নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

নিখুত টিম কাপ পায় না, এটাই বাস্তব।

১৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৩০








ফ্রান্সের কোচ চেয়েছে বেলজিয়াম,স্পেন,পর্তুগাল যে ভূল করেছিলো তা করা যাবে না,ওরা গোল দিতে চেয়েছিলো আমাদের তা করা যাবে না ; ওরা গোল দিতে পারেনি মরক্কোর ডিফেন্সে, আমরাও পারবো না সম্ভবত। আমরা পায়ে বল রাখবো না, ওদের অ্যাটাক করতে দিবো তখন যে স্পেস ক্রিয়েট হবে, আমাদের স্পিড কাজে লাগিয়ে গোল বের করবো।ফাইনালে ফ্রান্স কি ট্যাকটিকস সাজায় কে জানে?
এ বিশ্বকাপে ফ্রান্সের ইনজুরীতে মিডে সমস্যা ছিলো, তাই ফরাসীরা মিড বাদ দিয়ে খেলেছে' একমাত্র গ্রিজম্যান চোখ বন্ধ করে জায়গামত বল ফেলেছে,যা কাজ করেছে।

ক্রোয়েশিয়ার সাথে মরক্কোর পার্থক্য হলো ম্যাচে মরক্কো সুযোগ সৃষ্টি করতে পেরেছে, বডি ল্যাঙ্গুয়েজ পজিটিভ ছিলো ম্যাচ শেষ পর্যস্ত। ইউরোপীয় বাতাস গায়ে লেগেছে বলেই সেমি সম্ভব হয়েছে, এ মরক্কো কতদুর যাবে সময় বলবে, তবে রুপকথা লিখা শেষ করতে পারলো না।আচ্ছা মরক্কোর বেন্চ থেকে প্লেয়ার এনে বাংলাদেশ ফুটবল দল সাজানো যায় না?

আর্জেন্টিনার অর্থনীতির অবস্থা নাকি সুবিধার না, বিশ্বকাপ জিতলে একটু স্বস্তির মুখ দেখবে, বাংলাদেশের মানুষ খুশি থাকবে, আরেকটা কথা মেসিকে জানানো দরকার সেই আফগান খুদে ভক্ত সুবিধায় নেই নিজ দেশে; যা কিছুদিন আগে ব্লগে পড়লাম। কাপ জিতলে একটা বিহিত করে দিতে পারে; মেসিকে জানানোর দায়িত্ব কে নিবে? মেসি যে ফর্মে আছে ম্যাচ নিজের পক্ষে নিয়ে আসা খুব সম্ভব, আপনি গিয়ে যদি বলেন, আমাকে ৭টা ব্যালন ডি অর" দিয়ে দাও,আমি বিশ্বকাপ দিবো, মেসি কিছু না ভেবেই তা আপনাকে দিয়ে দিবে।









মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৫২

জুল ভার্ন বলেছেন: পূর্ব অভিজ্ঞতায় লক্ষ্য করেছি- যারা প্রথম দিকে খারাপ খেলেও শেষ মূহুর্তে ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তারাই জয়ী হয়।

১৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০৩

শূন্য সারমর্ম বলেছেন:


এই প্যার্টান সবসময় কাজ করে না।

২| ১৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:২৯

রাজীব নুর বলেছেন: বিশ্বের বেশির ভাগ মানুষই চাচ্ছে কাপ আর্জেন্টিনা পাক।

১৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০১

শূন্য সারমর্ম বলেছেন:

একমাত্র ফ্রান্স ছাড়া সবাই চাচ্ছে আর্জেন্টিনা নেক।

৩| ১৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৩৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
দীর্ঘ ২০ বছর অপেক্ষার পর বাংলাদেশে কাপ আসবে।

১৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০২

শূন্য সারমর্ম বলেছেন:


আসুক! তবে আমার /আপনার ব্রাজিল আর কবে পারবে?

৪| ১৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০৭

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনাকে আমি বলেছিলাম ফ্রান্স আর্জেন্টিনা ফাইনাল খেলবে।


এখন একটি অপ্রিয় সত্য কথা বলি - ফ্রান্স চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশী ।

১৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৩২

শূন্য সারমর্ম বলেছেন:


অপ্রিয় সত্য কথা পছন্দ হয়নি।

১৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৩৬

শূন্য সারমর্ম বলেছেন:


মজার ব্যাপার হলো ' পুরো টুর্নামেন্টই আর্জেন্টাইন সার্পোটাররা এভাবেই ভেবে এসেছে 'আজ বোধহয় হেরে যাবো।

৫| ১৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
লেখক বলেছেন:
আসুক! তবে আমার /আপনার ব্রাজিল আর কবে পারবে?



