নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

১ মাস গত হয়ে যাবার পর?

২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:২৮





ব্লগে রেজিস্ট্রেশন করে লিখতে শুরু করলেন, সময় গত হবার পর আপনি পরিচিতি পেলেন, সবাই আপনার পোস্ট, কমেন্ট চায় ; আপনি যথেষ্ট সক্রিয় ব্লগে।হঠাৎ আপনি অসুস্থ হয়ে অনিয়মিত, অসুস্থতায় আপনি মৃত্যুবরণ করলেন। এদিকে ব্লগ চলছে ' একমাস পর খবর পেয়ে সবাই শোক পালন করছেন।ব্যাপারটা কিভাবে দেখছেন?

গত হয়ে যাওয়া ব্লগারদের মধ্যে যাদের মনে পড়ে, লেখায় উঠে এসেছিলো, তাদের মধ্যে ইমর জুবায়ের অন্যতম।তারপর ছিলেন নয়ন, আবুহেনা ও নুরু মোহাম্মদ। অনেকেই অসুস্থ খবর পাচ্ছি ; হার্ট ফাউন্ডেশনে ভর্তি প্রামাণিক, ব্যাক পেইনে আছে আলী ও মালয়েশিয়ায় আছেন একজন।এসব হঠাৎ বের হয়ে এসেছে একজন ব্লগার খোজ নেয়ার কারণে।

সোনার বাংলায় ব্লগারেরা বিরল প্রজাতি; লুকিয়ে থাকে, ভয়ে থাকে। আকাশে নক্ষত্রের পতন হয়,তারা খসে যায়, টের পাওয়া যায় না। তেমনি ব্লগারেরা হাসপাতালের কেবিনে শুয়ে থাকে, কবরে শুয়ে থাকে, বিভিন্ন সমস্যায় ভুগে, ব্লগ জানে না, বুঝে না।

ব্লগ আসলে বুঝে কি? এসবের সমাধান কি?



*** শেষ কমেন্ট উনার সাথে।

মন্তব্য ৪২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৪৪

মোহাম্মদ গোফরান বলেছেন: ২ বার মন্তব্য করতে চাইলাম। করা যাচ্ছে না। বুঝলাম না কি কারণ। দেখি এই মন্তব্য পোস্ট হয় কিনা?

২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৪৯

শূন্য সারমর্ম বলেছেন:


এসেছে ' যা করতে চেয়েছেন, করে ফেলেন। সম্ভবত পোস্ট এডিট অবস্খায় ছিলো তাই।

২| ২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৫৫

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি গ্রামে। হয়তো নেট এরর।

২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:০০

শূন্য সারমর্ম বলেছেন:


গ্রামের বাড়ি কোথায়?

৩| ২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:০২

নতুন বলেছেন: অনেকেই ব্লগে লিখে এক রকমের ছদ্দনামে লেখার মতন করে। অনেক ব্লগারের সাথেই বেশির ভাগ ব্লগারের পরিচয় নাই।

তাই এমন কোন বিপদে ব্লগে অনেকেই নিজের অবস্থা জানান না।

কিন্তু আমি আশা করছি যদি কোন ব্লগার বিপদে পড়েন তবে সবাই যে এগিয়ে আসতে পারি এমন একটা স্থান তৌরি করবে সবাই মিলে।

২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:১১

শূন্য সারমর্ম বলেছেন:

সমাধান কি হতে পারে?

৪| ২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:১৯

শায়মা বলেছেন: আমার মন্তব্যও যাচ্ছে না। এটাও যাবে নাকি জানিনা।

আমাদের সবারই মন খারাপ ভাইয়া। এত বছরের এত পুরোনো একজন চেনা মানুষ। এই ব্লগ জগত তো আমাদের আরেক জগৎ। আর কখনও লিখবে না ভাইয়া......

২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:২৫

শূন্য সারমর্ম বলেছেন:

সকালে ঘুম থেকে উঠেই খরবটা পেয়ে মন খারাপ হয়ে যায়।

৫| ২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:২৪

জুল ভার্ন বলেছেন: কেউ মনে রাখবে না। বড়ো জোড়, মরার খবর শোনার পর কেউ কেউ শোক প্রকাশ করে বলবেন- "বড়ো ভালো লোক ছিলেন"- এর চাইতে আর কি প্রাপ্তি আশা করেন?

