নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইংরেজী টেস্ট দিয়ে দেশের বাহিরে ভবিষ্যৎ ভালো খুজতে চাওয়া তরুন প্রজন্ম কেমন চোখে পড়ছে আপনাদের? জরিপ আছে কোনো? কিছুদিন আগে পত্রিকার পাতায় আমার চোখে পড়েছে কিছু তরুণ-তরুনী বিদেশে পড়াশোনো করতে এসে মাদকের একটা ভার্সন ডেভেলপ করার বিদ্যা রপ্ত করেছে, রপ্ত করেই দেশে ফিরেছে, নিজের রুমকে সাম্রাজ্য বানিয়ে ব্যাবসা শুরু; টার্গেট দেশের এলিটদের ছা-পোনাদের। তারও আগে চোখে পড়েছিলো বিদেশে পড়াশোনা করে এসে কিশোর গ্যাং লালন-পালন, এলাকায় চেঙ্গিস খান হবার চেষ্টা।
আরবে চাকুরীতে জীবনের অর্থ বাতাসে উড়ে চলে যায় কর্পূরের মতন, দেশে ফিরে হয়তো দেখে ইট গেথে উঠোনে বাড়ি তৈরী হয়েছে। আমার পরিচিত দুজন আরবে চাকুরী করে, ওরা হাসতে পারে না,মেকী হাসি দেয়। ইউরোপে পড়াশোনায় গিয়েছে ২/৪ জন, বাবার মৃত্যুতে দেশে ফিরেছে একজন, আচার-আচরণে ইউরোপের বাতাস টের পেয়েছি কিছুটা। সোস্যাল নেটওয়ার্কে ছবি দেখে বুঝা যাচ্ছে যতই সময় যাচ্ছে ইউরোপের বাস্তবতা ফুটে উঠছে/আবেগ /উচ্ছ্বাস কমছে।কানাডায় একজন ছিলো, সবাই বলা বলি করছে এটাই আসল ভবিষ্যৎ, কারণ সে গাড়ি কিনেছিলো।
সিরিয়ালে অনেকেই আছে ইংরেজী টেস্ট দিলো /দিবে, রেজাল্ট নিয়ে বসে আছে ;এম্বাসী ফেইস করে শপিং এ যাচ্ছে। দেশ নিয়ে আশা নেই, ভরসা নেই, দেশ ছেড়ে পশ্চিমে থেকে টাকা বানিয়ে দেশে ভালো লাইফ লিড করবে -এ ভাবনাই স্বপ্ন দেখাচ্ছে। আপনারা যারা বিদেশ আছেন, কি দেখছেন?বাঙালীরা ভালো করছে? দেশে যারা আছেন, কি দেখেছেন, আপনার পরিচিত কতজন আছে যে লাগেজ গুছাচ্ছে।
১১ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪৭
শূন্য সারমর্ম বলেছেন:
দেশে ফিরবো কাজ শেষে ' এমন ভাবনার মানুষ বাড়ছে নাকি কমছে?
২| ১১ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
বাইরে যাওয়ার জন্য আমার আরো ১৫ বছর আগেই চেষ্টা করা দরকার ছিল। পিছুটানের টানে দেশে পরে আছি।
১১ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪৮
শূন্য সারমর্ম বলেছেন:
আফসোস হয়?
৩| ১১ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:০১
শ্রাবণধারা বলেছেন: এবার দেশে এসে দেখলাম যে সবাই বিদেশে চলে যেতে চাচ্ছে। যাদের বয়স হয়ে গেছে, তারা তাদের ছেলে মেয়েদের পাঠিয়ে দিতে চায়।
১১ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৪৩
শূন্য সারমর্ম বলেছেন:
অবস্থা তাহলে কঠিন হচ্ছে ধীরে ধীরে।
৪| ১১ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:০৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: লেখক বলেছেন:
আফসোস হয়?
