নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডাটা ভিত্তিক ফলাফল না থাকলেও,অনুমান ভিত্তিক উত্তর চাই :
- ট্যুরিজম কক্সবাজারে মৌসুমের সময় মাদক কেনাবেচায় টোটাল কত টাকা লেনদেন হয়?
-
- ক্যাসিনো ভিত্তিক হোটেল/মোটেল/রিসোর্ট কতভাগ?
-দেশ ব্যাপী দেহব্যবসা/ স্পা সেন্টারের সার্বিক দৃশ্যপট কক্সবাজারের সাথে তুলনা করলে কেমন হবে?
- থাকা/খাওয়া বাদে বাস কাউন্টার সমূহ কতভাগ জায়গা দখল করে আছে?
-বিদেশি বাদ দিলেও দেশের এলিট শ্রেণির লোকজন গড়ে কত কক্সবাজার সময় কাটায়?
১৮ ই জুলাই, ২০২২ রাত ১২:৪৪
শূন্য সারমর্ম বলেছেন:
অনুমান করে উত্তর দেয়া যাবে সম্ভবত।
২| ১৮ ই জুলাই, ২০২২ ভোর ৬:০১
ইফতেখার ভূইয়া বলেছেন: না, সম্ভব নয়। বাঙালী একটা সুন্দর জিনিসকেও খুব অল্প সময়েই কুৎসিত রুপ দিতে পারে।
১৮ ই জুলাই, ২০২২ সকাল ১০:২১
শূন্য সারমর্ম বলেছেন:
সহমত প্রকাশ করলাম।
৩| ১৮ ই জুলাই, ২০২২ ভোর ৬:১৫
কোনেরোসা বলেছেন: সুনামি ডেকে আনার বুদ্ধি
১৮ ই জুলাই, ২০২২ সকাল ১০:২১
শূন্য সারমর্ম বলেছেন:
উপসাগরের সুনামী আহামরি আর কি!
৪| ১৮ ই জুলাই, ২০২২ ভোর ৬:৪৪
রানার ব্লগ বলেছেন: হয় বুঝলাম এখন কি করতে হবে? কক্সবাজার কে বন্ধ করে দেব?!!
১৮ ই জুলাই, ২০২২ সকাল ১০:২২
শূন্য সারমর্ম বলেছেন:
কক্সবাজার চলুক, পঁচে গেলে অটো বন্ধ হয়ে যাবে।
৫| ১৮ ই জুলাই, ২০২২ সকাল ৮:১৫
কামাল৮০ বলেছেন: ৫%জনের জন্য তো কিছু ব্যবস্থা রাখতেই হবে।৯৫% তো মমিন তারা নিশ্চয় এই সকল কাজ করে না।
১৮ ই জুলাই, ২০২২ সকাল ১০:২৩
শূন্য সারমর্ম বলেছেন:
ইসলাম বাংলাদেশে খুব ভালো অবস্থানে আছে, সবকিছুই চলছে ( পাপ,পূণ্য)।
৬| ১৮ ই জুলাই, ২০২২ সকাল ৮:২২
বিটপি বলেছেন: বিদেশী পর্যটকদের কাছে কক্সবাজার মোটেও আকর্ষণীয় কোন জায়গা নয়। এরকম সমুদ্রের পাড় প্রায় সব দেশেই আছে। কক্সবাজারকে আকর্ষণীয় করতে হলে ফুর্তি করার আয়োজন বাড়াতে হবে এবং ভ্রমণ+একমোডেশন ও ফুডিং একটা প্যাকেজের আওতায় আনতে হবে।
১৮ ই জুলাই, ২০২২ সকাল ১০:২৫
শূন্য সারমর্ম বলেছেন:
কক্সবাজারকে যতই আকর্ষণীয় করুক, বিদেশী পা দিবে না।
৭| ১৮ ই জুলাই, ২০২২ সকাল ৯:২১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: বিদেশীদের জন্য জায়গা আলাদা করে দিতে হবে যেন তারা ন্যাংটা হয়ে শুয়ে থাকতে পারে এবং জিং জিং করতে পারে এবং সেখানে যদুমদু বাংগালীর প্রবেশ নিষেধ শুধু এলিট শ্রেণি যাবে যারার জিং জিং খেলায় অভ্যস্ত। তাহলেই কক্সবাজার লাস ভেগাস হয়ে যাবে। ভালো রেভিনিউ যুক্ত হবে ।
১৮ ই জুলাই, ২০২২ সকাল ১০:২৬
শূন্য সারমর্ম বলেছেন:
দুইভাগ করতে হবে ; দেশি কক্সবাজার + বিদেশি কক্সবাজার।
৮| ১৮ ই জুলাই, ২০২২ সকাল ৯:২৭
খাঁজা বাবা বলেছেন: মদ আর জিং জিং ছাড়া পর্যটন হয় না?
