নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগ থেকে ব্লগারেরা ঘোষনা দিয়ে বিদায় নেয়, ঘোষণা দিয়ে আর কি কি করে তা একটু জানার দরকার ছিলো। আপনি ব্লগ থেকে উপকৃত হয়েছেন? ব্লগে নানা ধর্ম- পেশা- শ্রেনীর মানুষ নিজের ভাবনা নিয়ে লেখে, বায়াসড হয়ে লিখে, কপি-পেস্ট করে; প্রবাসী ব্লগারেরা ব্লগের উপর আলাদা টান অনুভব করে,ভাবনা পোস্ট, কমেন্টে বুঝা যায়।
ব্লগার রুপক বিধৌত সাধুর সুদিন ফিরেছে ব্লগের মাধ্যমে,চাকুরী পেয়েছিলো ? ব্লগার সত্যপথিকের কর্জে-হাসানা থেকে ভাগ্য ইউ-টার্ন নিয়েছে আপনাদের? ব্লগের ভাবনার চর্চা হয়, মতের অমিল হলে ক্যাচাল হয়,কাউন্টার পোস্ট আসে; তবে ভাবনার প্রয়োগ হয় কিনা ঐটা নিয়ে জরিপ নেই সম্ভবত; কেউ কখনো শেয়ার করেছে কিনা জানি না।ব্লগে থেকে আমি দেশ বিদেশ ঘুরতে পারবেন, রান্নাঘরের রেসিপি শিখবেন, ফুলের পোস্টমর্টেম দেখবেন,ফলের পুষ্টিবিদ হবেন, বাইডেন/পুটিনের নিউরনে উকি মেরে দেখার চেস্টা করবেন,মোল্লা বনাম প্রগতিশীল যুদ্ধ দেখবেন, ছয় ডিজিটের স্যালারী বিদ্যা শিখবেন -এক প্যাকেজে কত কি!!
ব্লগে এতদিন থেকে, সময় দিয়ে আপনি ব্লগ থেকে কিভাবে উপকৃত হয়েছেন, জানাতে পারেন বা আপনি নিজে অন্যকে উপকার/সাহায্য করেছেন?
০৫ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:০৩
শূন্য সারমর্ম বলেছেন:
ধারনা রিফাইন হয়েছে, লিখতে শিখেছে এগুলো ভালো দিক।
২| ০৫ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:২৭
পবিত্র হোসাইন বলেছেন: অনেকে বিশ্ব সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন।
-যারা পৃথিবীর বাইরে বা মঙ্গল গ্রহ থেকে এসেছেন তাদের জন্য বিশ্ব সম্পর্কে সঠিক ধারণা হয়েছে।
০৫ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:৩০
শূন্য সারমর্ম বলেছেন:
এটি নিয়ে বই লিখুন,মেলায় তুলুন ;আমরা কিনে পড়ি, তারপর সামুতে পোস্টাই।
৩| ০৫ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:৫০
জুল ভার্ন বলেছেন: ভালো দিকটাই বলবোঃ ব্লগে অনেক ভালো বন্ধু পেয়েছি, ভালো লেখা পড়ে নিজের লেখায় দূর্বলতা এবং ভুল ত্রুটি বুঝতে পারছি। ভার্সুয়াল এবং প্রত্যক্ষ ভাবে অসংখ্য ব্লগার বন্ধুদের সাথে পরিচিত হতে পেরেছি। সর্বপরি নিজের লেখালেখির একটা প্লাটফর্ম পেয়েছি।
০৫ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:০৯
শূন্য সারমর্ম বলেছেন:
নিজেকে বুঝতে সহায়তা করেছে ব্লগ আপনাকে।
৪| ০৫ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:২৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
- প্রথমে আপনার নিজেরটা লিখেন ভাইজান।
০৫ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:৫০
শূন্য সারমর্ম বলেছেন:
ভাবনায় কিছুটা পরিবর্তিত হয়েছে ; বাকিগুলো সিরিয়ালে আছে 'সম্পন্ন হলে পোস্ট আকারে আসবে।
৫| ০৫ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:২৯
