নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

তোমাকে কিছু বলতে চাই!

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫২




অসীমে গিয়ে তোমাকে ভালোবাসিনি, বিনিময়ে ভালোবাসিনি, কেন ভালোবেসেছিলাম? আমার হৃদয় নিঙড়ানো অনুভুতির দেয়ালে আকাবুকি করে জীবনের কঠিন সময়ে পছন্দের দেয়ালে ভ্যান গগ হতে চেয়েছিলাম।সেই পরিচিত দেয়াল আগুনে পুড়ে গিয়েছিলো, পরিত্যক্ত রুমে কেউ যেত না,ভয় পেত ; তবুও আমি বার বার ফিরে যাই পোড়া গন্ধের লোভে, হৃদয় পোড়ার ক্ষতের সাথে দেয়ালের ক্ষতের অদ্ভুত বন্ধন অজান্তেই সৃষ্টি হয়ে গিয়েছিলো।

দুই আঙুলের ফাকে জলন্ত সিগারেট ফুসফুস কালো করে দেয়,রক্তপ্রবাহ অভিমান করে নিকোটিনের সংস্পর্শ। হৃদয়ের পোড়া ভাব কাটেনি আজও, আমি প্রতিনিয়ত পুড়ি, পুড়তেই যেন আমার জন্ম। তুমি কেন আমাকে ফেলে চলে গিয়েছো? আমার সাথে তুমি কথা নাই বলতে, একবার যদি আমার হৃদয়ে টোকা মেরে দেখতে, এই হৃদয় তোমার জন্য ভালোবাসা নিয়ে বসে ছিলো, অপেক্ষারত ছিলো।তুমি বুঝোনি।

আজ হৃদয় রোগাক্রান্ত, মরতে বসেছে ;তবুও তোমার ভ্রুকুটি নেই; আমার হৃদয় একটা বোবা বস্তু তাই হয়তো চিৎকার তোমার কানে পৌছায় না, এবং তোমার হৃদয় আমার হৃদয় থেকে বহু আলোকবর্ষ দূরে তাই হৃদয়ে পৌছানোর মত শব্দতরঙ্গ কখনো করতে সাহস পাইনি। ভেবেছি পাপ হবে; পাপের ভেলায় কি আলোকবর্ষ পাড়ি দেয়া যায়! আমি অর্ধমৃত আছি পোড়া হৃদয় নিয়ে, হৃদয়ের পোড়া গন্ধই আমার জন্য আদিমতম নেশা।

মন্তব্য ১২ টি রেটিং +৮/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৯

জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর কাব্যিক প্রকাশ! +

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৯

শূন্য সারমর্ম বলেছেন:


অনেক ধন্যবাদ, মন্তব্যে ফিডব্যাকের জন্য।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৭

মনিরা সুলতানা বলেছেন: হৃদয়ের পোড়া গন্ধই আমার জন্য আদিমতম নেশা বড্ড ভয়ংকর নেশা !
লেখা ভালো লেগেছে।

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৯

শূন্য সারমর্ম বলেছেন:


পঠনের জন্য অনেক ধন্যবাদ।

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫১

মোহাম্মদ গোফরান বলেছেন: কিন্তু প্রেম তো শুধুই কেড়ে নেয়। প্রাপ্তির সারমর্ম শূন্য।হারানোর সারমর্ম বিশাল।

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৭

শূন্য সারমর্ম বলেছেন:



এজন্যই আমি শূণ্য সারমর্ম। ধন্যবাদ মন্তব্যের জন্য।

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: কবিতার মতো করে লেখা!!

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০১

শূন্য সারমর্ম বলেছেন:

আমি এসব লিখতে জগাখিচুড়ী করি সবসময়।

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:০৭

মুক্তা নীল বলেছেন:
মাঝে মাঝে খুব ইচ্ছে করে একটু একলা থাকি
নিজের কথায় নিজের ছায়ায়, একটু দিয়ে ফাঁকি…..
যে হাসি গান, করে দিয়ে ম্লান, হেঁটে যেতে চাই আগে
সে কথাগুলো বারেবারে কেন মনের কোণেতে জাগে….

হায়রে সময়, হায় পোড়া মন, হায় পুরনো স্মৃতি
খানিক যদি পেছন ছেড়ে, একলা চলতে দিতি ....

পোস্টটিতে লাইক ।

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০১

শূন্য সারমর্ম বলেছেন:


অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বলেন ভাই,
কোন বাধা নাই!

০৯ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:২২

শূন্য সারমর্ম বলেছেন:


আপনি সাংবাদিক মানুষ, যদি ছেপে দেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.