১৮ ই জুলাই, ২০২২ সকাল ১০:৩১
শূন্য সারমর্ম বলেছেন:
মনে হয় না ; জিং জিং শব্দ আবিষ্কার করা ব্লগার তো হাজিরা দিলো না।
৯| ১৮ ই জুলাই, ২০২২ সকাল ১০:১৪
জুল ভার্ন বলেছেন: আমার ছোট চাচা দীর্ঘদিন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন। তার হাত ধরেই চট্টগ্রামের ফ'ইয়েস লেক ছাড়াও দেশে অনেকগুলো পর্যটন কেন্দ্র গড়ে উঠেছিলো তিনি বলেছিলেন, "আমলাতান্ত্রিক জটিলতা, ধর্মীয় গোড়ামী এবং আমাদের দেশের মানুষের সংকীর্ণ মানষিকতার জন্য টুরিজম ব্যবসা সফল হবে না।"
১৮ ই জুলাই, ২০২২ সকাল ১০:৩৩
শূন্য সারমর্ম বলেছেন:
ভালো বলেছেন ; এখন উনি কি করছেন?
১০| ১৮ ই জুলাই, ২০২২ সকাল ১১:৪৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর ও যথাযথ সময় উপযাগী পদক্ষেপ নিতে হবে।
১৮ ই জুলাই, ২০২২ সকাল ১১:৫৬
শূন্য সারমর্ম বলেছেন:
উপরের কমেন্টে চেয়ারম্যান সাহেব কি বলেছে, দেখুন।
১১| ১৮ ই জুলাই, ২০২২ দুপুর ১২:৫৬
জুল ভার্ন বলেছেন: আমার ছোট চাচা ২০২০ সনের ২৮ অক্টোবর হার্ট এটাকে ইন্তেকাল করেন।
১৮ ই জুলাই, ২০২২ দুপুর ১:১৪
শূন্য সারমর্ম বলেছেন:
টেক্সটাইল ইন্ড্রাস্ট্রীতে আপনার পরিচিত কেউ আছে?
১২| ১৮ ই জুলাই, ২০২২ দুপুর ১:২৭
রাজীব নুর বলেছেন: না সম্ভব না।
মগজহীনদের দেশে ভালো কিছু করা সম্ভব না।
১৮ ই জুলাই, ২০২২ দুপুর ১:৪৭
শূন্য সারমর্ম বলেছেন:
দেশ থেকে বের হয়েই ভেগাসই যেতে হবে।
১৩| ১৮ ই জুলাই, ২০২২ বিকাল ৩:০৮
সোনাগাজী বলেছেন:
ব্লগার জুল ভার্নের ছোট চাচা মারা গেছেন, বাংলাদেশে পর্যটনের ভবিষ্যত শেষ। উনার বাবা বেঁচে থাকলে, কিছু ঘটার সম্ভাবনা আছে।
১৮ ই জুলাই, ২০২২ বিকাল ৩:১০
শূন্য সারমর্ম বলেছেন:
আপনার চাচা বেঁচে আছে?
১৪| ১৮ ই জুলাই, ২০২২ বিকাল ৩:১০
সোনাগাজী বলেছেন:
কক্সবাজারে প্রটিটি ভ্রমণকারীকে ঠকানো হয়, ইহা বাংলাদেশের ঠকদের হাতে বন্দী হয়েছে।
১৮ ই জুলাই, ২০২২ বিকাল ৩:১২
শূন্য সারমর্ম বলেছেন:
রেস্টুরেন্ট হোটেল,বীচ,শপিং -সবখানেই মুরগী বানানো হয়।
১৫| ১৮ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৫৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: শুধু কক্সবাজার নয়, নদী, পাহাড়, প্রাকৃতিক যে রিসোর্স আছে আমাদের তাতে অনেক ভাল ব্যবসা করতে পারত বাংলাদেশের পর্যটন। সবার আগে দুই পরিবারের রাজনীতি বন্ধ হতে হবে। তবে মুসলিম হিসেবে বিদেশীদের জন্য মদ, ক্যাসিনো, সহজে জিং জিং দিয়ে ওপেন স্পেস দেয়ার পক্ষপাতি হতে পারছি না...
১৮ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:০১
শূন্য সারমর্ম বলেছেন:
মিডলইস্টের পর্যটন খাত কেমন চলছে?
১৬| ১৮ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:০৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সৌদি ছাড়া আর সবাই সীবিচ বিদেশীদের জন্য বিশেষ জোনে উন্মুক্ত করে দিয়েছে। ক্যাসিনো, ড্যান্স ক্লাব এর পাশাপাশি মসজিদও আছে এসব দেশে। সিদ্ধান্ত নাগরিকদের...
