংলাদেশের একমাত্র কোম্পানি যে বছরে ২বার বাহিরের ঘুরে নিয়ে যায় আমাদের সবাই কে। আর আমার ভালোবাসা যদি বলি, আমার চাওয়ার উপর অনেক বেশি গুরুত্ব দেয়, আজ পর্যন্ত যা চেয়েছি তাই পেয়েছি, কখনো না শব্দ শুনতে হয়নি, অনেক কিছু করার আগে পরামর্শ নেওয়ার জন্য আলোচনা করে,আমি যা বলি তা শুনেন।এই ভাবেই ভালোবাসা পাচ্ছি, প্রতিমাসে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করে, সেইটা এইবার কক্সবাজার মিটিং হবে, এবং সবাই কে আনন্দ দেওয়ার জন্য অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।সেই অনুষ্ঠানে, কোম্পানি ও এমডি মহোদয়ের প্রশংসা এবং এগিয়ে চলা নিয়ে।

৩০ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:০৮

শূন্য সারমর্ম বলেছেন:


***আমি কবিতা লিখতে হয়তো পারবো না, আমি আমার মত করে কয়েক লাইন লিখবো, পোস্টের মত করে।

আপনার পদবী কি ঐ কোম্পানীতে? মিটিং কবে?

২১| ৩০ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:৩৬

নীলা(Nila) বলেছেন: ঠিক আপনি লিখে দিয়েন........ আমার পদবী, আসিনিয়র মেডিকেল প্রোমোশন অফিসার, মিটিং ১৭ -২--২০২৩ তারিখ

৩১ শে জানুয়ারি, ২০২৩ রাত ১২:৪৬

শূন্য সারমর্ম বলেছেন:


ঠিক আছে।

২২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৮

নীলা(Nila) বলেছেন: আপনার মহা মূল্যবান সময় দিয়ে এবং জ্ঞান খরচ করে লিখে দিবেন, আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৩৬

শূন্য সারমর্ম বলেছেন:


চেষ্টা করবো।

২৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৫৮

নীলা(Nila) বলেছেন: আপনি আপনার মহা মূল্যবান সময় দিয়ে চেষ্টা করলেই, আমি পেয়ে যাবো আমার কাঙ্ক্ষিত চাওয়া পূরণ হবে। আপনি চেষ্টা করতে চেয়েছেন এইটাই আমার কাছে অনেক কিছু

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩১

শূন্য সারমর্ম বলেছেন:

আপনার আচরণ সন্দেহ সৃষ্টি করছে, আপনার পার্সোনাল কিছু দেন যোগাযোগের জন্য।

২৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪৫

নীলা(Nila) বলেছেন: ০১৯৮৩২০৪৩৭১ হোয়াটসঅ্যাপ

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:২৭

শূন্য সারমর্ম বলেছেন:

ধন্যবাদ।

২৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১১

মিরোরডডল বলেছেন:




শূন্য কি কিছুই বুঝতে পারছেনা?
This nick Nila is playing a game.

কবিতা লেখার এই কাহিনী সে অনেকের পোষ্টেই করেছে, ইভেন যারা কবিতা লেখেনা তাদেরকেও।
20 নং কমেন্টে উনি কে অনু, উদারকে উদ্ধার, এগুলো কি টাইপো?
মোটেও না, অন পারপাস এরর।


০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:২৬

শূন্য সারমর্ম বলেছেন:


ব্যাপারটা ক্লিয়ার করেন; এই কেইস আগে করেও কি পেয়েছে নীলা? উপরে নাম্বারও দিলো দেখা যাচ্ছে।

২৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:১৪

নীলা(Nila) বলেছেন: আসলে আপনারা যা ভাবছেন সেগুলো কিছুই না।আর যদি নাম্বার এ-র কথা বলেন। আপনি বললেন, আপনার আচরণ সন্দেহ সৃষ্টি করছে, আপনার পার্সোনাল কিছু দেন যোগাযোগের জন্য। তাই আমার সঙ্গে যোগাযোগ এর মাধ্যম হিসেবে হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম। আর যদি ২০ নং কমেন্ট এর কথা বলেন টাইপিং মিস্টেক হয়েছে মাত।উদার লেখাটি উদ্ধার হয়েছে শুধু মাত্র এতটুকুই।আর যদি কোনো ধরনের সন্দেহ থাকে আমার সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন।

মিরোরডডল বলেছেন:
শূন্য কি কিছুই বুঝতে পারছেনা?
This nick Nila is playing a game.
ভাইয়া আপনি নেগেটিভ কেন ভাবেন।আপনি কি নেগেটিভ মনের মানুষ। সবসময় পজিটিভ মাইন্ডসেট থাকাটা জরুরি।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৫

শূন্য সারমর্ম বলেছেন:

ভালো থাকবেন।

২৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৬

মিরোরডডল বলেছেন:



ব্যাপারটা ক্লিয়ার করেন; এই কেইস আগে করেও কি পেয়েছে নীলা?