কোন কোন সময়।
১১ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৪৪
শূন্য সারমর্ম বলেছেন:
ফ্যামিলি নিয়ে চলে যাবার চেষ্টা করুন।
৫| ১১ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:১৬
সোনাগাজী বলেছেন:
ঢাকার বাইরের ছেলেমেয়েরা তো বাংলাও জানে না।
১১ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২২
শূন্য সারমর্ম বলেছেন:
এটা সমস্যা ; ঢাকার ভেতরের গুলো ইংরেজীর পাশাপাশি জার্মান,জাপানীও শিখছে।
৬| ১১ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:২৭
নূর আলম হিরণ বলেছেন: দেশে আসলে সবাই ফিরতে চায়। সমস্যা হচ্ছে যেখানে থাকে সেখানের সাথে দেশের সুযোগ সুবিধা কম্পেয়ার করে হতাশ হয়ে আর আসতে চায় না। তবে অবস্থা এখন কিছুটা পরিবর্তন হচ্ছে, ভালোভাবে ইনভেস্ট করলে সেখান থেকে ভালো আউটপুটা আসার সম্ভাবনা এখন অনেক। সামর্থ্য থাকলে এখন দেশেও ভালো সুযোগ সুবিধা পাওয়া যায়।
১১ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৩
শূন্য সারমর্ম বলেছেন:
আমার পরিচিত ৪ জনের মধ্যে ১ জন আসতে চায় বলেছিলো।
৭| ১১ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০৮
অধীতি বলেছেন: মূলত আমাদের পড়ালেখা করানোই হচ্ছে রপ্তানি করার জন্য। কেউ আগে অথবা কেউ পরে। বাংলা ভাষায় যতক্ষণ না শিক্ষা ব্যবস্থা ও সর্বস্তরে বাংলা চালু না হবে ততক্ষণ স্বনির্ভর জাতি হবে না।
১১ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৬
শূন্য সারমর্ম বলেছেন:
নিজ পায়ে দাড়াতে কত বছর লাগে, ৫০ পার হলো তো।
৮| ১১ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১০
জ্যাক স্মিথ বলেছেন: গণহারে মানুষ ইউরোপ ঢুকছে, ট্রালারে, বিমানে, টারজান ভিসায় যে যেভাবে পারছে দেশ ছাড়ছে।
বিদেশে যে যত ভালো অবস্থায়ই থাকুক না কেন, মাতৃভূমির টান কখনে ভুলতে পারে না। অনেকে বিদেশে ভালো অবস্থানে থাকার পারেও দেশে এসে সেটেল্ড হয়েছে। ভয়ঙ্কর জনসংখ্যা আর দূষণের এই দেশ থেকে অন্তত ৫০% মানুষের বিদেশে চলে যাওয়া উচিৎ।
১১ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৫
শূন্য সারমর্ম বলেছেন:
আপনি দেশে নাকি বিদেশ?
৯| ১১ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৩
ঢাবিয়ান বলেছেন: তরুন প্রজন্ম বিদেশে চলে যেতে চাচ্ছে কারন দেশে কোন ভবিষ্যত নেই। কিন্ত তারপরেও যেতে হলে কিছু জিনিষ মাথায় রাখতে হবে । আইএলটিএস এ মোটামোটি একটা স্কোর করে , বিদেশের যে কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেই অনেকে দৌড়ে চলে যায়।তবে গ্র্যজু্যেশন লেভেলে বিদেশে পড়াশনার খরচ অত্যন্ত বেশী। অনেকে কিছু টাকার ব্যবস্থা করেই বিদেশে চলে যায় , ভাবে যে পার্ট টাইম চাকুরি করে পড়াশোনা শেষ করবে। কিন্ত আদতে পার্ট টাইম চাকুরি করে বড়জোড় থাকা খাওয়ার খরচ কিছুটা উঠানো যায় কিন্ত পড়াসোনার বিপুল খরচ কোন অবস্থাতেই জোটানো সম্ভব নয়। অনেকেই এই কারনে পড়াসোনা শেষ না করেই মাঝ পথে ফিরে আসতে বাধ্য হয় । আবার অনেক পিতা মাতার টাকার অভাব নাই। তারা কোটি টাকা খরচ করে সন্তানকে বাইরে পড়াতে সক্ষম। কিন্ত অখ্যাত কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে গ্র্যজু্যেশন শেষ করা সম্ভব কিন্ত গ্র্যজু্যেশন শেষে সে দেশে চাকুরির ভিসা ম্যনেজ করা সম্ভব হয় না। সে ক্ষেত্রেও অনেককে দেশে ফিরে আসতে দেখেছি। এ কারনেই বিদেশে যেতে হলে সবদিক বিচার বিবেচনা করেই সিদ্ধান্ত নেয়া উচিত। বিদেশে বাঙালীদের মাঝে সবচেয়ে বেশী সফলতা লাভ করেছে যারা মাস্টার্স লেভেলে পড়াশোনা করতে যায়। মাস্টার্স এর পর চাকুরি ভিসা ম্যনেজ করাটা তুলনামুলকভাবে সহজ। আবার অনেকেই পিএইচডি প্রোগ্রামে ঢুকে পড়ে ।তখন আর পিছন ফিরে তাকানোর প্রয়োজন হয়।
১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:২৫
শূন্য সারমর্ম বলেছেন:
ভালো বলেছেন,জানলাম। পার্ট টাইম চাকুরী সম্ভবত কি কি ধরনের হয়ে থাকে?
