নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বছর কুরবাণীর পশুর চাহিদা গত দুবারের তুলনায় বেশি,বাজারে সরবরাহ পর্যাপ্ত আছে। কুরবাণীর পর ডাটা নজরে আসলে বুঝা যাবে , চাহিদার আসল চিত্র; এবার দেড় কোটি পশু কুরবানী হয় কিনা দেখা যাক। সব মিলিয়ে মানুষের হাতে টাকা অদল-বদল হবে ৭০-৮০ হাজার কোটি টাকা, যা অর্থনীতিতে ভুমিকা রাখবে। দ্রব্যমূল্যের দাম কারণে পশুর দাম বেড়েছে; যুদ্ধের কারণে গম আমদানী বন্ধ তাই বাকি গোখাদ্যে চাপ পড়ছে,তাই মূল্য বৃদ্ধি পাচ্ছে।মোদী নিজের মায়েদের নিজ দেশে রাখতে ইচ্ছুক,বর্ডার পাড় পছন্দ করছে না।খামারী,ব্যাপারী থেকে শুরু করে পাটি,ঝুড়ি ও ঘাস কেটে রাস্তার দ্বারে নিয়ে বসা,কড়ই গাছ চাক চাক করে কেটে নিয়ে বসা সবাই লাভ করতে ইচ্ছুক।
রাস্তাঘাট বের হলে বুঝা যায়,বাসা বাড়িতে কেনো পুরুষ মানুষ নেই হয়তো। সবাই দাড়িয়ে দাম জানতে চেয়ে বাজার যাচাই করতে চায়,এখানে সমস্যাও হয়তো থাকে সবাই সঠিক দাম বলে না; গুজব ভেসে আসে।বাজারে গরু নেই,লাখের নিচে গরু নেই, সাইজে ছোট গরু হলে দাত উঠেনি আরও কত কি।
গরু/ছাগল কি খেয়ে নিজের শরীরে আমাদের জন্য মাংস বানিয়েছে তা জানার উপায় নেই, মোটাতাজাকরণের আড়ালে বিষ আছে কিনা বুঝার সম্ভাবনা কম।সবকিছু বাদ দিলেও "লোক দেখানো শব্দটার ব্যাপ্তি থেকেই যায়, সবাই লাভ করতে চায়। প্রথম দর্শনেই ক্রয়কৃত গরুকে সবাই বাহবা দেক এটাই চায়।এটা রোগ?ইজারাদার ও দালাল এই দুই প্রজাতি ইদের আগেই আরেক ইদ পালন করতে চায়।মিডিয়ায় সব সাংবাধিকদের একটা বাক্য মুখস্ত থাকেই প্রতি বছর " এবার ছোট-মাঝারী সাইজের গরুর চাহিদা বেশি। গরু কিনেছেন? বাজারের কি হাল-চাল দেখছেন?
০৮ ই জুলাই, ২০২২ রাত ১০:৫৭
শূন্য সারমর্ম বলেছেন:
দৃশ্যমান ব্যাপারটা আলাদা দাম সবসময়ই।
২| ০৮ ই জুলাই, ২০২২ রাত ৮:৩৮
কামাল৮০ বলেছেন: পরিবেশ নষ্ট না করে কোরবানী দেয়া এবং শিশুদের দৃষ্টির আড়ালে রাখা প্রতিটা নাগরিকের দায়িত্ব।শিশুমনে বিরুপ প্রতিক্রিয়া হয়।
০৮ ই জুলাই, ২০২২ রাত ১০:৫৮
শূন্য সারমর্ম বলেছেন:
শিশু মনের প্রতিক্রিয়া নিয়ে কোনো অপ্রীতিকর কিছু ঘটেছে কখনো?
৩| ০৮ ই জুলাই, ২০২২ রাত ৮:৫৪
নতুন বলেছেন: কামাল ভাই আপনার প্রফাইলের মতন একটা ব্লু কালার বেটা ফিস আছে আমাদের একুরিয়ামে।
০৮ ই জুলাই, ২০২২ রাত ১০:৫৯
শূন্য সারমর্ম বলেছেন:
হোম মেইড এক্যুরিয়ামটা না?