১৮ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪৯
শূন্য সারমর্ম বলেছেন:
সৌদিরা সিনেমা বানায় না, সিনেমা হল বানায়।
১৭| ১৮ ই জুলাই, ২০২২ রাত ১০:৪৮
মোহাম্মদ গোফরান বলেছেন: সম্ভব তবে বাঙ্গালীর দ্বারা না। এদের মনে শুধু হিংসা আর বিদ্বেষ।
১৮ ই জুলাই, ২০২২ রাত ১১:৩১
শূন্য সারমর্ম বলেছেন:
হিংসা কোথায় নিয়ে যাবে বাঙালীদের?
১৮| ১৯ শে জুলাই, ২০২২ দুপুর ১২:১১
নতুন বলেছেন: জুল ভার্ন বলেছেন: আমার ছোট চাচা দীর্ঘদিন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন। তার হাত ধরেই চট্টগ্রামের ফ'ইয়েস লেক ছাড়াও দেশে অনেকগুলো পর্যটন কেন্দ্র গড়ে উঠেছিলো তিনি বলেছিলেন, "আমলাতান্ত্রিক জটিলতা, ধর্মীয় গোড়ামী এবং আমাদের দেশের মানুষের সংকীর্ণ মানষিকতার জন্য টুরিজম ব্যবসা সফল হবে না।"
উনার সাথে ১০০% সহমত আমি।
বিশ্বের পর্যটকদের আকৃস্ট করতে পারলে। পর্যটন থাত থেকে বছরে বিলিওন ডলার আয় সম্ভব।
আমি ১৩ বছর বিশ্বের নামকরা। মধ্যপ্রচ্চের অন্যতম নামকরা ৫ তারা রিসোটে কামলা দিতেছি।
এখানে টাকা খরচ করে প্রাকৃতিক পরিবেশি তৌরি করে বিশ্বের মানুষকে ডাকা হয় নতুন এই জগত দেখতে।
আর উপরের বেশ কিছু ব্লগারেরা বিদেশী পর্যটকদের সম্ভন্ধে একটু সংকৃর্ন মন ভাব নিয়ে আছেন বোঝা যাচ্ছে।
পরিবার নিয়ে যারা বেড়াতে আসেন তারা মদ খেতে বা জিংজিং করতে আসেন না।
আমাদের দেশ পরিবার নিয়ে বেড়ানোর জন্য বিশ্বের মানুষদের আকৃস্ট করেও অনেক পর্যটক আনতে পরবে যদি তেমন করে অবকাঠামো তৌরি করা যায়। ঠিক মতন ব্রান্ডিং করা যায়, তাদের নিরাপত্তা নিশ্টিত করা যায়।
সবার আগে ৫ বছর মেয়াদী একটা পরিকল্পনা দরকার। বিদেশী পর্যটন খাতে ৫-১০ বছর কাজ করেছে তেমন মানুষদের নিয়ে একটা পরিকল্পনা করে তারপরে আগালে আমাদের দেশের সিলেট, পার্বত্য জেলা, কক্সবাজার, সেন্টমাটিন দিয়েই বিলিওন ডলার আয়ের পথ করা সম্ভব।
১৯ শে জুলাই, ২০২২ দুপুর ১:০৯
শূন্য সারমর্ম বলেছেন:
সৌদির নেওম সিটি কতদূর হলো? ট্যুরিজম থেকে বিলিয়ন আয় সম্ভব ঠিক আছে,তবে অসম্ভব।
১৯| ১৯ শে জুলাই, ২০২২ দুপুর ১২:১৪
জ্যাকেল বলেছেন: আর উপরের বেশ কিছু ব্লগারেরা বিদেশী পর্যটকদের সম্ভন্ধে একটু সংকৃর্ন মন ভাব নিয়ে আছেন বোঝা যাচ্ছে।
পরিবার নিয়ে যারা বেড়াতে আসেন তারা মদ খেতে বা জিংজিং করতে আসেন না।
আমাদের দেশ পরিবার নিয়ে বেড়ানোর জন্য বিশ্বের মানুষদের আকৃস্ট করেও অনেক পর্যটক আনতে পরবে যদি তেমন করে অবকাঠামো তৌরি করা যায়। ঠিক মতন ব্রান্ডিং করা যায়, তাদের নিরাপত্তা নিশ্টিত করা যায়।
সবার আগে ৫ বছর মেয়াদী একটা পরিকল্পনা দরকার। বিদেশী পর্যটন খাতে ৫-১০ বছর কাজ করেছে তেমন মানুষদের নিয়ে একটা পরিকল্পনা করে তারপরে আগালে আমাদের দেশের সিলেট, পার্বত্য জেলা, কক্সবাজার, সেন্টমাটিন দিয়েই বিলিওন ডলার আয়ের পথ করা সম্ভব।