১০| ১১ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫৬
জুল ভার্ন বলেছেন: প্রায় ৩৫ বছর আগে বিদেশের মোহ ত্যাগ করে দেশে ফিরে এসেছিলাম অনেক স্বপ্ন নিয়ে....সেই স্বপ্ন ভংগ হতে বেশী সময় লাগেনি.! বর্তমান প্রজন্মের তরুণরা বাস্তবতার নিরিখে অনেক বেশী সচেতন- তাই এরা যেকোনো ভাবেই দেশ ছাড়তে উদগ্রীব।
১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:২৬
শূন্য সারমর্ম বলেছেন:
বিদেশের মোহ ত্যাগ করা নিয়ে লিখুন, পড়ি।
১১| ১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:০৫
জ্যাক স্মিথ বলেছেন: আমি দেশে, দেশের বাইরে যাইনি কোন দিন।
১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:২৬
শূন্য সারমর্ম বলেছেন:
আচ্ছা, ঠিক আছে।ইচ্ছা করেনি কোনোদিন?
১২| ১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:০৬
কালো যাদুকর বলেছেন: এই ভাবনাটি একেবারে ঠিক ৷ আগনি যা বলেছেন আমি একমত ৷ বিদেশে যাওয়ার আগে এরকমই সবাই ভাবে ৷ তবে বাস্তবতা টের পায় অনেক পরে।
ব্যক্তিগত ভাবে মনে করি দেশে থাকাই ভাল ৷
১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:২৮
শূন্য সারমর্ম বলেছেন:
ধন্যবাদ মন্তব্যের জন্য।
কেন দেশে থাকা ভালো একটু ব্যাখ্যা করবেন?
১৩| ১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৪৭
অনল চৌধুরী বলেছেন: বাংলাদেশে রাজনীতি ব্যবসা-বাণিজ্য সাহিত্য সংস্কৃতি-সবকিছুই একটা সিন্ডিকেটের হাতে।
এদের দলে না গেলে কেউ এসব ক্ষেত্রে সফল হতে পারবে না।
বিশেষ করে রাজনীতিতেতো পুরোপুরিই জমিদারতন্ত্র চলছে।
দেশের যতো লোক বিদেশে যাবে, ততোই দেশের জন্য ততোই ভালো।
জনসংখ্যা -যানজট সব কমবে।
এজন্যই ইউরোপীয়রা এ্যামেরিকা-ক্যানাডা-অষ্ট্রেলিয়া- নিউজিল্যান্ড দখল করেছিলো।
তাছাড়া অনেকে দুবাইয়ের হোটেলে সুইপারের কাজ করেও মাসে ৫০ হাজার টাকা বেতন পেয়ে নিজেকে আইনষ্টাইনের আর ডারউইনের মতো বিরাট বোদ্ধা-জ্ঞানী-গূণী দাবী করে !!!
আবার অনেকে ১৪ পুরুষে প্রথম লন্ডন-এ্যামেরিকা-ক্যানাডা গিয়ে নিজেদের গ্যাগারিন আর তেরেসকোভা মনে করে।
সুতরাং সুইপার হওয়ার জন্যও দুবাই-সৌদি-নিউইয়র্ক যাওয়া ভালো !!!
১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:১২
শূন্য সারমর্ম বলেছেন:
বিদেশে বলার মত সফল কতভাগ?
