নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

ব্লগ চিরতরে ঘুমাবে কবে?

১৪ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৮





ব্লগের যা বেহাল দশা দেখা দিয়েছে, অনেক ঢোক গিলেই কমেন্ট দশে যাচ্ছে না ; পাঠক নেই।এডমিন ঘোষণা দিয়ে ব্লগ ছাড়লো ; জলদস্যু ভাইয়ের সব ফুল সবার মুখস্ত হয়ে গিয়েছে নাকি? পাঠক /কমেন্ট নেই কেন? ব্লগার গোফরান নিজের জগৎে থেকে ঠিকই বারংবার মেসেজ দিয়ে যাচ্ছে।জানা আপার মানসিক শক্তি নিয়ে পোস্ট দিলে পাঠক পাওয়া যেতে পারে।

রাজীব নুর কে অনলাইনে দেখা যায় মাঝেমধ্যে, কীবোর্ডে আঙুল চালাচ্ছেনা কেন?ব্লগার জুলভার্ন চেষ্টা করছেন সামু নিয়ে চিৎকার দিতে যে আমি মরি নি! সেমিব্যানের গাজীসাহেব ফিরবে মনে হয়? আজকে একজন দেখলাম মডেল ভাবনার বৃষ্টিভেজা বাহুর ছবি দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। গতকাল দেখলাম একজন বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত,এটেম্পট নিয়ে আল্লাহ উনাকে বাঁচিয়ে দিয়েছে।অন্য আরেক ব্লগারের শিরোনাম দেখালাম " আল্লাহ সাহায্য করুণ। এভাবে চলবে কত দিন? ব্লগে ঘুমাবে না কি করবে? আল্লাহ ব্লগকে ঘুম থেকে জেগে তোলার জন্য প্রার্থনা করা দরকার মনে হচ্ছে।

শেষ কবে, এমন মহামারী লেগেছিলো? ব্লগে আমার আয়ু বেশিদিন নয়, যারা অনেকবছর ব্লগে, আপনারা জানান ব্লগ মহামারীতে পড়লে কিভাবে রক্ষা পায়?কবে ব্লগে প্লেগ দেখা গিয়েছিলো? ক্যাচালের স্বর্ণযুগ কবে ছিলো?






মন্তব্য ৫৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৮

অপ্‌সরা বলেছেন: ব্লগ কখনই ঘুমাবে না! যতই ঘুম পাড়ানী গান শোনানো হোক না কেনো ব্লগ শিশু থেকে বুড়া হয়ে যাবে। ধুকে ধুকে চলবে হয়ত কিন্ত ব্লগ ঘুমাবে না। ব্লগ জেগে থাকবে অন্তত তোমার আমার জীবদ্দশায়!

১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:১৪

শূন্য সারমর্ম বলেছেন:

ঘুমিয়েও জীবিত থাকা যায়।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫১

সাড়ে চুয়াত্তর বলেছেন: এমন অলক্ষুণে কথা বলতে হয় না।

১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:১৫

শূন্য সারমর্ম বলেছেন:



করুন দশা তাই বলে ফেললাম একটু।

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:০৫

আহমেদ জী এস বলেছেন: শূন্য সারমর্ম,



আপনার যদি মনে হয়, ব্লগ প্লেগ মহামারিতে আক্রান্ত তবে চিকিৎসা হলো- যে যার অবস্থানে আইসোলেশনে থাকা । তার মানে প্লেগাক্রান্তদের কাছ থেকে ১০০ হাত দূরে থাকা। মুখ মাস্ক দিয়ে ঢেকে রাখা। তাহলে প্লেগ ছড়াবেনা। নিজে সুস্থ্য থাকুন এবং অন্যকে্ও সুস্থ্য থাকতে দিন। B-)

স্বাস্থ্য অধিদপ্তরের ভাষায় বললে বলতে হয় - "প্লেগ নিয়ে অহেতুক আতঙ্ক ছড়াবেন না। প্রতিদিন ব্লগের স্বাস্থ্যবিধি মেনে চলুন।" :P

১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:১৬

শূন্য সারমর্ম বলেছেন:


ভালো পরামর্শ। তবে স্বাস্থ্য অধিদফতরের ফ্লোরা ম্যাম সিঙ্গাপুরে আইসিউতে ছিলো। এখন আপডেট কি?