২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:২৭

শূন্য সারমর্ম বলেছেন:

জ্বী ' ভালো মানুষ ছিলেন ; বাক্যটা জীবনের সবকিছুর শেষষ বাক্য।

৬| ২৬ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:০৪

খায়রুল আহসান বলেছেন: এখনই, হাসপাতালে শয্যাশায়ী কিংবা আপন গৃহে, অসুস্থ সব ব্লগারদের আরেকটু ভালো করে খোঁজ খবর নেয়া হোক, কোন সাহায্যের প্রয়োজন আছে কিনা, তা জানা হোক। নিয়মিত আপডেটের ব্যবস্থা করা হোক সম্মিলিত প্রচেষ্টায়।

সকল প্রয়াত ব্লগারদেরও একটা নাম-তালিকা কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ করা হোক। ব্লগ-ডে'র আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক কর্মসূচীতে তাদেরকে সম্মানের সাথে স্মরণ করা হোক। আমি চার জনের নাম স্মরণ করতে পারছিঃ ইমন জোবায়ের, আবু হেনা মোঃ আশরাফুল ইসলাম, নাঈম জাহাঙ্গীর নয়ন এবং সর্বশেষ প্রয়াত ব্লগার নূর মোহাম্মদ নূরু। অন্য কেউ হয়তো আরো অন্য কারও নাম জেনে থাকতে পারেন।

২৬ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:২৫

শূন্য সারমর্ম বলেছেন:


ভালো বলেছেন।

৭| ২৬ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:০৬

গেঁয়ো ভূত বলেছেন:
"যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,
বাইব না মোর খেয়াতরী এই ঘাটে,
চুকিয়ে দেব বেচা-কেনা, মিটিয়ে দেব লেনা-দেনা
বন্ধ হবে আনাগোনা এই হাটে -
আমায় তখন নাই বা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাই বা আমায় ডাকলে।।
যখন জমবে ধুলা তানপুরাটার তারগুলায়,
কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়,
ফুলের বাগান ঘন ঘাসের পরবে সজ্জা বনবাসের,
শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধারগুলায় -
আমায় তখন নাই বা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাই বা আমায় ডাকলে।।
যখন এমনি করেই বাজবে বাঁশি এই নাটে,
কাটবে গো দিন যেমন আজও দিন কাটে।
ঘাটে ঘাটে খেয়ার তরী এমনি সেদিন উঠবে ভরি,
চরবে গোরু, খেলবে রাখাল ওই মাঠে।
আমায় তখন নাই বা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাই বা আমায় ডাকলে।।
তখন কে বলে গো, সেই প্রভাতে নেই আমি?
সকল খেলায় করবে খেলা এই-আমি।
নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে নতুন বাহুর ডোরে,
আসব যাব চিরদিনের সেই-আমি।
আমায় তখন নাই বা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাই বা আমায় ডাকলে।"

২৬ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:২৬

শূন্য সারমর্ম বলেছেন:


রবীন্দ্রনাথ ব্লগার ছিলেন না।

৮| ২৬ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: আমার কাছেও খুব অবাক লেগেছিল।

২৬ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:২৬

শূন্য সারমর্ম বলেছেন:


অবাক থেকে হতবাকের জন্ম।

৯| ২৬ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:১৯

শায়মা বলেছেন: প্রামানিক ভাইয়া এখন একটু ভালো আছেন। ভাইয়ার সহকর্মী আব্দুল জব্বার বাচ্চু উনি জানিয়েছেন।

২৬ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:২৮

শূন্য সারমর্ম বলেছেন:


উনার হার্টের রিং পড়ানো হয়েছিলো না পূর্বে,? আবার নতুন সমস্যা দেখা দিয়েছে?

১০| ২৬ শে নভেম্বর, ২০২২ বিকাল ৫:০৮

রাজীব নুর বলেছেন: তার মৃত্যুর খবর আমরা দেরীতে জেনেছি। এটা আমাদের ব্যর্থতা।

২৬ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৭

শূন্য সারমর্ম বলেছেন:


অবশ্যই।

১১| ২৬ শে নভেম্বর, ২০২২ রাত ৮:৩২

রানার ব্লগ বলেছেন: এটাই নিয়ম!!

২৬ শে নভেম্বর, ২০২২ রাত ৯:৪০

শূন্য সারমর্ম বলেছেন:


!!

