নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কথা বলি, চট্রগ্রামে অবস্থান করছিলাম কয়েকদিন যাবৎ ; ব্লগে ক্যাচালের ভিজিটর ছিলাম,অংশগ্রহণ করিনি। গোফরান ভাই চট্রগ্রামে থাকেন,উনার ব্যবসা, ফ্যামিলি এখানেই। উনার সাথে যোগাযোগ করলাম ; বললেন দেখা করেন, অফিসে আসেন।চলে গেলাম, হাসিমুখ চেহারা প্রথম দর্শন করলাম, ভালো লাগলো।
ব্লগার ব্লগারদের মন-মানসিকতা ভালো বুঝেন, উনি আমাকে বুঝেছেন কিনা জানি না ; আমি বুঝতে চেষ্টা করেছি, উক্ত ঘটনার পর উনার হৃদয় ভারাক্রান্ত ছিলো।ব্যবসার কতটা প্রভাব পড়েছে উনি নিজে বের করবেন কিনা জানিনা।বিশ্বব্যাপী রিশেশনে উনার ব্যবসায় মন্দাভাব কাটানোর জন্য উনি চেষ্টা করছেন ও দেশের রাজনৈতিক অস্থিরতার ব্যাপারটাও মাথায় রেখেছেন।উনি নিজেকে প্রকাশ করলেন, আমি শুনলাম,বুঝতে চেষ্টা করলাম।
ব্লগার আরইউ পোস্ট দিয়ে হয়তো উনার আগুনে পানি ঢেলেছেন, উনি বিভিন্ন ব্লগারের কমেন্টে আলোচনায় ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন ; ঐ পোস্টে একজন ব্লগার কমেন্ট করেছিলো ঐখানে "রিহ্যাব 'নামে শব্দটা ছিলো; যা আসলে দৃষ্টিকটু। আসল ঘটনাটা আসলে কি?? ব্লগার শ্যাইয়ান আসলে গোফরানকে বুঝেনি ভালোমত?
দিনের আলো কমে আসতে আসতে ব্লগার গোফরানের মাথা/মন পরিস্কার হচ্ছে, যা বুঝতে পেরেছি। বিদায় বেলায় উনি আমার হাতে উনার ম্যাগাজিন "SPELLBOUND " দিয়েছেন।আমি হাসিমুখে পাতা উল্টাতে উল্টাতে বিদায় নিলাম।ব্লগার দর্শনের অভিজ্ঞতায় সময়টা ভালো কাটলো।
ধন্যবাদ।
১৫ ই নভেম্বর, ২০২২ রাত ৯:১১
শূন্য সারমর্ম বলেছেন:
একই প্রতিউত্তর।
২| ১৫ ই নভেম্বর, ২০২২ রাত ৯:২৭
আরইউ বলেছেন:
শূন্য সারমর্ম,
আসলে আমার ঐ পোস্টের বিষয়বস্তু মোটেও গোফরান ছিলেননা। পুরো ঘটনাটা আমি চোখের সামনে দেখেছি (ব্লগে যতটুকু দেখা যায়) তাই কী ঘটেছিল সে বিষয়ে আমার ভালো একটা ধারণা ছিল। পোস্টে যদিও আমি গোফরানের সোজাসাপ্টা সরাসরি মন্তব্য আশা করিনি কিন্তু উনি মন্তব্য করায় আমার ভালো লেগেছে। উনি সাহসী একটা কাজ করেছেন বিষয়টা খোলাসা করে; আই রেসপেক্ট দ্যাট। সব মিলিয়ে ওটা একটা ভুল বোঝাবুঝি। গোফরানের একটা সাধারণ মন্তব্যকে শাইয়্যান অকারণে নিজের উপর নিয়ে নিয়েছে।
আপনি বলেছেন “ক্যাচালে” কি পেলাম। আমি ব্যক্তিগতভাবে অনলাইনে আরো সাবধানী হওয়া উচিত এই বিষয়টি আরো গভীরভাবে বুঝতে পেরেছি; কিছু মানুষ সম্পর্কে আমার ধ্যান ধারণাকে রি-টেস্ট করতে পেরেছি।
আমি আমার পোস্টে মন্তব্য সুবিধা বন্ধ করেছি কারণ আমার মনে হয়েছে নতুন করে আর কিছু জানার নেই। মন্তব্য অপশন খোলা থাকলে এমন কোন মন্তব্য হয়ত আসতো যা আমি নিয়ন্ত্রন করতে পারতামনা।
আমিও আপনার মতই আশা করবো গোফরানের মাথা ও মন পরিষ্কার হয়েছে।
ভালো থাকুন!