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:১৭

নতুন বলেছেন: ব্লগ ঘুমাবে কিন্তু সেটা যেন আমাদের জীবদ্দশায় না হয়। :)

১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:১৭

শূন্য সারমর্ম বলেছেন:

ভালো ; ব্লগের দীর্ঘায়ু কামনা করছি।

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:১৮

স্বাধীন বাংলা ৭১ বলেছেন: ব্লগ ঠিকই আছিল, জমাট আছিল, গোটা চল্লিশের মত মন্তব্য আছিল আহমদ জী এস, শায়মা,শেরজা, জুন,মনিরা,আখেনাটেন,অপু তানভীর, গোফরান,মিরোরডল দের মতো ব্লগারদের পোষ্টে। ৪-৫ দিন ধৈরা নতুন মোড়কে পুরানটার
~নাই কাজ তু কৈ বাজ~ পু* মাইরা দিছে আবার।

১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:১৮

শূন্য সারমর্ম বলেছেন:


শেষ বাক্যটায় আপনার সম্পর্কে অনেক কিছু বলছে।

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২৮

পোড়া বেগুন বলেছেন:
আমরা আছি জেগে!

১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৩৩

শূন্য সারমর্ম বলেছেন:


জেগে থাকেন, থাকেন আপনার মত অনেক সঙ্গী পাওয়া যাবে।

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:১৫

মোহাম্মদ গোফরান বলেছেন: ব্লগ নিয়ে পোস্ট দিয়েন না।

(টেক দ্যা কমেন্ট পজিটিভলি)

১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪১

শূন্য সারমর্ম বলেছেন:


ঠিক আছে।

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:১৮

খায়রুল আহসান বলেছেন: ব্লগ চিরতরে ঘুমাবে না। মাঝে মাঝে ঝিমুবে, আবার জেগে উঠবে, অথবা তাকে জাগানো হবে।
তবে কবিতা লিখে দশটা মন্তব্য পাওয়াটা এখন সত্যিই ভাগ্যের ব্যাপার। অন্য কিছু লিখলে তাও কিছু পাওয়া যায়।

১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪২

শূন্য সারমর্ম বলেছেন:

চিরতরে ঘুম খারাপ ব্যাপার হবে।আশাকরি জেগে উঠুক।

৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:২৯

জুল ভার্ন বলেছেন: ব্যাপার না! মাঝেমধ্যে ব্লগে ব্লগারদের একটু ঝিমুনি ভাব চলে আসে....আরও শক্তি সঞ্চয়ের জন্য। তবে আমার কয়েকদিনের বিরতিতে যেতে হচ্ছে পেশাগত ব্যস্ততার জন্য....

শুভ কামনা সবার জন্য।

১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪৩

শূন্য সারমর্ম বলেছেন:



কতদিন?

১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
ফেসবুক-টিকটকের এই যুগে আমরা মনে হয় ব্যাকডেটেড, নাকি ব্যাকডেটেট!!

১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪৪

শূন্য সারমর্ম বলেছেন:

তা ঠিক ' একটু খানি ব্যাকডেটেড। তবে ব্লগ কাজের জিনিস।

১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ব্লগ ঘুমাবে না ইনশাআল্লাহ

১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪৪

শূন্য সারমর্ম বলেছেন:

আমিও তাই চাই।

১২| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সোনাগাজী আর রাজীব নুর অর্ধেক ব্লগ জাগিয়ে রাখে। অথচ এরাই নেই।

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:২১

শূন্য সারমর্ম বলেছেন:


জেনারেল,ব্যানের খপ্পর উনাদের ছাড়েনি মোটেও।

১৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:১০

কামাল৮০ বলেছেন: যার সুরু আছে তার শেষ আছে।

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:২২

শূন্য সারমর্ম বলেছেন:
শেষটা দেখে যেতে পারবো?

১৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৩১

ককচক বলেছেন: ব্লগ ঘুমিয়ে পড়ার কথা না। ব্লগ ঘুমাবে না।

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:২৪

শূন্য সারমর্ম বলেছেন:


আসুন জেগে থাকি,টেলিস্কোপ নিয়ে রাতের আকাশ দেখি ; নক্ষত্রের পতন নিয়ে কবিতা লেখি।

১৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৩৮

ঘুটুরি বলেছেন: রাত যত গভীর হয়, প্রভাত ততই এগিয়ে আসে। সামু জেগেই রইবে।

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:২৫

শূন্য সারমর্ম বলেছেন:


প্রভাত শেষ হতেই রাত আসে, সামু কোন পর্যায়ে আছে?

১৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এমন অলুক্ষনে কথা কেনো বলেন ভাই?

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৩৪

শূন্য সারমর্ম বলেছেন:

অলক্ষ্মী/সুলক্ষী যাই বলিনা কেন ; ব্লগে প্রতিদিন ইদ চাই,পুজো চাই ও যীশু/বুদ্ধের জন্মদিন চাই।

১৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১:১৯

কামাল৮০ বলেছেন: বুদ্ধ না হয় রাজার ছেলে তার জন্মদিন থাকতেই পারে।কিন্তু যীশু,তার বাবাকে খুঁজে পাওয়া যায় না।তার জন্ম দিন কোথায় পাবেন।

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১:৪৮

শূন্য সারমর্ম বলেছেন:


সবাইকে নিয়ে বসে যীশুর দিনক্ষন ঠিক করতে হবে মনে হচ্ছে।

১৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ২:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন:
অলক্ষ্মী/সুলক্ষী যাই বলিনা কেন ; ব্লগে প্রতিদিন ইদ চাই,পুজো চাই ও যীশু/বুদ্ধের জন্মদিন চাই।

চাইলেই কী সব পাওয়া যায়?
এর জন্য সাধনা করতে হয়।

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ২:২৩

শূন্য সারমর্ম বলেছেন:


উপরের মহামানবগণ কেউ হেরাগুহায় কেউ অশ্বথ গাছের গোড়ায় সাধনা করেছিলো ; আপনি জায়গা খুজে বের বের করেন।

১৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৩:৪৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মোটামুটি কতজন ব্লগার ব্লগকে জাগিয়ে রাখে বলে আপনি মনে করেন।
নাম বলতে পারবেন?

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৫৪

শূন্য সারমর্ম বলেছেন:

গাজীসাহেব থাকলেই হতো, তাছাড়া আপনার পোস্টও পাঠক পায়।

২০| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ ভোর ৪:১৮

কাছের-মানুষ বলেছেন: মানুষেরই ভরসা নেই আর ব্লগ! তবে ব্লগ এত তাড়াতাড়ি ঘুমাবেনা না! পোষ্ট খারাপ আসছে না আমার মনে হয়! তবে এক সময় কবিদের আধিক্য দেখা যেত ব্লগে বিশেষ করে বিরহী কবি, এখন বিরহী কবি এবং কবিতা কমে গেছে!

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৫৬

শূন্য সারমর্ম বলেছেন:

ব্লগ না ঘুমালেই ব্লগারেরা কবি হবে,লেখক হবে।

২১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:১৫

বিটপি বলেছেন: ভাবনার বৃষ্টিভেজা বাহু দেখতে আমিই আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু আজকে সকালে এসে দেখি গোটা বিশেক কমেন্ট সুদ্ধ সেই পোস্ট হাওয়া। এই আকাম করলটা কে? মডু? কি কারণে?

