নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

বাঙালীর ইংরেজি দক্ষতা ব্লগারেরা কতটুকু দেখেছেন?

১৯ শে জুলাই, ২০২২ রাত ১:০৩




দেশের সরকার/আমলাতন্ত্রের কতভাগ প্রপার ইংরেজী পারে বলা কঠিন,কাগজে লেখা দেখে বিবৃতি, বক্তৃতা দেয়া জীবনের অংশ হয়ে গেছে।দেশের স্কুল, কলেজে কম্পিউটার শিখানো হয় বাংলায়,দরখাস্ত লিখতে পারে না বেশিরভাগ। ইংলিশ পরীক্ষা দিয়ে দেশ ছাড়ে হাজার হাজার শিক্ষার্থী,ওদের ইংরেজী কাজে লাগে ভবিষ্যৎ'এ? তাছাড়া ইংরেজী মাধ্যমের পড়াশোনা আছেই এখানে ধনীরা পড়ে, গরীবেরা আরবি শিখে মাদ্রাসা,মক্তবে।

দেশের বিভিন্ন জব সেক্টরগুলোতে ইংরেজীর আধিক্য, চাহিদা কেমন? কতভাগ চাইলেই ১৫/২০ লাইন স্যাটেলাইট,ইবোলা ভাইরাস,কনসোর্টিয়াম, ইনফ্লেশন টপিক লিখতে পারে অবলীলাক্রমে ; একসেন্টে ইন্ডিয়ান টোন দেখেছেন কত ভাগ? প্রপার পশ্চিমা একসেন্ট দেখেছেন বাঙালীর মাঝে?

বিদেশীদের সাথে কমউনিকেটে স্মার্টনেস ও হিউমার নিয়ে নিজেকে প্রকাশ করতে পারে কতভাগ? ইংরেজী ভীতি ছোট বেলা থেকেই গড়ে উঠে,যা শুরুতে অনীহা দেখায় তাদের ইংরেজী সহজে কাটে না,বিভিন্ন কোর্স, পরীক্ষা জড়তা কাটাতে পারে না।ইন্টারনেটের সুবাদে ইংরেজী শিখা সহজ হলেও, সহজে শিখে লেভেলে পৌছানো যায় না।

ইংরেজী ভাষা বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু গুরুত্বপূর্ণ?? চোখের সামনে কি দেখছেন? জানান অভিজ্ঞতা।

মন্তব্য ৪২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০২২ রাত ১:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
আমি পারি না।
আমি ইরেজিতে ফেল করা ছাত্র।

১৯ শে জুলাই, ২০২২ রাত ১:৩২

শূন্য সারমর্ম বলেছেন:

বলেন কি! ফুলের প্রতি আপনার যা ভালোবাসা, তাই যথেষ্ট।

২| ১৯ শে জুলাই, ২০২২ রাত ২:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: দেখেন ইংরেজি বানানটা বাংলাতে লেখতেও ভুল করেছি!!

১৯ শে জুলাই, ২০২২ সকাল ৯:০৩

শূন্য সারমর্ম বলেছেন:


পরের কমেন্টে নিজের ভুল তুলে ধরেছেন।

৩| ১৯ শে জুলাই, ২০২২ ভোর ৬:০৮

সোনাগাজী বলেছেন:



বাংগালীরা অনেক জাতির তুলনায় অনেকটা সহজে অণ্য ভাষা শিখতে পারেন। তবে, ১৯৮০ সাল থেকে ২০০০ সাল অবধি যারা পড়ালেখা করেছে, তারা ইংরেজীতে ভালো করেনি।

১৯ শে জুলাই, ২০২২ সকাল ৯:০৫

শূন্য সারমর্ম বলেছেন:


এটা আপনার পর্যবেক্ষণের জরিপ?

৪| ১৯ শে জুলাই, ২০২২ সকাল ৭:৫৫

কোনেরোসা বলেছেন: পশ্চিমা একসেন্টে আংরেজি কইতে হইব ক্যান? আমরা আমরার মত বাংলাদেশি একসেন্টে আংরেজি কইমু, হেরার পোষাইলে পোষাইব নাইলে নাই।

১৯ শে জুলাই, ২০২২ সকাল ৯:০৪

শূন্য সারমর্ম বলেছেন:


হেরা কারা?

