নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিরোনামসমূহ :
/ গ্যাস সংকটে সার কারখানা বন্ধ চট্রগ্রামে
/ প্রতিদিন বসবাসের জন্য ২০০০ লোক ঢাকায় আসে
/ টঙ্গীতে মাদকের সাম্রাজ্য, রাজনীতির মদদের রুপ।
ভাবনা:
বয়স ২৩ ; নাম - আকবর আলী,পড়াশোনার সুযোগ পায়নি, অর্থের জন্য " সার কারখানার শ্রমিক হিসেবে কাজ করতো, কাজ শুরু করেছে প্রায় ২ মাস, বেতন পায়নি ;তাছাড়া এখন কারখানা বন্ধ হয়ে যাওয়ায় হতাশ হয়ে ঢাকা গেলো। আগে থেকে টুকটাক নেশা করলেও টঙীতে সাম্রাজ্যের স্পর্শে পাক্কা মাদকসেবী হয়ে উঠলো, গার্মেন্টসে হেলপার পদে কাজ করলেও ; ডোন্ট কেয়ার মনোভাবের জন্য রাজনীতির গুটি হিসেবে বিবেচিত হলো ৩/৪ মাসের মধ্যেই,নেতা বাজিয়ে দেখলো, মিশনে পাঠালো,প্রাপ্তির চেয়ে বেশি পেল নেতা।
৭/৮ মাসের মধ্যেই এলাকা নিয়ন্ত্রণ,ক্ষমতা, আধিপত্য,পকেটে টাকা আর টাকা,মাঝে মধ্যে ভাবে এই আমি নাকি শ্রমিক ছিলাম; বছর ঘুরতেই গার্মেন্টস ব্যবসা দিয়ে দিলে কেমন হয়; টাকা আছে, আরও আসবে, নেতা আছে, প্রশাসন পকেটে। প্রভাবশালী নেতার বিশ্বস্ত গুটি ছিলো, অনেকটা দাবার "ঘোড়া " গুটির ন্যায়।এভাবে কেটে গেলো কয়েক মাস, তারপর একদিন নেতা থেকে আগাম খবর পেলো আজ পুলিশ রেইট দিবে কিন্তু নেতার বড় চালানটা রক্ষা করতে হবে যেকোনো মূল্যেই। ফলাফল পুলিশের সাথে বন্ধুকযুদ্ধ ও নিহত ; এক নিতান্ত সার কারখানার শ্রমিক থেকে সম্ভাবনাময় মাফিয়া সমাপ্তি।
----
** সার কারখানা কখন খুলবে কর্তৃপক্ষ জানে না।
** ঢাকায় লোক আসা ঠেকানো যাবে না কোনো ক্রমেই।
** টঙ্গীকে এক টুকরো মেক্সিকো বানাতে চায় নেতারা।
২৮ শে জুলাই, ২০২২ সকাল ৯:৪৬
শূন্য সারমর্ম বলেছেন:
ভালো প্রশ্ন ; আমার ক্লাসমেটদের মধ্যে কারও রিহ্যাবিলিটেশন যাওয়ার দরকার হবে না কখনো। তবে বিভিন্ন প্রোগ্রামে তখন কিছু ট্রাই করে, সবসময় নিকোটিনই চলে।
২| ২৮ শে জুলাই, ২০২২ ভোর ৫:৫৮
ইমরোজ৭৫ বলেছেন: সুন্দর লেখা।
২৮ শে জুলাই, ২০২২ সকাল ৯:৪৭
শূন্য সারমর্ম বলেছেন:
ধন্যবাদ মন্তব্যের জন্য।
ডির্ভোসের পর হতাশা মাদক ধরতে চেয়েছেন?
৩| ২৮ শে জুলাই, ২০২২ সকাল ৮:০৯
ফারহানা শারমিন বলেছেন: নিষ্ঠুর পৃথিবী!
২৮ শে জুলাই, ২০২২ সকাল ৯:৪৮
শূন্য সারমর্ম বলেছেন:
পৃথিবী নিষ্ঠুর পৃথিবী অবলা।
৪| ২৮ শে জুলাই, ২০২২ সকাল ৯:৫৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার লেখা খুব মন দিয়ে পড়ি।
যে কথা গুলো বলতে চেয়েছিলাম সেটা শেষের তিন লাইনে লিখে দিয়েছেন।
২৮ শে জুলাই, ২০২২ সকাল ১১:০৮
শূন্য সারমর্ম বলেছেন:
আপনার ফিডব্যাকের জন্য অপেক্ষা করি, ধন্যবাদ।
৫| ২৮ শে জুলাই, ২০২২ সকাল ১০:০১
জুল ভার্ন বলেছেন: অশনি সংকেত!
২৮ শে জুলাই, ২০২২ সকাল ১১:০৯
শূন্য সারমর্ম বলেছেন:
অশনি সংকেত ঠিক করতে কি দরকার?
৬| ২৮ শে জুলাই, ২০২২ দুপুর ১:০০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মাদক সব সর্বনাশের কারণ।
২৮ শে জুলাই, ২০২২ দুপুর ১:৫০
শূন্য সারমর্ম বলেছেন:
মাদক যেভাবে সয়লাব হয়েছে, উপর থেকে দেখলে মনে হবে পুরো দেশেই জাল বিছানো।
৭| ২৮ শে জুলাই, ২০২২ দুপুর ১:২২
মোগল সম্রাট বলেছেন: সমকালিন ভাবনা
২৮ শে জুলাই, ২০২২ দুপুর ১:৫০
শূন্য সারমর্ম বলেছেন:
জি, মন্তব্যের জন্য ধন্যবাদ।
৮| ২৮ শে জুলাই, ২০২২ দুপুর ২:০৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
ভাল লিখেছেন।
টঙ্গী ছাড়া আর কোনো এলাকা এই তালিকায় আছে?
২৮ শে জুলাই, ২০২২ দুপুর ২:২২
শূন্য সারমর্ম বলেছেন:
সময় নিয়ে বসে এলাকার তালিকা করতে হবে।
©somewhere in net ltd.
১| ২৮ শে জুলাই, ২০২২ ভোর ৫:৪৩
সোনাগাজী বলেছেন:
আপনার ক্লাশমেটরা মাদক পছন্দ করে?