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৫৬

শূন্য সারমর্ম বলেছেন:


বাঙালী বাহু মডুর পছন্দ নয় মনে হয়।

২২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:২৭

বাংলার এয়ানা বলেছেন: ব্লগ জেগে ঘুমাচ্ছে, কার সাধ্য ঘুম পাড়ানো।

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৫৭

শূন্য সারমর্ম বলেছেন:
অনেকটা আপনার প্রোফাইল পিকের কবুতরের মত।

২৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:২৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
লেখক বলেছেন:
গাজীসাহেব থাকলেই হতো, তাছাড়া আপনার পোস্টও পাঠক পায়।



ফিফা কিংবা ইমন জুবায়ের ভাইয়ের লেখাগুলো কপি করে এনে পোস্ট করুন নিয়মিত, তারপরেও পাঠক পাবেন না।
ব্লগে কয়েকজন লেখেন তবে পাঠক নাই। এই ব্লগ এমন ই চলবে। তবে ঘুমাবে না চিরতরে। ২০১৪ সাল থেকে মোটামুটি এমন ই দেখে আসছি।
সাম্প্রতিক সময়ে কিছু কাউন্টার পোস্ট পাবেন। সেই ধরণের পোস্টে পাঠক আর মন্তব্য পাবেন।

ব্লগে আমি নিজের জন্য লিখি না। ব্লগার এবং পাঠকদের জন্য লিখি। সেই হিসেবে আমার পাঠক নাই। ব্লগ কে জাগিয়ে রাখার একজন অংশীদার ব্লগার মনে করি না।

ইদানিং "আমার ভাবনা গুলো অন্যদের জানিয়ে লাভ কি ?" তে থেমে গিয়েছি।

শ্রদ্ধেয় খায়রুল আহসান বলেছেন:
কবিতা লিখে দশটা মন্তব্য পাওয়াটা এখন সত্যিই ভাগ্যের ব্যাপার।


নিজেকে একজন আবেগী পংক্তি লিখিয়ে বলে মনে করতাম বলে ব্লগে রেজি করেছিলাম লিখতে। সেই পংক্তিমালা আজ থেমে গিয়েছে।

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:০৩

শূন্য সারমর্ম বলেছেন:


২০১৪ সাল থেকে এসবের ভিকটিম আপনি তাহলে।

২৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
চিরতরে কবে ঘুমাবে তা আমরা জানিনা। তবে চলছে চলুকনা বন্ধ হওয়ার দরকার কি ?

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:০৪

শূন্য সারমর্ম বলেছেন:

বন্ধ হবে না ঠিকই; তবে মুমূর্ষু অবস্থায় থাকবে।

২৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:২৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কাছের-মানুষ বলেছেন:
মানুষেরই ভরসা নেই আর ব্লগ! তবে ব্লগ এত তাড়াতাড়ি ঘুমাবেনা না! পোষ্ট খারাপ আসছে না আমার মনে হয়! তবে এক সময় কবিদের আধিক্য দেখা যেত ব্লগে বিশেষ করে বিরহী কবি, এখন বিরহী কবি এবং কবিতা কমে গেছে!



ঠিক বলেছেন। কবিরা এখন আর তাদের আবেগ প্রকাশ করে আনন্দ পায় না। বিরহী কবির সাথে সাথে অনেক কিছুই থেমে যাবে।

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:০৫

শূন্য সারমর্ম বলেছেন:


কবি জাত বিলুপ্ত হয়ে যাবে ধীরে ধীরে।

২৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৪৫

নূর আলম হিরণ বলেছেন: ব্লগে ব্লগারদের জন্য এখন আসলে তেমন কিছু নেই। যারা লিখে তারা আসলে অভ্যাসবশত লিখে। নতুনরা তেমন লেখা লিখছে না। যারা মন্তব্য করেন তারাও লেখকের লেখা সম্পর্কে সঠিক মূল্যায়ন করছেন না।

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:১৭

শূন্য সারমর্ম বলেছেন:


সঠিক।

২৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৫০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমার মনে হয় লিখার মান বাড়ালে , এবং শুদ্ধ রূচির চর্চা করলে ব্লগ আবার জেগে উঠবে । কারণ মহামারির থেকেই দেখছি ফেসবুকে লিখার রুচি দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে । ব্লগে তাও ভালো কিছু পড়া হয় কিন্তু ফেইসবুকে তেমন কিছু চোখে পড়ে না যাও বা পড়ে সব কোন কোন ব্লগের কপি পেস্ট । তাই মনে হয় ব্লগ আবার জেগে উঠবে !!