১৫ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৩৬
শূন্য সারমর্ম বলেছেন:
মাথা /মন পরিস্কার হয়েছে আশা করি। মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩| ১৫ ই নভেম্বর, ২০২২ রাত ১০:১৩
সোনাগাজী বলেছেন:
@আরইউ ,
আপনি অনেক 'নিক' থেকে ব্লগিং/ক্যাচালের চেষ্টা করেছেন অনেক, কাজ হয়নি; এখন ব্লগের অবস্হা একটু দুর্বল হওয়ায়, আপনার বাজার কিছুটা জমছে!
১৫ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৩৭
শূন্য সারমর্ম বলেছেন:
জমে ক্ষীর হলে 'খেতে দিয়েন।
৪| ১৫ ই নভেম্বর, ২০২২ রাত ১০:১৩
সোনাগাজী বলেছেন:
রিসেশানে চট্টগ্রামও ভুগছে!
১৫ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৩৬
শূন্য সারমর্ম বলেছেন:
উনি উনার ব্যবসার সিজনে সারভাইভ করতে চান।
৫| ১৫ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৩২
খায়রুল আহসান বলেছেন: ব্লগার দর্শনের অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ। ভালো লেগেছে উভয় ব্লগারের ক্রিয়া প্রতিক্রিয়া, এক কথায় যাকে বলে মিথষ্ক্রিয়া।
১৫ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৩৬
শূন্য সারমর্ম বলেছেন:
অনেক ধন্যবাদ 'আপনাকে মন্তব্যের জন্য।
৬| ১৫ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৩৬
মনিরা সুলতানা বলেছেন: ব্লগাদের সাথে দেখা হলে অন্য রকম একটা অনুভূতি কাজ করে।
হৃদ্যতা বাড়ুক ব্লগারদের পারস্পারিক।
শুভ কামনা আপনাদের জন্যে।
১৫ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৩৮
শূন্য সারমর্ম বলেছেন:
এজন্যই পোস্টআকারে আসলো অনুভূতি। ধন্যবাদ।
৭| ১৫ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৫৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- সময় সব সময় এক রকম যায় না গোফরান ভাই, সময়ে সব ঠিক হয়ে যাবে। আপনার জন্য শুভকামনা রইলো।
১৫ ই নভেম্বর, ২০২২ রাত ১১:০৮
শূন্য সারমর্ম বলেছেন:
আমাকে কিছু বলবেন না?
৮| ১৫ ই নভেম্বর, ২০২২ রাত ১১:২৫
মরুভূমির জলদস্যু বলেছেন: পোস্টইতো করেছে গোফরান ভাইয়ের, আপনাকে আর কি বলবো।
১৫ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৩৫
শূন্য সারমর্ম বলেছেন:
ধন্যবাদ।
৯| ১৬ ই নভেম্বর, ২০২২ রাত ১২:২২
রূপক বিধৌত সাধু বলেছেন: আরইউ সাহেবের পোস্টে মন্তব্য করতে গিয়ে দেখি মন্তব্য বন্ধ রেখেছেন। এখানেই বলি, কাজটা ঠিক হয়নি। বাচ্চাসুলভ আচরণ হয়েছে। মোহাম্মদ গোফরান সাহেবকে বলব বিচলিত হবেন না। সমব্যথী।
১৬ ই নভেম্বর, ২০২২ সকাল ৯:০৩
শূন্য সারমর্ম বলেছেন:
আপনাকে ধন্যবাদ।
১০| ১৬ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:৩৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ব্লগারদের সাথে দেখা হলে ভালো লাগার কথা। আমার এখন পর্যন্ত আলাদাভাবে কোন ব্লগারের সাথে দেখা হয়নি। আশাকরি জলদি দেখা হবে।
অনুভূতি জমা আছে।
গোফরান ভাইয়ের পেশা এবং প্রচেষ্টা ভালো লাগে। সেইসাথে Spellbound নামটা।
Spellbound নামে ১৯৪৫ সালের একটা সাইকোলজিক্যাল থ্রিলার আছে।
১৬ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:৪৮
শূন্য সারমর্ম বলেছেন:
আমার সাথে এ প্রথম দেখা হলো 'ভালো অনুভূতি ছিলো।
১১| ১৬ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:০৩
বাংলার এয়ানা বলেছেন:
ব্লগে চ্যাটিং অপশন থাকলে কেমন হতো।
১৬ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:৫৮
শূন্য সারমর্ম বলেছেন:
তাহলে ব্যাপারটা ব্লগ মনে হতো না।
১২| ১৬ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৫০
রাজীব নুর বলেছেন: চিটাগাং যাওয়া হলেও আমিও গোফরান ভাইয়ের সাথে দেখা করে আসবো। তারপর এরকম একটা পোষ্ট দিবো।
গোফরান ভাই মানুষ ভালো। উনি কুকুরের লেজ নিয়ে পড়ে থাকেন না। কুকুরের লেজ বিশেষজ্ঞরা উনাকে সমীহ করে।
১৬ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৫৬
শূন্য সারমর্ম বলেছেন:
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৫ ই নভেম্বর, ২০২২ রাত ৯:০৭
মোহাম্মদ গোফরান বলেছেন: নাইস টু মিট ইউ।