নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গান এখন আমায় আর টানে না, কোথাও ট্যুরে গেলে, প্রোগ্রামে গেলে সবার সাথে পরিচিত গানের গলা মিলাতে হয় উচ্চস্বরে, গান থেকে কেন জানি হৃদয় উঠে গেছে, দরকার পড়লে গানের পেছনের ইন্সট্রুমেন্টাল শোনা হয়, ভয়েস ছাড়া ; তবুও গান আমায় পছন্দ করছে না মনে হচ্ছে।
টাইটানিকের "মাই হার্ট উইল গোজ অন ' গানের ইন্সট্রুমেন্টাল দিয়ে আমার হাতে খড়ি শুরু হয়েছিলো সম্ভবত ; ঐটা সরাসরি হৃদয়ে প্রভাব ফেলতো, মনে হতো আমি জীবনে মূল্যবান কিছু হারিয়ে ফেলেছি, মহাবিশ্বে আমার মত দুঃখী কেউ নেই। এই নেশায় প্রবেশ করেছি হবে ৭/৮ বছর হবে ; ইউটিউবের "Ambient সাহায্য করেছে, এখনো করছে। স্পেশালি বলতে গেলে ' We are all Astronauts, Stray Theories, Light and Motion,Chasing Dreams, Delectatio,Aeon Waves,Tony Anderson, Josh Leake,Elskavon,Leo Rojas,Zack Hemsey,Hans Zimmer.*** Gladiator -Now We Are Free.
আশেপাশের মানুষের কাছে আমি অনেকটা উদ্ভট মানুষে পরিচিতি পাচ্ছি 'শুধুমাত্র মিউজিক শোনার কারণে।আমার মগজের প্যার্টান পরিবর্তিত করে দিয়েছে যা বুঝতে পারছি। যদিও আমি নিজে কোনো বাদ্যযন্ত্র বাজাতে পারিনা, ইচ্ছাপোষণও করিনি। এসব মিউজিক আমার ভাবনায় প্রভাব ফেলতে শুরু করছে, ডোপামিন রিলিজে প্রভাব রাখছে।
০৮ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৫৩
শূন্য সারমর্ম বলেছেন:
ব্লগে আপনার পোস্ট কম পাচ্ছি 'কারণ কি?
২| ০৮ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৯
সোনাগাজী বলেছেন:
বাংলা গান শোনেন।
০৮ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৩
শূন্য সারমর্ম বলেছেন:
শুনতাম 'এখন তেমন শোনা হয় না।
৩| ০৮ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৩
নেওয়াজ আলি বলেছেন: সুর ভালোবাসা মানুষ উদার মনের হয়
০৮ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৪
শূন্য সারমর্ম বলেছেন:
আমি উদার মনের কিনা ভাবা দরকার।
৪| ০৮ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
- বাড়িতেই ছিলাম, বাড়িতেই আছে, বাড়িতেই থাকতে হবে। নভেম্বরের ১ তারিখ থেকে বাড়ির কাজ শুরু করেছি। তাই কিছুটা ব্যস্ত। এরমধ্যে কলামের বেজইমেন্টে পরে গিয়ে পায়ের বুড় আঙ্গুল মচকে এবং হাঁটুর নিচে ৪টি সিলাই লাগিয়ে ১০ দিন প্রায় অকেজো হয়ে ছিলাম।
০৮ ই ডিসেম্বর, ২০২২ রাত ৮:০২
শূন্য সারমর্ম বলেছেন:
বাড়ি শেষ হতে কতদিন? শরীর এখন ঠিকঠাক?
৫| ০৮ ই ডিসেম্বর, ২০২২ রাত ৮:১৫
মনিরা সুলতানা বলেছেন: আমার তো বেশ লাগে! তবে গান ও অনেক শুনি।
০৮ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:৩১
শূন্য সারমর্ম বলেছেন:
ভালো।
৬| ০৮ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:০৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- শরীর মোটামুটি ঠিক হয়ে গেছে। বুড়ো আঙ্গলে কিছুটা ব্যথা আছে কেবল।
- বাড়ির কাজ মাত্র শুরু। ২২টি কলামের মাত্র ১১টি হয়েছে। সম্ভবতো দেড় বছর একটানা কজ করতে পারবো। তাতে ৫ তলা কম্পিলিট হবে ইনশাআল্লাহ। বাকি ৩ তলা কবে হবে বলা যাচ্ছে না।
০৮ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:৩০
শূন্য সারমর্ম বলেছেন:
সময়সাপেক্ষ ব্যাপার।
৭| ০৮ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:১১
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: শুধু সুর আমাকে টানে । গানও আমাকে টানে । আমার কাছে গান হলো আমার প্রেয়সী !!
০৮ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:৩০
শূন্য সারমর্ম বলেছেন:
আপনি কোনো বাদ্যযন্ত্র বাজাতে পারেন?
৮| ০৮ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:৩৩
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: অতটা না , কিছুটা ম্যান্ডোলিন পারি ।
০৯ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:২২
শূন্য সারমর্ম বলেছেন:
ঠিক আছে।
৯| ০৯ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৮:৩৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: গানের ক্ষেত্রে সুরই বেশী আমাকে টানে। এই কারণে অনেক গান ভালো লাগে যে গানের ভাষা বুঝি না।
০৯ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:২২
শূন্য সারমর্ম বলেছেন:
এটা আমারও হয়।
১০| ০৯ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:২৩
রাজীব নুর বলেছেন: সুর যদি মনোরম হয় তাহলে গান অত্যন্ত মনোমুগ্ধকর লাগে।
০৯ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:২৮
শূন্য সারমর্ম বলেছেন:
সুরটাই আসল।
©somewhere in net ltd.
১| ০৮ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৪০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আগের তুলনায় গান অনেকটাই কম শুনি এখন। শুধু সুর শোনা হয় না।