শেরজা তপন বলেছেন: ব্লগ আছে বলেই নিজের ভাবনাগুলো শেয়ার করার সুযোগ পাচ্ছি। ব্লগ আছে বলেই এখনো ভালো-মন্দ অগোছালো দু চার পাতা লিখছি না হলে কবেই লেখালেখির পাঠ চুকিয়ে দিতাম।
০৫ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:৫১
শূন্য সারমর্ম বলেছেন:
জ্বী ' তা ঠিক। ব্লগকে জীবিত রাখতে হবে আমাদের জন্যই।
৬| ০৫ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:৩৬
জিকোব্লগ বলেছেন:
ব্লগে আমরা কেউ কাউকে দেখতে পাই না। এখানে প্রতিক্রিয়া
দেখে বোঝা যায় কার ভিতরটা সত্যিকার অর্থে কেমন। যেমনঃ
গাধা, বলদ, বান্দর, শয়তান, কুকুরের ল্যাজ ইত্যাদি নিয়ে সাধারণ
পোস্ট দেওয়া হলে , কিছু লোক সাদা কালো মন্তব্য অথবা পোস্ট দিয়ে
অত্যন্ত পার্শ্ব প্রতিক্রিয়া দেখায়। এতেই বোঝা যায় লোকটা বা
লোকগুলো আসলে সত্যিকার নিজেকে সেটাই ভেবে নিয়েছে বা
নিজেকে সেটাই বিশ্বাস করে।
অনেকে ব্লগে এসে আরেকজনের নোংরা চামচামি করে।
অনেকে লেখা চুর, ব্লগীয় এরশাদ হয়।
অনেকে ভদ্র অথবা অভদ্র নাস্তিক সাজে।
অনেকে ধর্মীয় মৌলবাদী সাজে।
ইত্যাদি ইত্যাদি। ......এই ধরণের আরো
অনেক উদহারণ খুঁজলেই পাওয়া যাবে।
অবসর সময়ে ব্লগে এসে ভার্চুয়াল জগতে ভিন্ন ভিন্ন মানুষের
ভিতরে ভিন্ন ভিন্ন চিন্তা চেতনা ও বিশ্বাস কে অনেকটা পর্যবেক্ষণ
করা গিয়েছে। আর এই পর্যবেক্ষনের ফলাফল বাস্তব জীবনেও
মানুষের সাথে কথা ও কাজকর্ম করতে গিয়ে কাজে লেগেছে।
০৫ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:৫২
শূন্য সারমর্ম বলেছেন:
সবকিছু যোগ-বিয়োগ করেই ব্লগ ' ব্লগ আপনার বাস্তব জীবনে কাজে এসেছে। ভালোই
৭| ০৫ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:৪৮
জিকোব্লগ বলেছেন:
অন্যদিকে উপকার হচ্ছে মজা পাওয়া, হাসা হাসি করা। যেমনঃ
একটা পুরুষ ব্লগার তিনটা মহিলা মাল্টি দিয়ে বহুদিন ব্লগ করেছে।
কেউ ধরতেও পারে নি। পরে ধরা পড়ার পর ঘটনাটি অনেক মজা
দিয়েছিল, বন্ধু বান্ধবের সাথে অনেক হাসা হাসিও করেছি ঘটনাটি নিয়ে।
০৫ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:৫৪
শূন্য সারমর্ম বলেছেন:
উনাকে কোন শ্রেনীর মানুষের কাতারে ফেলবেন?
৮| ০৫ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:০৭
রাজীব নুর বলেছেন: ব্লগে লিখতে ভালো লাগে, পড়তে ভালো লাগে- ব্যস এই পর্যন্তই। আর কিছু না।
০৫ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৭
শূন্য সারমর্ম বলেছেন:
আপনার তো বেশ নাম-ডাক আছে।
৯| ০৫ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:১৪
ইসিয়াক বলেছেন: ব্লগ থেকে প্রতিদিন আমি কিছু না কিছু শিখি। অনেক সমৃদ্ধ মানুষের সান্নিধ্যে আসতে পারি বাস্তবে হয়তো কখনই সে সুযোগ পেতাম না।
০৫ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৭
শূন্য সারমর্ম বলেছেন:
সঠিক।
১০| ০৫ ই নভেম্বর, ২০২২ রাত ৮:৩৭
মোহাম্মদ গোফরান বলেছেন: হ্যাঁ হয়েছি।
০৫ ই নভেম্বর, ২০২২ রাত ১১:০৪
শূন্য সারমর্ম বলেছেন:
যেমন?