১৪| ১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:২৩
রাজীব নুর বলেছেন: সত্যিকার অর্থে আমাদের দেশের অবস্থা ভাল না। রাস্তার ফুটপাত ভাল না, মানুষ ভাল না, রাজনীতিবিদ ভাল না কেউ ভাল না। জটিল কুটিল মানুষদের জন্য বাংলাদেশ ঠিক আছে। কিন্তু বাংলাদেশের সব মানুষ জটিল কুটিল না। এই দেশে সমস্যা হলো সহজ সরল মানুষদের নিয়ে। তাঁরা জটিল কুটিলদের সাথে পেরে উঠছে না। তারাই দেশ ছেড়ে চলে যেতে চায়।
১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:৫৮
শূন্য সারমর্ম বলেছেন:
অবলা জীবরা অবেলায় দেশ ছেড়ে দেয়।
১৫| ১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:৪০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- কথা সত্যি তরুণদের একটা অংশ দেশ ছেড়ে দিতেই চায়। কেউ পারে, কেউ পারে না। আমার শেষ সময়ের ক্লাশমেটদের অনেকই দেশের বাইরে চলে গেছে। আর ফিরে আসবেনা চিন্তা করে গেছে।
১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:৫৯
শূন্য সারমর্ম বলেছেন:
জ্বি' আশেপাশে শুধু ইউরোপ/কানাডার গন্ধ পাই।
১৬| ১২ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:১২
আওয়ামী বলেছেন: জয় বাংলা
১২ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:৩৮
শূন্য সারমর্ম বলেছেন:
জয় আওয়ামী।
১৭| ১২ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:২৫
নেওয়াজ আলি বলেছেন: কথা সত্য তরুণ প্রজন্ম উন্নত জীবনের জন্য বিদেশ গিয়ে ফিরতে চায় না। তবে তা দুঃখজনক ।
১২ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:৩৯
শূন্য সারমর্ম বলেছেন:
বিদেশে থাকা বাঙালী প্রফেশনালদের দেশে এনে কাজে লাগানো দরকার।
১৮| ১২ ই জানুয়ারি, ২০২৩ রাত ১:৫২
কালো যাদুকর বলেছেন: আমি মনে করি বাংলাদেশে থাকাই ভাল ৷ এর কারন হচ্ছে- বাহ্যিকভাবে যদিও মনে পারে বাংলাদেশে অনেক অসুবিধা , লং রান, দেশে অনেক সুবিধা আছে ৷ ব্যাঙ্গিগত মেধা দেশের জন্য কাজে লাগানো যায়, ব্যাক্তিগত উন্নতী হয় ( অনেকে দ্বিমত পোষন করতে পারেন) ৷ যে যাই বলুক দেশের মাটি বায়ু, দেশের সন্তানের জন্য উপকারী৷
১২ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:১৬
শূন্য সারমর্ম বলেছেন:
ঠিক আছে।
১৯| ১২ ই জানুয়ারি, ২০২৩ রাত ৩:১১
কামাল১৮ বলেছেন: আমরার পুরা পরিবার বাইরে তাও বেশ কয়েক বছর।নতুন প্রজন্ম কি ভাবছে যারা দেশে থাকে তারা ভালো বলতে পারবে।
১২ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:১৭
শূন্য সারমর্ম বলেছেন:
কমেন্টস পড়ে আইডিয়া পাওয়া যাচ্ছে।
২০| ১২ ই জানুয়ারি, ২০২৩ ভোর ৫:২৮
অনল চৌধুরী বলেছেন: লেখক বলেছেন: বিদেশে বলার মত সফল কতভাগ? -চীনা আর ভারতয়ীরা শিক্ষা-জ্ঞান-বিজ্ঞানের ক্ষেত্রে ১০-১৫ ভাগ।
আর বাংলাদেশের লোকজন কুলি শ্রমিক, ট্রাক্সিচালক, হোটেেলের বয়-বেয়ারা এসব ক্ষেত্রে ৯৯ ভাগ।
১২ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:১৮
শূন্য সারমর্ম বলেছেন:
কাতারে কতজন মারা গেসিলো?
২১| ১২ ই জানুয়ারি, ২০২৩ ভোর ৫:৪৬
কাছের-মানুষ বলেছেন: তরুণ প্রজন্মের জন্য দেশে চাকরীর পর্যাপ্ত সুবিধা নেই! আমার অনেক পরিচিত যারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছে মোটামুটি সবাই বেকার, এরা পরিবারে অবধান রাখতে পারছে না, কোনমতে কোচিং বা স্কুলে পড়িয়ে হাত খরচ যোগাচ্ছে! জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়া ছেলেমেয়েগুলোর জন্য বিদেশের দরজা অনেক কঠিন তবে দেশের সব সেক্টরে কম মূল্যে কাজ করে তারাই দেশের ইন্ড্রাস্টি টিকিয়ে রেখেছে, বড় কোম্পানি মার্কেটিং বিভাগের লোক দেখেন ১০-১২ হাজার বা ১৫-২০ হাজার টাকা মূল্যের চাকরী করে কোনমতে টিকে আছে তারপর সবাই চাকরী পাচ্ছে না। যারা সরকারী বিশ্ববিদ্যালয়ে বা প্রাইভেটে পরেছে তারা হয়ত চাকরী কেউ পাচ্ছে তবে এই দুই শ্রেণীর অনেক ছেলেমেয়ে বাহিরে চলে যায় অথবা বড় কোম্পানির উপরের শ্রেণিতে আছে, আমি বলছিনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কেউ উপরের শ্রেণীতে নেই তবে তাদের জন্য সত্যিই কঠিন! দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে বিভাজন করার জন্য দুঃখিত তবে এটা নির্মম বাস্তবতা! মোট কথা দেশে শিক্ষার মান, চাকরীর বাজার, উপযুক্ত ব্যাবসায়ীক পরিবেশ নেই, অসীম দুর্নীতি, জায়গায় জায়গায় ঘুষ কালচার (দরিদ্র থেকে ধনী সব শ্রেণী যে যেই সেক্টরে আছে, সুযোগ থাকলে ঘুষ খেয়েই যাচ্ছে। ঘুষের ক্ষেত্রে ধনী এবং গরীব নেই, সরকারী অফিসের পিয়ন থেকে বড় কর্তা।)
স্বভাবতই তরুণ প্রজন্ম হতাশ হয়ে দেশ থেকে বেরুতে চায়, এতে তাদের দোষ দেয়া যায় না, আসলে দেশ প্রেম দিয়ে পেট চলে না! বিদেশের জীবন চ্যালেঞ্জিং অবশ্যই দেশের জন্য টান অনুভব হয় তবে বাস্তবতা ভেবে বাহিরে থাকে মানুষ! আমাদের মত তৃতীয় বিশ্বের-মত দেশের মানুষের হল দেশে শান্তি নাই আবার বিদেশে গেলেও দেশের মাটির টান অনুভব হয়!
