নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

দেশের বড় চাকুরীসমূহ সুপারিশনামায় হয়?

০৫ ই জুলাই, ২০২২ দুপুর ২:২৩



কর্মসংস্থানের ৫ ভাগ কভার করে সরকারী খাত, ৯৫ ভাগ করে বেসরকারি খাত।স্নাতকোত্তর ৩৪ ভাগ ও স্নাতক ৩৭ ভাগ চাকুরী পায় না। ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত বেকারের সংখ্যা ৫০ লাখ বেড়েছে, উচ্চশিক্ষিত বেকারত্বে ২৮ দেশের মধ্যে বাংলাদেশ ২য়(এশীয় প্রশান্ত মহাসাগরীয় এলাকা)

*সোনার হরিণ 'মধুর চাক নাম খ্যাত সরকারী চাকুরীর রোডম্যাপ -
কয়েকটা বিসিএস-ডজনখানেক সরকারী চাকুরীর পরীক্ষার হলে বসা -পাস-ভাইভা-ঘুষ - জয়েন অথবা বারবার ব্যর্থ - সুইসাইড। হাজার হাজার, ১ সিটের জন্য সবাই "নেভার গিভ আপ" মেন্টালিটি নিয়ে যায় পরীক্ষার হলে।মোটিভেশন ব্যবসার সাথে চাকুরীর ভালোই দহরম-মহরম থাকার কথা।সভ্যতার এ সময়ে সবাই দার্শনিক,মোড়ে মোড়ে মোটিভেশন পয়দা করে বড় করে।

বেসরকারী খাত রোডম্যাপ-
দেশের বেসরকারী খাত সামলায় বিদেশীরা, ভারতীয়রা নিয়ে যায় ৪ বিলিয়ন;শ্রীলংকান থাকে উত্তাপ ছড়ানো চেয়ারে।
হাই স্কিল- জব-প্রমোশন
অ্যাভারেজ স্কিল- পরিচিতি-জব - প্রমোশন
লো স্কিল- পরিচিতি-জব- প্রমোশন


** ব্লগারদের এমন কোনো অভিজ্ঞতা আছে? থাকলে, শেয়ার করেন-

১.বাংলার গ্রেজুয়েটদের মূল সমস্যা কি দেখছেন,(ইন্টারভিউ,রিটেন,ভাইভা) ; নাকি বিদেশীদের চা এনে দিবে এটাই ভালো।
২.সুপারিশনামা পেয়ে বড় চাকুরী করছে যদিও তেমন যোগ্য নয় ঐ চাকুরীর।
৩.রেফারেন্স ছাড়া চাকুরী পাচ্ছে কত ভাগ আজকাল।
৪.সুপারিশ পেয়ে চাকুরী জয়েন করে,কাজ করতে করতে যোগ্য হয়েছে এমন আছে কেউ?

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০২২ দুপুর ২:৪১

সোনাগাজী বলেছেন:



দায়িত্বশীল,বড় পদে সব দেশে রেফারেন্স লাগে।

০৫ ই জুলাই, ২০২২ দুপুর ২:৪৪

শূন্য সারমর্ম বলেছেন:

এদেশে সম্ভবত রেফারেন্সের অবমূল্যায়ন হয় ক্ষেত্রবিশেষে।

২| ০৫ ই জুলাই, ২০২২ বিকাল ৩:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ৩টি প্রশ্ন আছে।
১। সাধারণ একটি সরকারী পদের জন্য (কম-বেশী ২৫০০০ টাকা বেতনের) মোট কতটি দরখাস্ত পড়ে?
২। প্রতিটি দরখাস্ত জন্য কতো টাকা প্রদান করতে হয়?
৩। সেই সরকারী চাকুরের বয়স সীমা কতো?

০৫ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৫৯

শূন্য সারমর্ম বলেছেন:

১.গ্রেড ৮-২০ সকল চাকুরীর পদসংখ্যার সাথে মিলিয়ে আবেদনপত্র যোগ করে মোট বের করতে হবে। এমনিতে প্রতি পদের জন্য আবেদনপত্র ৮-১০ হাজার থাকে।

২. গড়ে ৫০০ টাকা খরচ হয়।
৩. ১৮-৩০ বছর।

৩| ০৫ ই জুলাই, ২০২২ বিকাল ৪:০৮

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: লবিং, ঘুষ সবই লাগে শুধুমাত্র মেধায় হয়না।

০৫ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:১৭

শূন্য সারমর্ম বলেছেন:

মেধা কতভাগ কাজে লাগে?