৪| ০৮ ই জুলাই, ২০২২ রাত ৮:৫৫
ইফতেখার ভূইয়া বলেছেন: যেই প্রাণীটি আপনি লালন-পালন করেন নি, যার প্রতি আপনার প্রেম বা মায়া প্রায় শূন্যের কোঠায়, সেই প্রাণীটিকে এক বিকেলের হাট থেকে কিনে এনে অন্য বিকেলে লোক দেখানো কুরবানীর অংশ হিসেবে উৎসর্গ করলে রাব্বুল আলামীনের কাছে তা কতটুকু গ্রহণযোগ্যতা পাবে আমি জানি না। তবে ব্যক্তিগতভাবে আমি লাখ লাখ টাকা দিয়ে গরু কেনার চেয়ে, সেই টাকা দিয়ে গরীবদের খাওয়ানো বা তাদের পরিধানের কিছু কিনে দেয়া, কিংবা কোন গরীবে পরিবারের কোন বাচ্চার চিকিৎসার ব্যবস্থা করার মতো বিষয়গুলোকে বেশী মহৎ বলে মনে করি। সৃষ্টিকর্তা কত মণ মাংশ বিলি করা হলো সেটা দেখেন বলে আমার মনে হয় না, তবে তিনি অবশ্যই আমাদের ভেতরটা দেখতে পান।
০৮ ই জুলাই, ২০২২ রাত ১১:০০
শূন্য সারমর্ম বলেছেন:
বাংলার মানুষের ভিতরটা মরিচা পড়েছে।
৫| ০৮ ই জুলাই, ২০২২ রাত ৯:৩৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
দুই দিন হাটে গিয়েছি। দাম চড়াই মনে হয়েছে।
গতকাল গরু কিনেছি।
সম্ভবতো আগামীকালের ক্রেতাদের গরু আরো চড়া দামে কিনতে হবে।
০৮ ই জুলাই, ২০২২ রাত ১১:০১
শূন্য সারমর্ম বলেছেন:
কাল কিনবো সম্ভবত ; চড়া হলে জানাবো কমেন্টে।
৬| ০৯ ই জুলাই, ২০২২ রাত ১২:৪১
কামাল৮০ বলেছেন: গরু জবাই দেখে যদি শিশুর মনে প্রতিক্রিয়া না হয় তবে সেই শিশুর জেনেটিক সমস্যা আছে।এই শিশুরাই বড় হয়ে দয়ামায়াহীন হয়ে মানুষের পায়ের রগ ও গলা কাটতে পারে।সমাজে এম লোক হাজার হাজার।অহরহ ধর্ষণ ও মানুষ হত্যার খবর আছে পত্রিকার পাতায়।
০৯ ই জুলাই, ২০২২ রাত ১২:৪৬
শূন্য সারমর্ম বলেছেন:
পত্রিকার পাতায় কত কিছুই থাকে, শুধু থাকে না অপরাধী মনের জন্মের সুচনার ব্যাখ্যা।
৭| ০৯ ই জুলাই, ২০২২ ভোর ৪:০০
মোহাম্মদ গোফরান বলেছেন: লাভ ছাড়া কিছু করেই বা লাভ কি?
লাভ ছাড়া শুধু প্রেম আর বন্ধুত্ব ছাড়া আর কিছু করা ঠিকনা।
০৯ ই জুলাই, ২০২২ সকাল ৯:৩৫
শূন্য সারমর্ম বলেছেন:
প্রেম/বন্ধুত্বে আজকাল ভেজাল ডুকছে।
৮| ০৯ ই জুলাই, ২০২২ সকাল ৮:৫৬
জুল ভার্ন বলেছেন: এবার গরুরব দাম দ্বিগুণেরও বেশী চাচ্ছে....কোরবানির পশু ব্যবসায়ীরা কোরবানিদিতে ইচ্ছুকদেরই কোরবানি করে দিচ্ছে!