১২ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৫
শূন্য সারমর্ম বলেছেন:
অবস্থা বেগতিক।
২২| ১২ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:১৫
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
১২ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৬
শূন্য সারমর্ম বলেছেন:
চলুন, বিদেশ চলে যাই।
২৩| ১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ৩:৪৪
হাসান জামাল গোলাপ বলেছেন: আমার এ শহরে একটি universityতে দেশের অনেক undergraduate ছাত্র আছে। এই universityতে পরিচিত কিছু faculty আছেন। তাঁদের কাছ থেকে শুনেছি, অধিকাংশ পড়াশুনায় ভালো নয় এবং পরিশ্রমীও নয়।
১৩ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:১৪
শূন্য সারমর্ম বলেছেন:
কোন শহরে?
২৪| ১৩ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৭:২৪
রানার ব্লগ বলেছেন: যে দেশে রসায়নে স্নাতকোত্তর করে মেট্রোরেলের ড্রাইভার হয় সেই দেশের তরুণরা বিদেশ ছুটতে চাইবে এটাই স্বাভাবিক।
১৩ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:১৮
শূন্য সারমর্ম বলেছেন:
কিভাবে নিয়োগ পেলো?
২৫| ১৪ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:১৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: আন্তর্জাতিক নাগরিক হওয়ার চেষ্টা করতে হবে যেন চাইলেই যে দেশে যাওয়ার যোগ্যতা থাকে। বিদেশে গেলে মানুষের চোখ খোলে। এই দেশে বসে আমরা অনেকে কুয়োর ব্যাঙ হয়ে যাই। একজন লোক বিদেশে গেলে একটা পরিবারের দায়িত্ব নিতে পারে। দেশের অর্থনীতির জন্য ভালো। প্রথম প্রজন্ম বিদেশে সামান্য চাকরী/ কাজ করলেও এদের বংশধররা পরে ভালো করে। অনল ভাই উপরে বলেছেন যে এভাবেই কানাডা, অস্ট্রেলিয়া, অ্যামেরিকা সাদাদের দখলে এসেছিল। এখন থেকে ৫০ বা ১০০ বছর পরে বিপুল জনসংখ্যার দেশগুলিই বিশ্বের অর্থনীতিতে ভালো করবে। সঠিকভাবে প্রশিক্ষণ এবং শিক্ষা দেয়া গেলে জনসংখ্যা একটা দেশের জন্য সম্পদ।
১৪ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪১
শূন্য সারমর্ম বলেছেন:
২য়/৩য় প্রজন্ম হয়ে বিদেশ যেতে পারলে ভালো হয়।
©somewhere in net ltd.
১| ১১ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৫
নূর আলম হিরণ বলেছেন: দেশে সুযোগ-সুবিধা না পাওয়ার কারণে বেশিরভাগ তরুণ/তরুণী এখন বাইরে পাড়ি জামাতে চাচ্ছে। দেশের গুটি কয়েক পরিবার বাকি সব নাগরিকদের সুযোগ-সুবিধা দখল করে রাখছে। তবে এখন একটা ভাল দিক হচ্ছে যারা প্রবাসে যাচ্ছে তারা ওখানে থেকে দেশে ইনভেস্ট করার চেষ্টা করে। যেন সময় থাকতে দেশে এসে কিছু করতে পারে। এদের ইনভেস্টের নিরাপত্তা সরকার দিলে এরা বেশি সময় বিদেশে থাকবে না।