এর উত্তর আমার জানা নেই।
সেই ভালো বলতে পারবে।
শুধু এটুকু জানি শূন্যকে যা বলেছে, ব্লগার সেলিম, নতুন নকিব, মৌন পাঠক, খায়রুল আহসান সবাইকে সে এই একই কথা বলে এসেছে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৬

শূন্য সারমর্ম বলেছেন:

ব্যাপারটা মাথায় থাকবে।

২৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৬

মিরোরডডল বলেছেন:




নীলা(Nila) বলেছেন: ভাইয়া আপনি নেগেটিভ কেন ভাবেন।আপনি কি নেগেটিভ মনের মানুষ। সবসময় পজিটিভ মাইন্ডসেট থাকাটা জরুরি।

একদম ঠিক বলেছে, আমি খুবই নেগেটিভ মনের একজন মানুষ।
তাই কিছু মানুষ যখন মাল্টি নিক নিয়ে এসে বিভিন্ন রকম কাহিনী করে, ইচ্ছাকৃত না হলেও ওগুলোই চোখে পরে।


০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৮

শূন্য সারমর্ম বলেছেন:


মাল্টিনিক সুস্বাদু খাবার।

২৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৩৮

মিরোরডডল বলেছেন:




শূন্যর কাছে যে সুস্বাদু লাগে, সে আমি জানি।
I know you're simultaneously enjoying blogging from your multi too.
That's okay as long as not hurting other.

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:২২

শূন্য সারমর্ম বলেছেন:


আপনি আয়নার মালিক, অনেক কিছু দেখা যায়।

৩০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৫১

নীলা(Nila) বলেছেন: বিষয় তো একটাই ছিলো,যাদের লেখা আমার কাছে খুব ভালো লাগে, তাদের কাছে আবদার করেছি একটি কবিতা উপহার হিসেবে দেওয়া জন্য। আমি তো জানি সবাই দিবে না।তাই বলে দেখেছিলাম। তার মধ্যে দু'জন দিবেনা বুঝতে পপেরেছি,তাদের কমেন্ট দেখে।আর একজন ভাই লিখে পাঠিয়েছেন।শূন্য সারমর্ম, আপনি লিখে দিতে চেয়েছেন। আমি তো একটা বিষয় নিয়ে চেয়েছি।আমি তো ৪-৫ জনের কাছে ভিন্ন ভিন্ন চাইনি।সবাই তো লিখে দিবে না বলে দেখেছিলাম কেউ যদি একজন লিখে দেয়।আর সবাই যদি লিখে দিতো,তাহলে যাদের লেখা সবচেয়ে ভালো লাগবে, তাদের ২ টা আমি পড়ে শুনাইতাম।তবে একটা কথা হচ্ছে আমার প্রত্যেকটা কমেন্ট সবাই দেখতে পাচ্ছেন।যাদের কাছে চেয়েছি তারা-ও দেখতে পাচ্ছেন।
মিরোরডডল ভাইয়া আপনাকে বলছি
এখানে লুকোচুরি নেই তো।যদি থাকতো তাহলে বলতে পারতেন। সবাই কেনো আমাকে দিবো বলেন আমি কি কারুর পরিচিত কেউ। তবুও চেয়েছি কেউ না কেউ একজন দিবে তো।আর আমি সবাই কে তো ঢালাওভাবে বলিনি।আমার কাছে যে ৪-৫ ব্যক্তির লেখা ভালো লাগে তাদের কাছেই চেয়েছি,আর একটা বিষয় নিয়েই চেয়েছি।এখানে অন্য কোনো উদ্দেশ্য নেই সেইটা আমি তো জানি কেউ জানুক আর না জানুক। আপনার বা আপনাদের ভালো না লাগতেই পারে,আপনারা অনেক কিছু বলতেই পারেন।আপনাদের বলার মুখ বা কমেন্ট আটকানো যাবে বলেন।যাবেনা তো।তাই আপনারা বলতে থাকেন।তবে আমি আল্লাহর কসম করে বলতে পারি এখানে অন্য কোনো বা বাজে কোনো উদ্দেশ্য নেই আল্লাহর রহমতে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:২৩

শূন্য সারমর্ম বলেছেন:

কসমের প্রয়োজন ছিলো না।

৩১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৫২

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি কি মাঝে মাঝে আপনার নিকটা অন্য কাউকে ভাড়া দেন? মাঝে মাঝে আপনার লেখা অন্য রকম মনে হয়।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:২১

শূন্য সারমর্ম বলেছেন:


ভাড়া কেন দিবো? কার মত মনে হয়?

৩২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:০৫

মিরোরডডল বলেছেন:




প্রিয় সবাইকে গিয়ে কবিতা লেখার আবদার করা, বিষয় নির্ধারণ করে দেয়া, তাও আবার বসের প্রশংসা করে কবিতা!
পুরো বিষয়টা স্বাভাবিক না বলেই মেনশন করা।

It's okay Nila, don't be so emotional.
All good.

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:২০

শূন্য সারমর্ম বলেছেন:


উনি ঠিক কি চায়,বুঝিয়ে বলতে পারছে না।

৩৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৫০

সাড়ে চুয়াত্তর বলেছেন: সোনাগাজীর মত মনে হয়।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:৩৫

শূন্য সারমর্ম বলেছেন:
তা ঠিক, নির্যাসটা ঐ রকমই পাওয়া যেতে পারে।


মাল্টি ভাববেন না কিন্তু, আপনার মতে যদিও আমি মাল্টি না,ভাড়া দিয়ে বেড়ানো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.