নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শ্রাবণের বৃষ্টি কদম গাছ স্পর্শ করে ধীরে ধীরে পুরো গাছ ভিজিয়ে দিলো; বয়স্ক কদম গাছ, অনেক উত্থান পতন দেখেছে, নিজের কদম ফুল বিলিয়ে দিয়ে অন্যের মুখে হাসি দেখেছে।গাছটি অনেকবার বেঁচে গিয়েছে কাটার হাত থেকে, এখনও ফুল দেয় মানুষের ক্রিয়া-প্রতিক্রিয়া দেখে, নিজে সূর্যের আলোর পানে চেয়ে থাকে।
গ্রামের ছেলেরা ফুটবল খেলছে জুম বৃষ্টিতে মনে হয় কাদামাটি খেলা চলছে ; কি আনন্দ! ওদের রোগবালাই'র ভয় নেই,ডাকাডাকির ভয় নেই, এমনকি বজ্রপাতেরও ভয় নেই, দেখে মনে হবে এত মনোযোগ নিয়ে হয়তো কেউ ইবাদতও করে না।কি সুন্দর দৃশ্য, ভিজছে, খেলছে,হাসছে।
আকাশের এককোণে মেঘ থাকলে দেখতে ভালো লাগে,মেঘ যখন পুরো আকাশ ছড়ায় তখন ভালোর সাথে ভয়ও লাগে অনেকের। নেমে আসে বৃষ্টি, একটুখানি আলোর ঝলকানি, বজ্রপাতের চৌরাস্তার তালগাছের মাথার পতন। কয়েকদিন টানা বৃষ্টি হলে মনে হয় প্রকৃতি এত সুন্দর করে গোসল করে কীভাবে, কোথায় কিছু নেই, শুধুই নির্মলতা!!
বৃক্ষের প্রতি সবাই হয়তো টান অনুভব করে, আপনি কোথায় গিয়ে অনেক গাছপালা,পাখপাখালির সাক্ষী হলেন;বুক ভরে নিশ্বাস নিলেন :কিছুদিন পর আবার সে স্থানে গিয়ে দেখলেন গাছ নেই, পাখি নেই আপনার কেমন মন খারাপ লাগে,বুকটা হাহ্কার করে উঠে??
২২ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:০৩
শূন্য সারমর্ম বলেছেন:
শেষ ঢাকা, এখন আইসিউতে।
২| ২২ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:২০
মোহাম্মদ গোফরান বলেছেন: সুন্দর লিখেছেন। ভালো লাগলো।
২২ শে জুলাই, ২০২২ রাত ১০:১২
শূন্য সারমর্ম বলেছেন:
অনেক ধন্যবাদ ফিডব্যাকের জন্য।
৩| ২২ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:২৩
জুল ভার্ন বলেছেন: আষাঢ়ে ঢাকা শহরে বর্ষা নেই তাইবলে তো কদমফুল ফোটা বন্ধ থাকতে পারে না!
দেখা হয় নাই চক্ষু মেলিয়া....
ঘর থেকে দুই পা ফেলিয়া.....
খোদ ঢাকা শহরের কেন্দ্রস্থল পান্থপথ সিগনালের পাশে বেশ কয়েকটি কদম গাছ ফুলে ফুলে শোভিত!
মোবাইল ফোন থেকে ছবিটা এড করতে পারলাম না।
২২ শে জুলাই, ২০২২ রাত ১০:১৩
শূন্য সারমর্ম বলেছেন:
পান্থপথের কদম গাছ দেখেছি।
একটি কদম ফুলের উপর একটি বৃষ্টির ফোটা।
৪| ২২ শে জুলাই, ২০২২ রাত ৮:০১
মোগল সম্রাট বলেছেন: সুন্দরবন থেকে বেরিয়ে আসি চলেম....
২২ শে জুলাই, ২০২২ রাত ১০:১৪
শূন্য সারমর্ম বলেছেন:
সুন্দরবন জীবিত আছে?
৫| ২২ শে জুলাই, ২০২২ রাত ৮:৩৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: গীতবিতানের শুকনো পাতায় বর্ষার গান
রবীন্দ্রনাথ একলা ভেজেন আমাকে ভেজান!!!
দারুণ লেখা।অনুভব করলাম ভীষণ।
২২ শে জুলাই, ২০২২ রাত ১০:১৫
শূন্য সারমর্ম বলেছেন:
রবীন্দ্রনাথের বৃক্ষপ্রেম অনুভবযোগ্য ; ধন্যবাদ পড়ে ফিডব্যাকের জন্য।
৬| ২২ শে জুলাই, ২০২২ রাত ৮:৪৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ঋতু পরিবর্তন হচ্ছে দ্রুত,
শ্রাবণে বৃষ্টি নাই, কদন ফুল
শুকিয়ে যাচ্ছে তাপদাহে।
বড়ই মর্মান্তিক এক দৃশ্য!
২২ শে জুলাই, ২০২২ রাত ১০:১৫
শূন্য সারমর্ম বলেছেন:
জলবায়ু পরিবর্তনের ফল খাওয়ার সময় আসছে দ্রুত।
৭| ২২ শে জুলাই, ২০২২ রাত ১০:৪৩
শায়মা বলেছেন: শ্রাবনের ধারার মত পড়ুক ঝরে .....
তোমারি সূরটি আমার মুখের পরে.....
২২ শে জুলাই, ২০২২ রাত ১১:৪১
শূন্য সারমর্ম বলেছেন:
নিজের লেখা কোনো গান?
৮| ২২ শে জুলাই, ২০২২ রাত ১১:৪৮
শায়মা বলেছেন: আরে না ভাইয়া!
এটা তো রবীন্দ্র সঙ্গীত!
২৩ শে জুলাই, ২০২২ রাত ১২:০৫
শূন্য সারমর্ম বলেছেন:
আচ্ছা ঠিক আছে।
©somewhere in net ltd.
১| ২২ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৫২
ঠাকুরমাহমুদ বলেছেন:
বেশীদিন আগের কথা নয়, এক সময় রাজধানী ঢাকাতেই প্রচুর গাছপালা ছিলো, বাদবাকী ছিলো জলা ডোবা। - এখন অলিতে গলিতে বাজার, মসজিদ, কিন্ডার গার্টেন, হাসপাতাল, ডায়গনস্টিক সেন্টার, মেয়েদের কাপড়ের দোকান, স্ট্রিট ফুড - ঢাকা সহ সমগ্র বাংলাদেশ বস্তিতে পরিণত হচ্ছে।