১২| ২৬ শে নভেম্বর, ২০২২ রাত ৯:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন: খুবই দুঃখজনক যে আমরা একমাস পরে জানতে পেরেছি মারা গেছেন।

২৬ শে নভেম্বর, ২০২২ রাত ৯:৩৯

শূন্য সারমর্ম বলেছেন:

একমাস বেশি সময়।

১৩| ২৬ শে নভেম্বর, ২০২২ রাত ১০:৫০

সোহানী বলেছেন: আমিও ঠিক একইভাবে এ সবের সমাধান এর জন্য সবার দৃষ্টি আকর্ষন করছি। এক মাস দুই মাস পরে আমরা খবর পাই। তাও আবার শায়মার ব্যাক্তিগত উদ্যোগে, সেটা সত্যিই দু:খজনক। কেন আমরা এতো দিনেও কিছু করতে পারছি না।

২৬ শে নভেম্বর, ২০২২ রাত ১০:৫৮

শূন্য সারমর্ম বলেছেন:


জ্বি ' এসবের সমাধান দরকার।

১৪| ২৬ শে নভেম্বর, ২০২২ রাত ১১:৫৩

নেওয়াজ আলি বলেছেন: একদিন চলে যেতেই হবে তবুও কেউ ছাড়তে চায় না এই সুন্দর পৃথিবী।

২৭ শে নভেম্বর, ২০২২ রাত ১২:১২

শূন্য সারমর্ম বলেছেন:

একদিন ধরনী ছেড়ে চলে যেতে হবে।

১৫| ২৭ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:২৬

অর্ক বলেছেন: সহব্লগার নূর মোহাম্মদ নূরুর মৃত্যুতে আমি শোক প্রকাশ করছি। আমার সঙ্গে সামান্যই কথা হয়েছে দীর্ঘ ব্লগিং কালীন সময়ে। তার পারলৌকিক সুখ কামনা করি।

লেখার জন্য আন্তরিক ধন্যবাদ।

২৭ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৩৪

শূন্য সারমর্ম বলেছেন:

আপনাকেও ধন্যবাদ।

১৬| ২৭ শে নভেম্বর, ২০২২ বিকাল ৫:২১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
খুব খারাপ লাগছে। কদিন আগেই একটা পোস্ট লিখেছিলাম.....

" ১১ বছর ব্লগে আছি। কতজন কত কথা বললেন। কি সুন্দর কথামালা। ভাবি, আমি যেদিন ব্লগে থাকবো না। দিনের আলো ফুরিয়ে যাবে। নিভে যাবে শেষ মোমবাতি। আহত সূর্যের রক্ত পৃথিবীর বুকে আছড়ে পড়লেও ভাঙবে না ঘুম।
তখন....?

হয়ত তাই,

আমার মন কেমন করে--
কে জানে, কে জানে, কে জানে কাহার তরে॥"

২৮ শে নভেম্বর, ২০২২ সকাল ৯:৪১

শূন্য সারমর্ম বলেছেন:


জ্বী ' ঐদিন ঘুম থেকে উঠে খরবটা শুনে মন খারাপ হয়ে গিয়েছিলো খুব; যদিও আমি ব্লগে বেশিদিন না,উনাকে দেখিনি,কথা হয়নি।

১৭| ২৮ শে নভেম্বর, ২০২২ সকাল ১০:০৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
জ্বী ' ঐদিন ঘুম থেকে উঠে খরবটা শুনে মন খারাপ হয়ে গিয়েছিলো খুব; যদিও আমি ব্লগে বেশিদিন না,উনাকে দেখিনি,কথা হয়নি।


আত্মার সম্পর্কে দেখা হওয়া লাগে না , কথা হওয়া লাগে না।
এটাই নিয়ম !
আমি দ্বিতীয় পর্যায়ে ব্লগিং শুরু করি ২০১৮ থেকে। তখন থেকেই উনাকে খুব কাছে পেয়েছি।

২৮ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:৩৪

শূন্য সারমর্ম বলেছেন:

মৃত্যুর সময় উনার মাথার ব্লগের কথা এসেছিলো কিনা কেউ কখনো জানবে না।

১৮| ২৮ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:৩৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মৃত্যুর সময় উনার মাথার ব্লগের কথা এসেছিলো কিনা কেউ কখনো জানবে না।


আমার রোগ আপনাকে ধরেছে। কিংবা আগের থেকেই ছিল।
সাবধান হউন অথবা উপভোগ করুন !

