নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিজে ব্লগে বেশি দিন হয়নি এসেছি,লিখেছি, কমেন্ট করেছি, জেনারেল হয়েছি।ব্লগের মোড়ল সিন্ডিকেট ও ক্যাচাল বিষয়গুলো সম্পর্কে ধারণা পেয়েছি ; ব্লগের স্বর্ণযুগ কখন ছিলো? এটা নিয়েও বিভক্তি আছে। কিছু লিখে কতজন জীবন দিয়েছে এ বাংলায়।
আপনারা যারা ব্লগে আছে তাদের বয়স সম্ভবত ২৫-৭৫ মাঝে। আপনার পেশা কি? আপনি শিক্ষার্থী / রিটায়ার্ড? চাকুরী/ব্যবসা/ অবসর সময়ে থেকেও কীভাবে আপনি ব্লগিং করছেন,একটু সময় বের করে কমেন্ট করছেন,পোস্ট পড়ছেন, দিচ্ছেন।ব্লগের শত্রু হিসেবে ফেসবুক এসেছে, রাজ করছে, ব্লগের ব্লগারেরা টিকেট কেটে একেবারে চলে যাচ্ছে। তবুও এই জীবিত থাকার সামুর প্রতি আপনি কেমন আগ্রহ, ভালোবাসা, টান অনুভব করেন??
এ ব্লগে আপনি নিজের ভাব প্রকাশ করেন,অন্যের ভাবনা নিয়ে চিন্তা করেন; নিত্যনতুন কিছু শেখেন, অন্যের অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করেন। ক্যাচালের অংশ হোন, জেনারেল হয়ে ব্লগ ছেড়ে দেবারও চিন্তা করেন। তারপরও ফিরে আসেন।
আপনার পেশা বা কাজ আপনাকে খানিকসময়ের জন্য বিরতিতে রাখার পরও আবার আপনি ফিরে এসেছেন ব্লগে??
২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ২:০৫
শূন্য সারমর্ম বলেছেন:
প্রতি ঘন্টায় ১ বার অন্তত ডুকি। আপনার পেশা কি?
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ২:০৬
কামাল৮০ বলেছেন: আমি রিটায়ার্ড।একগাদা রোগ নিয়ে কোন রকমে বেঁচে আছি।ব্লগ ফেসবুক থেকে আমাকে বেশি আকর্ষণ করে লাইভ।নিয়মিত শুনি এবং আলোচনায় অংশ গ্রহন করি।লেখালেখির থেকে কথা বলা অনেক সহজ।কয়েকটি ব্লগের কিছু লেখা নিয়মিত পড়ি।সব লেখা পড়ি না।
২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ২:৫৭
শূন্য সারমর্ম বলেছেন:
আপনি বয়স্ক মানুষ।
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ২:২৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
লেখক বলেছেন: আপনার পেশা কি?
আমি পেশা মুক্ত মানুষ।
২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ২:৫৭
শূন্য সারমর্ম বলেছেন:
এবং নাগরি' র আশ্রমের মালিক।
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৭:৩১
কবিতা ক্থ্য বলেছেন: আমি বলার মত কিচ্ছু করিনা রে ভাই।
২৯ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৪১
শূন্য সারমর্ম বলেছেন:
যাই করেন, বলে ফেলেন।
৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:৫৯
কালো যাদুকর বলেছেন: না টান অনুভব করি না ৷ যেমনটা একজন বন্ধুর জন্য করি। একজন বন্ধুর সাথে আড্ডা দেয়া যায়। কবিতা, গল্প, ভিন্ন মতামত শেয়ার করা যায়। তবুও সম্পর্ক নষ্ট হয় না ৷
এখানে সব বিষয়ে মতামত দেয়ার পরিবেশ নেই ৷ দিলে টার্গেট হতে হয়। বগ্লে একটি সুবিধা আছে। বেনামে ব্লগ করলে, মন খুলে লিখা যায়, পাঠকের মতামত পাওয়া যায়।
যেহেতু ছদ্মনামে লিখি, তাই পেশা ডিসক্লোস করার উপায় নেই।
২৯ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৪২
শূন্য সারমর্ম বলেছেন:
ধন্যবাদ মন্তব্যের জন্য।
৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি অফিসে এসেই আগে সামু অন করি।
রাতে কয়েকবার অন করে পোস্ট দেখি পড়ি। এই তো ।
সামু অবসরে সঙ্গী বিনোদনের অংশ
অট: আগুনের ছবি ছাড়া আর ছবি দেয়া যাবে কি
২৯ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৪৪
শূন্য সারমর্ম বলেছেন:
ধন্যবাদ 'মন্তব্যের জন্য। নেক্সট টাইম আগুনের ছবি বাদ দিয়ে অন্য ছবি দেবার চেষ্টা করবো।
৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৫১
জুল ভার্ন বলেছেন: জীবনের অনেক চড়াই উতড়াইতে আমার স্যোশাল মিডিয়ায় সক্রিয়তা স্ত্রী-সন্তানেরা মোটেই মেনে নিচ্ছেনা। তাই আমি মূলত অফিসেই সামুতে বেশী সময় দেই। আর অবসর বলে আমার জীবনে কিছু যেনো না আসে- আমৃত্যু কাজ করতে চাই।
ধন্যবাদ।
২৯ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৪৬
শূন্য সারমর্ম বলেছেন:
এত বাধার মাঝেও আছেন টিকে ; আপনার পেশা কি?
৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৫৬
জুল ভার্ন বলেছেন: লেখক বলেছেন:
এত বাধার মাঝেও আছেন টিকে ; আপনার পেশা কি?
উত্তরঃ আমার পেশা- ছোটখাটো বিজনেস।
২৯ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৫৪
শূন্য সারমর্ম বলেছেন:
ঠিক আছে।
৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:০৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
মার্চেন্ডাইজিং করি। ভীষণ প্রেশার নিয়ে চাকুরী করতে হয়। এরই ফাঁকে ব্লগে ঢুকি। মার্চেন্ডাইজিং করে ব্লগিং করা কঠিন বলেই মনে হয়। বাসাতে পরিবার আর ছেলে কে সময় দেই। আমার ব্লগিংয়ের বয়স ১১ আর মার্চেন্ডাইজিং এর বয়স ৯ !প্রায় সমান। এভাবেই চলছে।
২৯ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:২৫
শূন্য সারমর্ম বলেছেন:
সংগ্রামী জীবনের খানিক সময় কেটে যায় ব্লগে।
১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:১৯
মোহাম্মদ গোফরান বলেছেন: অনেক টান অনুভব করি। সামু আর ইনস্টাতে আমার ফ্রী টাইম কাটে।
২৯ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:২৬
শূন্য সারমর্ম বলেছেন:
আপনার উপস্থিতি টের পাওয়া যায়, সামুতে আসলে।
১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪৫
রানার ব্লগ বলেছেন: হাসপাতালের বেডে শুয়ে ব্লগে কমেন্ট করছি বুঝুন তবে
২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫৯
শূন্য সারমর্ম বলেছেন:
কাহিনী কি??
১২| ৩০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:০২
রূপক বিধৌত সাধু বলেছেন: ১৫-’১৬ সালে নেশার মত হয়ে গিয়েছিল। এখন অবশ্য অতটা না। না ঢুকলেও চলে।
৩০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৩৫
শূন্য সারমর্ম বলেছেন:
আপনার অবস্থার উন্নতি হচ্ছে?
১৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৩৫
রূপক বিধৌত সাধু বলেছেন: লেখক বলেছেন: আপনার অবস্থার উন্নতি হচ্ছে? বেতন পাচ্ছি না। ব্যক্তিগত জীবনেও কিছু জটিলতা তৈরি হয়েছে।
৩০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৩৪
শূন্য সারমর্ম বলেছেন:
আপনার থেকে ভালো খবর কবে যে শুনবো!
১৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:১১
নতুন বলেছেন: আমি প্রবাসী হসপিটালিটি প্রফেসনাল, অফিসে কাজের ফাকে ব্লগিং করা হয়। বাসায় পরিবার থাকলে ব্লগে তেমন সময় দেওয়া হয় না। কিন্তু কমেন্ট পড়ি এবং কমেন্ট করি। লেখার সময় হয়ে উঠে না।
ব্লগে ঢু মারা এখন নেশার মতন। প্রতিদিন কয়েকবার ঢু মারতেই হয়।
৩০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৩৫
শূন্য সারমর্ম বলেছেন:
প্রবাসীদের কাছে ব্লগ এক টুকরো বাংলাদেশ।
১৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০৪
শার্দূল ২২ বলেছেন: আমি প্রবাসী ব্যবসায়ী, বাংলাদেশে থাকা সময় থেকে ব্লগে আসি এক আপন জনের হাত ধরে। উনি মনে হয় আর ব্লগে আাসেননা, আমার হাতে এই নেশাসক্ত গুরুত্বপুর্ন ভার দিয়ে উনি সরে গেছেন। আমি এই ভার কাধে নিয়ে আজও আছি, মাঝে জীবনের উপর প্রচন্ড ঝড় বয়ে গেছে ,উত্থান পতন দমন গমন ভ্রমণ নানা ভ্রান্তির মাঝে পড়ে ব্লগ ভুলে বসেছিলাম।
জীবনের একটা পর্যায়ে এসে মনে হলো আমি একা হয়ে গেছি অনেক। কাজের মধ্যে এতটাই ঢুবে থাকি যে বন্ধু বান্ধব সব হারিয়ে ফেলেছি, আর এমনিতেই আমার বন্ধু ভাগ্য তেমন ভালোনা। মানুষের চেহারার পিছনে চেহারা দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি। কিছু দিন আগে মনে হলো আমার নিঃষ্পাপ সময়ের মানুষ গুলোর সাথে আড্ডা দিলে কেমন হয়। তাই ফিরে আসলাম এই জায়গায় ৭ বছর পর।
যখনি সময় পাই অফিসে কাজের ফাঁকে ঢু মেরে যাই। নিজের বিশেষ লেখা লেখির যোগ্যতা নেই বলে মন্তব্যে সীমাবদ্ধ থাকি নিজের মতামত প্রকাশ করি। সেই অর্থে এখানে আমার বিশেষ কোন অবদান নেই। যাদের আছে তাদের সন্মান করি সামুকে ধরে রাখার জন্য এবং বিশেষ কৃতজ্ঞতা তাদের প্রতি সেই সাথে জানা এবং তার টিমকে যারা সামুকে ধরে রাখতে অবিচল।
শুভ কামনা সামুর জন্য ,শুভ কামনা সামুর প্রতিটা সুন্দর মনের মানের লেখক লেখিকা এবং পাঠক সমাজকে।
৩০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৩৭
শূন্য সারমর্ম বলেছেন:
সামুর প্রতি আপনার টানটাই বড় ব্যাপার।
১৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৩৫
মিরোরডডল বলেছেন:
তাইতো, কেনো আসি !!!!!
এ এক অদ্ভুত মায়ার খেলা ।
দুরের অচেনা মানুষগুলোকে চেনা মনে হয় ।
আবার চেনা নিকের আড়ালে অচেনা মন ।
৩০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৩৮
শূন্য সারমর্ম বলেছেন:
ভালো পদ্য হয়েছে। আপনি প্রবাসী?
১৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪৬
মিরোরডডল বলেছেন:
লেখক বলেছেন:
প্রবাসীদের কাছে ব্লগ এক টুকরো বাংলাদেশ।
কথা সত্যি ।
শুধু তাই না, আরও অনেক কিছু ।
সামু হচ্ছে মনের জানালা ।
০৩ রা অক্টোবর, ২০২২ রাত ১:৫৩
শূন্য সারমর্ম বলেছেন:
জানালা ছোট হয়ে গেলো না, প্রাসাদের দরজা হবে।
©somewhere in net ltd.
১| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:১৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
সকাল শুরু হয় সামুতে ঢুকে। রাতে ঘুমতে যাই সামু থেকে বেরিয়ে।
আপনি কেমন টান অনুভব করেন?