১৬ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১৬

শূন্য সারমর্ম বলেছেন:


বাঙালীর ফেসবুক জাতে উঠেনি।

২৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই ব্লগের সৃষ্টিলগ্ন থেকে এ পর্যন্ত অনেক রথী-মহারথী এসেছেন এবং চলেও গেছেন। কারো চলে যাওয়ার জন্য ব্লগ কখনো থেমে থাকে নি, ভবিষ্যতেও থেমে থাকবে না। সর্বকালের সেরা ব্লগার ইমন জুবায়ের চলে গেলেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন), দুর্দান্ত ব্লগার ফিফা, অমি রহমান পিয়ালসহ আরো অনেকেই চলে গেছেন। ব্লগ ব্লগের জায়াতেই আছে। ব্লগের মন্দাবস্থা আমাদের অফলাইন জগতের মন্দাবস্থা, অর্থনৈতিক অবস্থার সাথে সরাসরি সম্পর্কযুক্ত।

ব্লগ চলে গেল, আগের মতো নেই, ইত্যাদি আক্ষেপসমগ্র পোস্ট আদি যুগে ছিল, মধ্যযুগে ছিল আর এখনো আছে। আগামীতেও থাকবে। আমি বিগত ১৩-১৪ বছরের সাক্ষী। এসব থাকবেই। এবং প্রতিটা পোস্টেই কিছু ব্লগার হা-হুতাশ প্রকাশ করেছেন, বাকি ব্লগাররা (আমিসহ) আশায় উজ্জীবিত থেকে ব্লগিং করে গেছেন।

সবার দেখার অ্যাঙ্গেল যেমন এক না, সবার সঠিক অ্যাঙ্গেল দেখার ক্যাপাবিলিটিও নাই। বিগত ৪/৫ বছরের মধ্যে ব্লগ বর্তমানে তার অন্যতম সেরা সময় পার করছে। তেমন কোনো ব্যক্তি-আক্রমণ নাই, কার মাথায় কুকুর বা শূকরের ক্রোমোজম, এসব নিকৃষ্টতম ও খচ্চরসুলভ ইতরস্বভাবের কোনো উক্তি নাই। ব্লগিং করার জন্য সুন্দর পরিবেশ এই ব্লগে বিদ্যমান এখন। আপনি প্রাণ খুলে ব্লগিং করতে পারেন, মনের কথা ব্যক্ত করতে পারেন।

ব্লগে আমরা চাই সুস্থ মস্তিষ্কের মার্জিত রুচিবোধসম্পন্ন লেখা ও মন্তব্য। আমরা কাউকে সর্বকালের নিকৃষ্টতম ও ঘৃণ্যতম ব্লগার হিসাবে আমাদের বন্ধু সহব্লগার রূপে ব্লগে দেখতে চাই না।

এ ব্লগ কারো চলে যাওয়াতে কখনো ঘুমাবে না। ঘুমাতে পারে অন্য কারণে - এর আগে একবার যেমন রোষানলে পড়েছিল। ব্লগ অথোরিটি, বিশেষ করে জানা আপুর অক্লান্ত পরিশ্রম ও তৎপরতার ফলে সেই রোষানল থেকে ব্লগ বেরিয়ে আসতে পেরেছে। প্লাস, ব্লগারদের ছিল আন্তরিক শুভ কামনা। এ ব্লগের উপর কারো অশুভ দৃষ্টি পড়ুক, সে ব্যাপারে ব্লগারদেরও সতর্ক থাকা অতীব প্রয়োজন।

শুভেচ্ছা রইল।

১৬ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১৭

শূন্য সারমর্ম বলেছেন:


আপনি তো তাহলে মহারথীর লিস্টে?

২৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:২২

মুদ্‌দাকির বলেছেন: আমার মনে হয়, ব্লগ ভালো আছে। এবং থাকবে।

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৩৩

শূন্য সারমর্ম বলেছেন:


ব্লগ সারাজীবন চিরযৌবনা হয়েই থাকুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.