৫| ১৯ শে জুলাই, ২০২২ সকাল ৯:৩৮

ইমরোজ৭৫ বলেছেন: English দেখলে ভয় লাগে। তাই আমি English বিষয়টি তেমন ধরতাম না।

১৯ শে জুলাই, ২০২২ সকাল ১১:২৮

শূন্য সারমর্ম বলেছেন:

এখনো কাটেনি ভয়?

৬| ১৯ শে জুলাই, ২০২২ সকাল ৯:৪১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ইংরেজি ছাড়া আপনার কোন গতি হবেনা। এখনকার বাচ্চারা ভালো ইংরেজি বলতে পারে। সোনাগাজীর সংগে একমত যারা ১৯৮০ সাল থেকে ২০০০ সাল অবধি যারা পড়ালেখা করেছে, তারা ইংরেজীতে ভালো করেনি।



বিশ্বে ভারতীয়রা ইংরেজির কারণে ভালো করছে বাংলাদেশীদের চেয়ে।

১৯ শে জুলাই, ২০২২ সকাল ১১:২৯

শূন্য সারমর্ম বলেছেন:

বুঝতে পারছি।

৭| ১৯ শে জুলাই, ২০২২ সকাল ৯:৫১

জুল ভার্ন বলেছেন: আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বুঝতে পারি- উপমহাদেশে ইংরেজীতে বাংলাদেশের মানুষই সব চাইতে পিছিয়ে। ইংরেজি ভাষাজ্ঞান আমাদের এতই দুর্বল যে, আজকাল ফেসবুকেও দেখি বাংলা ভাষাকে ইংরেজিতে রূপ দিয়ে লেখা হচ্ছে। বিদেশে কর্মসংস্থান ইংরেজি জ্ঞান ভালো হলে এটি দক্ষতা হিসেবে ভাবা হয়। গবেষণা, ব্যবসা-বাণিজ্য, উচ্চশিক্ষা প্রতিটি সেক্টরে রয়েছে ইংরেজির গুরুত্ব। আমাদের বাংলাদেশে অনেক মানুষই আছেন যারা ইংরেজিকে ভয় পেয়ে থাকেন। শুধু পড়তে ভয় না, তারা ইংরেজি বলতেও ভয় পান। মনে করেন যে, ইংরেজি বলতে গিয়ে কী থেকে কী বলে ফেলি! ভুল বলে থাকলে মানুষ হাসাহাসি করবে। কিন্তু ভুল বলেই মানুষ সঠিকটা শেখে, সেই উপলব্ধিটা আমাদের কম।

আমাদের পাশের দেশের অলমোস্ট সবাই ইংরেজীতে কথা বলে- যদিও সেটা বেশীরভাগ ক্ষেত্রেই ইংরিজী-হিন্দীর মিশ্রণে। পাকিস্তানীরা হরদম ভুলভাল ইংরেজী বলে- তারপরও ওরা বলার চেষ্টা করে। কিন্তু আমাদের দেশে "সঠিক বলা হবেনা"- সেই ভয়েই আমরা ইংরেজী বলতে নিজেদের গুটিয়ে নেই!

১৯ শে জুলাই, ২০২২ সকাল ১১:৩১

শূন্য সারমর্ম বলেছেন:

বাঙালি চায় পারফেকশন, তাই পিছিয়ে।

৮| ১৯ শে জুলাই, ২০২২ সকাল ১০:০১

নূর আলম হিরণ বলেছেন: ইংরেজি ভাষা না জানার ফলে আমরা বাহিরের কোনো কাজে প্রথমেই পিছিয়ে যাই। এটা নিয়ে সরকারের আরো বেশি কাজ করার দরকার।

১৯ শে জুলাই, ২০২২ সকাল ১১:৩১

শূন্য সারমর্ম বলেছেন:

সরকারের কাজ করবে কেন?