২৮ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:৪৭

শূন্য সারমর্ম বলেছেন:


ভালো বলেছেন।

১৯| ০৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৪০

নীলসাধু বলেছেন: বেশ গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়ে পোষ্ট করেছেন। আন্তরিক ধন্যবাদ জানাই।

আমাদের মধ্যে থেকে যে কয়েকজন ব্লগার হারিয়ে গেছেন তাদের মধ্যে ইমন জুবায়ের, আবু হেনা ভাই, নুরু ভাই অন্যতম। কিন্তু কোন নিকের আড়ালে কে ছিলেন তিনি বা তাদের মধ্যে কে আমাদের ছেড়ে গেছেন তাও আমাদের অজানা। একটা সময় ব্লগাররা সকলেই ছিলেন ভার্চুলা চরিত্র। সেভাবেই থাকতে চাইতেন। কার নাম কি, কে কোন জেলার বাসিন্দা, কার বাসা কোথায়, কে কি করে আমরা কেউই জানতাম না। সেই সুযোগও ছিল না। কিন্তু সামাজিক মাধ্যম আসার পর, এবং ব্লগারদের মাঝে আড্ডা আয়োজন গেট টুগেদার ইত্যাদি আরম্ভ হলে আমরা জানতে পারলাম একটা নিকের পেছনে কে আছেন সেটা।
কিন্তু এখনো অনেক ব্লগার আড়ালে থাকতে চান। সেক্ষেত্রে সবার তথ্য জানা ও খোজ খবর রাখার সুযোগ নেই। গত ১৪ বছরে আমি বেশ কয়েকজনের সাথে লেখালিখি নিয়ে ব্লগে বা সামাজিক মাধ্যমে যুক্ত আছি কিন্তু তাদের কাউকে আমি সরাসতি দেখিনি। এটি বাস্তবতা।

এ ছাড়া কোন ব্লগার সমস্যায় পরলে আমরা সহ ব্লগাররা তার পাশে থাকি। এমন হয়েছে এবং সেটার একটা প্র্যাকটিস আছে। কিন্তু ব্লগ বা কারো পক্ষে এটি নিয়মিত মনিটরিং করার সম্ভাবনা নেই আসলে। এভাবেই আমাদের মেনে নিতে হবে। আমিও চলে গেলে ব্লগে হয়তো পোষ্ট আসবে। অথবা অন্য কেউ চলে গেলে। আবার এমন কোন ব্লগার যদি চলে যায় যার সাথে আমাদের কারো যোগাযোগ নেই সে কথা হয়তো আমাদের অজানাই থেকে যাবে।

০৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০৩

শূন্য সারমর্ম বলেছেন:

১ মাস পর শোক পালন, হাস্যকর বটে।

২০| ০৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ৮:৩৩

নীলসাধু বলেছেন: সেখানেও একমত।
তবু তিনি চলে গেছেন এই ইস্যুতে আমরা আর কিছু না বলি। আমরা তার খোঁজ রাখতে পারিনি এটা আমাদের ব্যার্থতা। সবার ব্যার্থতা।

০৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:০০

শূন্য সারমর্ম বলেছেন:

ব্লগারদের কমিউনিটির জোর নেই, বাড়াতে হবে কিভাবে বুঝা যাচ্ছে না।

২১| ০৬ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৪৫

নীলসাধু বলেছেন: এই জোর আর হবে না। এটা মেনে নিন। আমাদের মধ্যে কোন আস্থা বিশ্বাস একতা দৃঢতা কিছুই অবশিষ্ট নেই। একটা সময়ে সেসব সাংগঠনিক বিষয়দি বিদ্যমান ছিল যা এখন অতীত। ব্লগের সেই জোয়ার নেই। ব্লগারদের মধ্যে ব্লগ ও ব্লগিং নিয়ে যথাযথ জ্ঞান পর্যন্ত নেই। ১৩ সালের পর যারা ব্লগিং কী জানতো না তারাই ব্লগ সাইটে এসে রেজিঃ করে নিক খুলে ব্লগার হয়ে গেছে। একটা ব্লগে নিক থাকলে বা ইউজার নেইম ক্রিয়েট করলেই কেউ ব্লগার হয়ে যায় না। এখানেও দীর্ঘ সাধনার ব্যাপার আছে। মেধার ব্যাপার আছে। এই সব ছাড়া আপনি লিখলেই যদি মনে করেন ব্লগার হয়ে গেছে তাইলে বিষয়টা কেমন হয়ে গেলো না। এটা একদিনের বিষয় নয়। দিনের পর দিন নিজেকে চর্চার মধ্যে রাখতে হয়। পড়তে হয়। লেখার কৌশল জানতে হয়। মনে করেন সবার এই গুণ নেই, সে কী করবে? তার কাজ অন্যদের লেখা পসড়া ও মন্তব্য করে তাদের সাথে সুসম্পর্ক গড়ে তোলা, নিজের কথাগুলো বলা, অন্যের কথা শোনা। এভাবেই আমরা একটি পরিবার হয়ে উঠেছিলাম।

০৭ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৪৪

শূন্য সারমর্ম বলেছেন:


ভালো বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.