নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অবচেতন রোগাক্রান্ত হয়েছে বহুকাল পূর্বে।সস্তা কাগজে লিখে রাখা ভাবনার বাস্তব রুপ দেখা যায় না কখনো।অবচেতন আমাকে হারিয়ে দেয়,ঘুম থেকে জেগে আমি রোগাক্রান্ত অবচেতনের ডাস্টবিনে নিক্ষিপ্ত হই প্রতিনিয়ত।আশেপাশের অনুপ্রেরণা হতাশায় ভুগে,ফিরে আসে সুইসাইড নোটের মায়ায়।
বাড়ির পাশের নদী, শতবর্ষী বৃক্ষ, দক্ষিণকোনে হিজল গাছে বসে থাকা পেঁচার চাহনী,মধ্যরাতে কাকের ডাক, বজ্রপাতে ঝলসে যাওয়া তালগাছের অগ্রভাগ,শহরের ফুলবিক্রেতা শিশুর হাসি,গোরস্তানের পাহারাদার, পৌষের সকালে আগুন পোহানো -এ সবকিছু আমাকে ভুলিয়ে রাখে,জীবিত রাখে,শান্তি দেয়। আমি ভুলে যাই আমার অবচেতন মৃত নয়,রোগাক্রান্ত।
মৃত মানুষ সাদা কাপড়ে জড়িয়ে থাকে, কথা বলে না। বোবা মানুষের চিৎকার কেউ শুনতে চায় না।জীবনের কাটাতারে সবাই বিধে যায়,মুক্তও হয়, সবাই চাঁদের আলো সমান ভাবে ভোগ করে। যদিও কেউ কারও নয়; আসলে কোথায় কেউ নেই,থাকবেও না,থাকার প্রশ্নও আসে না।
০৩ রা আগস্ট, ২০২২ সকাল ১০:০০
শূন্য সারমর্ম বলেছেন:
মানুষের জীবনদর্শন মানুষকে বাঁচায়, মানুষকে বিভ্রান্ত করে।
২| ০৩ রা আগস্ট, ২০২২ সকাল ৮:১৬
কামাল৮০ বলেছেন: রূপচিত্রগুলো সুন্দর।
০৩ রা আগস্ট, ২০২২ সকাল ১০:০১
শূন্য সারমর্ম বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
৩| ০৩ রা আগস্ট, ২০২২ সকাল ১০:১৯
জুল ভার্ন বলেছেন: একটা গান আছে- "রঙের এই দুনিয়ায় কেউ কারো নয় স্বার্থের টানে সবাই কাছে আসে স্বার্থ ফুরালে দূরে সরে যায় ..."- লোকজ গানে এইভাবেই বাস্তবতা তুলে ধরে।
০৩ রা আগস্ট, ২০২২ সকাল ১০:৪৪
শূন্য সারমর্ম বলেছেন:
বাংলাদেশ থেকে বের হলে স্বার্থ আছে?
©somewhere in net ltd.
১| ০৩ রা আগস্ট, ২০২২ রাত ৩:১৩
ককচক বলেছেন: কেউ কারো নয়, এটাই চুড়ান্ত সত্য। তবুও অনেককে নিয়ে বাচতে হয়, ভাবতে হয়... এটাই ত জীবন।