নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এবার বিশ্বকাপে অঘটনের জন্ম দিয়ে জীবিত আছে এখনো মরক্কো। তবে স্পেনের কোচ নাকি ১০০০ পেনাল্টি প্র্যাকটিসের হোমওয়ার্ক দিয়েছিলো ছেলেদের যেন গত বিশ্বকাপের মত মরক্কোর কাছে ধরা না খায় ; অথচ মাঠে কি হলো? এ ব্যাপারটা কিভাবে দেখছেন? অন্যদিকে জাপানের পেনাল্টি মারার দৃশ্য মোটেও কারও ভালো লাগার কথা নয়; এত আশা ছিলো এশিয়া হিসেবে, ব্লগেও পোস্ট এসেছে
মেসিকে আটকে রাখার প্লান আগেও কাজ করেছে ডাচ কোচের জন্য, এবার কাজ হবে?। ১৪ বিশ্বকাপের মেসি ও ২২ সালের মেসির মধ্যে তফাৎ দেখা যায়, মেসির পায়ে ১৫-২০ সেকেন্ড বল থাকা মানে বিপদজনক যা মেসি এই বিশ্বকাপেই দেখিয়েছে। ডাচরা হয়তো আর্জেন্টিনার ডিফেন্স ভাঙতে পারবে, তবে আর্জেন্টিনাকে খাতা খুলতে মেসির প্রয়োজন যা গত চার ম্যাচে বুঝা গিয়েছে।
ব্রাজিল যদি ক্রোয়েশিয়ার কাছে হেরে বসে 'আমার মনে হয় আগামী আরও ২০ বছরও কাপ পাবে না ব্রাজিল; কারণ এ বিশ্বকাপে কোচ সহ ডান্স টিম হলো ব্রাজিল, যেটাতে পুরো বিশ্ব আনন্দ পেয়েছে। অন্যদিকে মরক্কো চাইবে পুরো দেশকে ডিফেন্সে নামিয়ে সেমিতে খেলতে, রোনালদোর শেষ অধ্যায় ক্যাচালে লিখা হবে কিনা বলা যাচ্ছে না, হতেও পারে ; বৃটিশ ফুটবল ও ফরাসী ফুটবলের তফাৎ ক্লাব ফুটবল দিয়ে বুঝা যেতে পারে, তারপর ফরাসীদের মিডের সমস্যা হয়তো এমবাপ্পে/জিরুদ বুঝতে দেয়নি এখন পর্যন্ত, বৃটিশের ইনজুরী সমস্যা নেই,ডাকাতি সমস্যা আছে।এই দিক থেকে বৃটিশদের একটু আমি এগিয়ে রাখছি।
এই যে এত প্লান,ট্যাকটিকস, প্রস্তুতি, প্রয়োগ শতভাগ থাকার পরেও খেলার মাঠে কোথায় কি হয়ে যায়?? আপনি কোনটা পছন্দ করবেন' শতভাগ বিশ্বাস নাকি শতভাগ প্রস্তুতি? গ্যারান্টি কিসে বিদ্যমান? শত ভাগ প্রস্তুতিতে শতভাগ বিশ্বাস অর্জিত হয়? নাকি শতভাগ বিশ্বাস থাকলে আনকন্ট্রোলেবল বিষয়ও হ্যান্ডেল সম্ভব হয়?
০৯ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০১
শূন্য সারমর্ম বলেছেন:
ধন্যবাদ মন্তব্যের জন্য ' সহমত না হলে সমস্যা নেই।
২| ০৯ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:১৪
ঋণাত্মক শূণ্য বলেছেন: প্রস্তুতি সব সময় কাজে দেয় না। তবে অধিকাংশ সময়ই দেয়। আবার প্রতিযোগীতা মূলক বিষয়ে শুধু প্রস্তুতি যথেষ্ট নয়; অন্য পক্ষের প্রস্তুতিও জরুরী।
আবার অনেক সময় দেখা যায় সঠিক প্রস্তুতি থাকা সত্ত্বেও হুট করে এমন একটা কিছু হয়ে যায়, যা এভয়েড করা যায় না।
০৯ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:১৫
শূন্য সারমর্ম বলেছেন:
হতে পারে।
৩| ০৯ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৩৭
নীলসাধু বলেছেন: অনেক প্রশ্ন করেছেন। উত্তর দিলে আলাপ আলোচনা হতো বেশ।
তবে আমার কাছে উত্তর আছে একটি সেটি হচ্ছে ব্রাজিল।
০৯ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:১৯
শূন্য সারমর্ম বলেছেন:
আমি নিজেও ব্রাজিল সাপোর্টার ; এবারের ব্রাজিল টিমে কোনো ল্যাকিং চোখে পড়েনি, তবে লেফট ব্যাকে সান্দ্রো থাকলে ১০০ তে ১০০ হতো।
আমার মনে হয়, নিজের দিক থেকে শতভাগ প্রস্তুতি থাকার পড়েও,অসম্ভবকে সম্ভব বিলিভ করা জরুরী। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে,তখন ফেইথ আপনাকে বাঁচিয়ে রাখবে, সম্ভাবনাময় পথ দেখাবে।
৪| ০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:০৭
নেওয়াজ আলি বলেছেন: যাই বলেন মরক্কো কিন্তু ভালোই খেলছে
১০ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:০৭
শূন্য সারমর্ম বলেছেন:
অবশ্যই ভালো খেলেছে।
৫| ০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:৩১
ইফতেখার ভূইয়া বলেছেন: খেলাধুলা এখন আপনাদের আবেগ নিয়ে ব্যবসা। এসব নিয়ে সময় ব্যয় করার মানে হলো "শূন্য সারমর্ম"।
১০ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:০৬
শূন্য সারমর্ম বলেছেন:
ভালো বলেছেন।
©somewhere in net ltd.
১| ০৯ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫৯
রাজীব নুর বলেছেন: আপনার মতামতের সাথে আমি একমত নই। কিন্তু আপনার মতামতকে আমি সম্মান করি।