২০২২ এর পর একবারো মনে হয়নি ব্রাজিল কাপ পাবে। তবে এইবার টিমটাকে অন্যবারের চেয়ে ভালো মনে হয়েছিল।
মার্টিনালি কে বেশ মনে ধরেছে এইবার।


১৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৩৪

শূন্য সারমর্ম বলেছেন:


ব্রাজিল জিতবে 'সময় লাগবে। মার্তেনালি ফোকাসে আসবে।

১৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৩৯

শূন্য সারমর্ম বলেছেন:

ক্রোয়েশিয়ার সাথে হারে ব্রাজিলের কোথায় ভূল ছিলো? আপনি কি মনে করেন?

৬| ১৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:২৯

ফুয়াদের বাপ বলেছেন: ফাইনালে দলীয় ফর্মের তুঙ্গে থাকা ফ্রান্স vs সম্ভ্যাব্য সর্বকালের সেরা খেলোয়াড় মেসির নেতৃত্বে আর্জেন্টিনা। উভয় দলের খেলোয়াড়ী শক্তিই পরিক্ষীত। ফাইনালে কে জিতবে বলা মুশকিল। বাঘে-সিংহে তুমুল লড়াই দেখার সম্ভ্যাবনা আছে। ফ্রান্সের গতি ফুটবলের কাছে আর্জেন্টিনার ডিফেন্স কিছুটা দূর্বল মনে হচ্ছে। পক্ষান্তরে ডি-মারিয়া মাঠে নামার মতো ফিট থাকলে, মেসি-ডিমারিয়া-আলভাস্তেদের গতি আক্রমন সামলাতে বেশ বেগ পেতে হবে ফ্রান্স ডিফেন্সকে।

এখন অপেক্ষা ভালো একটা ফাইনাল খেলা দেখার। দুই দলই ভালো ফুটবল খেলে ফাইনালে। বিশ্বকাপ যার ঘরে যায় যাক। ফুটবলের বিজয় হোক।

১৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৩৭

শূন্য সারমর্ম বলেছেন:


ফাইনালের মত হলেই হয় 'গতবারের মত ৫-২ না হলেই হয়।

৭| ১৫ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:১২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
১. বক্সের বাইরে থেকে শর্ট নিয়ে গোল হচ্ছিলো না শক্ত ডিফেন্সের কারণে। তখন ছোট ছোট পাসে ডিফেন্স ভাঙা দরকার ছিল। সেটা করেনি। পরে সেইভাবেই গোল দিলো নেইমার।
২. নেইমারের গোলের পর একটা আয়েশি ভাব লক্ষ্য করেছিলাম। মুহূর্তের গা ছাড়া ভাব বিপদ ডেকে আনলো। গোল দেয়ার পর ডিফেন্স শক্ত করা দরকার ছিল।
৩. ট্রাইব্রেকারে ভুল পরিকল্পনা।

১৫ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৪৮

শূন্য সারমর্ম বলেছেন:


রিফ্লেক্টেড গোলে কি আর করা যায়।

৮| ১৫ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
রিফ্লেক্টেড গোলে কি আর করা যায়।
এটা দুর্ভাগ্য !

১৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:১৭

শূন্য সারমর্ম বলেছেন:


সঠিক।

৯| ১৫ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২৪

সোনাগাজী বলেছেন:



ডি মারিয়া ও মার্টিনেসকে নিলে মেসি বল পাবে না, ওরা মেসিকে বল দেয় না।

১৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:১৮

শূন্য সারমর্ম বলেছেন:

মেসি বল না পেলে, পোল্যান্ড ম্যাচ বাদে সব ম্যাচে গোল পেলো কিভাবে? মেসিকে বল দেয়াটাই ওদের জন্য স্বস্তির ব্যাপার।

১০| ১৫ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২৭

সোনাগাজী বলেছেন:



গতকালের খেলায়, মবাপে অতিরিক্ত গতিতে দৌড়ে বলের উপর কন্ট্রোল হারায়েছিলো বারবার।

১৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:১৯

শূন্য সারমর্ম বলেছেন:


সিরিয়াস ইনজুরীতে পড়ার চান্সও ছিলো।

১১| ১৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ৯:১৮

নেওয়াজ আলি বলেছেন: মরক্কো অনেক ভালো খেলেছে এটা স্বীকার করতেই হবে তবে কয়েকবার সুযোগ পেয়েও গোল করতে পারিনি ভাগ্য খারাপ ।

১৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:১৯

শূন্য সারমর্ম বলেছেন:


গতকাল মরক্কের অ্যাটাকিং খেলা দেখা সম্ভব হয়েছে ফ্রান্সের ট্যাকটিকসেরর কারণেই।

১২| ১৬ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:১২

মোস্তফা সোহেল বলেছেন: কাপ এখন যেই নিক সমস্যা না আর্জেন্টিনা ফাইনালে তো উঠছে ;)

১৬ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৫৫

শূন্য সারমর্ম বলেছেন:


কাপের লোভেই ফাইনালে উঠা।

১৩| ১৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:২৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: একমাত্র ফ্রান্স ছাড়া সবাই চাচ্ছে আর্জেন্টিনা নেক।

ইনশাল্লাহ কাপ আর্জেন্টিনাই পাবে।

১৬ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:২৭

শূন্য সারমর্ম বলেছেন:

আমিও চাচ্ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.