নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কর্মফল নক্ষত্রের কাছে পৌছানোর আগেই বিস্ফোরিত হবে,দেহক্ষয় বৃদ্ধিপাবে ক্রমান্বয়ে।অশনিসংকেত সুরের বদলে ভৌতিক হবে।আত্না দুমড়ে মুচড়ে যাবে ভয়ে,কাপুনি দিয়ে কেঁদে উঠবে।অন্যায়, অপরাধ ও পাপবোধ ঘিরে ধরবে হায়নার মত।আন্তঃনগর লাশঘরে দেহ পঁচে যাবার আগেই ধারালোর সংস্পর্শে চলে যাবে,আনন্দ পাবে? জীবনের বিভীষিকায় নৃত্য দিবে নরপিশাচ ; আগুনের উত্তাপে বাষ্পীভুত হবে স্বপ্ন।কলংক লেপন হবে বেদনার নীল রঙে।রাতের পেঁচায় ঘিরে থাকা কুসংস্কার, মধ্যরাতের কাকের ধ্বনি ভাবনায় দাসত্ব নিয়ে আসবে।
সময় ছিল,মস্তিষ্ক বেঁচে অর্থ দিয়ে বিষ কিনেছি,হৃৎপিন্ড পরোক্ষভাবে পুড়িয়েছি নিকোটিনে,রক্তপ্রবাহের আবহ টের পাইনি। উপলব্ধি করেছি সময় বলে কিছু নেই! বিভ্রম জীবনের নকশায় রঙধনু কখনো দেখা যায় না,নিকষ কালো রঙ ভিড় করে। ঘাপটি মেরে থাকে স্বাদের আত্না নিংড়ানোর অপেক্ষায়। কোথাও কেউ ছিল না,থাকবেও না।
......
২৯ শে জুন, ২০২২ সকাল ১০:৩০
শূন্য সারমর্ম বলেছেন:
পাপ/পূণ্যের মাঝে কর্মফলের অঘোষিত বেড়াজাল।
২| ২৯ শে জুন, ২০২২ সকাল ৯:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ। আপনার কবিতা আগে পড়েছি বলে মনে পড়ে না। বাট মুগ্ধ হয়েছি শব্দচয়ন ও গাঁথুনিতে।
অশনিসংকেত সুরের বদলে ভৌতিক হবে।
অশনিসংকেত শব্দটা তো এমনিতেই ভয়ালবার্তা বহন করে, সেখানে 'সুরের' প্রসঙ্গটা কন্ট্রাডিক্টরি মনে হয়েছে। যাই হোক, আমি হয়ত বুঝতে পারি নি। অবশ্য 'কবিতায় বোঝার ব্যাপারটাই অপ্রাসঙ্গিক'। তাই পাঠ করে মনের ভেতর যে অনুভব সৃষ্টি হয়েছে, সেটা নিয়ে গেলাম। শুভেচ্ছা।
২৯ শে জুন, ২০২২ সকাল ১০:৩৩
শূন্য সারমর্ম বলেছেন:
অনেক ধন্যবাদ ফিডব্যাকের জন্য।
অশনিসংকেত সুর হয়ে বাজে "স্যাডিস্ট মানুষদের কাছে, যারা অন্যের কস্টে আনন্দ পায়,সুুখ পায়।
৩| ২৯ শে জুন, ২০২২ সকাল ১০:১০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ব্লগার সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন অশনিসংকেত শব্দটা তো এমনিতেই ভয়ালবার্তা বহন করে, সেখানে 'সুরের' প্রসঙ্গটা কন্ট্রাডিক্টরি মনে হয়েছে।
২৯ শে জুন, ২০২২ সকাল ১০:৩৬
শূন্য সারমর্ম বলেছেন:
স্যাডিস্ট মানুষের জন্য প্রযোজ্য, যখন অশনিসংকেত সুরের বদলে নিজের কাছেেই ভৌতিক মনে হয়।
৪| ২৯ শে জুন, ২০২২ সকাল ১০:২৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বিভ্রম জীবনের নকশায় রংধনু কখনো দেখা যায় না
২৯ শে জুন, ২০২২ সকাল ১০:৩৭
শূন্য সারমর্ম বলেছেন:
সঠিক, কখনো দেখা যায় না।
৫| ২৯ শে জুন, ২০২২ সকাল ১১:২৬
জুল ভার্ন বলেছেন: জীবনের সারমর্মঃ
জীবন যেখানে ফুরিয়ে যায়
সেখানে ভোরের কিরণ আলো ছড়ায়;
উদোমতায়, নয় অন্য কোন প্রহেলিকায়
গালিব বলে,
দেখো, জীবন তো কেবলই
তোমারই নাম জপে যায়।
২৯ শে জুন, ২০২২ সকাল ১১:৫৪
শূন্য সারমর্ম বলেছেন:
জীবন তো কেবলই তোমার নাম জপে যায়, অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
৬| ২৯ শে জুন, ২০২২ দুপুর ১২:৫১
মরুভূমির জলদস্যু বলেছেন:
কবিতা লেখতে চাইছিলেন নাকি!!