০৯ ই জুলাই, ২০২২ সকাল ৯:৩৬
শূন্য সারমর্ম বলেছেন:
কারণ,অযুহাত দাড়া করিয়ে লাভের প্রচেষ্টা।
৯| ০৯ ই জুলাই, ২০২২ সকাল ১১:২৭
সোনাগাজী বলেছেন:
গরু ফার্মিং কেমন লাভজনক?
০৯ ই জুলাই, ২০২২ দুপুর ১:১১
শূন্য সারমর্ম বলেছেন:
বিস্তারিত জেনে, পোস্ট আকারে দিতে হবে। তবে বেকারত্বের কারণে যুবসমাজ ফার্মিং 'এ ঝুকছে,ফার্মিং নিয়ে চিন্তা করায় কিছু নতুন নতুন ওয়ে ধরা দিচ্ছে।
১০| ০৯ ই জুলাই, ২০২২ সকাল ১১:৩৬
নতুন বলেছেন: লেখক বলেছেন:
হোম মেইড এক্যুরিয়ামটা না?
হুম,
আরেকটা জিনিস কুরবানির পশু জবেহ করা, মাংস কাটা প্রফেসনাল দিয়ে করানো উচিত। স্লটার হাউজ করা উচিত সেখানে গিয়ে মানুষ কুরবানি করিয়ে নিয়ে আসবে।
আমার মনে হয় না ছেলে শিশু, কিশোর বা যুবক দের বড় একটা পশু জবেহ করা, কুপিয়ে মাংস কাটাটার মতন বিষয়টা আনন্দের সাথে সমাজিক ভাবে শেখানো উচিত।
০৯ ই জুলাই, ২০২২ দুপুর ১:০৭
শূন্য সারমর্ম বলেছেন:
স্লটার হাউজ মুসলিমপ্রধান দেশসমূহে কেমন জনপ্রিয় ?
১১| ০৯ ই জুলাই, ২০২২ বিকাল ৪:০১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যারা দূনিয়াতে শতভাগ লাভের আশা করে
আবার আখেরাতেও শতভাগ পূণ্যের আশা
করে তাদের সবই বরবাদ হয়ে যায়।
দুই নৌকায় পা দিয়ে কি নিরাপদে
নদী পার হওয়া যায়?
০৯ ই জুলাই, ২০২২ বিকাল ৪:১৪
শূন্য সারমর্ম বলেছেন:
রিপুর ফাঁদে জীবের জীবনটাই বরবাদ হয়ে যায়।
১২| ০৯ ই জুলাই, ২০২২ রাত ৯:৫৬
নতুন বলেছেন: স্লটার হাউজ মুসলিমপ্রধান দেশসমূহে কেমন জনপ্রিয় ?
আরব আমিরাতে স্লটার হাউজে করার নিয়ম। বাইরে করলে ধরতে পারলে পুলিশ জরিমানা করে।
আরব দেশে এখন রাস্তায় কুরবানি করেনা। শহরে স্লটার হাউজেই করে। শহরের বাইরে অনেকে করে থাকে কিন্তু সেটা সংখ্যায় কম।
০৯ ই জুলাই, ২০২২ রাত ১০:৩৭
শূন্য সারমর্ম বলেছেন:
বাংলাদেশে স্লটার হাউজে কৃরবাণী নিয়ে যাওয়া উচিত।
©somewhere in net ltd.
১| ০৮ ই জুলাই, ২০২২ রাত ৮:২৭
নতুন বলেছেন: মুসলমানের জন্য সালাত ফরজ সেটা আদায় না করলেও সবাই কিন্তু কুরবানী আদায় ঠিকই করবে।
নামাজ আদায় না করলে সমাজ দেখে না কিন্তু কুরবানী না দিলে সমাজের সবাই জানে।