@নতুন
আপনাকে ধন্যবাদ পয়েন্ট আউট করে দেখানর জন্য।
২০| ১৯ শে জুলাই, ২০২২ দুপুর ১:৩২
নতুন বলেছেন: সৌদির নেওম সিটি কতদূর হলো? ট্যুরিজম থেকে বিলিয়ন আয় সম্ভব ঠিক আছে,তবে অসম্ভব।
নিওম সিটির কাজ মনে হয় তেমন আগায় নাই। কিন্তু কাজ করবে।
দুবাইতে এড দেখেছি। কাজ করবে সৌদি সরকার। তেল ফুরিয় যাচ্ছে, পর্যটন নিয়ে অনেক কাজ শুরু করছে সৌদি।
ইভিসা দিচ্ছে ধনী দেশের নাগরিকদের।
বিদেশীরা এসে সাগরে বিকিনি পড়ে নামলেই আমাদের দেশের জনগন রাস্তায় নেমে যাবে আন্দোলন শুরু করবে যে ধর্ম নস্ট হয়ে গেলো।
কিন্তু বর্তমানে সমাজের এক শ্রেনীর জন্য কিন্তু নাইট ক্লাব, মদ, নারী সবই চলছে ।
১৯ শে জুলাই, ২০২২ দুপুর ১:৪১
শূন্য সারমর্ম বলেছেন:
সৌদির ইসলামের ভার্সন এখনই অপছন্দ হওয়া শুরু করেছে , দেশের ধর্ম আন্দোলনকারীরা।
২১| ১৯ শে জুলাই, ২০২২ দুপুর ২:০৯
নতুন বলেছেন: আধুনিক হউয়া ছাড়া উপায় নাই, সেটা সৌদি বাদশা বুঝতে পেরেছেন।
আর বর্তমানে আমাদের দেশের মোল্ল্যারা আরবদের থেকে বেশি ইসলাম বোঝে...
১৯ শে জুলাই, ২০২২ দুপুর ২:১৩
শূন্য সারমর্ম বলেছেন:
সৌদি আগে বুঝুক,তারপর পাক-বাংলা বুঝবে।
২২| ১৯ শে জুলাই, ২০২২ দুপুর ২:১৫
নতুন বলেছেন: আরেকটা জিনিস হইলো আপনি কেন কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন যাবেন সেটা জনগনকের মাঝে ছড়াতে হবে।
Beautiful Bangladesh
----BB----
* বাংলাদেশে এসে পর্যটকরা কি দেখবে সেটা আগে আমাদের পর্যটন মন্ত্রানলয়ের ভাবতে হবে।
* দেশে এসে ৫-৭ দিনে ঘুরে শেষ করা যায় না তেমন স্থান গড়েতুলতে হবে।
* ৩ থেকে ৫ তারা হোটেল থাকতে হবে।
* কক্সবাজারে নাইট লাইফ থাকতে হবে।
* হাইকিং, এডভ্যান্চার রাইড থাকতে হবে।
* নিরাপত্তা দিতে হবে
* যাতায়াত ব্যবস্থা ঠিক করতে হবে...
তারপরে মাকেটিং করতে হবে সারা বিশ্বে,....
জনগন যখন দেখতে পাবে যে পর্যটকের টাকায় তাদের ভালই কাজকর্ম হচ্ছে তখন তারাও আরো কাজ করবে।
১৯ শে জুলাই, ২০২২ দুপুর ২:৩৬
শূন্য সারমর্ম বলেছেন:
৫/৭ বছর লেগে যাবে আপনার পয়েন্টগুলো বাস্তবায়ন করতে।
২৩| ১৯ শে জুলাই, ২০২২ বিকাল ৪:২০
নতুন বলেছেন: সরকারের ইচ্ছা এবং সবাই চাইলে Visit Bangladesh 2025 ( BB_ Beautiful Bangladesh) ক্যাম্পেইন শুরু করতে পারে।
তার জন্য বিদেশি সেরা এড এজেন্সি আনতে হবে তার সাথে দেশের সেরা এড ফার্মকে এক সাথে কাজ করে মার্কেটিং ম্যাটেরিয়াল বানাতে হবে।
১৯ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৩৯
শূন্য সারমর্ম বলেছেন:
ভালো পদক্ষেপ
©somewhere in net ltd.
১| ১৮ ই জুলাই, ২০২২ রাত ১২:৩৩
মরুভূমির জলদস্যু বলেছেন: প্রশ্নগুলি সহজ, উত্তর অজানা।