২৯ শে জুন, ২০২২ দুপুর ১:৫৫
শূন্য সারমর্ম বলেছেন:
না, চাইনি। তবুও মনে হয় মাজারের সিন্নি হয়ে গেছে।
৭| ২৯ শে জুন, ২০২২ দুপুর ২:২০
রাজীব নুর বলেছেন: বেশ কঠিন করেই লিখেছেন।
২৯ শে জুন, ২০২২ বিকাল ৩:১৬
শূন্য সারমর্ম বলেছেন:
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
৮| ২৯ শে জুন, ২০২২ বিকাল ৩:১২
মোহাম্মদ গোফরান বলেছেন: লেখার মাণ খুবই ক্লাসি। কীপ ইট আপ।
২৯ শে জুন, ২০২২ বিকাল ৩:১৫
শূন্য সারমর্ম বলেছেন:
আপনার ফিডব্যাকের জন্য অনেক ধন্যবাদ।
৯| ২৯ শে জুন, ২০২২ বিকাল ৩:৫৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভাই এটা কি কবিতা?
আমাদের জন্য একটু
সহজ ভাষায় লেখা যায়না?
গাজীসাব বলেছেন,
পুরোটার সারমর্ম কি?
২৯ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:৪৭
শূন্য সারমর্ম বলেছেন:
নেক্সট টাইম সহজ ভাষায় চেষ্টা করবো,মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
১০| ২৯ শে জুন, ২০২২ বিকাল ৫:০৪
মিরোরডডল বলেছেন:
লেখাটা অন্যরকম ।
ভালো লেগেছে ।
২৯ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:৪৬
শূন্য সারমর্ম বলেছেন:
পঠনের জন্য অনেক ধন্যবাদ।
১১| ২৯ শে জুন, ২০২২ বিকাল ৫:০৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
সময় ছিল,মস্তিষ্ক বেঁচে অর্থ দিয়ে বিষ কিনেছি। - সময়ের চেয়ে মূল্যবান আর কিছু আছে জগতে আমার জানা নেই।
কোথাও কেউ ছিল না, থাকবেও না। - এর চেয়ে পরম সত্য আর কিছু নেই।
পোস্টে+++
২৯ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:৪৬
শূন্য সারমর্ম বলেছেন:
ফিডব্যাকের জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
১২| ৩০ শে জুন, ২০২২ রাত ১:৩৭
কামাল৮০ বলেছেন: কবিদের জন্য কবিতা।
৩০ শে জুন, ২০২২ সকাল ১১:৪৫
শূন্য সারমর্ম বলেছেন:
ধন্যবাদজ্ঞাপনে আমি নিজে।
©somewhere in net ltd.
১| ২৯ শে জুন, ২০২২ সকাল ৭:২০
সোনাগাজী বলেছেন:
পুরোটার সারমর্ম কি?