৪| ০৫ ই জুলাই, ২০২২ বিকাল ৪:২১

আরাফাত৫২৯ বলেছেন: ভাই শুধু বাংলাদেশ না দুনিয়ার সব দেশেই সুপারিশনামা লাগে। আমার তিনটা দেশে চাকরির অভিজ্ঞতা (বাংলাদেশ, মালয়শিয়া এবং ইংল্যান্ড) থেকে এই কথা সহজেই বলতে পারি। এছাড়াও বিভিন্ন দেশে প্রফেশনাল কাজে ভ্রমণ ও ঐসব দেশে বসবাসকারীদের সাথে ভালো পরিচয় থাকায় নিশ্চিত বলতে পারি এটাই বাস্তবতা । বিশেষ করে কানাডা, অস্ট্রোলিয়াতে এটা খুব সত্য। এমনকি প্রার্থী আগেই ঠিক করা থাকে খালি নামকাওয়াস্তে চাকরির এডভারর্টাইজ দেয়। আয়ারল্যান্ডে তো আপনার গায়ের রংয়ের কারণেই আপনি যতই বুদ্ধিমান হোন না কেন ওদের ঠেকা না থাকলে আপনাকে নিবে না। মানে নিবে তখনই যখন ওদের ঠেকা থাকবে। উপরে উপরে দেখবেন সবাই খুব ভালো, কিন্তু অনেকদিন থাকলে টের পাবেন ভিতরের অবস্থা। আপনি যদি অতীব মেধাবী না হোন, তাহলে সুপারিশ লাগবেই। ওই যে লেখা থাকে 'ইকুয়াল অপর্চুনিটি এমপ্লয়ার' এইসব ভুগিজুগি কথা।

০৫ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২১

শূন্য সারমর্ম বলেছেন:


ইউরোপ,কানাডা ও অস্ট্রেলিয়ায় তাহলে এই হালচাল, আমার কাজে দিবে আপনার অভিজ্ঞতা ; মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৫| ০৫ ই জুলাই, ২০২২ রাত ৮:১৩

মোহাম্মদ গোফরান বলেছেন: প্রথম জব রেফারেন্স অথবা ঘুষ এর পর নিজের চেষ্টায় ক্যারিয়ার।

০৫ ই জুলাই, ২০২২ রাত ১০:১০

শূন্য সারমর্ম বলেছেন:

ভালো পরামর্শ।

৬| ০৫ ই জুলাই, ২০২২ রাত ৮:৩৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: বড় বড় চাকরীর জন্য আপনার ভালো নেটওয়ার্ক থাকতে হবে। তবে ব্যতিক্রমও আছে। এই ধরণের পদে নিয়োগ অনেকটা বিয়ে শাদীর মত। অনেক দেখেশুনে রেফারেন্স পরীক্ষা করে নেয়া হয়।

আর বাংলাদেশের সব বড় চাকরী ভারতীয়রা নিয়ে যাচ্ছে এটা আসলে অতিরঞ্জিত কথা। তবে গার্মেন্টস সেক্টরে অনেক ভারতীয় আছে। আইটি সেক্টরে কিছু আছে। তবে আমাদের দেশের অনেক শিল্পপতি যোগ্য দেশী লোক থাকা সত্ত্বেও বিদেশী পছন্দ করেন।

০৫ ই জুলাই, ২০২২ রাত ১০:১১

শূন্য সারমর্ম বলেছেন:

নেটওয়ার্ক গড়তে হবে দেখছি ; মালিকদের পছন্দের তালিকায় বিদেশি এটা সতঃসিদ্ধ কথা।

৭| ০৫ ই জুলাই, ২০২২ রাত ৯:৩৫

কামাল৮০ বলেছেন: আমার শশুর ১৯৩৭ সালে চাকুরির জন্য দরখাস্ত করের।তাতে সুপারিশ ছিল এ,কে,ফজলুল হকের।সেটি বাঁধানো আছে আমার শশুর বাড়ীতে।সুপারিশ আগেও ছিল।

০৫ ই জুলাই, ২০২২ রাত ১০:১২

শূন্য সারমর্ম বলেছেন:

আমাকে তাহলে ফজলুল হকের মত সুপারিশ ম্যানেজ করতে হবে।

৮| ০৫ ই জুলাই, ২০২২ রাত ১১:৪৪

রাজীব নুর বলেছেন: ক্ষমতাবান মামা চাচা থাকলে চাকরী পাওয়া কঠিন হয় না।

০৫ ই জুলাই, ২০২২ রাত ১১:৫৪

শূন্য সারমর্ম বলেছেন:

ক্ষমতাবানদের সুপারিশনামার জন্য পরামর্শ দেন।

৯| ০৬ ই জুলাই, ২০২২ সকাল ১০:৩২

জুল ভার্ন বলেছেন: আমাদের দেশে এখন মেধায় চাকরি পাওয়া নিতান্তই ভাগ্যের ব্যাপার! গত ১২ বছরে দেশের কোনো পাব্লিক ইউনিভার্সিটিতে মেধার ভিত্তিতে কেউ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী নিয়োগ পায়নি।

০৬ ই জুলাই, ২০২২ সকাল ১০:৪২

শূন্য সারমর্ম বলেছেন:


সুপারিশনামা জোগাড় করতেই হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.