নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘন্টার পর ঘন্টা ফোনের স্ক্রীনের আলো আপনাকে টেনে ধরে আছে অদৃশ্যভাবে,মগজে নিউরোকেমিক্যাল রিলিজ হচ্ছে, সময় চলে যাচ্ছে দ্রুত। আপনার ধৈর্য্য কম তাই আপনার জন্য পয়দা করা হয়েছিলো "টিক-টক, তার আদলে ইউটিউব-শর্টস, ফেসবুক রিল। ইন্টারনেটের কল্যাণে ইনফরমেশন এখন সুমাত্রার সুনামীর চেয়ে বেশি গতিতে ধরা দেয়, মগজের একটা অংশ বিচার করতে চায় না, এত ডাটা/ইনফো কতটুকু কাজে লাগবে বা কতটুকু সঠিক,বিশ্বাসযোগ্য। এ বিচারের দায়িত্ব কে নেবে?? আপনি গুজব ছড়িয়ে দাঙ্গা লাগিয়ে বিশ্বমিডিয়ার শিরোনামও হতে পারবেন, দেশে এসবের নমুনা দেখেছি।
আমার পরিচিত একজন ছিলেন 'সারাক্ষণ ফোনে ধর্মীয় ক্লিপস,ওয়াজ শোনেন, শুধুমাত্র বির্তকে জেতার জন্য ; যাদের বিপক্ষে বিতর্কে লড়বেন তাদের এত এক্সেস নেই ইন্টারনেটে ; অন্যদিকে উনার বানের মত রিসোর্স। ইউটিউব এলগ্যরিদম উনার মগজ রিড করে, উনাকে এত পরিমাণ খাবার দিয়েছে যে "উনি নিজেকে অনেক জ্ঞানী ভাবেন, অহংবোধ কাজ করে, উনার নিজের কোনো ভাবনা নেই ; অন্যের ভাবনা, উনার পুজি।
ধীরে ধীরে মানুষ চাচ্ছে চার্জ হবে ১০ মিনিট, চলবে ১০ ঘন্টা ;সেই প্রসেসে কাজ করে চলেছে প্রযুক্তি। আপনি ইন্টারনেটকে কিভাবে ব্যবহার করছেন নাকি ইন্টারনেট আপনাকে চালায়। ইনস্টার মডেলের প্রতি পদক্ষেপ দেখতে ভালো লাগে? আমি কয়েকমাস আগে ইউটিউবে একটা সিরিজ দেখেছিলাম তা হলো ' Vsauce "চ্যানেলের "MindField" ; নতুন নতুন ইনফো প্রসেসিং করে রোমান্চিত হয়েছিলাম।
সময়ের ব্যবধানে চোখে পড়ে, অনেক নতুন ইউজার হারিয়ে যায় ভুল ইনফোর জালে /এলগ্যরিদম ইউজারকে আটকে ফেলে নিজস্ব ভূবনে।পৃথিবী ঠিকই ঘুরে, ইন্টারনেটও পৃথিবী ঘুরায় তবে বেশীরভাগ আটকে আছে নিজস্ব মাইন্ডসেটের সুখী কমফোর্ট জোনে। অন্যের প্রতিটি পদক্ষেপ, আলোচনা, সমালোচনা মগজে প্রসেসিং হয় তখন ভাবনায় ছেদ ধরা পড়তেই পারে।আচ্ছা, সামাজিক নেটওয়ার্ক সাইট বাঙালীদের ডিপ্রেশনে ভোগায় কিনা?? আপনার কি মনে হয়??
১২ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১৩
শূন্য সারমর্ম বলেছেন:
গ্লোবাল ওয়ার্মিং টাইপ সমস্যা এটা?
২| ১২ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০২
সোনাগাজী বলেছেন:
ইন্টারনেট সভ্যতার অংশ।
১২ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১৪
শূন্য সারমর্ম বলেছেন:
সভ্যতার এ অংশকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়া যায়, পিছিয়ে থাকাও যায়।
৩| ১২ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৩
আওয়ামী বলেছেন: এলগোরিদমের প্রভাব মুক্ত হয়ে নেট বিচরনের উপায় কি?
১২ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৫৪
শূন্য সারমর্ম বলেছেন:
আপনি নিজে এলগ্যরিদম বানান, আপনার কথা শুনবে।
৪| ১২ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:১২
রাজীব নুর বলেছেন: ইন্টার ছাড়া পুরো দুনিয়া থেমে যাবে।
১২ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৫
শূন্য সারমর্ম বলেছেন:
এভাবে না থামিয়ে, পৃথিবীর ঘুরা বন্ধ করে দিতে হবে।
৫| ১২ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:২০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- না।
- তবে কিনা আমি যেকোনি জিনিসেই অতি সহজেই আশক্ত হয়ে পরি। তাই আমি কোনো কিছুকেই একটানা খুব বেশী সময় দেই না।
১২ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৪
শূন্য সারমর্ম বলেছেন:
ফুল/ফল, বৃক্ষেরর নেশা ভালোই আছে।
৬| ১২ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৮
জুল ভার্ন বলেছেন: আমি আসক্ত নই, তবে ইন্টারনেট সময়ের চাহিদা অনুযায়ী যথাযথ বলেই মনে করি।
১২ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪৭
শূন্য সারমর্ম বলেছেন:
ইন্টারনেট ঠিক আছে, সমস্যা হচ্ছে ইউজারদের মগজ।
৭| ১২ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:০৫
গেঁয়ো ভূত বলেছেন: আমার ইন্টারনেটে আসক্তি আছে। তবে আমার অনলাইন এ প্রায় পুরোটা সময়ই ব্যায় হয় কিছুনা কিছু পড়ে।
১২ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৪৭
শূন্য সারমর্ম বলেছেন:
পড়ুয়া মানুষ আপনি।
৮| ১২ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:০৭
কামাল১৮ বলেছেন: ওয়াজ শুনে জ্ঞানী হওয়া যায়।আপনি কি বলেন?
১২ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:২৭
শূন্য সারমর্ম বলেছেন:
না, যায় না।
৯| ১২ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৪১
নেওয়াজ আলি বলেছেন: অবশ্যই মারত্মক আসক্তি । যেটা যুব সমাজ আর শিশুদের মারত্মক ক্ষতিকর ।
১২ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:২৮
শূন্য সারমর্ম বলেছেন:
ভাবনার দিক থেকে অটিজম বৃদ্ধি পাচ্ছে।
১০| ১৩ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:০৬
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা দেখতে।
১৩ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৬
শূন্য সারমর্ম বলেছেন:
ইজতেমায় যাননি?
১১| ১৩ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:১৬
জ্যাক স্মিথ বলেছেন: বর্তমানে সব মানুষই কম বেশি ইন্টারনেট, মোবাইলফোন, গেম এসবে আসক্ত, কারো জন্য আবার এগুলা পেশা।
নিজেকে কন্ট্রোল করা শিখতে হবে।
১৩ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৬
শূন্য সারমর্ম বলেছেন:
শি্খুক।, শিখে সবাই ভালো থাকুক।
১২| ১৪ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:৫৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: কিছুটা আসক্তি হয়েছে মনে হয়।
১৪ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৮
শূন্য সারমর্ম বলেছেন:
কিছুটা হয়তো বড় হবে না।
©somewhere in net ltd.
১| ১২ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাচ্চারা তো বটেই, প্রাপ্তবয়স্করাও এই নেশায় আসক্ত হয়ে গিয়েছে। উত্তরণের উপায় জানা নেই। নিজেকে ব্যস্ত রাখতে হবে অন্য কিছুতে। অন্য কিছু কী তা জানি না...