নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

আপনি ফুটবল কেমন অনুভব করেন?

২১ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:৫২






গ্রেটেস্ট শো অন আর্থ 'শুরু হয়ে গেলো কাতার হেরে গেলো গতকাল, ইকুয়েডরের ভ্যালেন্সিয়ার জন্মই হয়েছে বিশ্বকাপে গোল দেবার জন্য। আর্জেন্টিনা/ব্রাজিলের পতাকা উড়ছে বীরদর্পে বাংলার মাটিতে, জার্সি দেখা যাচ্ছে গায়ে, মেসি/নেইমার /রোনালদোকে বিশ্বকাপে বাংলারূপ কিভাবে ভালোমত বুঝানো যায়? উনাদের প্রতিক্রিয়া দেখার জন্য হলেও জানানো দরকার, গতকাল ব্লগে পড়লাম, ফরাসীরা বিশ্বকাপ জয়ের পর মানুষ হয়ে উঠেছিলো, তারপর ক্রমেই রোবট হয়ে গিয়েছে।

আপনি ফুটবল খেলেন, ভালোবাসা কাজ করে? ফুটবল আপনার জীবনের অনেক কিছু কেড়ে নিয়েছে।বাঙালীরা ক্রিকেটে পরিচিতি লাভ করলেও ফুটবলের টান/আবেগ হারাবে না। আমার দিকটা হলো, আমি ফুটবল মোটামুটি ভালো খেলতাম,তবে লিগামেন্ট ইনজুরী আমার খেলা বন্ধ করে দিয়েছে ; যদিও ফুটবল দেখলে আগের মত আবেগ / ভালোবাসা কাজ করে,মনে হয় নেমে যাই, খেলি।

গতকাল রাত ৮/৩০ বের হলাম, দেখলাম রাস্তায় লোকজন বেশি ; তারপর আমি আমার গন্তব্যে যেতেই দেখলাম বড়পর্দার মেলা ১০০ ফুটের মাঝেই 'বাসা থেকে টিভি বের করে জটলা বেধে বিশ্বকাপ দেখছে; ছোট থেকে বড় সবার চোখেই উন্মাদনা, হয়তো বড় ম্যাচগুলোতে জনসমুদ্র দেখা যাবে রাস্তাঘাটে। বিভিন্ন জায়গায় শতফুটের পতাকা নিয়ে মিছিল হচ্ছে,বাক-বিতর্ক হচ্ছে।

আপনারা দেশের বাহিরে থেকে বিশ্বকাপ কেমন দেখছেন? মানুষজনের আচরন,আয়োজন, উচ্ছ্বাস। আজ যুক্তরাষ্ট্রের ম্যাচ আছে; কানাডাও বিশ্বকাপ খেলছে এবার, ইরানের জ্বালাও পোড়াও শেষ হয়েছে??

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:১৫

রাজীব নুর বলেছেন: ফুটবল খেলা আমার ভালো লাগে। ক্রিকেট আসলে সময় নষ্ট।
আমি নিজে ছোটবেলা খুব ফুটবল খেলেছি।

২১ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:২২

শূন্য সারমর্ম বলেছেন:

জার্সি কেনা হয়েছে সবার জন্য?

২| ২১ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন:
আপনি ফুটবল কেমন অনুভব করেন?
শিরনামটা যেনো কেমন হয়ে গেছে! ফুটবলকে অনুভব করার কিছু নেই। ফুটবলকে অনুভব করলে একটি গোল বস্তু অনুভূত হবে শুধু। ;)

২১ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৪৫

শূন্য সারমর্ম বলেছেন:


আপনার আশ্রমে ব্লগারদের নিয়ে একটা ফুটবল ম্যাচ আয়োজন করেন।

৩| ২১ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৩৮

রানার ব্লগ বলেছেন: একটা সময় ফুটবল খেলার জন্য উন্মাদ ছিলাম। এস এস সি পরিক্ষার আগের দিন ক্ষ্যাপ খেলতে গিয়ে রাত দশটায় বাড়ি ফিরে আব্বার হাতে উত্তম মাধ্যম খেয়েছি। সারা রাত ফুটবল খেলা দেখেছি। আবাহনীর সাপোর্টার হিসাবে রিপিট টেলিকাস্ট দেখেছি। এখনো ফুটবল ভালোবাসি। আর্জেন্টিনা প্রীয় দেশ। বসার ঘর আর্জেন্টিনার ফ্লাগ দিয়ে সাজিয়ে রেখেছি। মনে মনে এটাও ভেবেছি যদি আর্জেন্টিনা যেতে বাসার সবাই কে একটা বড় ট্রিট দেব।

২১ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৪৬

শূন্য সারমর্ম বলেছেন:


ফুটবল আপনার জীবনের অংশ ; যা হয়তো মৃত্যুর আগে চোখে ভেসে উঠবে।

৪| ২১ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২৪

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশ থেকে ফুটবল অনেকটা হারিয়ে গেছে অনেকটা, কিন্তু মানুষ এখনো ফুটবলকে নিয়ে আছে।

২১ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩২

শূন্য সারমর্ম বলেছেন:


আপনার খেলা চলে প্রতিনিয়ত?

৫| ২১ শে নভেম্বর, ২০২২ রাত ৯:৪৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: জার্সি কেনা হয়েছে সবার জন্য?


মেয়ের জন্য ছোট জার্সি খুঁজে পাচ্ছি না।

২১ শে নভেম্বর, ২০২২ রাত ১০:২৩

শূন্য সারমর্ম বলেছেন:


সুন্দর।

৬| ২১ শে নভেম্বর, ২০২২ রাত ১০:৪০

সাড়ে চুয়াত্তর বলেছেন: ফুটবল এক সময় নিয়মিত খেলতাম।

এই বিশ্বকাপের আয়োজন দেখে মনে হচ্ছে বিশ্বে অর্থনৈতিক মন্দা হবে বলে গুজব ছড়ানো হচ্ছে।

২২ শে নভেম্বর, ২০২২ রাত ১২:১৯

শূন্য সারমর্ম বলেছেন:


মন্দার গুজব ছড়াতে জ্ঞান থাকতে হয় অবশ্যই। খেলে ছেড়েছেন কবে?

৭| ২৭ শে নভেম্বর, ২০২২ বিকাল ৫:২৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

৮| ৩০ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:৫৮

শূন্য সারমর্ম বলেছেন:

মাস্ক কিনে ফেলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.