৯| ১৯ শে জুলাই, ২০২২ সকাল ১১:৩৮

নতুন বলেছেন: বিদেশীদের সাথে কমউনিকেটে স্মার্টনেস ও হিউমার নিয়ে নিজেকে প্রকাশ করতে পারে কতভাগ?

এই ভাবে খুজলে সংখ্যাটা খুবই কম হবে।

আমাদের দেশের মানুষ পরিক্ষায় পাশের জন্য ইংরেজী সেখে, তাই দেশের বাইরে গেলে তারা নতুন করে ইংরেজী সেখে।

আমার কামলা ক্ষেত্রে ৮৫ দেশের মানুষ কাজ করে। আমার টিমের (৬৬ জন ১২ দেশের মানুষ) তাদের মাঝে ভারতীয়, শ্রীলংকান, আফ্রিকানরা ইংরেজীতে ভালো।

আমি দেখেছি যারা বাংলাদেশ থেকে সরাসরি কাজে যোগ দিয়েছে তাদের ইংরেজী খুবই সাধারন মানের। কিন্তু তাদের বাংলাদেশে ৫তারা হোটেলে কাজের অভিঙ্গতা আছে।
আর যারা আগে অন্য দেশে পড়শুনা করেছে তারা ভালো করেছে। তারাই বেশি পদোন্নতিও পেয়েছে ।

যারা দেশের বাইরে কাজে যাবে সরকারের উচিত তাদের নুন্নতম কিছু যোগ্যতা ঠিক করে দেওয়া।

১৯ শে জুলাই, ২০২২ সকাল ১১:৪২

শূন্য সারমর্ম বলেছেন:

ধারণা পেলাম,আপনার কামলা ক্ষেত্রটা কি?

১০| ১৯ শে জুলাই, ২০২২ সকাল ১১:৫৬

নতুন বলেছেন: আমি হসপিটালিটি প্রফেসনাল। দুবাইতে ৫ তারা হোটেলের কামলা দিচ্ছি ১৩ বছর।

১৯ শে জুলাই, ২০২২ দুপুর ১২:১৭

শূন্য সারমর্ম বলেছেন:

আচ্ছা।

১১| ১৯ শে জুলাই, ২০২২ দুপুর ১২:২৮

নতুন বলেছেন: বেড়াতে আসেন দুবাই।

১৯ শে জুলাই, ২০২২ দুপুর ১২:৩১

শূন্য সারমর্ম বলেছেন:

চাকুরী নেই,টাকা নেই, টাকা জমুক - ডিসকাউন্ট দিবেন?

১২| ১৯ শে জুলাই, ২০২২ দুপুর ১২:৩৪

নতুন বলেছেন: টিকিটের খরচই বেশি। ভিসা, থাকা, খাওয়া, খুব বেশি খরচা হয় না।

আগামী সপ্তায় আসতে পারলে থাকা, খাওয়া, ফ্রী চলে আসেন। শারমিন আর ডানা দেশে গেছে আমি জুলাইতে গিয়ে এক সাথে ফিরবো।

১৯ শে জুলাই, ২০২২ দুপুর ১:০৫

শূন্য সারমর্ম বলেছেন:


আপনি দেশে কত মাস থাকেন বছরে?

১৩| ১৯ শে জুলাই, ২০২২ দুপুর ১২:৩৯

নতুন বলেছেন: ভিসা ৪০০ দিরহাম ( পুরুষ, ৪০০, নারী ৩৫০ দিরহাম)
প্রতিরাট হোটেল ভাড়া ১০০-১৫০ দিরহাম ( কমেও থাকা যাবে ভালো হবেনা)
প্রতিদিন খাওয়া ৪০ দিরহাম ( কমেও করা যাবে)

টিকিটই মুল খরচ।

ঘুরাঘুরি মেট্রো বাস ব্যবহার করলে অনেক কম। টেক্সি ভাড়া দুবাইতে অনেক বেশি।

১৯ শে জুলাই, ২০২২ দুপুর ১:০৬

শূন্য সারমর্ম বলেছেন:

মন্তব্যের ঘরে হিসাব দেয়ার জন্য অনেক ধন্যবাদ।

১৪| ১৯ শে জুলাই, ২০২২ দুপুর ১:২০

নতুন বলেছেন: বছরে ১/২ বার যাওয়া পড়ে।

আমি ৪৫ দিন ছুটি পাই। পরিবার ২ মাস থাকে। এবার ১ মাস থাকবো।

১৯ শে জুলাই, ২০২২ দুপুর ১:২২

শূন্য সারমর্ম বলেছেন:


দুবাইয়ে কামলা দেই' কথাটা বলে তৃপ্তি পান মনে হয়।

১৫| ১৯ শে জুলাই, ২০২২ দুপুর ১:২১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমরা ইংরেজি শিখেছি সম্ভবত পরীক্ষায় পাশ করার জন্য।

১৯ শে জুলাই, ২০২২ দুপুর ১:২৬

শূন্য সারমর্ম বলেছেন:

পাশের জন্য,দেশের বাইরে যাবার জন্য, দেশে ভালো চাকুরীর জন্য সবাই শিখে,শিখতে চায়।

১৬| ১৯ শে জুলাই, ২০২২ দুপুর ১:২৯

নতুন বলেছেন: দুবাইয়ে কামলা দেই' কথাটা বলে তৃপ্তি পান মনে হয়।


বাইরের দেশে কাজ করতে আসা এক রকমের মডান ডে স্লেভারির অংশ নেওয়া মাত্র।

১৯ শে জুলাই, ২০২২ দুপুর ১:৩৮

শূন্য সারমর্ম বলেছেন:

অনেক ধন্যবাদ আপনার মন্তব্য, প্রতিমন্তব্যের জন্য।

১৭| ১৯ শে জুলাই, ২০২২ বিকাল ৩:৪৭

মোহাম্মদ গোফরান বলেছেন: হুয়াই ইংলিশ ?

১৯ শে জুলাই, ২০২২ বিকাল ৪:০৬

শূন্য সারমর্ম বলেছেন:

Why Muhammad Gofran?

১৮| ১৯ শে জুলাই, ২০২২ বিকাল ৪:০৭

মোহাম্মদ গোফরান বলেছেন: দিস ইজ মাই নেম।

১৯ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৩৮

শূন্য সারমর্ম বলেছেন:


নুরু সাহেব কি বিদায় নিয়ে চলে গেছে?

১৯| ১৯ শে জুলাই, ২০২২ রাত ১১:০৮

নূর আলম হিরণ বলেছেন: সরকার কাজ করবে কারন স্কুল গুলোতে ভালো করে ইংরেজি শিখাবে সে রকম দক্ষ শিক্ষক নেই। গৎবাঁধা পদ্ধতিতেই শিখানো হয়, বাচ্চারা একগেয়েমি ফিল করে। এইসব জায়গায় সরকারের কাজ করার দরকার।

২০ শে জুলাই, ২০২২ রাত ১২:৩০

শূন্য সারমর্ম বলেছেন:


সঠিক।

২০| ২০ শে জুলাই, ২০২২ সকাল ৮:০৬

কোলড বলেছেন: Majority of Bangladeshi in USA can't even order a drink in a bar.
Test of ultimate communication skill? Try picking up a girl from a dive bar!

২০ শে জুলাই, ২০২২ সকাল ৯:৫৯

শূন্য সারমর্ম বলেছেন:

But they live in US and make/feel proud

২১| ২০ শে জুলাই, ২০২২ সকাল ৮:২৯

কোলড বলেছেন: No, you don't have to be a native speaker to write good English. Example? Read Lolita by Nabokov.

"Lolita, light of my life, fire of my loins. My sin, my soul. Lo-lee-ta: the tip of the tongue taking a trip of three steps down the palate to tap, at three, on the teeth. Lo. Lee. Ta."

২০ শে জুলাই, ২০২২ সকাল ১০:০১

শূন্য সারমর্ম বলেছেন:


Its world class writing and show us example to shine.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.