১১| ০৫ ই নভেম্বর, ২০২২ রাত ৯:২২
খায়রুল আহসান বলেছেন: জ্বী, হয়েছি। দেশ বিদেশে ছড়িয়ে থাকা নানান প্রকৃতির মানুষজনের অভিজ্ঞতা, শিক্ষা দীক্ষা, বিশ্বাস অবিশ্বাস, ভ্রমণ অভিজ্ঞতা ইত্যাদি সম্বন্ধে জেনেছি, অনেক ক্ষেত্রে উপকৃতও হয়েছি। বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের অনুভূতির কথা জেনেছি। অনেক সহৃদয়, সহমর্মী মানুষের পরিচয় পেয়েছি। কিছু কিছু ক্ষেত্রে ভিন্নমত সত্ত্বেও অনেকের লেখা পড়েছি, তাদের সম্বন্ধে জানতে চেষ্টা করেছি। ব্লগটা দেশেরই একটা প্রতিফলন, বিভিন্ন মতভেদে বিভক্ত এ দেশের সব ক্ষেত্রের মত ব্লগেও বিভিন্ন মতধারার লেখা আসে। এখানে থাকলে দেশের একটা সার্বিক চিত্র কিছুটা হলেও পাওয়া যায়। নিরঙ্কুশ বাক স্বাধীনতা থাকলে হয়তো আরও ভালো পাওয়া যেত।
০৫ ই নভেম্বর, ২০২২ রাত ১১:০৫
শূন্য সারমর্ম বলেছেন:
আপনি সুন্দরভাবে নিজের কথা তুলে ধরেছেন; ধন্যবাদ।
১২| ০৫ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৩০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমার লেখা অনেক পরিণত হয়েছে বলে মনে করি।
আজ থেকে ৫ বছর আগের লেখা আর এখনকার লেখার মাঝে অনেক ফারাক রয়েছে।
এছাড়াও, নতুন অনেক কিছু শিখেছি, জেনেছি।
এক কথায় বললে - সত্যিই দারুণ অভিজ্ঞতা!
০৫ ই নভেম্বর, ২০২২ রাত ১১:০৫
শূন্য সারমর্ম বলেছেন:
ইদানীং আপনার লেখায় একটু ভিন্নতা লক্ষ্য করা যায়।
১৩| ০৫ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৩৫
ঢাবিয়ান বলেছেন: আমি ফেসবুকে শুধু ছবি দেখি আর মনের কথা লিখি ব্লগে। ব্লগ অনেকটাই আমাদের ডায়েরির মত।
০৫ ই নভেম্বর, ২০২২ রাত ১১:০৬
শূন্য সারমর্ম বলেছেন:
ডায়েরীর পাতা যেন ক্ষয়ে না যায়।
১৪| ০৬ ই নভেম্বর, ২০২২ রাত ১:৪৯
জগতারন বলেছেন:
পড়লাম।
অনেকের মন্তব্যও প্রতিমন্তব্য পড়লাম।
কিন্তু মন্তব্য করলাম না।
০৭ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:৪২
শূন্য সারমর্ম বলেছেন:
ধন্যবাদ পড়ে হাজিরা দেবার জন্য।
১৫| ০৬ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৮
নতুন বলেছেন: ২০০৮ সালে মালোয়েশিয়া থেকে দুবাই আশার সময়, কাতার এয়ার পোটে সামু ব্লগ থেকে দেশের একজন ব্লগারকে ম্যাসেজ দিয়ে অনুরোধ করলাম বাসায় বাবাকে জানাতে যে আমি কাতারে এসে পৌছেছি।
তিনি বাসায় ফোন করে আমার অবস্থান জানিয়েছিলেন।
তখন বাইরের থেকে যোগাযোগ এতো সহজ ছিলো না।
আর অনেক নতুন জিনিস সম্পর্কে জানতে পেরেছি।
০৭ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:৪৩
শূন্য সারমর্ম বলেছেন:
আপনার কমেন্ট পড়লেই বুঝা যায়, ব্যাপারটা।
©somewhere in net ltd.
১| ০৫ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:৫৩
সোনাগাজী বলেছেন:
ব্লগে আসার কাারণে হাজার হাজার তরুণ লেখকদের ধারণা রিফাইনড হয়েছে; অনেক লিখতে শিখেছেন, অনেকে বিশ্ব সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন, অনেকে কুকুরের-লেজ সাহিত্য বিশারদে পরিণত হয়েছেন।